07/03/2025
আমরা যতই ফিলোসফিক্যাল কথা-বার্তা বলিনা কেনো দিনশেষে সেই আমরা কারো না কারও সাহারা ছাড়া এক মুহুর্তও থাকতে পারিনা, আর না তো পথ চলতে পারি । তাই ভগবান শ্রী কৃষ্ণ কে সাহারা করে বাঁচুন কারণ ভগবান শ্রী কৃষ্ণ আমাদেরকে কখনও ছেড়ে দেন না। শুধু মাত্র পাপ পূণ্যের কথা ভেবে নয় আপন মানুষ ভেবে ভালবাসতে হবে ঠিক যেমন ভাবে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে ভালবাসি ও ভরসা করি তেমন করেই ভালবাসতে হবে ও ভরসা রাখতে হবে। বসুদৈব কুটুম্বকম্ ! ❤️