19/03/2025
// একটি পাঠ প্রতিক্রিয়া //
বই-- ছেচল্লিশের নোয়াখালি ও চপলাকান্ত
'নিষিদ্ধ' পুস্তক, দুষ্প্রাপ্য দলিল
সংকলন ও সম্পাদনা-- মধুময় পাল
দাম- ৩২৫/-
***
এবারের বইমেলা থেকে সংগ্রহ করা বই মধুময় পাল সম্পাদিত 'ছেচল্লিশের নোয়াখালি ও চপলাকান্ত' পড়ে ফেললাম।
একদা আনন্দবাজার পত্রিকার সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্য। তিনি সুশিক্ষিত, সংবাদমহলের সাথে যুক্ত এবং পরবর্তী সময়ের MP; ১৯৪৬এ তার লেখা বই 'নোয়াখালির ধ্বংসকান্ড'; বইটির প্রকাশ সে সময়ে নিষিদ্ধ হয়েছিল। তারই পুনরুদ্ধারের প্রয়াসে এই বইটি, সঙ্গে আছে আরো সংশ্লিষ্ট কয়েকজনের লেখা, কিছু প্রয়োজনীয় তথ্য/ তালিকা ও সম্পাদকের লেখা সুদীর্ঘ পরিক্রমা (প্রায় ৩০ পাতা)।
চপলাকান্তের লেখা অংশ / পর্বটি পড়তে পড়তে মন বিষাদগ্রস্ত, চোখে নেমে আসে জল। দেখতে পাই, একটা সম্প্রদায়ের মানুষ অন্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে, ১৯৪৬এর সে সময়ে, নোয়াখালিতে কেমন তান্ডবলীলা চালিয়েছিল। ঘরবাড়িতে আগুন, নির্বিচারে হত্যা, নারীদের সম্মানহানি ও ধর্ষণ! ১৯৪৬ এর অক্টোবরের বেশ কিছুদিন ধরে চলে এই তান্ডবলীলা! এর পেছনে মূলত ছিল তৎকালীন মুসলিম সম্প্রদায়ের কিছু স্বার্থান্বেষী নেতা, ছিল তৎকালীন প্রাদেশিক প্রশাসনের নিঃস্ক্রিয়তা!
আমার চোখে স্পষ্ট ভাসে, আমার নিজের বাবা ও মায়ের পরিবার সর্বস্বান্ত হয়ে সেই যুগে দেশ ছাড়ছে (এই রকম পরিবারদুটো বরিশাল থেকে এসে উঠেছিল পশ্চিম বাংলার কোন না কোন উদ্বাস্তু শিবিরে)! চপলাকান্তের লেখা আমাকে বুঝতে শেখায়, রায়ট বা দাঙ্গার কেমন পরিস্থিতিতে হাজার হাজার পরিবার সর্বস্বান্ত হয়ে দেশান্তরী হয়। মুসলিম লীগের কিছু নেতার চালে মারমুখী ও ধ্বংসাত্মক হয়ে ওঠে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী, তৎকালীন নোয়াখালির সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়।
তবে এরই মধ্যে ভালো মুসলমান কি সেখানে ছিল না? এসব উত্তর চপলাকান্তের বর্ণনাতে তেমন পাই না। বরং পর্ব তিন এ রসময় মজুমদারের লেখায় আমরা দেখি, সেরকম মুসলমানকে, যারা অশান্ত সময়ে হিন্দুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আমাদের প্রয়োজন, অতীতের ইতিহাসকে জানা। দুঃখজনক সাম্প্রদায়িক বিভাজন ও তৎজনিত ক্ষতি সম্পর্কে সতর্ক থাকা। সাম্প্রদায়িক বিদ্বেষকে দূরে ঠেলে এই ইতিহাসকে পড়তে হবে, সেই হিসেবে এটা একটা অবশ্যপাঠ্য বই। এজন্যেই এই বইটির প্রকাশকে স্বাগত জানাই।
সমরেন্দ্র বিশ্বাস
19.03.2025.
***
অনলাইন/ অফলাইন মাধ্যমে আমাদের বই সংগ্রহ করতে যোগাযোগ করুন ...
ফোন/Whatsapp: +91 89102 83448
Website: https://punaschabooks.com/
নীচের লিঙ্কে আমাদের সম্পূর্ণ ক্যাটালগ পাবেন-
https://drive.google.com/file/d/12uyh6UQKRboTQnjhLKlulbHYZYyFIrzN/view?usp=drivesdk