22/09/2025
মুখ্যমন্ত্রীর হাত দিয়ে জাঙ্গীপাড়ার সিংটি দেশবন্ধু যুবক সমিতির মাতৃ মূর্তির উন্মোচন হল
সিংটি, রসিদপুর জাঙ্গীপাড়া হুগলী: মহালয়ার পূণ্যলগ্নে রাজ্যের সমস্ত জেলার পূজা উদ্বোধনীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বিভিন্ন পুজোর মূর্তি উন্মোচন করলেন। একই সঙ্গে জাঙ্গীপাড়া থানার অন্তত রশিদপুর সিংটি দেশবন্ধু যুবক সমিতির মাতৃ মূর্তির উন্মোচন করলেন।
সিমটি দেশবন্ধু যুবক সমিতির মন্ডপে উপস্থিত ছিলেন এডিএম, ওসি, বিডিএমও-সহ হুগলি জেলা প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
এবারের পূজায় সমিতির মূল ভাবনা “জগন্নাথ মন্দির”। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সমিতির উদ্যোগের প্রশংসা করে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে উৎসব পালন করার আহ্বান জানান।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গোৎসব কেবল পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভ্রাতৃত্ব ও মিলনক্ষণের এক মহৎ উপলক্ষ। তাই সকলকে আহ্বান জানানো হয়েছে উৎসবে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।