
28/06/2025
সুপারি কাণ্ডে অভিযুক্ত ধীরাজ ঘোষের জামিন মনজুর |
সুপারি কাণ্ডে অভিযুক্ত ধীরাজ ঘোষের জামিনের আবেদন মনজুর করল কোর্ট। আজ শিলিগুড়িতে তার জামিনের আবেদন মনজুর হয়। দিন কয়েক আগে সুপারি কান্তের মূল পান্ডা ধীরাজ ঘোষ কে আটক করে পুলিশ। তার দুটি অফিস বাজেয়াপ্ত করা হয়। এদিন আদালতে তাকে তোলা হলে আর আদালত তাঁর জামিন মনজুর করে। সুপারি ক্যান্ডে কালো বাজারে চলছিল বহুদিন থেকেই। বহু জালিয়াতির মধ্য উঠে আসিল ধীরাজ ঘোষের নাম। তার নামে বহু বেনামী সম্পত্তির ও খোঁজ পাওয়া গেছে। কাকে গ্রেফতার করার পরই মনে করা হচ্ছিল উত্তরবঙ্গের সুপারি কাণ্ড অভিযুক্ত অথবা মূল অভিযুক্তরা একে একে ধরা পড়বে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হলো না , কি কারনে ধীরাজ ঘোষের জামিন হলো সেটা জানতে না পারা গেলেও মনে করা হচ্ছে উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে গ্রেফতার করা হয়েছিল বলেই তার জামিন হলো।