22/10/2025
জাঙ্গিপাড়া থানার উদ্যোগে শ্যামা পূজা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত
জাঙ্গিপাড়া, ২২ অক্টোবর ২০২৫ — শ্যামা পূজা উপলক্ষে আজ জাঙ্গিপাড়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বসে আঁকো (Sit & Draw) প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৩০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। ছোটদের সৃজনশীলতা, উচ্ছ্বাস ও আগ্রহে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন।
বিচারক মণ্ডলীর তীক্ষ্ণ দৃষ্টি ও নিরপেক্ষ মূল্যায়নে বিজয়ীদের নির্বাচন করা হয়। অংশগ্রহণকারীদের উৎকৃষ্ট মানের কাজের কারণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা সত্যিই কঠিন হয়ে পড়েছিল বলে জানান বিচারকরা। অনুষ্ঠানটি সম্পন্ন হয় দুই বিভাগে — ‘ক’ বিভাগ ও ‘খ’ বিভাগে।
পুরস্কারপ্রাপ্তদের নাম নিম্নরূপঃ
ক বিভাগ (Group–A)
▫️ প্রথম স্থান : সৌজন্যা গাঙ্গুলী (মোরহল, রাজবলহাট)
▫️ দ্বিতীয় স্থান : সৌপ্তিক ঘোষ (তালদহ)
▫️ যুগ্ম তৃতীয় স্থান :
১. অরিক ঘোষ (শুকুর চক, রাজবলহাট)
২. সারণিকা ঘোষ
খ বিভাগ (Group–B)
▫️ প্রথম স্থান : সায়ক ভর (রাজবলহাট)
▫️ দ্বিতীয় স্থান : আরাধ্যা মালাকার (রাজবলহাট)
▫️ যুগ্ম তৃতীয় স্থান :
১. অঙ্কন সামন্ত (গোপালপুর, আঁটপুর)
২. নিশান্ত শীল (রাজবলহাট)
ছোট শিল্পীদের অংশগ্রহণে জাঙ্গিপাড়া থানা প্রাঙ্গণ সেদিন ভরে ওঠে রঙ, হাসি এবং প্রতিভার ছটায়। প্রতিযোগিতা চলাকালীন অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২২ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭টায়, জাঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে।
জাঙ্গিপাড়া থানা পরিবারের পক্ষ থেকে সকল প্রতিযোগী, বিচারক মণ্ডলী, শিক্ষক-অভিভাবক এবং অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
থানার পক্ষ থেকে জানানো হয়েছে— “শিল্প, সংস্কৃতি ও শৃঙ্খলা শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। আগামীতেও সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এ ধরনের উদ্যোগে জাঙ্গিপাড়া থানা পাশে থাকবে।”