Nuruddin Quraishi নুরুদ্দিন কুরাইশী

  • Home
  • India
  • KOLKATA
  • Nuruddin Quraishi নুরুদ্দিন কুরাইশী

Nuruddin Quraishi নুরুদ্দিন কুরাইশী Official page of 𝐍𝐮𝐫𝐮𝐝𝐝𝐢𝐧 𝐐𝐮𝐫𝐚𝐢𝐬𝐡𝐢 - South Kolkata District President 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐖𝐚𝐧𝐭𝐬 𝐌𝐚𝐦𝐚𝐭𝐚 𝐃𝐢. Member 𝐀𝐈𝐓𝐂 & 𝐒𝐌 Wing.
(2)

পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি উইং এর সাধারণ সম্পাদক ও India Wants Mamata Di সোশ্যাল মিডিয়া কমিউনিটির...
30/06/2025

পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি উইং এর সাধারণ সম্পাদক ও India Wants Mamata Di সোশ্যাল মিডিয়া কমিউনিটির প্রতিষ্ঠাতা মাননীয় নীলাঞ্জন দাস, Nilanjan Das - নীলাঞ্জন দাস দাদাকে জানাই শুভ জন্মদিনের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন❤️🩵💚

প্রতি বছরের মতো এবছরেও, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মী-সমর্থকদের উদ্যোগে চায়ের আড্ডা অনুষ্ঠিত হতে চলেছে ২০ জুলা...
29/06/2025

প্রতি বছরের মতো এবছরেও, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মী-সমর্থকদের উদ্যোগে চায়ের আড্ডা অনুষ্ঠিত হতে চলেছে ২০ জুলাই, ২০২৫ কলকাতার উত্তম মঞ্চে! আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য!

27/06/2025

এই ঘৃণ্য অপরাধের কোন ক্ষমা নেই
একজন ধর্ষক, ধর্ষক ই তার কোন আর পরিচয় হয় না।
এদের কঠোরতম শাস্তি চাই।

ভারতীয় জনতা পার্টি শেষ কবে একজন নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল?আইআইটি-বিএইচইউ ধর্ষণ ...
27/06/2025

ভারতীয় জনতা পার্টি শেষ কবে একজন নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল?
আইআইটি-বিএইচইউ ধর্ষণ মামলায়, অভিযুক্তদের মধ্যে অন্তত দু'জন বিজেপির বারাণসী আইটি সেলের সদস্য ছিলেন, নরেন্দ্র মোদি ও অমিত মালভিয়া এবং আরও অনেকের সাথে ছবি শেয়ার করেছেন!

নিঃশব্দ বিপ্লবের এবারের বইটায় একবার চোখ বুলিয়ে নিলাম। আবারও একবার বুঝলাম, অভিষেক ব্যানার্জী কোন্ মাপের রাজধর্মী রাজনেত...
26/06/2025

নিঃশব্দ বিপ্লবের এবারের বইটায় একবার চোখ বুলিয়ে নিলাম। আবারও একবার বুঝলাম, অভিষেক ব্যানার্জী কোন্ মাপের রাজধর্মী রাজনেতা। জননেতা। নিঃশব্দ বিপ্লবী।

পিডিএফের লিঙ্ক: https://tinyurl.com/Nishobdo-Biplab

সবুজ অভিনন্দন সকলকে 💚💚
16/06/2025

সবুজ অভিনন্দন সকলকে 💚💚

The India Wants Mamata Di (IWM) community is pleased to announce the new Central Committee. We congratulate the new appointees and wish them the very best for their endeavours.

07/06/2025

|| কাশ্মীর রেল প্রকল্প ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ||

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ভারত ভূখণ্ডের সাথে কাশ্মীরের যোগাযোগের রেলপথ (উধমপুর - কাটরা - শ্রীনগর - বারামুলা প্রকল্প)

কিন্তু এই রেলপথ এক দিনে হয়নি। কয়েক দশকের পরিকল্পনার ফসল এই প্রজেক্ট।

তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই প্রজেক্ট নতুন জীবন পেয়েছিল।

🚄 ২০০৯ সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার প্রথম রেল বাজেটে ঘোষণা করেন যে শীঘ্রই অনন্তনাগ - কাজীগন্ড অংশটি উদ্বোধন হবে।

তাছাড়া কাটরা - কাজীগণ্ড অংশটি (গতকাল যেটার উদ্বোধন হলো এবং চেনাব সেতু যার অংশ) এক্সপার্ট কমিটিতে পাঠানো হয়েছে রিভিউয়ের জন্য। সুরক্ষা নিয়ে উনি কোনরকম আপস করবেন না।

তাছাড়া উনি জানান যে কাশ্মীর রেল প্রকল্পের জন্য অর্থ মন্ত্রকের কাছে অতিরিক্ত ১৯৪৯ কোটি চাওয়া হয়েছে।

🚄 ২০০৯ সালের অক্টোবর মাসে (একদম ওপরের ছবিটা) প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রথমবার কাশ্মীর ভ্যালিতে রেল ঢোকে। উদ্বোধন হয় অনন্তনাগ - কাজীগন্ড অংশ।

🚄 ২০১০ রেল বাজেটে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কাটরা - কাজীগন্ড অংশটিকে (চেনাব সেতু সহ) রিভিউয়ের পর ছাড়পত্র দেওয়া হলো এবং এই অংশটি ও উধমপুর - কাটরা অংশের কাজ জোরকদমে শুরু হবে।

🚄 ২০১১ রেল বাজেটে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কাশ্মীরের রেল প্রকল্পে যেহেতু একাধিক ব্রিজ নির্মাণ করা হচ্ছে তাই কাজ ত্বরান্বিত করতে কাশ্মীরে একটি ' ব্রিজ নির্মাণ কারখানা ' তৈরি করা হবে।

তাছাড়া জম্মুতে একটি ইনস্টিটিউট অফ টানেল এন্ড ব্রিজ ইঞ্জিনিয়ারিং তৈরি করা হবে।

🚄 ২০১২ রেল বাজেটে তৃণমূলের রেল মন্ত্রী ঘোষণা করেন যে কাশ্মীর রেল প্রকল্প বৈদ্যুতিকরণের করা হবে এবং তার জন্য ৮২৮ কোটি বরাদ্দ করা হলো।

তাই যদি আজ কেউ পুরো রেল প্রকল্পটির কৃতিত্ব মোদী সরকার কে দেয় তাদের এটা ছুঁড়ে মারুন।

05/06/2025
✨ কালীগঞ্জ উপ-নির্বাচন ২০২৫ ✨তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ-এর হাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি ...
30/05/2025

✨ কালীগঞ্জ উপ-নির্বাচন ২০২৫ ✨
তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ-এর হাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি স্বাক্ষরিত দলীয় প্রতীক তুলে দিলেন মাননীয় সুব্রত বক্সি।
উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক রুকবানুর রহমান।

🗓️ শুক্রবার মনোনয়নপত্র পেশ করেন আমাদের প্রার্থী আলিফা আহমেদ।
🗳️ ভোটগ্রহণ: ১৯ জুন

🙏 আসুন, একসাথে এগিয়ে চলি উন্নয়নের পথে।


Address

Circus Avenue
Kolkata
700017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nuruddin Quraishi নুরুদ্দিন কুরাইশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nuruddin Quraishi নুরুদ্দিন কুরাইশী:

Share