Jangipara News

Jangipara News জাঙ্গীপাড়া সহ হুগলী জেলা এবং রাজ্যের খবর দেখতে ফলো করুন JANGIPARA NEWS পেজটি

23/09/2025

৩ থেকে ৫ হাজার টাকা ডিসকাউন্ট! ইলেকট্রিক স্কুটার কিনলে দীঘা ট্রাভেল ফ্রী! শুক্রবার ২৬ সেপ্টেম্বর উদ্বোধন হতে চলেছে হুগলীর জাঙ্গীপাড়া রসপুর মাধবপুর মল্লিক মার্কেটে MR Automobile!
যোগাযোগ: 9933360926

23/09/2025

জাঙ্গিপাড়ার রাজবলহাটে পরিযায়ী শ্রমিক মিছিল শেষে পথসভা! রাজবলহাট জাঁদারঘাট!

23/09/2025

জাঙ্গীপাড়ায় এই প্রথমবার ধামাকা অফার দিচ্ছে ANSH জুয়েলার্স! সোনার গহনা কিনলে রুপার গহনা ফ্রী! ধনতেরাসে স্কুটির উপহার!

জাঙ্গীপাড়ার ব্লকের ১৭২ টি  দূর্গাপুজা কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান জাঙ্গীপাড়ার থানার ব্যবস্থাপনায়! উ...
23/09/2025

জাঙ্গীপাড়ার ব্লকের ১৭২ টি দূর্গাপুজা কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান জাঙ্গীপাড়ার থানার ব্যবস্থাপনায়! উপস্থিত ছিলেন, রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ হুগলী গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা! ১৭২ টি কমিটিকে আজ চেক তুলে দেওয়া হল!

23/09/2025

জাঙ্গীপাড়ার দূর্গাপুজা কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান জাঙ্গীপাড়ার থানার ব্যবস্থাপনায়! উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও হুগলী গ্রামীণ পুলিশের বিভিন্ন আধিকারিকরা!

23/09/2025

জাঙ্গীপাড়া থেকে সরাসরি লাইভে বক্তব্য রাখছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী|
জাঙ্গীপাড়ার দূর্গাপুজা কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান জাঙ্গীপাড়ার থানার ব্যবস্থাপনায়! হুগলী গ্রামীণ জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা! ১৭২ টি কমিটিকে আজ চেক তুলে দেওয়া হল!

খানাকুলে পুলিশের সাফল্যের অভিযান! উৎসবের আগে বেআইনি বাজি উদ্ধার!উৎসবের প্রাক্কালে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে খান...
23/09/2025

খানাকুলে পুলিশের সাফল্যের অভিযান! উৎসবের আগে বেআইনি বাজি উদ্ধার!

উৎসবের প্রাক্কালে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে খানাকুল থানার নতিবপুর বরকানতলা ও তরফদারপাড়া এলাকায় বেআইনি আতসবাজি বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এদিন প্রায় ৫০০ কেজি চকোলেট বোমা, ৩০০ কেজি বেআইনি আতসবাজি, ৮০ কেজি গানপাউডার ও ১৭০ কেজি আতসবাজির উপকরণ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। শুধু অভিযানেই সীমাবদ্ধ না থেকে এই কাজে যুক্ত পরিবারের মহিলা সদস্যদের বিকল্প জীবিকার পথ দেখাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামীকাল ব্লক প্রশাসনের উদ্যোগে বৈঠক করা হবে।

পুলিশের বার্তা— সামনে উৎসব নিরাপদ, সুস্থ ও সবুজ হোক।

জাঙ্গীপাড়া ব্লকের মন্ডলিকা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি!
22/09/2025

জাঙ্গীপাড়া ব্লকের মন্ডলিকা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি!

জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত আঁইয়ায় গ্রাম পঞ্চায়েতে একটি স্কুলের জলছত্র ও আলোকস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত, রা...
22/09/2025

জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত আঁইয়ায় গ্রাম পঞ্চায়েতে একটি স্কুলের জলছত্র ও আলোকস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত, রাজ্যের পরিবহনমন্ত্রী তথা জাঙ্গীপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে জাঙ্গীপাড়ার সিংটি দেশবন্ধু যুবক সমিতির মাতৃ মূর্তির উন্মোচন হলসিংটি, রসিদপুর জাঙ্গীপাড়া হুগলী:...
22/09/2025

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে জাঙ্গীপাড়ার সিংটি দেশবন্ধু যুবক সমিতির মাতৃ মূর্তির উন্মোচন হল

সিংটি, রসিদপুর জাঙ্গীপাড়া হুগলী: মহালয়ার পূণ্যলগ্নে রাজ্যের সমস্ত জেলার পূজা উদ্বোধনীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বিভিন্ন পুজোর মূর্তি উন্মোচন করলেন। একই সঙ্গে জাঙ্গীপাড়া থানার অন্তত রশিদপুর সিংটি দেশবন্ধু যুবক সমিতির মাতৃ মূর্তির উন্মোচন করলেন।

সিমটি দেশবন্ধু যুবক সমিতির মন্ডপে উপস্থিত ছিলেন এডিএম, ওসি, বিডিএমও-সহ হুগলি জেলা প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

এবারের পূজায় সমিতির মূল ভাবনা “জগন্নাথ মন্দির”। উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সমিতির উদ্যোগের প্রশংসা করে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে উৎসব পালন করার আহ্বান জানান।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গোৎসব কেবল পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভ্রাতৃত্ব ও মিলনক্ষণের এক মহৎ উপলক্ষ। তাই সকলকে আহ্বান জানানো হয়েছে উৎসবে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jangipara News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share