17/09/2025
মাননীয়া দিদি,
শ্রদ্ধাসহ জানাই, আমরা ICT 6 ও 7 ফেজের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি আপনার স্বপ্নের বহু জনদরদী প্রকল্পকে বাস্তবে রূপ দিচ্ছি। শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, বিভিন্ন স্কলারশিপসহ বিদ্যালয়ের যাবতীয় অনলাইন ও অফিস-সংক্রান্ত কার্যক্রম নিষ্ঠার সঙ্গে পরিচালনা করে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব আমরা আন্তরিকতার সঙ্গে পালন করে চলেছি।
তবুও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনার ও ফেডারেশনের সক্রিয় সদস্য হয়েও আমরা আমাদের পূর্ববর্তী ফেজগুলির মতো প্রাপ্য সম্মান ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। ফলে আমাদের কাজের উৎসাহ ও মর্যাদা ব্যাহত হচ্ছে।
অতএব, আপনার নিকট আমাদের আন্তরিক প্রার্থনা—আজকের এই পুণ্য তিথিতে দয়া করে আমাদের বিষয়টিতে বিশেষ দৃষ্টি দিন এবং অবিলম্বে ICT 6 ও 7 ফেজের শিক্ষক-শিক্ষিকাদের পোর্টালাইজেশনের ব্যবস্থা গ্রহণ করুন।
শুভেচ্ছান্তে,
আপনার বিশ্বস্ত
ICT 6 ও 7 ফেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
#3719