HRC News Bangla

HRC News Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HRC News Bangla, Media/News Company, KOLKATA.

14/01/2025

গঙ্গাসাগর মেলা সরাসরি

10/01/2025

গঙ্গাসাগর মেলা ২০২৫ এর পুণ্যার্থীদের জন্যে অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায়

গঙ্গাসাগর মেলায় স্নান করার জন্যে
অন্যান্য রাজ্যে থেকে আগত
পুণ্যার্থীদের জন্যে কুলটি থানার অন্তর্গত ডুবুডিহি চেক পোস্ট এলাকাই একটি
অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায়।এদিন তিনি বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টের সামনে পার্কিংয়ে অস্থায়ী ক্যাম্পের ফিতে কেটে উদ্বোধন করেন।এদিন তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত আসানসোল পৌরনিগমের ব্যাবস্থাপনায়
মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা সাগর মেলা দেখতে তথা স্নান করার জন্যে অন্যান্য রাজ্যে থেকে
আগত পূর্ণার্থীদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামগার,শৌচালয়,এর রাখা হয়েছে পানীয় জলের ব্যাবস্থা । তাছাড়া তিনি আরো বলেন এই ক্যাম্পে পূর্ণার্থীদের স্বাগতম করতে আসানসোল পৌর নিগমের দল সহ কাউন্সিলার সব সময় থাকবে।তাছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানা আধিকারিক
কৃষ্ণেন্দু দত্ত, কুলটি ট্রাফিক আইসি চিন্ময় মন্ডল, চৌরঙ্গীফারীর ইনচার্জ কার্তিক চন্দ্র ভূঁই,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্র, গুরুদাস চ্যাটার্জি সহ সকল কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন।

10/01/2025

এবার কলকাতা পুলিশের প্রাক্তন এসিপিই সাইবার প্রতারণার শিকার।

09/01/2025

আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলা এবং বিবিধ জিনিসের শুভ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

09/01/2025

পশ্চিমবঙ্গ সরকারের আলিপুর চিড়িয়াখানার জমি কে বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে রবীন্দ্র সদন থেকে ন্যশনাল লাইব্রেরী পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী

06/01/2025

ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এস টি এফ এর খবর এর ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি।

06/01/2025

আজকের আবহাওয়া update
সোমবার ফের কমলো সামান্য তাপমাত্রা। রাতের তাপমাত্রা পৌঁছালো১৪ ডিগ্রী সেলসিয়াসের ঘরে

05/01/2025

গঙ্গাসাগর মেলা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সুজিত বসু।

05/01/2025

মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও আফসোস যাচ্ছে না কংগ্রেস নেতাদের। শনিবারও প্রবীন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য আফসোসের সুরে বলছিলেন, “সেদিন মমতাকে বহিষ্কার করা ঠিক হয়নি। আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।”

27/12/2024

গত বাইশে ডিসেম্বর নিউ টাউন এর অ্যাক্সিস মলে ফ্রি সেলফ ডিফেন্স অ্যাডভান্সস বেল্ট গ্রাডিশন ওয়ার্কশপের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের ওয়ার্কশপ অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন টেক্সট মেকো এমডি সুদীপ্তা মুখার্জী,সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট লিমিটেডের সিইও রাজিব সরকার, টেলিগ্রাফ এর এডিটর সুদেষ্ণা ব্যানার্জি সিটি কেবিলের ডিরেক্টর তিন কড়ি দত্ত,প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ লালবাজারের ভার্গিস কুঞ্জা ,জাপান ক্যারাটে ইন্ডিয়া ফাউন্ডার প্রেসিডেন্ট কে ও সি পরেশ কুমার মিশ্রা ও প্রোগ্রাম ডিরেক্টর সিহান দেবাশীষ দেশমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা । নিউটাউনে এই প্রথম ওয়াকসপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জানালেন ফাউন্ডার প্রেসিডেন্ট কেও সি পরেশ কুমার মিশ্র। তিনি আরো জানালেন আমরা ১২ বছর ধরে বিভিন্ন জায়গায় এই ওয়ার্কশপ অনুষ্ঠান করে আসছি।

22/12/2024

প্রধানমন্ত্রীর কুয়েত সফরের সেরা মুহূর্ত

17/12/2024

শীতকালীন অধিবেশনে বক্তব্য রাখছেন সাংসদ সায়নী ঘোষ

17/12/2024

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

17/12/2024

রাজ্যসভার শীতকালীন অধিবেশনে ভাষণ তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

10/12/2024

বাংলাদেশের ঘটনা নিয়ে অভিনব প্রতিবাদ ভিআইপি রোডে। ভি আই পি রোডের কেষ্টপুরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সরব ইস্টবেঙ্গল সমর্থকেরা। মঙ্গলবার সকালে কেষ্টপুরে দলীয় জার্সি গায়ে দিয়ে বাংলাদেশে এভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে অভিনব প্রতিবাদ।

09/12/2024

রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এনটিপিসি থানার ট্রাফিক পুলিশ এবং খোলার রেসিডেন্সিয়াল কালচারাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে বিশাল রেলি, সেভ ড্রাইভ সেভ লাইফ এর উপর বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা ও মহিলাদের মিউজিক্যাল চেয়ার এবং সাথে ফুটবল প্রদর্শনী ম্যাচের অনুষ্ঠান করা হয়।
এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিস্ট ডক্টর নিপেন চন্দ্র, ইএনটি ডক্টর ড :গোপাল ঘোষ,অর্থপেডিক ডাক্তার উদয়ন চৌধুরী,লাইফ কেয়ার হসপিটাল এর
পূর্ণেন্দু ব্যানার্জি, ও নেতা তৃণমূল কংগ্রেস নেতা স্বাধীন ঘোষ ও অন্যান্য সদস্যবৃন্দরা।

08/12/2024

*নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা স্থলে পুলিশ*

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when HRC News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share