
12/02/2025
হ্যাঁ আমি গৃহ বধূ, আমি বেকার, হ্যাঁ আমি স্বামীর কাছে হাত পাতি নিজের হাত খরচার জন্য তাতে আমার লজ্জা নেই। হ্যাঁ সংসার সামলাতে যোগ্যতা তো লাগেই, বুদ্ধি লাগে, সংসার আগলে রাখতে জান্তে হয়। আমি কোনো working womens দের ছোট করছি না। কিন্তু 2025 দাঁড়িয়ে বেকার বলে অনেকেই ছোট চোখে দেখে। সংসার তাও একটা করতব্য যেখানে নেই কোনো income আছে শুধু ভালোবাসা ও সেবা।