স্মৃতি খেলা

স্মৃতি খেলা We are trying to bring out the form in real life so that someone can take their own thoughts on their

03/08/2023

কখন ও কাউকে জোর করে ধরে রাখা যায় না, পাখি হোক বা ভালোবাসা,যে উড়ে যাবার সে ঠিক উড়ে যাবে..জোর করে কখন ও কিছু হয়না...

08/07/2023

কাল এখানে আসার পরে বুঝলাম, সব থেকে শান্তির জাগা হল শ্মশান, সব কিছু মায়া আমাদের এই পৃথিবীতে, আস্তে হবে একা যেতে ও সবে একা, মাঝ খানের সময় টা শুধু মাত্র মায়া, এত অহংকার, এত টাকা, জাতি ভেদ সব বৃথা, যাবার সময়ে কিছুই থাকবে না তোমার, কোথায় আছে সুখ ছিল স্বপ্নে, আর শান্তি হলো শ্মশান এ, তাই যতো দিন বেঁচে থাকবে পারলে মানুষের সাথে একটু ভালো ব্যবহার টা করুন না, আপনি চলে গেলে ও আপনার ব্যবহার আপনাকে সকল মানুষের মধ্যে বেঁচে থাকবে, আজ আছি কাল না ও থাকতে পারি, জীবনের কোনো দাম নেই , তাই মানুষকে ভালোবাসুন, সব শেষ হয়ে যাবে একদিন... আর জীবনে বাঁচতে গেলে কখন ও মিথ্যা মায়া তে পড়বেন না, তাহলে আপনার বেঁচে থেকে না থাকার মতোন অবস্থা হয়ে যাবে, শুধু মাত্র টাকা, সম্পত্তি এডুকেশন থাকলেই মানুষ হওয়া যায়না, এমন বহু মানুষ আছে যাদের কাছে টাকা, সম্পত্তি টাই সব কিছু, তাঁরা পারলে একবার '' শ্মশান'' থেকে ঘুরে আসবেন...টাকা থাকলে ও পাশের থাকার মতো মানুষ পাবেন না, তাহলে পৃথিবীতে '' ভালোবাসা '' নামক শব্দ টাই থাকতো না.. এ সমাজ শুধু আপনাকে কথা শোনাবে কিন্তু আপনার মানসিক শান্তি যেখানে আপনি সেটাই করুন, আপনার জীবন আপনি নিজের মতই বাঁচুন, তাতে কে কি বললো কান দেবেন না, আপনার পেতে ভাত না থাকলে তারা এসে খাইয়ে দেবে না আপনাকে, পরিস্থিতির সাথে আপনার নিজেকেই লড়াই করতে হবে.. সুখের সময়ে হাজার মানুষ কে পাশে পাবেন কিন্তু বিপদ এর সময়ে কাউকে পাবেন না.. আর যাদের কে পাবেন তাদের কে কখনোই ভুলবেন না, তাহলে আপনি মানুষ না, মানুষ রুপি মুখর.. আর পারলে মুখোশ ধারী মানুষের থেকে দূরে থাকুন দেখবেন জীবন সুন্দর, দরকার পড়লে একা থাকুন তাও ও ভালো.. আশার সময়ে একা এসেছিলেন এটা সব সময়ে মনে রাখবেন তাই জীবনে কখন ও কারোর ওপর এ বেশি আশা রাখবেন না, কখন ও ভেঙে পড়বেন না, যখন আপনার সামনে একটা দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক তার উল্টো দিকে তাকিয়ে দেখবেন আরো হাজার টা দরজা আপনার জন্য খোলা আছে.. পৃথিবী তে যেমন সমস্যা আছে ঠিক তেমনি তার সমাধান ও আছে.. তাই জীবনে বাঁচতে গেলে একটা মন্ত্র সব সময় শিখে রাখবেন, '' চলো যা হবে দেখা যাবে'' আর মুচকি হাসি দেবেন. ভগবান যা করেন সব সময় ভালোর জন্য করেন.. যতো টা হবার ততো টাই হবে কেও আটকাতে পারবে না, যতোই তোমার টাকা, ক্ষমতা থাকুক না কেনো,.. টাকা ক্ষমতা দিয়ে সব হলে, মানুষ এর জীবন এ দুঃখ নামক জিনিস থাকতো না, তাই জীবনে নিরসার্থ মানুষ দের সাথে চলার চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবেন.. 😊অনেক কথা বললাম আরো বলার ছিল কিন্তু বললাম না কারণ মানুষ বেশি বেশি জ্ঞান মূলক কথা পছন্দ করেন না, তাই এত দূর লেখা টা পড়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন😊😊................
'' পঙ্কজ ''

পৃথিবী তে সব থেকে বড় মিথ্যা কথা হল             আমি তোমাকে ছাড়া      দ্বিতীয় কাউকে আমার জীবনে             আনতে পারবোনা
06/06/2023

পৃথিবী তে সব থেকে বড় মিথ্যা কথা হল
আমি তোমাকে ছাড়া
দ্বিতীয় কাউকে আমার জীবনে
আনতে পারবোনা

কিছু মানুষ নিজের সুখের জন্যঅন্যের জীবন এলো মেলো করতেদ্বিতীয় বার ও ভাবে না...
06/06/2023

কিছু মানুষ নিজের সুখের জন্য
অন্যের জীবন এলো মেলো করতে
দ্বিতীয় বার ও ভাবে না...

কিছু মানুষের আবেগ এর জন্য! কিছু মানুষের জীবন টা, পুরো ওলোট পালোট হয়ে যায়. সারাজীবন এর জন্য...
03/06/2023

কিছু মানুষের আবেগ এর জন্য!
কিছু মানুষের জীবন টা,
পুরো ওলোট পালোট হয়ে যায়.
সারাজীবন এর জন্য...

একটা সময়ে তুমি যারমিষ্টি মিষ্টি কথা শুনে প্রেমে পড়বে,যার জন্য সব কিছু করবে.. আবার একটা সময়ে তুমি তার সেই কথা গুলো শুনে ম...
01/06/2023

একটা সময়ে তুমি যার
মিষ্টি মিষ্টি কথা শুনে প্রেমে পড়বে,
যার জন্য সব কিছু করবে..
আবার একটা সময়ে তুমি তার সেই
কথা গুলো শুনে মনে মনে হাঁসবে😊😊
শুধু মাত্র সময় টা থাকবে আলাদা..
এখন সে তোমার সঙ্গে আছে আর
তখন সে অন্য কারোর সঙ্গে থাকবে.

ভালোবাসা হলো প্রজেক্ট এর খাতার মত!যার কভার পেইজ টা দেখতে খুব সুন্দর হয় 'কিন্তু পরের পৃষ্ঠা গুলো উল্টালেএকের পর এক সমস্যা...
31/05/2023

ভালোবাসা হলো প্রজেক্ট এর খাতার মত!
যার কভার পেইজ টা দেখতে খুব সুন্দর হয় '
কিন্তু পরের পৃষ্ঠা গুলো উল্টালে
একের পর এক সমস্যা দেখা দেয়..
ফ্যামিলি, পরিবেশ, টাকা, বাড়ির লোক, অজুহাত..
ইত্যাদি..

Address

Kolkata
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতি খেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্মৃতি খেলা:

Share