Bangalir Safar

Bangalir Safar প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন, প্রকৃতি কে আরও সুন্দর করে গড়ে তুলুন।

উত্তরাখণ্ডের কনকচৌড়ির পাইন ফরেস্ট।  #উত্তরাখন্ড  #পাইনফরেস্ট
25/06/2025

উত্তরাখণ্ডের কনকচৌড়ির পাইন ফরেস্ট।


#উত্তরাখন্ড #পাইনফরেস্ট

এই ছেলেটি বর্তমানে ঋষিকেশের AIIMS এ ICU তে ভর্তি আছেA- রক্ত লাগবে।আমি ওনাকে ব্যক্তিগত ভাবে চিনিনা।কিভাবে হয়ে কি হয়েছে ...
24/06/2025

এই ছেলেটি বর্তমানে ঋষিকেশের AIIMS এ ICU তে ভর্তি আছে
A- রক্ত লাগবে।

আমি ওনাকে ব্যক্তিগত ভাবে চিনিনা।
কিভাবে হয়ে কি হয়েছে কিছুই জানি না। শুধু জানি উনি পাহাড়ের মানুষ।
তাই আমারা সবাই মিলে চেষ্টা করলে উনি সুস্থ হয়ে উঠবেন।
এই মুহুর্তে যদি আপনারা কেউ ঋষিকেশ, হরিদ্বার, অথবা দেরাদুনে থাকেন তাহলে দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

দাদার নাম - দেবব্রত ভট্টাচার্য
বয়স - ৪২
হাসপাতাল - AIIMS Rishikesh
Medicine Icu
Bed no 13
যোগাযোগ - 99707 46224

এই মুহুর্তে ওনাদের কাছে ভরসার যায়গা আমরাই।
তাই সবাই যদি একটু এগিয়ে আসেন অনেক অনেক সাহায্য হবে।
ধন্যবাদ।
সবার কাছে একটা অনুরোধ এই পোস্ট শেয়ার করে দিন । যাতে কেউ একজন সাহায্যের জন্য এগিয়ে আসেন।
Please শেয়ার করুন।

ভীমবালি থেকে কেদারনাথ বেসক্যাম্প পর্যন্ত বেশ ভালোই খাড়াই। হোয়াটসআপ থেকে সংগৃহিত এই ম্যাপটিতে গৌরিকুন্ড থেকে কেদারনাথ 16 ...
24/06/2025

ভীমবালি থেকে কেদারনাথ বেসক্যাম্প পর্যন্ত বেশ ভালোই খাড়াই।
হোয়াটসআপ থেকে সংগৃহিত এই ম্যাপটিতে গৌরিকুন্ড থেকে কেদারনাথ 16 কিমি দেখানো হলেও আরও 2 কিমি মতো দূরত্ব বাড়বে।

#কেদারনাথম্যাপ #রুটম্যাপকেদারনাথ

পাহাড়ি রাস্তা
23/06/2025

পাহাড়ি রাস্তা

⭕ দিঘায় মিটার এখন খুব চড়া ⭕এই তো, আর মাত্র কদিন বাকি। রথযাত্রা ২৭ জুন। তখন দিঘায় যাবেন নাকি? নতুন জগন্নাথ মন্দির হয়েছে, ...
23/06/2025

⭕ দিঘায় মিটার এখন খুব চড়া ⭕

এই তো, আর মাত্র কদিন বাকি। রথযাত্রা ২৭ জুন। তখন দিঘায় যাবেন নাকি? নতুন জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথদেবের রথের রশিতে টান দেওয়ার, নিদেনপক্ষে দেখারও যদি ইচ্ছে থাকে, তা হলে ট্যাঁকে কিন্তু কড়ি ভালো মতোই রাখতে হবে।

বাড়ির কাছের দি-পু-দা, তার মধ্যে এতদিন দি মানে দিঘাই ছিল সব শ্রেণির মানুষের নাগালের পর্যটন কেন্দ্র। কিন্তু ছিল। এখন অতীত।
আগে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, টোটো ভাড়া ছিল জন প্রতি ২০ টাকা। এখন ১০০ টাকা। সমুদ্র থেকে দূরে গড়পড়তা হোটেলের নন-এসি রুমের এক রাতের ভাড়া এখন ২০০০ টাকা। আগে এই রুমই ৫০০-৬০০ টাকায় মিলত।
বিরক্ত পর্যটকদের এই অভিযোগের কথা মেনে নিয়ে #দিঘা_শঙ্করপুর_হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ শনিবার একটি বৈঠক করে সতর্ক করেছেন হোটেল মালিকদের। কিন্তু তা কতোটা কি ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ আছে। যে জায়গায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখানকার হোটেলগুলো সমুদ্র থেকে দূরে বলে এতদিন সেগুলো পর্যটকদের প্রথম পছন্দের তালিকায় ছিল না।

তবে জগন্নাথ মন্দির হওয়ার পর ওই হোটেলগুলোরই এখন বিপুল চাহিদা। সেগুলোর ভাড়া আর মধ্যবিত্তের নাগালে নেই। দমদমের নাগেরবাজারের বাসিন্দা, পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী মৌমিতা কর সরকার সম্প্রতি তাঁর মা-কে নিয়ে দিঘায় বেড়াতে গিয়েছিলেন।

তার আগে তিনি ফোনে সি বিচ লাগোয়া একটি হোটেলে বুকিংয়ের চেষ্টা করেন। মৌমিতা বলছেন, ‘গত ডিসেম্বরে যে হটেলে পার নাইট ৩৪০০ টাকায় ছিলাম, সেই হোটেলই ৬৫০০ টাকা ভাড়া চাইল। আরও কয়েকটা হোটেলে ফোন করে একই অভিজ্ঞতা। সবাই বলছেন, রুম নেই।’
তাঁর কথায়, ‘দিঘায় পৌঁছে দেখলাম, সব হোটেলেই দু’-একটা ঘর রাখা রয়েছে। সেগুলোরই আকাশছোঁয়া ভাড়া চাওয়া হচ্ছে। পরে অবশ্য অনেক দেখে সাড়ে চার হাজারে একটা রুম পেয়েছিলাম। তবে তার ভাড়াও অন্তত এক হাজার টাকা কম হওয়া উচিত ছিল।’

পর্যটকদের অনেকেরই অভিযোগ, মাত্র এক কিলোমিটার দূরের জগন্নাথ মন্দিরে টোটো যেতে যাত্রী পিছু ১০০ টাকা ভাড়া চাইছে। বিমল নন্দী নামে এক যাত্রীর অভিযোগ, ‘টোটোচালকরা সাফ বলে দিচ্ছেন, যেতে হলে চলুন, না-হলে হেঁটে যান। ওঁদের আচরণ অত্যন্ত খারাপ।’
বীরভূম থেকে আসা পর্যটক রবীন্দ্রকুমার হালদারের বক্তব্য, ‘ভাত খাওয়ার একটা হোটেলে কথা হলো, মাছের থালির দাম ১০০ টাকা নেবে। খাওয়ার পরে দাম দিতে গিয়ে শুনি ১৫০ টাকা দিতে হবে। বলা হলো, কাতলা মাছ দেওয়া হয়েছে, তাই দাম বেশি। আমাদের কিন্তু রুই মাছই দেওয়া হয়েছিল। অনেকের সঙ্গেই এমন হচ্ছে।’

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘শনিবার আমরা একটা মিটিং ডেকে সবাইকে সাবধান করেছি। পর্যটকরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হবে।’
সৌজন্যে এইসময় ডিজিটাল।

🔺 এখনকার দীঘার পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত জানাবেন আলোচনা চলুক।
#দীঘা #দিঘা

নন্দপ্রয়াগ থেকে কনকচৌড়ি যাওয়ার পথে পাইন ফরেস্টে সূর্য অস্ত যাওয়ার সময়।
23/06/2025

নন্দপ্রয়াগ থেকে কনকচৌড়ি যাওয়ার পথে পাইন ফরেস্টে সূর্য অস্ত যাওয়ার সময়।

পরিচিত পাহাড়ের মাঝে এক অচেনা স্বর্গ – Rongpokholaযেখানে নদীর কলকল ধ্বনি মিশে যায় পাখির কুজনের সাথে, আর পাহাড় ঘেরা  প্...
21/06/2025

পরিচিত পাহাড়ের মাঝে এক অচেনা স্বর্গ – Rongpokhola

যেখানে নদীর কলকল ধ্বনি মিশে যায় পাখির কুজনের সাথে, আর পাহাড় ঘেরা প্রকৃতি আপনাকে ডাক দেয় নির্মল নিস্তব্ধতায় — এমনই এক স্বপ্নঘেরা জায়গা Rongpokhola, সিকিমের কোলে লুকানো এক অপার সৌন্দর্য!
এখানে আপনি পাবেন:
ঝর্ণার পাশে কাঠের কটেজ
হোমমেড পাহাড়ি খাবারের স্বাদ
নদীতে পা ভেজানো এক অনন্য অভিজ্ঞতা
পাখির ডাকে ঘুম ভাঙার শান্তি
থাকা + খাওয়া = সব মিলিয়ে মাত্র 850- 1200 টাকা Per Head Per Day.

Booking ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
রাইকেন মুখার্জী -
7063056042 (Call)// 8670322942 (WhatsApp)

ধন্যবদান্তে - Bangalir Safar

#রংপখোলা #সিকিম

বন্দে ভারত স্লিপার জুলাইতেই চালু হওয়ার চিন্তাভাবনা 🚅🚅
17/06/2025

বন্দে ভারত স্লিপার জুলাইতেই চালু হওয়ার চিন্তাভাবনা 🚅🚅

পুরীর রথ যাত্রায় নতুন নিয়ম 🙏🙏
17/06/2025

পুরীর রথ যাত্রায় নতুন নিয়ম 🙏🙏

🙏❤️❤️🙏
16/06/2025

🙏❤️❤️🙏

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangalir Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangalir Safar:

Share

Category