01/07/2025
টলি পাড়ায় কান পাতলেই একের পর এক বিচ্ছেদের খবর প্রায়শই শোনা যায়। 'আলোছায়া' ধারাবাহিকের বাবান-রুচিরাকে প্রায় সকলেরই চেনা। অনস্ক্রিন তাঁরা দেওর-বউদির চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তাঁরা স্বামী-স্ত্রী। তবে সেই সম্পর্কেই এবার দাড়ি টানলেন এই জুটি। সমাজমাধ্যমে পোস্ট করে এমনটাই জানালেন দীপশ্বেতা মিত্র। অভিনেত্রী জানান, 'আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। অনেকদিন ধরেই আমরা চেষ্টা করেছিলাম একে অপরের সঙ্গে মানিয়ে নিয়ে থাকার। তবে আমরা যেমন ভাবে চেয়েছিলাম সংসার সাজাতে, সেটা আমরা কেউই পেরে উঠছি না। এটা আমাদের দুজনের সিদ্ধান্ত। এখন আমরা দুজনেই নতুন ভাবে শুরু করব। আশা করি, আপনারা যেমন ভাবে ভালবাসা দিয়েছেন এবারেও সেইভাবেই আমাদের পাশে থাকবেন।' কৌশিক দাস এবং দীপশ্বেতা মিত্র ২০২২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন।
করোনার কারণে তাঁদের বিয়ে বেশ কয়েকবার পিছিয়েছিল। তবে সমস্ত ঝড় পেরিয়ে ১ ফেব্রুয়ারি ২০২২ সালে, তাঁদের ভালবাসা পরিণতি পায়। তবে এইসব এখন অতীত। নতুন ভাবে জীবন সাজানোর পথে এখন কৌশিক দাস এবং দীপশ্বেতা মিত্র।