
18/09/2025
লন্ডনে কথায়,সুরে,তালে জমজমাট একটি সন্ধ্যা। শনিবার, ১৩ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রমফর্ডে মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হল বিয়ন্ড বর্ডারস বিজনেস অ্যান্ড কালচারাল কনক্লেভ ২০২৫। আয়োজনে লুক ইস্ট মিডিয়া। প্রকাশিত হল 'বাংলা স্ট্রিট' উৎসব সংখ্যা। বিয়ন্ড বর্ডারস -এর মঞ্চে সংবর্ধিত হলেন পাঁচ কৃতী ভারতীয়। বিয়ন্ড বর্ডারস ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড -এ ভূষিত শিল্পোদ্যোগী শৈলেশ হীরানন্দানি ও এম জি শেখর, শিক্ষাবিদ নিশু মহেন্দ্র, নির্মাণ ব্যবসায়ী সঞ্জীব ভরদ্বাজ, সাহিত্যিক নবকুমার বসু। অসাধারণ আবৃত্তি করলেন কলকাতার মেধা চৌধুরী ও ঈশিতা দাস অধিকারী। লন্ডনের বাঙালির দল মাতিয়ে দিলেন নাচে। লোকগান থেকে হিট বলিউড নাম্বারস, পরিবেশন করলেন ভারত ও বাংলাদেশের নামী শিল্পীরা।
কলকাতার তথাগত সেনগুপ্ত, মুম্বইয়ের রত্নেন্দ্র ভাদুড়ি, লন্ডনের বিউটি শীলের গানে মুগ্ধ শ্রোতারা। অনাবাসী ভারতীয়দের জন্য এই অন্যরকম কার্নিভাল নিবেদন করল লন্ডনের স্র্যাম অ্যান্ড ম্র্যাম গ্রুপ, সহযোগিতায় লন্ডন ডি অ্যাকাডেমি, সিবিটস দুবাই, ভারতের ফাইভ স্টার গ্রুপ, সপ্তগিরি গ্রুপ, টেকাস এডুকেশন, গ্রিনটেক সিটি। ব্যবস্থাপনায় ছিল কলকাতার পিকাসো আর্ট অ্যান্ড কালচার।