13/07/2024
অতীত এর খেলা ধুলা,মেটিয়বুরুজ।
*ছবি টি ১৯৬৭ সালের* INTER GARDEN REACH - BATBINTON CHAMPION, WINNERS এর ছবি !!! এনারা সকলেই দর্জি শ্রমিক ছিলেন, নিজেদের ছোট খাট ব্যবসায় নিজেরাই কাটিং করতেন এবং নিজেরা ভায়ে ভায়ে সেলাইও করতেন !! ছবির বামে যিনি বসে আছেন একমাত্র উনিই জীবিত, আমার সিনিয়র বন্ধু, হাজী মোহাম্মদ আলী সাহেব !! হাজী রতন পিন্টু হাজীর পিতা,(PINTU DRESS) তখন এত অর্থনৈতিক স্বচ্ছলতা ছিলনা কিন্তু খেলা ধুলার চর্চা ভালোই ছিল। আষাঢ় শ্রাবণ মাসে বৈকালে ফুটবল খেলা, এবং পৌষ মাঘ মাসে রাত্রে বেডমিনট খেলা হত। সব পাড়ায় নিজের মাঠ এবং ক্লাব ছিল! হাজী রতন এথলেটিক ক্লাব এর দুই জন ফুট বল খেলোয়াড় , সামসুদ্দিন এবং নুরুল হক প্রথম ডিভিসন এ খেলার সুযোগ পেয়েছিল, কলকাতা পুলিশ এবং মহামেডান স্পোর্টিং ক্লাবে। কিলখানা ডাক্তার পাড়ার নুরুল হক সাহেব এখন সম্পূর্ণ সুস্থ আছেন !! এখন নুতন প্রজন্ম হয়তো জানেই না !!! আরও বিস্তারিত - (মেটিয়াবুরুজ - খেলা ধুলা No (2) তে জানানোর ইচ্ছা রহিল)-(MD. RAFIQUE - MBZ-KOLKA -18)
সূত্র : মোহাম্মদ রফিক মহাশয়।