সমাজবার্তা

সমাজবার্তা on process

02/07/2025

দক্ষিণ কলকাতার বিশিষ্ট সমাজসেবী রাজা মজুমদার অন্য রূপে।

01/07/2025

I-Glam Mrs. Bengal 2025 এর সেরা শিরোপা,অস্তিত্বে জুড়লো অন্যতম আরেক পালক

শনিবার নদিয়ার কালীগঞ্জে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বাম ব্র্রিগেডের এক ঝাঁক নেতা-নেত্রী।গিয়েছিলেন ক...
30/06/2025

শনিবার নদিয়ার কালীগঞ্জে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বাম ব্র্রিগেডের এক ঝাঁক নেতা-নেত্রী।গিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই বোমায় নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে তাঁরা পৌঁছে যান পলাশিতে। সেখানেই আয়োজিত হয়েছিল একটি জনসভা। তাতেই ভাষণ দিতে উঠে নিজের লাগাম হারালেন মীনাক্ষী। করে বসলেন কুরুচিকর মন্তব্য।

এদিন ইঙ্গিতে তৃণমূল নেতা কুণাল ঘোষের দিকে তোপ দেগে তিনি বলেন, 'ওরা চুরি করেছে, নির্লজ্জ। একটা মুখপাত্র বসিয়ে রেখেছে, তার আমরা ভাষণ শুনব? সে বলে দেবে পশ্চিমবঙ্গে রাজনীতি কী হবে? কোথায় গেল এখানকার বিধায়ক?' এই বাক্যের মাঝেই কুণালের বিরুদ্ধে একবার কিছু বিশেষ অরুচিকর শব্দবন্ধনীর প্রয়োগ করেছেন মীনাক্ষী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের প্রথম বছরেই দেশে ঘৃণার অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য উদ্বেগজনকভাবে বেড়েছে - এম...
29/06/2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের প্রথম বছরেই দেশে ঘৃণার অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য উদ্বেগজনকভাবে বেড়েছে - এমনটাই দাবি করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (APCR)
৭ জুন ২০২৪ থেকে ৭ জুন ২০২৫ পর্যন্ত ৯৪৭টি ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে, এই রিপোর্ট এ।
এর মধ্যে ৬০২টি ঘৃণাজনিত অপরাধ এবং ৩৪৫টি ঘৃণাভাষণের ঘটনা রয়েছে। ১৭৩টি ঘটনায় শারীরিক হামলা হয়েছে এবং ২৫ জন মুসলিম প্রাণ হারিয়েছেন। প্রধানত মুসলিম, কিন্তু দলিত, আদিবাসী ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধেও হামলার ঘটনা ঘটেছে। বিজেপি শাসিত রাজ্যগুলো - বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র - এই অপরাধের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে।
APCR অভিযোগ করেছে, হিন্দুত্ব এখন শুধু একটি মতাদর্শ নয় - তা শাসনব্যবস্থার অংশ হয়ে উঠেছে, যার ফলে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন আরও বেড়ে চলেছে।

কসবা কাণ্ড নিয়ে মুখ খুলে বিপাকে তৃণমূলের দুই জনপ্রতিনিধি! সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ত মদন মিত্রের মন্তব্য তাঁদে...
28/06/2025

কসবা কাণ্ড নিয়ে মুখ খুলে বিপাকে তৃণমূলের দুই জনপ্রতিনিধি!
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ত মদন মিত্রের মন্তব্য তাঁদের একান্ত 'ব্যক্তিগত' বলে স্পষ্ট করে দিল তৃণমূল। দুই নেতার মন্তব্যেরই কড়া নিন্দা করেছে শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবিও জানিয়েছে।

23/06/2025

ইচ্ছেঘরের আত্মপ্রকাশ

21/06/2025

Grand Success of 1st year "Allience Bazar"

21/06/2025

সিন্ধু সেচে মুক্তোর অন্বেষণ

20/06/2025

President gets emotional as students of the National Institute for the Empowerment of Persons with Visual Disabilities, Dehradun, sing a heartfelt birthday song for her.

20/06/2025

বরানগরের বুকে "শিউলি"

তিনি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ডের অনেক ওঠাপড়ার সাক্ষী তিনি। সেই নাসের হুসেন এবার ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যা...
20/06/2025

তিনি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ডের অনেক ওঠাপড়ার সাক্ষী তিনি। সেই নাসের হুসেন এবার ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালামকে নিয়ে। তাঁর মতে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ম্যাকালামের কাছে।

ঠিক কী কারণে এমন কথা বলেছেন নাসের হুসেন? ডেলি মেলের এক কলামে তিনি লিখেছেন, ‘ইংল্যান্ড যে ধরনের ক্রিকেট আয়ত্ত করেছেন, তা খুবই ভালো। ম্যাকালামের আমলে টেস্টে রান তোলার গতি বাড়িয়েছে দল। এই মানসিকতা নতুন ধরনের। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে এটা একটা বিপ্লবও।’

এরপরেই তাঁর সংযোজন, ‘ইংল্যান্ড যদি হেডিংলিতে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে এই সিরিজ না জিততে পারে এবং অ্যাশেজেও হেরে বসে, তাহলে কিন্তু সমালোচকরা বলবেন, শক্তিশালী দলের বিরুদ্ধে বাজবল কাজ করে না। সেই কারণে কিছু লোক তাদের ব্যর্থতার জন্য প্রহর গুনছে।’

নাসির হুসেনের কথায়, ‘আমার মনে হয় ম্যাকালামের কোচিং কেরিয়ারে আগামী ছ’টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজের ফলাফল যাই হোক না কেন, অধিনায়ক স্টোকস কিন্তু অসাধারণ। তাই আগামী ছ’মাস ওর জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও ম্যাকালামের কাজের মূল্যায়ন কিন্তু প্রত্যেক মুহূর্তে হবে বলেই ধারণা।” উল্লেখ্য, শুক্রবার ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে।

20/06/2025

"পুরুষাধিকার DotCom এর নতুন সদস্য রাজা মজুমদার"

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when সমাজবার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমাজবার্তা:

Share