লিখতে ভালো লাগে তাই লিখি।
নিজ অনুভুতি, নিজ অভিজ্ঞতা, নিজ দুঃখ, কষ্ট,সুখ,আনন্দ,বেদনা,হারনো,প্রাপ্তি সকল বিষয়ের সংমিশ্রণে আমার ক্ষুদ্র লেখালেখি।
মন চাইলে বসে যাই লিখতে। কতশত লেখা লেখি, মুছে ফেলি। রেখে দিই আবার ছুড়ে ফেলে দিই।
মনের অনুভুতি সব সময় এক রকম হয়না, যখন যেমন অনুভুতি হয়, যখন যেমন উপলব্ধি করি তখন তেমন লিখি।
প্রফেশনাল পর্যায়ে কিছুই করতে জানিনা আমি। অতি ক্ষুদ্র একজন মানুষ। ক্ষুদ্র চেষ্টা কর
ি।
লেখার মধ্যে আমি এক ধরনের শান্তি পাই। হোক সেটা কষ্টের বা আনন্দের। যাই লিখি তাতেই মনে শান্তি লাগে।
এটা একটা শখ আমার। ভালো বা মন্দ কতটা কি করি সেটা তারাই বলতে পারবে যারা আমার দু'একটা লেখায় চোখ বুলিয়ে দেখেছেন।
মানুষ তার ভালো লাগার জন্যই সবকিছু করে। আমিও তেমনই মানুষ। যদি কোনদিন লেখা বাদ দিই তবে হয়তো সেদিন এটা খারাপ লাগার পরিণতিতেই বাদ হবে।
মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সবকিছু বদলায়। জানিনা সামনের দিনগুলো কেমন হবে। তবে ভালোর প্রত্যাশা করি।
যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন তাদের কাছে সবসময় কৃতজ্ঞ আমি।
এভাবেই ভালোবাসায় রাখবেন, ভালোবাসায় থাকবেন। ❤️
- আকাশ