03/08/2025
For Booking : 62917 62643
দার্জিলিং🍁
এখন আরও সস্তায় 🌲
Blue Orchid 🩵
Tour and Travels
🌟মাত্র ₹2899 টাকা, ঠিকই দেখছেন, মাথাপিছু মাত্র 2899/- টাকায় দার্জিলিং, Deluxe রুমে থাকা খাওয়া ও sightseeing সহ ২ রাত ৩ দিন। নীচে বিস্তারিত দিলাম।
🌟কমপক্ষে ২ জন যেতে পারেন গ্রুপে । আর প্রাইভেট ৯ জন হলে ২,৮৯৯
📝📝 মাথাপিছু 699/- টাকা দিয়ে আপনারা Seat বুকিং করে ফেলুন তাড়াতাড়ি, বাকি টাকা আমরা হোটেলে পৌঁছে দিয়ে তবেই নেবো।
📝 বুকিং এর সময় যদি কোন রকম সন্দেহ লাগে অবশ্যই লাইসেন্স চেয়ে নেবেন এবং আইনত ব্যবস্থা নেবেন, কোন অসুবিধা নেই😊।
🌞🚗 এছাড়া আপনারা নিজেরা যারা আলাদা ভাবে যেতে চান এই সময়, তাদের জন্য একটু মাথাপিছু costing দিয়ে দেবো
🌟Tour itinerary:
⛰️ প্রথম দিন - NJP স্টেশন থেকে পিকাপ করে পৌঁছে দেওয়া হবে দার্জিলিং, pickup টাইম সকাল হোটেলে প্রবেশ করে সেরে নিন লাঞ্চ (মেনু - ভাত, ডাল, ভাজা, ডিমের কারী / মাছ,চাটনি,পাঁপড়)। বিকাল টা কাটান দার্জিলিং ম্যাল রোডে নিজের মতন করে। রাতে ডিনার সেরে (মেনু - ভাত /রুটি,ডাল,ভাজা,চিকেন কারী) লম্বা ঘুম দিন।
⛰️ দ্বিতীয় দিন - ভোরে টাইগার হিল,বাতাসিয়া লুপ ও ঘুম মনেস্ট্রি তারপর হোটেলে সকালের নাস্তা (মেনু - লুচি,আলুর তরকারি) সেরে মিক্স পয়েন্টস অর্থ্যাৎ হিমালয় মাউন্টেন ইন্সটিটিউট, চিড়িয়াখানা (বৃহস্পতিবার বন্ধ), তেনজিং রক, চা-বাগান, জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা এ ঘুরে বেড়ানো। রাত্রিবাস - দার্জিলিং। এই দিন লাঞ্চ এ থাকছে (ভাত,ডাল,ভাজা,মাছের কারী,চাটনি,পাঁপড়) আর রাতে ডিনারে থাকছে - (ফ্রায়েড রাইস,চিলি চিকেন অথবা ভাত,ডাল,ভাজা,চিকেন কারী)
রক গ্রাডেন যদি ঘুরতে চান তাহলে ড্রাইভার দার সথে কথা বলে নিন। (Extra cost )
⛰️ তৃতীয় দিন - এই দিন ব্রেকফাস্ট করে রওনা দেবো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিন ভায়া লেপচাজগৎ, সীমানা ভিউ পয়েণ্ট, গোপালধারা টি এস্টেট, মিরিক লেক
✅ কি কি থাকছে - NJP থেকে pickup & drop এর ব্যাবস্থা, চার্টে দেওয়া সমস্ত Sightseeing, Family wise Room,
প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট পর্যন্ত খাওয়া-দাওয়া (ব্রেকফাস্ট,লাঞ্চ,ডিনার)।
🚗 গাড়ি থাকবে Sumo 9 সিটের।
(একটা রুমে 2 জন থাকলে ₹3099/- Perhead পড়বে)
❌ কি কি থাকাছেনা - ট্রেন/বিমান ভাড়া, প্রথম দিনের ব্রেকফাস্ট ও শেষ দিনের লাঞ্চ ও ডিনার।
ও হ্যাঁ আরেকটা জিনিস থাকছে না কোনরকম চিটিংবাজই কথাবার্তা ও কাজকর্ম
📝 আর হ্যাঁ, আবার ও বলছি, বুকিং এর সময় যদি কোন রকম সন্দেহ লাগে অবশ্যই লাইসেন্স চেয়ে নেবেন এবং আইনত ব্যবস্থা নেবেন, কোন অসুবিধা নেই😊।
🧳যারা নিজেদের পছন্দমতো date এ যেতে চান তাদেরও ব্যবস্থা করে দেবো, তবে minimum 9 জন দরকার, কম হলে rate চেঞ্জ হবে.
🌞⛰️ এছারাও অফবিট নর্থ বেঙ্গল, সিমলা- মানালি, কাশ্মীর, মেঘালয়, আন্দামান ট্যুর প্যাকেজ প্রয়োজন হলে যোগাযোগ করবেন বেস্ট রেট এ প্যাকেজ করিয়ে দেবো । তাছারাও ট্রেন ও প্লেনের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
🌟 পুজোর সময় আমাদের বেশ কিছু ট্যুর নর্থ বেঙ্গল প্যাকেজ আছে ৩ রাত ৪ দিন বা ২ রাত ৩ দিন। প্যাকেজ শুরু ৪৫০০ টাকা থেকে
Blue Orchid 🩵 Tour and Travels
66, Seth Bagan Road
Kolkata - 700030