
01/09/2025
ধূমকেতু সিনেমা দেখলাম, মাথামুণ্ডু কিছুই বুঝতে পারলাম না, এত প্রশংসা কিসের জন্য বুঝিনা যারা অতিরিক্ত তৈলাক্ত পোস্ট দিচ্ছে তারা সিনেমা বুঝে নাকি প্রথম রোমান্টিক সিনেমা দেখছে জানিনা।
দেব-শুভশ্রী একসাথে স্ক্রিন টাইম খুব কম, ফ্লাশব্যাক দৃশ্যগুলি কিসের মধ্যে কি জোরপূর্বক ঢুকাইছে গুলিয়ে যাচ্ছিল। শোশ্যাল মিডিয়ার বদৌলতে এই মুভি ব্লকবাস্টার হলো আর এতদিন এরা প্রমোশানে যা কান্ড ঘটাইছে এর জন্য। ১০ বছর আগে সেইসময় মুক্তি দিলে এটা ডিজাস্টার হতো, শুধুমাত্র ব্রেকাপ-রিলেশান ছিল এই জুটিকে আরেকবার দেখার জন্য অডিয়েন্স মুখিয়ে ছিল আর বহুদিন ধরে শোশ্যাল মিডিয়া কান্ড এইজন্য ব্লকবাস্টার মুখ দেখল। এর চেয়ে দেব-শুভশ্রী জুটির "রোমিও" মুভিটা বেটার।
কপি পোস্ট