Doctor ChinuDa

Doctor ChinuDa contact/Appointment no :- 9093021386

আমার জন্যে জগৎ নয়,
জগতের জন্যে আমার সৃষ্টি!!
এই পৃথিবী এক সুবিশাল দর্শন (ফিলসফি),
আর আমি তার ছোট্ট একটি ভাবনা মাত্র!!
এই মহাবিশ্ব সহ সম্পূর্ণ সৃষ্টি একটি মায়া
আর আমি সেই মায়ার একটি তাৎক্ষণিক ভ্রম !

07/03/2025

আমরা যতই ফিলোসফিক্যাল কথা-বার্তা বলিনা কেনো দিনশেষে সেই আমরা কারো না কারও সাহারা ছাড়া এক মুহুর্তও থাকতে পারিনা, আর না তো পথ চলতে পারি । তাই ভগবান শ্রী কৃষ্ণ কে সাহারা করে বাঁচুন কারণ ভগবান শ্রী কৃষ্ণ আমাদেরকে কখনও ছেড়ে দেন না। শুধু মাত্র পাপ পূণ্যের কথা ভেবে নয় আপন মানুষ ভেবে ভালবাসতে হবে ঠিক যেমন ভাবে আমরা আমাদের প্রিয় মানুষদেরকে ভালবাসি ও ভরসা করি তেমন করেই ভালবাসতে হবে ও ভরসা রাখতে হবে। বসুদৈব কুটুম্বকম্ ! ❤️

05/03/2025

সরল রেখা সবচেয়ে কঠিন রেখা কারণ যদি চুল পরিমান সরে যায় তাহলেই তা বক্র হয়ে যায় , আর সরল থাকেনা !

05/03/2025

ক্রিকেট খেলা সম্পূর্ণ যুবক সমাজকে আর্থ-সামাজিক ভাবে প্রবলভাবে ধ্বংস করে দিচ্ছে - পঙ্গু করে দিয়েছে সম্পূর্ণ যুবক সমাজকে । বর্তমানে ক্রিকেট হচ্ছে একটা লিগ্যাল জুয়া খেলা !

05/03/2025

Life is nothing but a Journey!

যেখানে নিরাশার অন্ধকার আমি সেখানেই আসার আলো জ্বালি !! যে পথে কেও চলতে চায়না আমি সেই পথেরই নিত্য যাত্রী।। অন্যের দেখানো ...
27/02/2025

যেখানে নিরাশার অন্ধকার আমি সেখানেই আসার আলো জ্বালি !! যে পথে কেও চলতে চায়না আমি সেই পথেরই নিত্য যাত্রী।। অন্যের দেখানো স্বপ্ন কে আপন করে নিতে পারিনা আমি , তাই নিজেই নিজের মতন করে স্বপ্ন দেখি । হয়ত সবার চেয়ে আমি ভিন্ন কিন্তু গন্তব্য আমারও আছে !

সকলকে মহা শিবরাত্রির শুভেচ্ছা!!জয় মা ভবানী 🙏🙏জয় শিবশম্ভু 🙏🙏
26/02/2025

সকলকে মহা শিবরাত্রির শুভেচ্ছা!!
জয় মা ভবানী 🙏🙏জয় শিবশম্ভু 🙏🙏

24/02/2025
হাতুড়ে ডাক্তার দেখানোর কুফল 👎👎আজকের আমার চেম্বারে এই কেস টা এসেছিল । ইনি প্রথমে দীর্ঘদিন হসপিটালে চিকিৎসা করান কিন্তু ত...
23/02/2025

হাতুড়ে ডাক্তার দেখানোর কুফল 👎👎
আজকের আমার চেম্বারে এই কেস টা এসেছিল । ইনি প্রথমে দীর্ঘদিন হসপিটালে চিকিৎসা করান কিন্তু তেমন আশা অনুরূপ ফল না পাওয়ায় শেষে ভিড় দেখে একজন হাতুড়ে ডাক্তারের কাছে বেশ কিছুদিন ঔষধ খেয়েছিলেন ও সাময়িক আরামও পেয়েছিলেন কিন্তু তারপর আল্টিমেট রেজাল্ট দেখুন.. ভয়ংকর ভাবে তার শরীর ফুলে গেছে বিশেষ করে নিম্নাঙ্গ ও সাথে ব্যথা বেদনা চড়ম ভাবে বৃদ্ধি পেয়েছে... অবশেষে আমার কাছে অ্যাপয়েনমেন্ট নিয়ে চেম্বারে এসেছিলেন আজ .. আমি বুঝতে পারছিলাম না এর কারণ কি হতে পারে কিন্তু তারপর যখন পুরো বিষয় টা জানলাম তখন আমি হতবাক ! যদিও সেই হাতুড়ে হোমিওপ্যাথি চিকিৎসক বেথুয়াডহরির ই নিকটবর্তী অঞ্চলের অনেকেই চেনেন(নাম উল্লেখ করছি না) । যাই হোক ট্রিটমেন্ট শুরু করেছি বাকিটা ভগবানের ইচ্ছা.. তাই আমি একজন সমাজসেবক হিসাবে আপনাদেরকে সাবধান করছি কখনও কারো রিয়ালিটি অর্থাৎ বাস্তব টা না জেনে ভিড় দেখেই দৌড়বেন না..হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হলেও একটা যোগ্য BHMS পাস করা ডাক্তার কেই দেখানো উচিত । হাতুড়ে চিকিৎসকদের থেকে দূরে থাকবেন হোক সে এলোপ্যাথি কোয়াক কিংবা হোমিওপ্যাথি কোয়াক কিংবা পাড়ার কোনো টোটকা কবিরাজ।। Be serious & Be cautious about your health! 👍👍

20/02/2025

যখন মনে শান্তি থাকবে তখন গাছতলায় ও গভীর নিদ্রায় নিমগ্ন হতে পারবে,, কিন্তু মনে যদি শান্তি না থাকে তখন সোনার পালঙ্কও কাটার বিছানা মনে হবে।

19/02/2025

জ্ঞান দানে জ্ঞান বাড়ে এই তত্ত্বে আমি বিশ্বাসী নই ।
জ্ঞান আহরণ ও সেই জ্ঞান এর বাস্তবিক প্রয়োগ করা টাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি।

19/02/2025

আমি কোনও দিনও কোনও ক্লাস এর সিলেবাস ধরে পড়তে পছন্দ করতাম না কারণ আমার সিলেবাসে সম্পূর্ণ দুনিয়া টাই অন্তর্ভুক্ত!

18/02/2025

নিজেকে এমনভাবে তৈরি করো যখন তুমি কথা বলবে গোটা বিশ্ব নিশ্চুপে তোমার কথা শুনবে

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Doctor ChinuDa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share