15/12/2025
ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে প্রথম পর্যায়ে স্বাস্থ্যপরিসেবা প্রদানে সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ের সেবাস্যই ক্যাম্প বজ বজ বিধানসভা জুড়ে শুরু হল। আজ সেই ক্যাম্প অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একান্ত ঘনিষ্ঠ সৈনিক তথা বজ বজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার পূত্য ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়। বজবজ বিধানসভায় বিভিন্ন ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।