Bangalir Safar

Bangalir Safar প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন, প্রকৃতি কে আরও সুন্দর করে গড়ে তুলুন।

13/12/2025

উত্তরাখণ্ডের গুপ্তকাশী থেকে কুণ্ডের পথে যাওয়ার সময় বাম পাশে মন্দাকিনি নদী।

13/12/2025

উত্তরাখণ্ডের পাহাড়ি পথে পথে।
গুপ্তকাশী থেকে উখিমঠ যাওয়ার রাস্তা।

13/12/2025

ধারী দেবী মন্দির ভারতের উত্তরাখণ্ডে অলকানন্দা নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কালি মন্দির। উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী হিসেবে পরিচিত। ভক্তদের বিশ্বাস, মন্দিরের শিলা মূর্তিটি দিন ও সময় অনুযায়ী কুমারী, যুবতী ও বৃদ্ধা রূপে পরিবর্তিত হয়। এটি
৫১ সতীপীঠের অন্যতম একটি সতীপিঠ বলে বিবেচিত হয়।

মন্দিরটি সাধারণত সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস ভ্রমণের জন্য আদর্শ সময়।
উত্তরাখণ্ডের চারধাম যাওয়ার পথেই পড়বে এই মন্দির।
Bangalir Safar

#ধারীদেবী #ধারীদেবীউত্তরাখন্ড

নদীর তীরে পাহাড়ের ঢালেই যে ওদের বসতবাড়ি।
12/12/2025

নদীর তীরে পাহাড়ের ঢালেই যে ওদের বসতবাড়ি।

কার্তিকস্বামীর পথে পাইন বনের ছায়া।
12/12/2025

কার্তিকস্বামীর পথে পাইন বনের ছায়া।

12/12/2025

দেবপ্রয়াগ
অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গমস্থল যেখান থেকেই গঙ্গা নামের উৎপত্তি।

#দেবপ্রয়াগ #গঙ্গানামেরউৎপত্তি

সতপন্থ হিমবাহ থেকে উৎপত্তি হয়ে সরু সুতোর মতো অলকানন্দা নদী।
12/12/2025

সতপন্থ হিমবাহ থেকে উৎপত্তি হয়ে সরু সুতোর মতো অলকানন্দা নদী।

11/12/2025

দেবপ্রয়াগ
উত্তরাখণ্ডের প্রধান দুই নদী(ভাগীরথী ও অলাকানন্দা) মিলিত (সঙ্গমস্থল) হয়ে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়ে হরিদ্বারে সমতল ভূমিতে মিশেছে।

#দেবপ্রয়াগ #সঙ্গম

🏛️ রসপাল রাজবাড়ী (বাঁকুড়া জেলা) 🏛️মানুষ চলে যায়, স্মৃতি গুলো রাজপ্রাসাদের প্রতিটি দেওয়ালে থাকতে থাকতে এক সময় প্রকৃতির কো...
11/12/2025

🏛️ রসপাল রাজবাড়ী (বাঁকুড়া জেলা) 🏛️

মানুষ চলে যায়, স্মৃতি গুলো রাজপ্রাসাদের প্রতিটি দেওয়ালে থাকতে থাকতে এক সময় প্রকৃতির কোলে বিলীন হয়ে যায়।

বাড়ির মতো রাজপ্রাসাদও আজ কালের গ্রাসে ধংসস্তূপ।
পশ্চিমবাংলার এই প্রান্তে ওই প্রান্তে এমন অনেক ধংসস্তূপ আপনি দেখতে পাবেন যেগুলো কালের গ্রাসে হারিয়ে ফেলেছে তার সোনালী দিনগুলো, হারিয়ে ফেলেছে ইতিহাসের গৌরবময় অধ্যায়।

কত উদেশ্য, কত লোকজন, কত আনন্দ, কত আসা, কত ভরসা নিয়ে এই রকম সব রাজপ্রাসাদ গুলো বানানো হয়েছিলো। একসময় প্রতিটা দিন হাসি ঠাট্টায় গমগমিয়ে থাকতো, প্রতিটা উৎসবে রাজপ্রাসাদের প্রতিটা কোনা আলোকজ্জ্বল হয়ে উঠতো।
পাড়া-পড়শীর রাজ রাজাদের আনাগোনা, মন্ত্রী-প্রজাদের আনাগোনা, সৈন্য-সামন্তদের সাথে রাজ পরিবারের সদস্যদের হাসিঠাট্টায় মেতে থাকতো। চাকর-বাকররা সবসময় ফাই-ফরমাইশ খাটতে ব্যাস্ত থাকতো, প্রাতি রাত্রে বসতো সূরা পানের সাথে গান-বাজনার আসর সহ কত কিছু। কিন্ত আজ আর কোন কিছুই নেই আছে শুধু সাপ, ব্যাঙ, বেড়াল, কুকুরের আস্তানা হয়ে। একদিন হয়তো ভগ্ন হতে হতে এই ধংসস্তূপ প্রকৃতির কোলে বিলীন হয়ে যাবে।

আমরা যারা একটু ঘুরতে ভালবাসি তারা হয়তো একটু সময় পেলে দেখতে যাই একটু ঘুরে আসি আর ভাবি এখানে একসময় কি না কি হতো আর কি না কি চলতো।
যে সমস্ত রাজবাড়ি গুলো হেরিটেজের সন্মান পায় সেইগুলো একটু চাকচিক্য থাকে বাকি গুলো এই ভাবেই ধীরে ধীরে প্রকৃতির কোলে বিলীন হয়ে যায়।
Bangalir Safar

#রাজবাড়ী #রসপালরাজবাড়ি

পাহাড়ের গায়ে বসত বাড়ি।
11/12/2025

পাহাড়ের গায়ে বসত বাড়ি।

মন্দাকিনি নদী তার গতিপথ পরিবর্তন করতে করতে রাস্তার পাশে এসে ঠেকেছে। স্থান- উখিমঠ যাওয়ার পথে।
11/12/2025

মন্দাকিনি নদী তার গতিপথ পরিবর্তন করতে করতে রাস্তার পাশে এসে ঠেকেছে।
স্থান- উখিমঠ যাওয়ার পথে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangalir Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangalir Safar:

Share