জেলা সংবাদ

জেলা সংবাদ জাঙ্গীপাড়া সহ হুগলী জেলা এবং রাজ্যের খবর দেখতে ফলো করুন JANGIPARA NEWS পেজটি

জাঙ্গিপাড়া থানার উদ্যোগে শ্যামা পূজা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিতজাঙ্গিপাড়া, ২২ অক্টোবর ২০২৫ — শ্যামা পূ...
22/10/2025

জাঙ্গিপাড়া থানার উদ্যোগে শ্যামা পূজা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

জাঙ্গিপাড়া, ২২ অক্টোবর ২০২৫ — শ্যামা পূজা উপলক্ষে আজ জাঙ্গিপাড়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বসে আঁকো (Sit & Draw) প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৩০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। ছোটদের সৃজনশীলতা, উচ্ছ্বাস ও আগ্রহে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন।

বিচারক মণ্ডলীর তীক্ষ্ণ দৃষ্টি ও নিরপেক্ষ মূল্যায়নে বিজয়ীদের নির্বাচন করা হয়। অংশগ্রহণকারীদের উৎকৃষ্ট মানের কাজের কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা সত্যিই কঠিন হয়ে পড়েছিল বলে জানান বিচারকরা। অনুষ্ঠানটি সম্পন্ন হয় দুই বিভাগে — ‘ক’ বিভাগ ও ‘খ’ বিভাগে।

পুরস্কারপ্রাপ্তদের নাম নিম্নরূপঃ

ক বিভাগ (Group–A)
▫️ প্রথম স্থান : সৌজন্যা গাঙ্গুলী (মোরহল, রাজবলহাট)
▫️ দ্বিতীয় স্থান : সৌপ্তিক ঘোষ (তালদহ)
▫️ যুগ্ম তৃতীয় স্থান :
১. অরিক ঘোষ (শুকুর চক, রাজবলহাট)
২. সারণিকা ঘোষ

খ বিভাগ (Group–B)
▫️ প্রথম স্থান : সায়ক ভর (রাজবলহাট)
▫️ দ্বিতীয় স্থান : আরাধ্যা মালাকার (রাজবলহাট)
▫️ যুগ্ম তৃতীয় স্থান :
১. অঙ্কন সামন্ত (গোপালপুর, আঁটপুর)
২. নিশান্ত শীল (রাজবলহাট)

ছোট শিল্পীদের অংশগ্রহণে জাঙ্গিপাড়া থানা প্রাঙ্গণ সেদিন ভরে ওঠে রঙ, হাসি এবং প্রতিভার ছটায়। প্রতিযোগিতা চলাকালীন অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২২ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭টায়, জাঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে।

জাঙ্গিপাড়া থানা পরিবারের পক্ষ থেকে সকল প্রতিযোগী, বিচারক মণ্ডলী, শিক্ষক-অভিভাবক এবং অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

থানার পক্ষ থেকে জানানো হয়েছে— “শিল্প, সংস্কৃতি ও শৃঙ্খলা শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। আগামীতেও সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এ ধরনের উদ্যোগে জাঙ্গিপাড়া থানা পাশে থাকবে।”

জাঙ্গিপাড়া থানার আয়োজনে কালীপুজো উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ২০২৫গতকাল জাঙ্গিপাড়া থানার উদ্যোগে কালীপুজো উপলক্ষে অনুষ্ঠি...
22/10/2025

জাঙ্গিপাড়া থানার আয়োজনে কালীপুজো উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ২০২৫

গতকাল জাঙ্গিপাড়া থানার উদ্যোগে কালীপুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিরাট কুইজ প্রতিযোগিতা। অসংখ্য অংশগ্রহণকারী ও দর্শকের উপস্থিতিতে ভেন্যুটি ছিল উচ্ছ্বাস, উত্তেজনা এবং মেধার লড়াইয়ে মুখরিত। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।

প্রতিযোগিতাটি মোট দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়—

🟢 Group–1 : ১৫ বছর বয়স পর্যন্ত প্রতিযোগী
🟠 Group–2 : ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রতিযোগী

দু’টি গ্রুপেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, উপস্থিত বুদ্ধি, তৎপরতা এবং জ্ঞানের উৎকর্ষ প্রদর্শনের ক্ষণ। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে প্রকাশিত হলো বিজয়ীদের তালিকা

🏆 Group–1 বিজয়ী তালিকা
🥇 প্রথম স্থান : Girl Power
🥈 দ্বিতীয় স্থান : APS
🥉 তৃতীয় স্থান : Vivekananda

🏆 Group–2 বিজয়ী তালিকা
🥇 প্রথম স্থান : Trinetra
🥈 দ্বিতীয় স্থান : Pragati
🥉 তৃতীয় স্থান : SG Group

পুরস্কার প্রদান অনুষ্ঠান
পুরস্কার প্রদান করা হবে আজ অর্থাৎ ২২. ১০. ২০২৫ সন্ধ্যা ৭টা, জাঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে।

সকল পুরস্কারপ্রাপকদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এমন একটি বড় আয়োজন সফল করে তোলার জন্য অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী, শিক্ষক-অভিভাবক, বিচারকমণ্ডলী, অতিথিবৃন্দ এবং সকল সহযোগীর প্রতি জাঙ্গিপাড়া থানা পরিবারের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

জাঙ্গীপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়, জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাবই আগামী প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আগামী দিনেও সমাজ ও নবপ্রজন্মের স্বার্থে জাঙ্গিপাড়া থানা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

জাঙ্গীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গীপাড়া বিধানসভার বিধ...
18/10/2025

জাঙ্গীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গীপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী!

15/10/2025

জাঙ্গীপাড়ায় এই প্রথমবার বিনামূল্যে ডায়ালিসিস স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে! কার্ড না থাকলে মাত্র ৯৯৯ টাকা খরচ!

জাঙ্গিপাড়া থানার বিশেষ কালীপুজো উপহার! “মেধা যেখানে উৎসবে মেলে, প্রতিভা যেখানে আলো জ্বালে!”আগামী ২১ অক্টোবর ২০২৫জাঙ্গিপ...
15/10/2025

জাঙ্গিপাড়া থানার বিশেষ কালীপুজো উপহার! “মেধা যেখানে উৎসবে মেলে, প্রতিভা যেখানে আলো জ্বালে!”

আগামী ২১ অক্টোবর ২০২৫
জাঙ্গিপাড়া থানার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে এক রোমাঞ্চকর কুইজ প্রতিযোগিতা

স্থান: জাঙ্গিপাড়া থানা প্রাঙ্গণ সময়: বিকেল ৫টা থেকে

•প্রতিযোগিতার ধরন:
দলগত কুইজ (প্রতি দলে ৩ জন করে সদস্য)

২টি গ্রুপে ভাগ:
গ্রুপ–A:১৫ বছর বয়স পর্যন্ত
গ্রুপ–B:১৬–৩০ বছর বয়সীরা

সিলেকশন রাউন্ড:
২০ অক্টোবর সকাল ১২টা Group -A
দুপুর ১ টা Group -B

এখান থেকেই বেছে নেওয়া হবে মূল পর্বের ১৬টি চূড়ান্ত দল (প্রতি গ্রুপে ৮টি করে)

রেজিস্ট্রেশনের নিয়মাবলী:
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৯ অক্টোবর, বিকেল ৫টা
WhatsApp করুন এই নম্বরে: [ +91 77977 32347 ] [৮০১৩৪০৮০৮২]

মেসেজে অবশ্যই লিখুন:

টিমের নাম
জন সদস্যের নাম
মোবাইল নম্বর
বয়স
পূর্ণ ঠিকানা

বিজয়ী দল পাবে বিশেষ সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার!
স্মার্ট, কনফিডেন্ট এবং চ্যালেঞ্জ-প্রেমী প্রতিভাদের জন্য এই মঞ্চ!

13/10/2025

কালি পুজোর আগে জাঙ্গীপাড়া থানায় পুজো কমিটিকে নিয়ে বিশেষ অনুষ্ঠান !

ধনতেরাস ও কালীপুজো ঘিরে নিরাপত্তা পরিদর্শনে জাঙ্গিপাড়া থানার উদ্যোগ! বিভিন্ন স্বর্ণের দোকানে টহল পুলিশের!আসন্ন ধনতেরাস ...
12/10/2025

ধনতেরাস ও কালীপুজো ঘিরে নিরাপত্তা পরিদর্শনে জাঙ্গিপাড়া থানার উদ্যোগ! বিভিন্ন স্বর্ণের দোকানে টহল পুলিশের!

আসন্ন ধনতেরাস ও কালীপুজোকে সামনে রেখে উৎসবের সময়ে নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হল হুগলি গ্রামীণ জেলার জাঙ্গিপাড়া থানার পুলিশ। শনিবার থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন সোনার ও গয়নার দোকানে নিরাপত্তা পরিদর্শন চালানো হয়।

অফিসাররা দোকান মালিকদের সঙ্গে কথা বলে সিসিটিভি ক্যামেরা সক্রিয় রাখা, দোকানের আলো ও তালা ব্যবস্থা সুনিশ্চিত করা, এবং সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা গেলে অবিলম্বে পুলিশকে জানানোর পরামর্শ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উৎসবের ভিড়কে কেন্দ্র করে চুরি বা প্রতারণা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থেকে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

জাঙ্গীপাড়ায় পুলিশের অভিযানে ১১০ কেজি শব্দবাজি উদ্ধার, দু’জন গ্রেফতারদীপাবলির আগে অবৈধ শব্দবাজি মজুত ও বিক্রির বিরুদ্ধে...
12/10/2025

জাঙ্গীপাড়ায় পুলিশের অভিযানে ১১০ কেজি শব্দবাজি উদ্ধার, দু’জন গ্রেফতার

দীপাবলির আগে অবৈধ শব্দবাজি মজুত ও বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল হুগলি গ্রামীণ জেলার জাঙ্গীপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাজবল্লভাট বাজার ও হরিহরপুর গ্রামে একযোগে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১১০ কেজি শব্দ উৎপাদক আতসবাজি উদ্ধার করে।

অভিযানে গ্রেফতার হয় দুই অভিযুক্ত— বিশ্বজিৎ ধাড়া (৪৫) ও সেখ সাজাহান (৩০)। ঘটনায় দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে এবং ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দীপাবলির আগে এই অভিযান শব্দবাজির অবৈধ মজুত ও বিক্রি রুখতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জাঙ্গীপাড়ায়নিজস্ব সংবাদদাতা, জাঙ্গীপাড়া নিউজ, হুগলী: জাঙ্গীপাড়ায় ফের তৃণমূলের ঘরে ফেরা ...
09/10/2025

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জাঙ্গীপাড়ায়

নিজস্ব সংবাদদাতা, জাঙ্গীপাড়া নিউজ, হুগলী: জাঙ্গীপাড়ায় ফের তৃণমূলের ঘরে ফেরা কর্মসূচি। রাজবলহাট ১নং অঞ্চলে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শতাধিক বিজেপি কর্মী ঘাসফুল পতাকা হাতে তৃণমূলে যোগ দিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, ব্লক তৃণমূল সভাপতি সদন ঘোষ সহ ব্লকের একাধিক নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন নেতৃত্বরা।

তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির বিভাজনের রাজনীতিতে বিরক্ত হয়ে মানুষ আবার তৃণমূলের উন্নয়নের পথে ফিরছেন। তমাল শোভন চন্দ্র বলেন, “মানুষ উন্নয়ন চায়, সংঘাত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেই উন্নয়নের আশ্বাস মানুষ পাচ্ছেন।”

দলত্যাগী কর্মীদের একাংশ জানান, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্প ও জনসংযোগমূলক কাজ তাঁদের আস্থা ফিরিয়ে দিয়েছে। তাই তাঁরা বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন।

ব্লক নেতৃত্বের দাবি, এই যোগদান কর্মসূচির মাধ্যমে জাঙ্গীপাড়ায় তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে এবং পঞ্চায়েত থেকে বিধানসভা—সব স্তরে দল আরও শক্ত অবস্থানে পৌঁছবে।

রঞ্জপুর খেয়ালী সংঘে কোজাগরী লক্ষ্মীপূজার উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী নিজস্ব সংবাদদাতা, রঞ্জপুর, জা...
07/10/2025

রঞ্জপুর খেয়ালী সংঘে কোজাগরী লক্ষ্মীপূজার উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা, রঞ্জপুর, জাঙ্গীপাড়া, হুগলী: জাঙ্গীপাড়া ব্লকের রশিদপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জপুর খেয়ালী সংঘের উদ্যোগে কোজাগরী লক্ষ্মীমায়ের মাতৃমূর্তি ও মনোরম মন্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এক অত্যন্ত আনন্দমুখর পরিবেশে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের পরিবহনমন্ত্রী তথা জাঙ্গীপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্ত্তী। যিনি পূজার উদ্বোধন করে সকলকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় তমাল শোভন চন্দ্র, মন্ত্রী সহধর্মিনী সুজাতা চক্রবর্তী, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদন ঘোষ সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা।

রঞ্জপুর খেয়ালী সংঘের এই বছরের থিম ও মন্ডপের শৈল্পিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করেছে। পূজা কমিটির সদস্যরা জানান, সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে আনন্দ ও ঐক্যের এই উৎসবই তাদের মূল উদ্দেশ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, মন্ত্রীর উপস্থিতি এই পূজার গৌরবকে আরও বাড়িয়ে দিয়েছে। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল ভক্তি, আনন্দ ও সৌহার্দ্যের উজ্জ্বল পরিবেশ।

05/10/2025

হোম ডেলিভারি ফ্রী! উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়! জাঙ্গীপাড়ার থানার মুণ্ডুলিকা বাজারে উদ্বোধন হয়ে গেল ইণ্ডিয়ান মার্বেল & টাইল্স!

জাঙ্গীপাড়া থানার মুণ্ডুলিকা বাজারে মুণ্ডুলিকা ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরনিজস্ব প্রতিবেদক, জাঙ্গী...
03/10/2025

জাঙ্গীপাড়া থানার মুণ্ডুলিকা বাজারে মুণ্ডুলিকা ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদক, জাঙ্গীপাড়া নিউজ: হুগলি জাঙ্গীপাড়া থানার অন্তর্গত মুন্ডলিকা বাজারে মুণ্ডুলিকা ব্যবসায়ী সমিতির আয়োজনে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

“রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান” এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও যুব সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বহু মানুষ এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন।

আয়োজক সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে হাসপাতালে রক্তের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। অনেক সময় দুর্ঘটনা কিংবা গুরুতর রোগে আক্রান্ত রোগীদের প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। তাই এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার সহ মুণ্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিভিন্ন সদস্যরা।

আয়োজকদের তরফে জানানো হয়, আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে গ্রহণ করা হবে। স্থানীয় মানুষের অংশগ্রহণ ও উচ্ছ্বাসে শিবিরটি এক মানবিক উদ্যোগ হিসেবে সবার প্রশংসা কুড়িয়েছে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেলা সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share