20/08/2025
আন্না কারেনিনা-র প্রথম সংস্করণ শেষ। দ্বিতীয় সংস্করণ আসছে। সংস্করণ বলছি তার কারণ এইবার আগের প্রচ্ছদ পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে আরও কিছু। কিন্তু ভিতরের ফ্যাকসিমিলিটি সম্পূর্ণ আগের মতোই থাকছে। চিরায়ত রুশ সাহিত্যের ওই বিশেষ বৈশিষ্ট্যটিই আমাদের এই সিরিজকে পুনরায় ফিরিয়ে আনার কারণ। এইবার বক্সসহ এবং বক্সছাড়া দুটি ভিন্ন মুদ্রণ আপনারা পাবেন। বক্সসহ সেটটির দাম ২০০০/- তার ওপর থাকবে ২০% ডিসকাউন্ট এবং বক্সছাড়া সেটটির দাম ১৩৫০/- তার উপর থাকবে ২০% ডিসকাউন্ট। আগের কাপড় বাঁধাইটি আর থাকবে না।
কলেজস্ট্রিটে বইটি পাওয়া যাবে Hawakal Publishers Private Limited, বৈভাষিক-Boibhashik, DEY BOOK STORE, লালন বুক স্টোর সহ বিভিন্ন দোকানে এবং এঁদের ওয়েবসাইটে।
এছাড়াও পাবেন Boighar.in ও Amazon-এ।
আপাতত বইটির প্রি বুকিং চলছে। প্রি বুক যাঁরা করবেন তাঁরা পাবেন ২৫% ডিসকাউন্ট। শিপিং ও প্যাকেজিং চার্জ আলাদা। প্রি বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করবেন 089025 05754 এই নাম্বারে।