01/11/2025
আর মাত্র দুটি টিম বাকি খুবই ভালো পরিবেশে খেলাটা হয় ও কমিটির সদস্যদের ব্যবহার টা ও খুবই ভালো নিঃসন্দেহে আপনারা টিম করতে পারেন।।
আনন্দ সংবাদ ও খুশির সংবাদ, বিরাট এক ফুটবল টুর্নামেন্ট।।
স্থান:- মাছ পুকুর মোড় সংলগ্ন মাঠ।।
পরিচালনায়:- মাছপুকুর নবজাগরণ সংঘ ।।
সকল ফুটবল প্রেমী মানুষদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি ফুটবল টুর্নামেন্টের খবর, টুর্নামেন্টি অনুষ্ঠিত হতে চলেছে আগামী:- 25 ও 26 ই নভেম্বর
যে টুর্নামেন্টের
প্রথম পুরস্কার:-70,000💸 (সত্তর হাজার টাকা)।
দ্বিতীয় পুরস্কার:-50,000💸 (পঞ্চাস হাজার টাকা)
সকল ফুটবল প্রেমী মানুষদের ,, উত্তরভাগ,,কুলারি,,কালাবুরু,,দমদমা,,ঘাটকান্দা,, সাদর আমন্ত্রণ ও অভিনন্দন জানাই।।
এছাড়া রয়েছে আরো অনেক আকর্ষণীয় পুরস্কার।।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাবেন। Ghutiari Football বা Ghutiari Football Lovers এর মাধ্যমে।।