03/08/2025
বিশেষ কিছু সঙ্গত কারনে আপনার নামে Cyber
Crime Department এ অভিযোগ জানাতে বাধ্য
হলাম। যে কারণে আমি অভিযোগ করেছি - -
আপনি যে ভাবে ক্যামেরার সামনে নিজেকে উন্মুক্ত
করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিও বানিয়ে তা
সোস্যাল মিডিয়া তে আপলোড করেন তা দেহ ব্যবসা
থেকে কোনো অংশে কম নয়। মানে সোস্যাল মিডিয়া
কে মাধ্যম করে এভাবে দেহ ব্যবসা করে আপনি
আমাদের সমাজ কে কলুষিত করছেন। এভাবেও
কি ওপেন প্লাটফর্ম এ দেহ ব্যবসা করা যায়? এই
সোস্যাল মিডিয়া সর্ব সাধারণের জন্য। এখানে ছোট
বড় সব মানুষের অবস্থান। তাই এভাবে দেহ ব্যবসা
করে আপনি শুধু আমাদের রাজ্যের নয়, আমাদের
দেশের ঐতিহ্য কে কলুষিত করেছেন।
আপনার এই ধরনের কন্টেন্ট আমাদের সামাজিক পরিবেশ নষ্ট করছে। আর এই ভাবে ওপেন প্লাটফর্ম
এ দেহ ব্যবসা কে প্রোমোট করাটাও আইনত দন্ডনীয়
অপরাধ। আর এই বিশেষ কারণে আমি আপনার
নামে Cyber Crime Branch এ অভিযোগ জানাতে
বাধ্য হলাম।
( আমার সহযোদ্ধা রা পারলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন 🙏)