News12

News12 News12 kolkata

19/08/2024
অতীত এর খেলা ধুলা,মেটিয়বুরুজ। *ছবি টি ১৯৬৭ সালের* INTER GARDEN REACH - BATBINTON CHAMPION, WINNERS এর ছবি !!!  এনারা সক...
13/07/2024

অতীত এর খেলা ধুলা,মেটিয়বুরুজ।

*ছবি টি ১৯৬৭ সালের* INTER GARDEN REACH - BATBINTON CHAMPION, WINNERS এর ছবি !!! এনারা সকলেই দর্জি শ্রমিক ছিলেন, নিজেদের ছোট খাট ব্যবসায় নিজেরাই কাটিং করতেন এবং নিজেরা ভায়ে ভায়ে সেলাইও করতেন !! ছবির বামে যিনি বসে আছেন একমাত্র উনিই জীবিত, আমার সিনিয়র বন্ধু, হাজী মোহাম্মদ আলী সাহেব !! হাজী রতন পিন্টু হাজীর পিতা,(PINTU DRESS) তখন এত অর্থনৈতিক স্বচ্ছলতা ছিলনা কিন্তু খেলা ধুলার চর্চা ভালোই ছিল। আষাঢ় শ্রাবণ মাসে বৈকালে ফুটবল খেলা, এবং পৌষ মাঘ মাসে রাত্রে বেডমিনট খেলা হত। সব পাড়ায় নিজের মাঠ এবং ক্লাব ছিল! হাজী রতন এথলেটিক ক্লাব এর দুই জন ফুট বল খেলোয়াড় , সামসুদ্দিন এবং নুরুল হক প্রথম ডিভিসন এ খেলার সুযোগ পেয়েছিল, কলকাতা পুলিশ এবং মহামেডান স্পোর্টিং ক্লাবে। কিলখানা ডাক্তার পাড়ার নুরুল হক সাহেব এখন সম্পূর্ণ সুস্থ আছেন !! এখন নুতন প্রজন্ম হয়তো জানেই না !!! আরও বিস্তারিত - (মেটিয়াবুরুজ - খেলা ধুলা No (2) তে জানানোর ইচ্ছা রহিল)-(MD. RAFIQUE - MBZ-KOLKA -18)

সূত্র : মোহাম্মদ রফিক মহাশয়।

08/05/2024

'আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধুলার তলে...'

আজ বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহেশতলা পৌরসভার ২৬ নং ওয়ার্ডের পরিচালনায় এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়। উক্ত প্রভাত ফেরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের পৌরপিতা মাননীয় তরুণ কুমার মন্ডল মহাশয়। এছাড়া ও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক কর্মীবৃন্দ সহ সকল রবীন্দ্র প্রেমী মানুষ ও ছোট্ট ছোট্ট শিশুরা। সকাল সাত ঘটিকায় কমলাকান্ত বাগচীভবন থেকে এই প্রভাত ফেরী শুরু হয়। ছোট্ট ছোট্ট শিশুরা নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকবি কে শ্রদ্ধা নিবেদন করে।এই দিন রবীন্দ্রনাথের প্রতীকৃতিতে মাল্যদান করেন ২৬ নং ওয়ার্ডের পৌরপিতা মাননীয় তরুণ কুমার মন্ডল মহাশয়। তিনি বলেন আমরা বাংলার সন্তান,বাংলার কবি,বিশ্বকবি ছাড়া আমরা কিছুই ভাবতে পারিনা। তিনি আরও বলেন যে যার রবীন্দ্রনাথ কে নিয়ে ছিনিমিনি খেলছে তাদের তিনি ঘৃণা করেন। মহেশতলা থেকে ক্যামেরায় বিশ্বজিৎ-এর রিপোর্ট NEWS12

04/05/2024

স্বস্তির বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি জ্বালাপোড়া গরম থেকে বেশ কিছুটা স্বস্তি এনে দেবে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট কমতে শুরু করবে। তাপমাত্রা নামতে থাকায় অসহ্য গরমের হাত থেকে মুক্তি মিলবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তারই জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছড়াও বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে।শুক্রবারেও কলকাতার তাপমাত্রা ৪০-এর দোরগোড়ায় ছিল। একইভাবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও জ্বালাপোড়া গরম ছিল। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বাত্র তাপমাত্রা কমবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার পর্যন্ত এমনই থাকবে পরিস্থিতি। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর থেকে ক্যামেরায়

02/05/2024

মাধ্যমিকের ফলাফলে এবারেও বিশেষ জায়গা দখল করে নিয়েছে ছাত্রীরা। মেয়েদের মধ্যে প্রথম হওয়া ছাত্রীও সার্বিকভাবে দখল করে নিয়েছে তৃতীয় স্থান। এছাড়াও মেধাতালিকায় স্থান পেয়েছে আরও কয়েকজন ছাত্রী। তাদেরই একজন রায়গঞ্জের ভৌমী সরকার। মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে সে।রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ভৌমী সরকার। বাড়ি রায়গঞ্জ শহরের উত্তর কলেজ পাড়ায়। ভৌমীর বাবা সৌমেন্দ্র সরকার রায়গঞ্জ জেলা আদালতের কর্মী। মা হ্যাপি মণ্ডল সরকার বাড়িওল হাইস্কুলের পার্শ্ব শিক্ষিকা। ফলপ্রকাশের পর ভৌমী জানায়, ফলের খবর শুনে খুব ভালো লাগছে। প্রতিটি বিষয়ে শিক্ষক থাকলেও অঙ্কটা সে বাবার কাছেই করত। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়ার অভ্যাস রয়েছে তার। শরৎচন্দ্রের উপন্যাস পড়তে ভালো লাগে তার। এই সাফল্যের জন্য নিজের অধ্যাবসায় ছাড়াও বাবা ও মায়ের সমর্থনকেই কৃতিত্ব দিচ্ছে ভৌমী। ভবিষ্যতে গবেষণা করার ইচ্ছা রয়েছে তার। রায়গঞ্জ থেকে ক্যামেরায় বিশ্বজিৎ-এর রিপোর্ট

মেটিয়াবুরুজ দর্জি - ওস্তাগর ঘরের মেয়ে ডাঃ আফরিন সুলতানা। বাড়ি শফিকাঠগলা। R. Silpa Dress....বাবা রেজাউন নবী ( রাজা হাজী )...
02/05/2024

মেটিয়াবুরুজ দর্জি - ওস্তাগর ঘরের মেয়ে ডাঃ আফরিন সুলতানা। বাড়ি শফিকাঠগলা। R. Silpa Dress....বাবা রেজাউন নবী ( রাজা হাজী )।
গার্মেন্টস ব‍্যবসা ছাড়াও ওস্তাগর ঘরের ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ভিন্ন পেশায় ও সফলতা অর্জন করছে। নতুন মেটিয়াবুরুজ দিশা দেখাচ্ছে। ডিগ্রী নেওয়ার সেই স্মরণীয় মূহুর্তের ভিডিও সমগ্র মেটিয়াবুরুবাসীর জন্য।
অভিনন্দন।

Address

Kolkata
Kolkata

Telephone

+919804309972

Website

Alerts

Be the first to know and let us send you an email when News12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News12:

Share