Global News

Global News Media-News-Publishing Hello Friends,
Would you mind leaving as a quick review by clicking the link below. Thanks really appreciate it.
(10)

It really helps us and can be a big help to your neighbors. Share your experience :
https://www.facebook.com/profile.php?id=100083060480919&sk=reviews
Regards,
Sunny Das

27/09/2025

অশ্রুভেজা নয়নে সুরের জাদুকর জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি কোচবিহারে
আজকের দিনটা ছিল স্মৃতিমাখা, অশ্রুভেজা। সুরের জাদুকর, কণ্ঠশিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে দেশবাসীর মতোই আস্থা ফাউন্ডেশনের সদস্যরাও শোকস্তব্ধ। প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে কোচবিহারে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ কর্মসূচির।
অনুষ্ঠানের শুরুতে জুবিন দার ছবিতে ফুল, ধূপকাঠি ও মোমবাতি নিবেদন করা হয়। নীরবতা নেমে আসে চারপাশে। উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন—যেন সেই মুহূর্তে সবাই কেবল সুরের সাধককে স্মরণ করছিলেন।
শ্রদ্ধার এই কর্মসূচি শুধু আচারেই সীমাবদ্ধ থাকেনি। জুবিন দার স্মৃতির উদ্দেশ্যে বিশেষভাবে সক্ষম মানুষ ও ছোট ছোট শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় ভগবত গীতা—একটি বার্তা ছড়িয়ে দিতে যে জীবন যেমন ক্ষণস্থায়ী, তেমনি সঙ্গীত ও মূল্যবোধ চিরন্তন।
সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন সকলের হাতে একটি করে সবুজ চারা তুলে দেওয়া হয়। কারণ, জুবিন দা গাছকে ভীষণ ভালোবাসতেন। তাঁর সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতেই প্রকৃতির প্রতীক হিসেবে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেয় আস্থা ফাউন্ডেশন।
এই আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন কোচবিহারের কণ্ঠশিল্পী কুমার ভাইয়া, অমিত দাস ও মরমিতা মিত্র। তাঁরা সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ করে কুমার ভাইয়া যখন জুবিন দার গান গেয়ে শোনালেন, তখন অনুষ্ঠানস্থলে আবেগ উথলে ওঠে। মনে হচ্ছিল—জুবিন দা আজও আমাদের মাঝেই আছেন, তাঁর সুরেই বেঁচে আছেন।
আস্থা ফাউন্ডেশনের এই উদ্যোগ যেন কেবল শ্রদ্ধা নিবেদন নয়, বরং জুবিন গার্গের স্বপ্ন, তাঁর সঙ্গীতপ্রেম ও মানবিকতার বার্তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা। আমরা এর পক্ষ থেকেও সঙ্গীত শিল্পী জুবিন দা কে জানাই অস্রু শিক্ত নয়নে শ্রদ্ধাঞ্জলি।।

27/09/2025

ঠাকুর পুকুর এসবি পার্ক , থিম- প্রত্ম কথা , তুলে ধরা হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোগলমারির কথা ‌ । পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 অবস্থিত ঐতিহাসিক স্থান যেখানে বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে একদল পুরাত্ত্বিক 2003 সালে মোগলমারিতে প্রথম খননকার্য শুরু করেন । 2003-04 সালে খননকার্যের প্রথম পর্যায় মোগলমারি গ্রামের দুটি জায়গাকে খননের জন্য বেছে নেওয়া হয় ।

স্ট্রেচারের অভাবে রোগী মৃত্যু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির |স্ট্রেচারের অভাবে রোগী মৃত্...
27/09/2025

স্ট্রেচারের অভাবে রোগী মৃত্যু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির |

স্ট্রেচারের অভাবে রোগী মৃত্যু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।আজ বিজেপির পক্ষ থেকে বিধায়ক শঙ্কর ঘোষ জানান এই তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে আর কত কি দেখাবে ? শেষ পর্যন্ত এই রাজ্যে স্ট্রেচার পাওয়া গেল না? কতটা দুর্ভাগ্যজনক এই ঘটনা, গতকাল সকালে এক যুবক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এ আসেন তাকে নিয়ে আসেন তার পরিবারের মানুষ, কিন্তু ঘন্ট তিন অপেক্ষা করবার পরেও আসে নি স্ট্রেচার। পরে মৃত্যু হয় ওই রোগীর। এর পরেই ক্ষোভে ফেটে পড়লেন সাধারন মানুষ এবং রোগীর আত্মীয়রা। আজকে সকালে বিক্ষোভ দেখায় বিজেপি। তারা অবিলম্বে সুপার এর পদত্যাগ দাবি করে।

জল নেই শিলিগুড়িতে, যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ |আবার জলের যন্ত্রণা শিলিগুড়িতে, গত দুদিন ধরে  সমস্যা বাড়ছিল জলের, আ...
27/09/2025

জল নেই শিলিগুড়িতে, যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ |

আবার জলের যন্ত্রণা শিলিগুড়িতে, গত দুদিন ধরে সমস্যা বাড়ছিল জলের, আজকে সেটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শিলিগুড়ি বেশ কয়েকটি ওয়ার্ডে জল আসবে না আগের থেকেই ঘোষণা করা হয়েছিল, কোন কোন জায়গায় এক বেলা আসছিল এক বেলা আসছিল না। আজ সকাল হতে জলের জিনিস নিয়ে এক প্রান্ত থেকে এক প্রান্তে দৌড়াতে দেখা যায় বাড়ির পুরুষ এবং মহিলাদের। অনেকেই জানাচ্ছেন রবিবারে জল একটু বেশিই লাগে। তাই পরে যদি না পাওয়া যায় তাই আগের থেকেই জল সঞ্চয় করে রাখা। গতকাল মেয়র সরাসরি কথা বলেন জনসাধারণের সাথে, এখনো জলের সমস্যা দিয়ে কথা উঠে। মেয়র জানান গত কয়েক বছর ধরেই চলছে জলে সমস্যা, আমরা চেষ্টা করছি তার সমাধান করার। সময় লাগছে তবুও মিটে যাবে আশা করছি । মেয়রের বলার পরও গতকাল বিকেলে জল আসেনি, আজকে সকালেও বেশ কয়েকটি ওয়ার্ডে জল আসেনি । আসলেও খুব সরু হয়ে পড়ছে । জল নিয়ে সমস্যা পড়ছেন শিলিগুড়ি মানুষ বারে বারে, এবারও তার ব্যতিক্রম হলো না। জলের সাথে জড়িত ইঞ্জিনিয়ার বা বাস্তুকাররা জানিয়েছেন নিচের থেকে জল আসছে না ঠিকমত, জল না জমলে জল উঠবে কি করে? তাই সমস্যা তো সমস্যাতেই থেকে গেল ।

26/09/2025

বিধায়ক করলেন নতুন মন্দিরের উদ্বোধন, অনুষ্ঠানের সকালে কলশ যাত্রা

বিধায়কের উপস্থিতিতে হয়ে গেল নতুন দুর্গা মন্দিরের উদ্বোধন। বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রামে কলস যাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তারপর সারাদিনব্যাপী চলে পূজা পাঠ হোম যজ্ঞ ও হরিনাম গানের আসর। তবে সন্ধ্যা লাগতেই বিধায়ক দুর্গা মন্দিরে ফিতে কেটে সেই মন্দিরের উদ্বোধন করলেন আজ। এদিন সকাল থেকেই দক্ষিণগ্রাম জুড়ে ঢাকঢোল কাশি বাঁশি সহ শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, দক্ষিণগ্রাম তরুণ সংঘের নতুন দুর্গা মন্দিরে সারাদিনব্যাপী চলে পূজা পাঠ ও সন্ধ্যা ঘনাতেই আনুষ্ঠানিকভাবে বিধায়কের উপস্থিতিতে ওই মন্দিরে ফিতে কেটে উদ্বোধন করা হলো।

26/09/2025

সবার চাইতে আকর্ষণীয় এবারে শিলিগুড়ির মিত্র সম্মিলনীর দুর্গাপুজো। এবারে ৯৯ তম বর্ষে পা দিল মিত্র সম্মিলনীর দূর্গা পুজো। স্বাভাবিকভাবেই এই ঐতিহ্যবাহী দুর্গা পুজোকে ঘিরে একটা আলাদা আকর্ষণ তৈরি হচ্ছে জন মানুষের মধ্য। মিত্র সম্মিলনীর পুজো একটা সাবেকিআনার মধ্য দিয়ে চলে। এবারে তার ৯৯ তম বর্ষ। কাজেই একটা আলাদা তাড়াহুড়ো সবার মধ্যেই আছে। এখনো পুরোপুরি প্যান্ডেল তৈরি হয়নি চলছে। ক্লাব সদস্যরা, কিংবা বলতে পারা যায় পূজা কমিটির সদস্যরা সকাল সন্ধ্যা বসে থেকে কাজ তদারকি করছেন। নিঃসন্দেহে এবারের পূজো মিত্র সম্মিলনী ক্লাবের দুর্গাপুজো একটা মাত্রা আলাদা তৈরি করবে।

26/09/2025

বৃষ্টির দাপট গোটা বাংলা জুড়ে। আজকে চতুর্থ বাজারে ভির দিনের বেলাতেই। শিলিগুড়িতেও বৃষ্টি সম্ভাবনা থাকায় চতুর্থী দুপুরে বাজারে জনসমাগম পারছে দিনের পর দিন। দুপুরবেলা আজকে বিধান মার্কেট ক্ষুদিরাম পল্লী | এবং হায়দার পাড়া বাজারে গিয়ে দেখা গেল লোকের ভিড় বেড়েছে ভালোই। কারণ বৃষ্টির কোন ভরসা নেই। কখন মুষলধারে নেমে সবকিছু বন্ধ করে দিতে পারে। অতএব দিনের বেলায় বাজার করো। পুজোর আবার দিনরাত কোথায় শুধু শিলিগুড়ি কেন পাশের শহর জলপাইগুড়ি তে গিয়েও দেখা গেল একই অবস্থা। দিনের বেলায় | কড়া রোদ্রের মধ্যেও মানুষ বাজার করতে বেরিয়ে গেছেন। কারণ পুজোর বাজার অনেকেরই ঠিকভাবে করা হয়ে ওঠেনি। হাতে আর বেশি সময় নেই তাই যেভাবেই হোক | বাজার শেষ করতে হবে। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা বলে কথা |

21/09/2025

শিলিগুড়ি লায়ন্স ক্লাব এর প্রতি সপ্তাহ এর দায়িত্ব মানুষ এর পেট ভরানো। প্রতি সপ্তাহে অন্তত ৬দিন তারা নয় রুটি সবজি, না হয় খিচুড়ি না হয় ফ্রাইড রাইস খাওয়ান। আজকে শিলিগুড়ি মায়ের ইচ্ছা কালীবাড়ি এবং হাসপাতালের মধ্যবর্তী জায়গায় তারা পথ চলতি মানুষের পাশে দাড়ালেন। বহু মানুষকে খাওয়ালেন, এবং বহু মানুষের হাতে তুলে দিলেন খাবার। সারা বছর ধরেই আমরা এই কাজটি করে এসেছি। জানিয়েছেন তারা। এটাই আমাদের একমাত্র লক্ষ যাতে কেউ অভুক্ত না থাকে।

21/09/2025

মহালয়ার দিন চলছে শেষ তুলির টান। শিলিগুড়িতে শিল্পীদের খাওয়া দাওয়ার সময় নেই। ঘন্টার পর ঘন্টা কাজ করে চলেছেন তারা। মাঝে বৃষ্টিতে বেশ কয়েকটি দিন নষ্ট হয়ে গেছে। এবার রোদ উঠেছে তাই আর সময় নষ্ট করতে একেবারেই নারাজ তারা। জানালেন এমনিতে প্রচুর সময় চলে গেছে তাই এখন যখন রোদ উঠেছে তখন আর সময় নষ্ট করা যাবে না। মায়ের পুজো আনন্দের হোক এটাও চাই আমরা। প্রতিটা মৃৎশিল্পীদের কারখানায় গিয়ে দেখা গেল তোর জোর করে কাজ করে যাচ্ছেন তারা। সময় কম কাজ তো শেষ করতেই হবে
তবেই তো মা আমাদের আশীর্বাদ করবেন জানালেন তারা |

পাড়ায় সমাধান এ রঞ্জন সরকার। আজকে শিলিগুড়ির ৪৬ নং ওয়ার্ড এ অনুষ্টিত হল পাড়ায় সমাধান। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, নিজে দায়িত্...
19/09/2025

পাড়ায় সমাধান এ রঞ্জন সরকার। আজকে শিলিগুড়ির ৪৬ নং ওয়ার্ড এ অনুষ্টিত হল পাড়ায় সমাধান। ডেপুটি মেয়র রঞ্জন সরকার, নিজে দায়িত্ব নিয়ে দেখে শুনে পালন করলেন এই প্রকল্প। তিনি জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাধের প্রকল্প এই পাড়ায় সমাধান। মানুষের উপকার করতেই এই প্রকল্প র সূচনা। যেটা আগামীদিনেও মানুষের মধ্যে জনপ্রিয় হবে।

19/09/2025

অনেক দিন পরে রোদ ওঠায় হাফ ছেড়ে বাঁচলেন দুর্গাপুজোর উদ্যোগ নেওয়া কর্মকর্তারা। তারা নিজেরা জানিয়েছেন এতো বৃষ্টি সত্যি সত্যি আমাদের চিন্তায় ফেলে দিয়েছিল। তবে রোদ ওঠায় আর সমস্যা নেই। আশা করছি ভালো সময় এসেছে আমাদের জানালেন তারা |

19/09/2025

শিলিগুড়ি হাসপাতালের বাইরে সমস্যা যানজট। ভিতরে ঢুকতে হিমশিম খাচ্ছেন মানুষ। অনেক মানুষের বিরক্তির কারন। হাসপাতালে ঢুকতে প্রচন্ড সমস্যা রোগী এবং রোগীর আত্মীয় দের। বার বার বললেও সমস্যা তৈরী হচ্ছে।

Address

Kolkata
700039

Alerts

Be the first to know and let us send you an email when Global News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global News:

Share