28/09/2024
স্যোশাল মিডিয়ায় গত দেড় মাস বহু শিক্ষা পেয়েছি। বহু মুখোশধারী শিক্ষিত বন্ধু বিচ্ছেদও হয়েছে। যারা যে কোনো মূল্যে মমতা ব্যানার্জীকে দোষী বলতে চেয়েছিলো। আমি মানতে পারিনি। যুক্তিতে বুঝিয়েছি সেখানে রেপিষ্টদের পক্ষের লোক বলা থেকে অনেক ছোটো বড় কথা বলেছে। আবার কারো ওয়ালে যখন মিথ্যা খবর দেখে প্রতিবাদ করেছি তখন তারা বন্ধু হয়েও বলেছে তাদের ওয়ালে আমি কেন কমেন্ট করছি! অন্য কোনো রাগ থেকে তারা সরকার নিয়ে মিথ্যাচার থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম, গালাগালি করেছে।
সরাসরি রাজনীতি করি, আমরা তৃনমূল স্তরে রাজনীতি করি তাই কিছুটা আইন আর কিছুটা প্রশসনিক কাজ বুঝি। তাই প্রথম থেকে যতটা সহজে ফেক নিউজ ছড়ানো হচ্ছিল তা মানতে পারিনি। আন্দোলনের নামে এটা যে সম্পূর্ন রাজনৈতিক ক্ষমতা দখলের খেলা চলছিল তা বুঝতে দেরি হয়নি।
দেশ গোটা জানলো সরকার প্রমান লোপাটের জন্য সিভিল ওয়ার্কস করেছে, পোষ্টমর্টেম করিয়েছে। এখন কি জানলেন সিভিল ওয়ার্কস থেকে পোষ্টমর্টেম সবই হয়েছে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের অনুমতি কিংবা তাদের চাওয়াতে হয়েছে।
দিনের শেষে কিছু বন্ধুর বিদ্বেষ থেকে সৃষ্ট জ্ঞান চেনা গেলো। আর রাজ্য পেলো ডাক্তাররা বিচার চাইতে গিয়ে নিজেদের স্বার্থ নিয়ে মেতে থাকা আন্দোলন।