
28/07/2025
আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার! জয় বাংলা সংবাদের দরবারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর বৃত্তান্ত
Marg Darshan বাংলা
মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় জ্যোতির্লিঙ্গ। মন্দিরটির অবস্থান পবিত্র শিপ্রা নদীর ধারে। ভগবান মহাদেব
এইস্থানে স্বয়ম্ভু ।
এই মন্দিরটি ১৮টি শক্তিপীঠের একটি শক্তি পিঠ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তান্ত্রিক শিবনেত্র প্রথা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে শুধুমাত্র মহাকালেশ্বর মন্দিরের দৃশ্যমান। ‘ওঙ্কারেশ্বর মহাদেবের মূর্তিটি মহাকাল মন্দিরের গর্ভগৃহের উপরে স্থাপিত রয়েছে। গর্ভগৃহের পশ্চিম রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি।উত্তর ও পূর্ব দিকে আবার রয়েছে পার্বতী ও কার্তিকের মূর্তি। দক্ষিণ দিকে অবস্থান করছে ভগবান শিবের বাহন নন্দীর মূর্তি স্থাপিত। মন্দিরের তিনতলায় রয়েছে নাগচন্দ্রেশ্বরের মূর্তি আছে। এই মূর্তিটি শুধুমাত্র একমাত্র নাগপঞ্চমীর ভক্তরা দর্শন করতে পারেন।
উজ্জয়নী শহরের বাসিন্দারা মনে প্রানে বিশ্বাস করেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রভাব অপরিসীম। মহা শিবরাত্রি সময় মন্দিরের সামনে একটি মেলা বসে থাকে। পাশাপাশি প্রত্যেক ১২ বছর অন্তর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় মেলা ‘কুম্ভ’ এই স্থানে অনুষ্ঠিত হয়। সেই সময় লক্ষ লক্ষ ভক্তদের সমাবেশ হয়ে থাকে। মহাকালেশ্বর মানে সময়ের প্রভু। কথিত রয়েছে সতীর পিতা শিবের সাথে তার বিবাহের বিরোধিতা করার পরে আগুনে পদার্পণ করেছিলেন। এরপরই ভগবান শিব প্রচন্ড রেগে গিয়েছিলেন। তখন তিনি শুরু করেছিলেন তান্ডব বা মৃত্যুর নৃত্য। সেই নৃত্যর নাম মহাকাল বা মহাকালেশ্বর ।