চিলেকোঠা - Chilekotha - Shunyo

চিলেকোঠা -  Chilekotha - Shunyo Book Details, Publication, Magazine

হাওয়াকল ও শূন্য যৌথ উদ্যোগে প্রকাশিত হল, 'চাঁদের অমাবস্যা: অপরাধ ও অনুতাপের আখ্যান'।গোপা দত্তভৌমিক প্রাবন্ধিক হিসেবে সু...
25/06/2025

হাওয়াকল ও শূন্য যৌথ উদ্যোগে প্রকাশিত হল, 'চাঁদের অমাবস্যা: অপরাধ ও অনুতাপের আখ্যান'।
গোপা দত্তভৌমিক প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। বইটি পাবেন হাওয়াকল স্টোরে, সঙ্গে অবশ্যই থাকবে আরো নতুন নতুন বই দেখার সুযোগ।

বিশেষভাবে কলকাতা, যাদবপুরসহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই বই।

এছাড়াও এই বইটি পেয়ে যাবেন, কলেজস্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু দা), আদি দে বুক, গল্পগুচ্ছ, বৈভাষিক, লালন, মান্দাস, প্ল্যাটফর্ম বুক স্টেশনসহ অন্যান্য দোকানে।

অনলাইনে পাবেন Amazon, Boighor.in, Hawakal Publishers Private Limited - এর সাইটে।

বইটি পেপারব্যাক, পেঙ্গুইনের Mass Market Paperback-এর স্বাদ বাংলায় এই প্রথম।

মুদ্রিত মূল্য : ১৫০ টাকা

'হাওয়াকল'
বইয়ের ঘর, বইয়ের বাড়ি
১১৮ রাজা রামমোহন রায় সরণী, কলকাতা - ৭০০০০৯

আমহার্স্ট স্ট্রিট পোস্ট অফিসের উল্টো দিকে।
স্টোর খোলা সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬.৩০ অবধি।
প্রয়োজনে যোগাযোগ করুন ৯৮৩৬৬৭১২০৩ নম্বরে।

অপেক্ষা শুরু হোক...
19/06/2025

অপেক্ষা শুরু হোক...

https://www.amazon.in/dp/8198842446শুরু হল অ্যামাজনেও প্রি বুকিং। যাঁরা খোঁজ করেছিলেন, লিঙ্ক রইল তাঁদের জন্য।
15/06/2025

https://www.amazon.in/dp/8198842446
শুরু হল অ্যামাজনেও প্রি বুকিং। যাঁরা খোঁজ করেছিলেন, লিঙ্ক রইল তাঁদের জন্য।

‘চাঁদের অমাবস্যা’ কি কেবল সিলেবাসভিত্তিক আলোচনার পাঠ্য? ‘লালসালু’ থেকে ‘কাঁদো নদী কাঁদো’ বা এই উপন্যাসটিকে নির.....

শূন্য প্রকাশনার নতুন লোগো আজ অনলাইনে প্রকাশিত হল।লোগো ডিজাইন: বিতান চক্রবর্তী
14/06/2025

শূন্য প্রকাশনার নতুন লোগো আজ অনলাইনে প্রকাশিত হল।

লোগো ডিজাইন: বিতান চক্রবর্তী

"‘চাঁদের অমাবস্যা’ কি কেবল সিলেবাসভিত্তিক আলোচনার পাঠ্য? ‘লালসালু’ থেকে ‘কাঁদো নদী কাঁদো’ বা এই উপন্যাসটিকে নির্দিষ্ট কি...
13/06/2025

"‘চাঁদের অমাবস্যা’ কি কেবল সিলেবাসভিত্তিক আলোচনার পাঠ্য? ‘লালসালু’ থেকে ‘কাঁদো নদী কাঁদো’ বা এই উপন্যাসটিকে নির্দিষ্ট কিছু পরিসরে সীমাবদ্ধ করে দেখানোর প্রচেষ্টা নতুন নয়। সৈয়দ ওয়ালীউল্লাহ কেবল এই সীমিত আলোচনার পরিসর দাবি করেন না। ‘চাঁদের অমাবস্যা’-র ভিতর রয়েছে এমনই কিছু স্রোতপ্রবাহ। সরল পথে তার যাতায়াত নয়, স্রোত নিজের পথ তৈরি করে নেয় নিয়মমাফিক।"

হাওয়াকল-শূন্য যৌথ উদ্যগে প্রকাশিত হতে চলেছে গোপা দত্তভৌমিকের প্রবন্ধ সংকলন, 'চাঁদের অমাবস্যা, অপরাধ ও অনুতাপের আখ্যান'। আজ থেকে বইটি আপনারা প্রি-অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে, লিঙ্ক রইলো প্রথম কমেন্টে।

প্রি বুকিংয়ে ২৫% ডিসকাউন্ট রয়েছে। শিপিং চার্জ আলাদা।

প্রকাশিতব্য...
31/05/2025

প্রকাশিতব্য...

https://www.amazon.in/dp/9334203749'ফ্রান্সের দিনলিপি' বইটি এখন পাওয়া যাচ্ছে অ্যামাজনে। যাঁরা সংগ্রহ করতে চাইছিলেন অনলা...
27/05/2025

https://www.amazon.in/dp/9334203749

'ফ্রান্সের দিনলিপি' বইটি এখন পাওয়া যাচ্ছে অ্যামাজনে। যাঁরা সংগ্রহ করতে চাইছিলেন অনলাইনে, তাঁদের জন্য রইল লিঙ্ক।

এছাড়াও অনলাইনে বইটি পাবেন Boighor.in-এ

কলেজস্ট্রিটে পরিবেশক হাওয়াকল পাবলিশার্স।
এছাড়া পাবেন বৈভাষিক-Boibhashik ও দে বুক স্টোরে।

আলোর শহর প্যারিস। তার অলিগলির ভিতরে রয়েছে বহু ইতিহাস। শহরের ভিতরে থাকা আরেকটা শহরে যেমন শবদেহের গা ছমছমে রোমাঞ্চ...

সুধন্য সরকারের লেখনীর সঙ্গে পরিচিত পাঠক বহু। ২০২৫ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় এই বইটি প্রকাশের পর বহু চর্চা হয়েছে।...
26/03/2025

সুধন্য সরকারের লেখনীর সঙ্গে পরিচিত পাঠক বহু। ২০২৫ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় এই বইটি প্রকাশের পর বহু চর্চা হয়েছে। কে মহৎ কবি আর কে নয়, সেই তর্কে আমরা নেই। উত্তর সময়ের হাতে তোলা থাক। দশমিক তার বুলেটিন চর্চায় কিছু শব্দ ও কালি খরচ করেছে এই বইকে নিয়ে, তারজন্য বাড়তি আনন্দ রয়েছে। এইবার যাঁরা কলেজস্ট্রিটে খোঁজ করছিলেন তাঁদের উদ্দেশে বলি, শূন্য প্রকাশিত 'ঝর্না কলম' পাবেন বৈভাষিকে। অনলাইনসহ সারা ভারত এবং ভারতের বাইরে এই বই বৈভাষিক পৌঁছে দেবে পাঠকের কাছে।

এছাড়াও অনলাইনে এই বই পাবেন Boighor.In-এর ওয়েবসাইটে।

https://boighar.in/product-tag/shunyo/

এই বইয়ের লেখক একেবারেই প্রচারবিমুখ তবে পাতা উল্টে দেখতে পারেন, মন্দ লাগবে না। দেখবেন শিক্ষক দিবসের ইতিহাস কতটা তেতো কিং...
20/03/2025

এই বইয়ের লেখক একেবারেই প্রচারবিমুখ তবে পাতা উল্টে দেখতে পারেন, মন্দ লাগবে না। দেখবেন শিক্ষক দিবসের ইতিহাস কতটা তেতো কিংবা ল্যু সিয়াবো কতটা মতাদর্শের প্রতি সৎ ছিলেন; আবার সেখান থেকে একেবারে ভারতীয় পুরাণ বা ভূতুড়ে কার্যকলাপের কতশত কারনামাও চলে আসবে আপনার সামনে!

বৈভাষিক শূন্য প্রকাশিত বইপত্রের ঠিকানা, এছাড়াও কেবল অনলাইনের জন্য রয়েছে Boighor.in

https://boighar.in/product-tag/shunyo/

'ব্যঙ্গ্য' শব্দের মূল উৎস কী? বক্রোক্তিবাদের গুরুত্ব ঠিক কতখানি?  কিংবা কলকাতার সংকেতভাষ্যে রবীন্দ্র সাহিত্যে বিপরীত ছাপ...
20/03/2025

'ব্যঙ্গ্য' শব্দের মূল উৎস কী? বক্রোক্তিবাদের গুরুত্ব ঠিক কতখানি? কিংবা কলকাতার সংকেতভাষ্যে রবীন্দ্র সাহিত্যে বিপরীত ছাপ কীভাবে পড়া সম্ভব? ভাষার ভিতর নাইরাজ্য কতটা কার্যকরী? এমন সব অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সন্ধান করতে চেয়েছেন লেখক। গভীর-গুরুত্বপূর্ণ এই বিষয়গুলিকে গল্পের ভঙ্গিমায় এত সহজে বলা নেহাৎ সহজ নয়! কিন্তু সেই কঠিন কাজটিই হয়ে গেছে সাবলীলভাবে। 'ভাষার নাম রেখেছি আহাম্মক' এমনই বহু দিকের চর্চা।

কলেজস্ট্রিটে বইটি পাবেন বৈভাষিকে। সারা ভারত, অনলাইন ও ভারতের বাইরে বৈভাষিক আপনাদের বই পৌঁছে দেবে।
এছাড়া অনলাইনে বইটি পাবেন Boighor.in-এ

https://boighar.in/product-tag/shunyo/

'চিরায়ত রুশ সাহিত্য' সিরিজকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। সেই পুরনো প্রোডাকশন যেমন ছিল, সেই হরফ, সেই সজ্জাকে এক রেখ...
12/03/2025

'চিরায়ত রুশ সাহিত্য' সিরিজকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। সেই পুরনো প্রোডাকশন যেমন ছিল, সেই হরফ, সেই সজ্জাকে এক রেখে ফ্যাক্সিমিলি এডিশন হিসেবে শূন্য থেকে প্রকাশিত হচ্ছে 'চিরায়ত রুশ সাহিত্য' সিরিজের কিছু বই। এইবারের প্রচেষ্টা ছিল সবচেয়ে দুঃসাধ্য। লেভ তলস্তয়ের 'আন্না কারেনিনা' দু-খণ্ডে সমাপ্ত সুবিশাল উপন্যাস। এই অনবদ্য উপন্যাসটিকে একটি বক্স সেট করে সংগ্রহযোগ্য কাজ করে তোলার চেষ্টা করেছে শূন্য। ভুলত্রুটি রয়েছে কিছু, কারণ সব কাজটিই বহু মানুষের মিলিত শ্রম এবং এ পর্যন্ত এটিই শূন্য থেকে প্রকাশিত হওয়া সর্ববৃহৎ এমন ধরনের প্রথম কাজ। প্রকাশনার সাধ্য সীমিত, তাই প্রথম এমন কাজ হিসেবে যেটুকু ভুল রয়ে গেল তার জন্য মার্জনা চাইছি প্রথমেই।

দু-খণ্ডে সমাপ্ত এই উপন্যাসটির আয়তন ১০০০ পৃষ্ঠারও অধিক। সম্পূর্ণ কাপড়ে বাঁধাই, সেরিগ্রাফ প্রিন্ট এবং প্রিন্টেড বক্স সমেত এই এডিশনটির সংগ্রহমূল্য ১০০০/-। এর উপরে কোনো ছাড় নেই।

সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করবেন 8902505754/ 9874465814 এই নাম্বারে।

বইমেলায় পল গঁগ্যা-র ডেস্ক ক্যালেন্ডারের সেটটি অনেকেই সংগ্রহ করেছেন, মতামত জানিয়েছেন, অনেকে পাননি বলে আফসোশ করেছেন। এই ...
11/03/2025

বইমেলায় পল গঁগ্যা-র ডেস্ক ক্যালেন্ডারের সেটটি অনেকেই সংগ্রহ করেছেন, মতামত জানিয়েছেন, অনেকে পাননি বলে আফসোশ করেছেন। এই ধরনের কোনো ক্যালেন্ডার আর পাওয়া যাবে কি না এমনও জিজ্ঞেস করেছেন কেউ কেউ। সকলের উদ্দেশেই বলি, আবারও একবার ডেস্ক ক্যালেন্ডারের নতুন এই সেটটি, স্ট্যান্ডসহ পাওয়া যাচ্ছে, দাম মাত্র ১২০ টাকা। সংগ্রহের জন্য যোগাযোগ করতে পারেন 8902505754/ 9874465814 এই নাম্বারে।

কলেজস্ট্রিটে এটি পেয়ে যাবেন বৈভাষিকের দোকানে।

Address

Kolkata
700097

Alerts

Be the first to know and let us send you an email when চিলেকোঠা - Chilekotha - Shunyo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিলেকোঠা - Chilekotha - Shunyo:

Share

Category