23/03/2025
অশোক নগর আর্ট নাম্বার মোড়ে নৈহাটি থেকে হাবড়া যাওয়ার সময় ৭৩ নাম্বার বাসের সঙ্গে একটি লড়ি পাশাপাশি ভাবে পার হওয়ার সময় (5..5pm)রাস্তার মাটি বসে গিয়ে গাড়ি দুটি আটকে যায়। এই জনবহুল রাস্তায় অতিশীঘ্রই যানজট ছাড়াবার লিখে সঙ্গে সঙ্গে ক্রেন নিয়ে আসা হয়, আশা করা যাচ্ছে অতিশীঘ্রই যানজট মুক্ত করা সম্ভব।