28/06/2025
'মৃত্যু” অবধারিত চিরন্তন পরিণতি| Ensure a Meaningful Life | Kosish - The Hospice | Khonj 24
Cinematography & Editing: Sanjoy Kr. Dutta
Creative Direction: Dr Soumen Pramanik
Special thanks to Dr Abhijit Dam, Founder, Medical Director, Kosish - The Hospice
Kosish - The Hospice
KOSISH ঝাড়খণ্ডের প্রথম সংগঠন, যা ২০০৬ সাল থেকে প্যালিয়েটিভ কেয়ার পরিষেবার অগ্রণী পথিকৃত হিসেবে কাজ করে চলেছে। আমাদের একটি দক্ষ ও নিবেদিত পেশাদার দলের পাশাপাশি অনেকেই অবৈতনিক স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত রয়েছেন, যারা সম্পূর্ণ বিনামূল্যে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ান।
আমাদের প্রধান লক্ষ্য হল – স্থানীয়ভাবে সহজলভ্য, সাশ্রয়ী, গ্রহণযোগ্য ও টেকসই সম্পদের সর্বোত্তম ব্যবহার করে গুরুতর অসুস্থ রোগীদের জীবনের গুণগত মান উন্নত করা। Kosish-এর টিম এমন সব বয়স্ক এবং জীবনসীমাবদ্ধতাসম্পন্ন রোগীদের সহায়তা করে, যারা নিজ গৃহে থেকেই যতটা সম্ভব সম্মানজনক, স্বস্তিদায়ক ও পরিপূর্ণ জীবনযাপন করতে চান।
আমরা গ্রামের যুবসমাজকে প্যালিয়েটিভ নার্সিং এইড হিসেবে প্রশিক্ষণ দিয়ে একটি মানবিক ও দক্ষ সহায়ক শক্তি তৈরি করছি। পাশাপাশি, আশেপাশের গ্রামের শয্যাশায়ী এবং প্রতিবন্ধী বয়স্কদের জন্য বাড়িতে গিয়ে যত্ন প্রদান করছি, যার মাধ্যমে নিয়মিতভাবে প্রায় ২০০ জন প্রবীণ নাগরিকের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে।
আমাদের এই পথচলা মানবতার পাশে থাকার, যন্ত্রণার মাঝে সহানুভূতির স্পর্শ পৌঁছে দেওয়ার এক অনবদ্য প্রয়াস।