08/07/2023
কাল এখানে আসার পরে বুঝলাম, সব থেকে শান্তির জাগা হল শ্মশান, সব কিছু মায়া আমাদের এই পৃথিবীতে, আস্তে হবে একা যেতে ও সবে একা, মাঝ খানের সময় টা শুধু মাত্র মায়া, এত অহংকার, এত টাকা, জাতি ভেদ সব বৃথা, যাবার সময়ে কিছুই থাকবে না তোমার, কোথায় আছে সুখ ছিল স্বপ্নে, আর শান্তি হলো শ্মশান এ, তাই যতো দিন বেঁচে থাকবে পারলে মানুষের সাথে একটু ভালো ব্যবহার টা করুন না, আপনি চলে গেলে ও আপনার ব্যবহার আপনাকে সকল মানুষের মধ্যে বেঁচে থাকবে, আজ আছি কাল না ও থাকতে পারি, জীবনের কোনো দাম নেই , তাই মানুষকে ভালোবাসুন, সব শেষ হয়ে যাবে একদিন... আর জীবনে বাঁচতে গেলে কখন ও মিথ্যা মায়া তে পড়বেন না, তাহলে আপনার বেঁচে থেকে না থাকার মতোন অবস্থা হয়ে যাবে, শুধু মাত্র টাকা, সম্পত্তি এডুকেশন থাকলেই মানুষ হওয়া যায়না, এমন বহু মানুষ আছে যাদের কাছে টাকা, সম্পত্তি টাই সব কিছু, তাঁরা পারলে একবার '' শ্মশান'' থেকে ঘুরে আসবেন...টাকা থাকলে ও পাশের থাকার মতো মানুষ পাবেন না, তাহলে পৃথিবীতে '' ভালোবাসা '' নামক শব্দ টাই থাকতো না.. এ সমাজ শুধু আপনাকে কথা শোনাবে কিন্তু আপনার মানসিক শান্তি যেখানে আপনি সেটাই করুন, আপনার জীবন আপনি নিজের মতই বাঁচুন, তাতে কে কি বললো কান দেবেন না, আপনার পেতে ভাত না থাকলে তারা এসে খাইয়ে দেবে না আপনাকে, পরিস্থিতির সাথে আপনার নিজেকেই লড়াই করতে হবে.. সুখের সময়ে হাজার মানুষ কে পাশে পাবেন কিন্তু বিপদ এর সময়ে কাউকে পাবেন না.. আর যাদের কে পাবেন তাদের কে কখনোই ভুলবেন না, তাহলে আপনি মানুষ না, মানুষ রুপি মুখর.. আর পারলে মুখোশ ধারী মানুষের থেকে দূরে থাকুন দেখবেন জীবন সুন্দর, দরকার পড়লে একা থাকুন তাও ও ভালো.. আশার সময়ে একা এসেছিলেন এটা সব সময়ে মনে রাখবেন তাই জীবনে কখন ও কারোর ওপর এ বেশি আশা রাখবেন না, কখন ও ভেঙে পড়বেন না, যখন আপনার সামনে একটা দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক তার উল্টো দিকে তাকিয়ে দেখবেন আরো হাজার টা দরজা আপনার জন্য খোলা আছে.. পৃথিবী তে যেমন সমস্যা আছে ঠিক তেমনি তার সমাধান ও আছে.. তাই জীবনে বাঁচতে গেলে একটা মন্ত্র সব সময় শিখে রাখবেন, '' চলো যা হবে দেখা যাবে'' আর মুচকি হাসি দেবেন. ভগবান যা করেন সব সময় ভালোর জন্য করেন.. যতো টা হবার ততো টাই হবে কেও আটকাতে পারবে না, যতোই তোমার টাকা, ক্ষমতা থাকুক না কেনো,.. টাকা ক্ষমতা দিয়ে সব হলে, মানুষ এর জীবন এ দুঃখ নামক জিনিস থাকতো না, তাই জীবনে নিরসার্থ মানুষ দের সাথে চলার চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবেন.. 😊অনেক কথা বললাম আরো বলার ছিল কিন্তু বললাম না কারণ মানুষ বেশি বেশি জ্ঞান মূলক কথা পছন্দ করেন না, তাই এত দূর লেখা টা পড়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন😊😊................
'' পঙ্কজ ''