Global News

Global News Media-News-Publishing Hello Friends,
Would you mind leaving as a quick review by clicking the link below. Thanks really appreciate it.
(1)

It really helps us and can be a big help to your neighbors. Share your experience :
https://www.facebook.com/profile.php?id=100083060480919&sk=reviews
Regards,
Sunny Das

সুপারি কাণ্ডে অভিযুক্ত  ধীরাজ ঘোষের জামিন মনজুর |সুপারি কাণ্ডে অভিযুক্ত  ধীরাজ ঘোষের জামিনের আবেদন মনজুর করল কোর্ট। আজ শ...
28/06/2025

সুপারি কাণ্ডে অভিযুক্ত ধীরাজ ঘোষের জামিন মনজুর |

সুপারি কাণ্ডে অভিযুক্ত ধীরাজ ঘোষের জামিনের আবেদন মনজুর করল কোর্ট। আজ শিলিগুড়িতে তার জামিনের আবেদন মনজুর হয়। দিন কয়েক আগে সুপারি কান্তের মূল পান্ডা ধীরাজ ঘোষ কে আটক করে পুলিশ। তার দুটি অফিস বাজেয়াপ্ত করা হয়। এদিন আদালতে তাকে তোলা হলে আর আদালত তাঁর জামিন মনজুর করে। সুপারি ক্যান্ডে কালো বাজারে চলছিল বহুদিন থেকেই। বহু জালিয়াতির মধ্য উঠে আসিল ধীরাজ ঘোষের নাম। তার নামে বহু বেনামী সম্পত্তির ও খোঁজ পাওয়া গেছে। কাকে গ্রেফতার করার পরই মনে করা হচ্ছিল উত্তরবঙ্গের সুপারি কাণ্ড অভিযুক্ত অথবা মূল অভিযুক্তরা একে একে ধরা পড়বে। কিন্তু কার্যক্ষেত্রে সেটা হলো না , কি কারনে ধীরাজ ঘোষের জামিন হলো সেটা জানতে না পারা গেলেও মনে করা হচ্ছে উপযুক্ত প্রমাণ ছাড়া তাকে গ্রেফতার করা হয়েছিল বলেই তার জামিন হলো।

তরজা মেয়র এবং বিধায়কের বজরংবালী মন্দির ভাঙা নিয়ে।বিধায়ক এবং মেয়র  দুজনের মধ্যে শুরু হয়ে গেল  লড়াই। দুজনের মধ্য এই...
28/06/2025

তরজা মেয়র এবং বিধায়কের বজরংবালী মন্দির ভাঙা নিয়ে।

বিধায়ক এবং মেয়র দুজনের মধ্যে শুরু হয়ে গেল লড়াই। দুজনের মধ্য এই লড়াইকে ঘিরে উত্তপ্ত হয়ে গেল শিলিগুড়ি। সমস্যা শুরু হয়েছে স্টেশন ফিডার রোডের হনুমান মন্দির ভাঙ্গাকে নিয়ে। বিধায়ক শংকর ঘোষ এই এলাকায় এসে সরাসরি তৃণমূল কংগ্রেসের উপর দোষারোপ করলেন। উল্টোদিকে মেয়র ছেড়ে কথা বলেননি, তিনি জানালেন বেশি বাড়াবাড়ি করলে তৃণমূল কংগ্রেস তার শক্তি বুঝিয়ে দেবে। এদিন বিজেপি সমর্থকেরা শিলিগুড়ির এস এফ রোডে এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে হনুমান মন্দির ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ জানান। ঠিক তার বিপরীতে মেয়র পৌঁছে যান শিলিগুড়ির এসএফ রোডে হনুমান মন্দিরে। তিনি জানালেন এর জবাব ভাজপা পাবে। মেয়র এবং ডেপুটি মেয়র দুজনে পৌঁছে যান এস এফ রোডের ঘটনাস্থলে। সেখানে গিয়ে বিধায়কের কথার উত্তর দেন।

শিলিগুড়ির এস এফ রোডে  হনুমান মন্দির ভাঙ্গার অভিযোগ হনুমান চালিশা পড়ে  প্রতিবাদ বিজেপি সমর্থকদের।শিলিগুড়ির এস এফ রোডে ...
28/06/2025

শিলিগুড়ির এস এফ রোডে হনুমান মন্দির ভাঙ্গার অভিযোগ হনুমান চালিশা পড়ে প্রতিবাদ বিজেপি সমর্থকদের।

শিলিগুড়ির এস এফ রোডে হনুমান মন্দির ভাঙ্গার অভিযোগ হনুমান চালিশা পড়ে প্রতিবাদ বিজেপি সমর্থকদের। তৃণমূলের জন্যই ভেঙেছে হনুমান মন্দির, আর তৃণমূলকেই তৈরি করে দিতে হবে এই মন্দির। শিলিগুড়ির এসএফ রোডে হনুমান চালিশা পড়ে প্রতিবাদ করলেন বিজেপি সমর্থকেরা। বিজেপির অন্যতম প্রধান নেত্রী মাধবী মুখার্জি জানালেন তৃণমূল গোটা রাজ্যে অরাজকতা তৈরি করছে। মন্দির কেও ছাড় দিচ্ছে না, সারা রাজ্যে অ রা জগতার মধ্য দিয়ে চলছে। কোন কিছু ঠিক জায়গাতে নেই, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এক অনিশ্চয়তার মধ্য দিয়ে নিজেদের দিন কাটাচ্ছে। এই মন্দির ভাঙ্গার পিছনে তৃণমূল কংগ্রেসের সদস্যরাই দায়ী। মানুষের বিশ্বাসে আঘাত হেনে এগিয়ে যেতে চায় তৃণমূল কিন্তু মানুষ সেটা হতে দেবে না। আজকের হনুমান চালিশা পাঠ আমাদের কাছে সবচাইতে বড় প্রতিবাদ জানালেন মাধবী মুখার্জি।

একের পর এক ছিনতাই  শিলিগুড়িতে সোনার চেন পড়তে অনীহা মহিলাদের মধ্য।শিলিগুড়িতে হচ্ছে  একের পর এক ছিনতাই। সমস্ত শিলিগুড়ি ...
28/06/2025

একের পর এক ছিনতাই শিলিগুড়িতে সোনার চেন পড়তে অনীহা মহিলাদের মধ্য।

শিলিগুড়িতে হচ্ছে একের পর এক ছিনতাই। সমস্ত শিলিগুড়ি জুড়ে সকাল অথবা সন্ধ্যায় চলছে ছিনতাই। শুধু তাই বললেই হবে না ভর দুপুরেও গত রোববার কয়েক কোটি টাকার সোনার জিনিস নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয় ভোরবেলা এবং রাতে সোনার হার ছিনতাই এর কথা এখন শিলিগুড়ির সকল মানুষের মুখে। তাইতো হয়ত এবারে সোনার জিনিস ব্রাত্য হতে চলেছে সাধারণ মানুষের মধ্য। আর যাই হোক অন্তত সোনার জিনিস পড়ে বাইরে বের হতে সাহস করবেন না কোন মহিলা। যেভাবে নিরবে নিরিবিলি রাস্তার মধ্য বাইক থামিয়ে গ লা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে গেল ছিনতাইকারীরা সে কাজ কোন সিনেমার থেকে কম নয়। তাই আপাতত বাদ , সোনার সমস্ত জিনিস। কারণ অপরাধীরা শুধুমাত্র সোনার জিনিসকেই টার্গেট করছে। আর তাই অপরাধ কমাতে হলে সোনার জিনিস আর কোনভাবেই পড়া চলবে না এটা বুঝে গেছেন শহর শিলিগুড়ির মানুষ। তাই আপাতত বাদ সোনা।

রথযাত্রার শুভ দিনে  শিলিগুড়ি মহামায়াণ স্পোটিং ক্লাবে বড়মা পুজোর কাঠামো পুজো |সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : মহামায়া স্পোর...
28/06/2025

রথযাত্রার শুভ দিনে শিলিগুড়ি মহামায়াণ স্পোটিং ক্লাবে বড়মা পুজোর কাঠামো পুজো |

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : মহামায়া স্পোর্টিং ক্লাবের বড়মা পুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হয়ে গেল। আজ জগন্নাথ দেবের রথযাত্রা, এই শুভদিনে শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাবের বড়মার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। এবারে তাদের শ্যামা পূজো ৪৬ তম বর্ষে পদার্পণ করবে পাশাপাশি বড়মা পূজো তৃতীয় বর্ষে পদার্পণ করবে। গত দুই বছর প্রচুর দর্শনার্থীদের সমাগম ঘটে মহামায়া স্পোর্টিং ক্লাবের বড়মার পুজো দেখতে। শিলিগুড়ি শহর তো বটে আশেপাশের এলাকা থেকেও অনেক ভক্ত এসেছিলেন বড়মাকে দর্শন করতে। এবারও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে নৈহাটির বড়মার আদলে মহামায়া ক্লাবের বড়মা পুজো। এদিন কাঠামো পুজো হয়ে গেল। প্রতিমার উচ্চতা বাইশ ফুট সব মিলিয়ে দাঁড়াবে ২৭ ফুট। শুধু শিলিগুড়ি নয় গোটা উত্তরবঙ্গবাসীর কাছে এক দুর্দান্ত ভক্তিপূর্ব অনুভূতি। তিন দিন ধরে চলবে পুজো, ভক্তদের জন্য থাকছে প্রসাদ বিতরণ কর্মসূচি সহ আরো একাধিক কর্মসূচি। এবার আরো বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে মহামায়া ক্লাবের শ্রী শ্রী শ্যামা পুজো নৈহাটির বড়মার আদলে বড়মার পুজো।

সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
28/06/2025

সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবার এটিএম লুটের চেষ্টা  এবার জলপাইগুড়ির রানীনগরে  ধৃত দুজন |বিতর্ক যেন কমছে না। আবার এটিএম লুটের চেষ্টা  এবার জলপাইগুড...
28/06/2025

আবার এটিএম লুটের চেষ্টা এবার জলপাইগুড়ির রানীনগরে ধৃত দুজন |

বিতর্ক যেন কমছে না। আবার এটিএম লুটের চেষ্টা এবার জলপাইগুড়ির রানীনগরে। ভোর বেলার দিকে দুই দুষ্কৃতী একটি এটিএমে ঢুকে এটিএমটি ভাঙার চেষ্টা করে। খুব সম্ভবত ওই এটিএমটি ছিল একটি কোন সরকারি ব্যাংকের। এই সময়ে গার্ড এটিএম এর ভিতরে ছিলনা। বাইরে থেকে দেখতে পেয়ে সে বুঝতে পেরে যায়, এটিএম লুটের চেষ্টা হচ্ছে । সঙ্গে সঙ্গে সে পুলিশে খবর দেয়, পুলিশ এসে ওই দুষ্কৃতী দুজনকে গ্রেফতার করে। পুলিশকে দেখে ওই দুই দুষ্কৃতী পালানোর চেষ্টা করেছিল , কিন্তু পালাতে পারেনি। এটিএম খোলা অবস্থায় তারা দুজন পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশের গাড়ি ধাওয়া করে তাদের দুজনকে আটক করে। স্থানীয় মানুষের অভিযোগ একের পর এক এটিএম থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে , অথচ কোন নির্দিষ্ট পাহারা না থাকায় সমস্যায় ভুগছেন গ্রাহক এবং ব্যাংক কর্তৃপক্ষ। একে অন্যকে দায়ী করে সমস্যা মেটাতে চাইছেন তারা। এইসব এটিএম এমন জায়গায় যেখানে চট করে কারো আশা প্রায় অসম্ভব। এইসব জায়গাতেই বেছে নেয় দুষ্কৃতিরা। অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত এই এটিএম গুলিতে জানান তারা। রানীনগরে এই জায়গাটিতে এর আগেও একবার এটিএম লুটের চেষ্টা হয়েছিল। এবার ও পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল দুষ্কৃতীরা।

নিজের স্ত্রীকে মেরে  আত্মঘাতী স্বামী  তীব্র চাঞ্চল্য  জলপাইগুড়ি শহরে।জলপাইগুড়িতে নিজের স্ত্রীকে মেরে আত্মঘাতী হলেন এক ...
28/06/2025

নিজের স্ত্রীকে মেরে আত্মঘাতী স্বামী তীব্র চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে।

জলপাইগুড়িতে নিজের স্ত্রীকে মেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ির হাকিমপাড়াতে বাড়ি, স্বামী স্ত্রী থাকতেন ওই বাড়িতে। পাড়া-প্রতিবেশীরা জানিয়েছিলেন তাদের মধ্যে সেরকম কোন অশান্তি ছিল না। এখন সেটা কোন দেনার কারণে , না কোন অনটন জনিত সমস্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ। নিজের স্ত্রীকে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি বলে খবর পাওয়া গেছে। ওই ব্যক্তি ছেলে-মেয়ে আত্মীয় সম্পর্কের কোন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশীরাই খবর দেন কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে মৃত় দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রীতিমতো হইচই পড়ে গিয়েছে এই ঘটনায়, গোটা জলপাইগুড়ি শহরে। ওই দম্পতি সম্পর্কে পাড়া-প্রতিবেশী জানান তাদের মধ্যেও কোন সমস্যা ছিল না, নিতান্তই ভালো ব্যবহারের মানুষ ছিলেন তারা। এই ঘটনার পরে তারাও অবাক হয়ে গিয়েছে। এমনিতেই জলপাইগুড়ি শহরে রাতের বেলা এবং ভোরবেলায় নিতান্তই জনমানুষ কম থাকে। এই ধরনের ঘটনা কোথাও ঘটে গেলে তা জানতে মানুষের একটু সময় লাগে। তবে ওই বাড়ির পরিচারিকা সবার প্রথমে জেনেছেন কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। সেভাবে দম্পতি দুজনের মৃতদেহের কাছ থেকে কোন কিছু পাওয়া যায়নি।

রথ আজকে তাও পরিষেবা দিচ্ছেন  বিধায়ক |আজকে রথ , এই রোদের দিনে  রথযাত্রা আজকে। আজকে নিজের অফিসে বসে  পরিষেবা দিতে উপস্থিত...
27/06/2025

রথ আজকে তাও পরিষেবা দিচ্ছেন বিধায়ক |

আজকে রথ , এই রোদের দিনে রথযাত্রা আজকে। আজকে নিজের অফিসে বসে পরিষেবা দিতে উপস্থিত বিধায়ক শংকর ঘোষ। তিনি জানালেন আজকে পবিত্র রথযাত্রা। আর আজকের দিনে একটু জরুরী আমার মানুষের জন্য পরিসেবা দেওয়া। আজকে আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পরল মানুষের কাজগুলোকে নিজের বলে মেনে নিয়ে এগিয়ে চলা। সেদিন বিধায়ক হিসাবে আমি গর্ববোধ করব। বিধায়ককে দেখে এই দিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির বহু ওয়ার্ড থেকে আসা নাগরিক। বিধায়ক আরো জানালেন শুধু আমার ওয়ার্ড না অন্যান্য ওয়ার্ড থেকেও মানুষ আসছেন আমার কাছে পরিষেবা দিতে। তাই আমি হাসিমুখে চেষ্টা করি । মানুষের পাশে তো দাঁড়াতেই হবে।

হারিয়ে যাচ্ছে রিক্সা, তাই অভিনব উদ্যোগ শিলিগুড়ির বাপন ঘোষের। আজ শিলিগুড়ির চিলড্রেন'স পার্কে ব্যতিক্রমী ও অভিনব পদ্ধতি...
27/06/2025

হারিয়ে যাচ্ছে রিক্সা, তাই অভিনব উদ্যোগ শিলিগুড়ির বাপন ঘোষের।

আজ শিলিগুড়ির চিলড্রেন'স পার্কে ব্যতিক্রমী ও অভিনব পদ্ধতিতে "রথযাত্রা"উদযাপন করলেন সমাজসেবী পুলিশকর্মী বপন ঘোষ। টোটোর অত্যাচারে হারিয়ে যাচ্ছে রিকশা, আর রিস্কা চালকদের হাতে দৈনন্দিন খাদ্য সামগ্রী,সাথে জগন্নাথ দেবের প্রতিচ্ছবি দিয়ে শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে রথযাত্রা পালন করলেন। বাপন ঘোষ জানালেন, ছোটবেলা থেকেই আমরা রিকশা করে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি। স্কুলে গেছি রিকশা করে , বাজার করতে গেছি রিক্সা করে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি রিক্সা করে। রিক্সা আমাদের ছোটবেলার বন্ধু এবং স্মৃতি। ভাই বোনেদের সাথে রিকশা করে বেরিয়ে বাজার করা এবং পুজো দেখতে যাওয়া আমাদের কাছে মূল্যবান সময় এবং অধ্যায়। কিন্তু আজকে রিকশাচালকেরা বিপদের উপর বিপদের মধ্যে আছে। টোটো এবং অটোর দাপটে হারিয়ে গেছে তারা। রিকশা তো ছাড়তে পারেনি, কিন্তু টাকা তারা ছেড়ে দিয়েছে। তাদের পরিবার আজকে অসহায়, দরকার একটু সাহায্য এবং সহানুভূতির। আজকে আমার মতো করে সবাই যদি এগিয়ে আসে তবে ওরা হয়তো জীবনে একটা নতুন অধ্যায় তৈরি করতে পারবে। তাই আজকের রথযাত্রার মত একটা দিনে ওদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করলাম। আজকে এই সাহায্য হয়তো ওদের একদিন বা দুদিন কাজে লাগবে , কিন্তু আমার দেখাদেখি আরো কিছু মানুষ এগিয়ে আসবেন। ওদের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। এদিন বহু মানুষ বাপন ঘোষ এর উদ্যোগকে স্বাগত জানান।

সারা ভারত কীর্ত্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট (শিল্পী সংসদ) আয়োজিত কলকাতার সেন্ট্রাল এভিনিউতে মহাপ্রভু শ্রীশ্রী জগ...
27/06/2025

সারা ভারত কীর্ত্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট (শিল্পী সংসদ) আয়োজিত কলকাতার সেন্ট্রাল এভিনিউতে মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

27/06/2025

মহিষাদলের ২৪৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব-ভারতের একমাত্র কাঠের রথে ইতিহাস ও ভক্তির সম্মিলন

মহিষাদল, পূর্ব মেদিনীপুর:
মহিষাদলবাসীদের অন্যতম গর্ব, ২৪৯ বছরের ঐতিহ্য বহন করে চলেছে মহিষাদলের রথযাত্রা উৎসব। রাজবংশের পৃষ্ঠপোষকতায় এই রথযাত্রার সূচনা হয় ১৭৭৬ সালে, রানী জানোকি দেবীর উদ্যোগে। মিলনমেলার উদ্দেশ্যে রথ নির্মাণ শুরু হলেও, তা তাঁর জীবদ্দশায় শুরু হয়নি। পরে ১৮০৫ সালে রাজবংশের মতিলাল পাঁড়ে (উপাধ্যায়)-এর সময় সেই রথ প্রথম রথযাত্রায় ব্যবহৃত হয়।

পুরী ও মাহেশের পর, ভারতের অন্যতম প্রাচীন ও বিশিষ্ট রথযাত্রা হিসেবে মহিষাদলের রথের পরিচিতি রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এটি ভারতের একমাত্র সম্পূর্ণ কাঠের তৈরি রথ — যা 'মদনগোপাল জিউ'-র রথ নামে খ্যাত। মদনগোপাল জিউর সঙ্গে রথে থাকেন জগন্নাথ দেব ও রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধর জিউ। রথের নকশা ও গঠনশৈলীও এককথায় অনন্য। প্রথম দিকে রথে ছিল সতেরোটি চূড়া, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে তেরোতে। এই বিশাল কাঠের রথটির উচ্চতা প্রায় ৫৫ ফুট, তবে কলস ও ধ্বজা বসানোর পরে তা ৭০ ফুটেরও বেশি হয়ে দাঁড়ায়। রথে রয়েছে লোহার পাত দিয়ে মোড়া ৩৪টি চাকা, যার প্রতিটির উচ্চতা ৪ ফুট, বেধ ৮ ইঞ্চি এবং পরিধি প্রায় ১২ ফুট। প্রথম রথ নির্মাণে খরচ হয়েছিল প্রায় চৌষট্টি হাজার টাকা—যা সেই সময়কার হিসেবে বিশাল অঙ্ক। আজও রাজবাড়ির ঐতিহ্য মেনেই পালিত হয় রথযাত্রা। রাজপরিবার ও স্থানীয় বাসিন্দাদের মিলিত অংশগ্রহণে এই উৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক মিলনমেলাও বটে। মহিষাদলের এই রথযাত্রা আজও ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের গর্বে।

Address

Kolkata
700039

Alerts

Be the first to know and let us send you an email when Global News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global News:

Share