
30/01/2025
সরস্বতী দেবীর প্রতিমা তৈরিতে চরম ব্যস্ততায় শিল্পীরা
নিজস্ব প্রতিবেদন, বঙ্গ আপডেটস ডিজিটাল:
হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলার মানুষ। কারণ বাংলার ছেলে-মেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দটা কিছু টা অন্যরকম। পূজার আগে এখন চরম ব্যস্ততার ছবি লক্ষ্য করা যাচ্ছে মাটির প্রতিমা তৈরির কারখানা গুলি তে । মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত সরস্বতীর প্রতিমা তৈরির কাজে। স্কুল কলেজ পাড়ার মোর ক্লাব সব জায়গাতেই হয় সরস্বতী পুজো। আর তাই অর্ডারও আসছে অনেক বেশি। এখন সরস্বতী প্রতিমা বানিয়ে দু’পয়সা লাভের মুখ দেখতে চান মৃৎ শিল্পীরা। পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে । চরম ব্যস্ততা মৃৎ শিল্পীদের মধ্যে। মৃৎ শিল্পীরা জানিয়েছেন, এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে ভালো প্রতিমার চাহিদা।