
06/07/2025
বহু অপেক্ষার পর সুনন্দ হালদারের ট্রিটমেন্ট প্রসেস শুরু হল। কারখানার গাফিলতিতে জলের বদলে তাকে এসিডের বোতল দেওয়া হয়। জলে তৃষ্ণায় তিনি এসিড খেয়ে ফেলেছিলেন। প্রায় দেড় বছর ধরে ভুগছেন বহু হাসপাতালের দৌড়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি।
বর্তমানে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে কলকাতা সি এম আর আই হাসপাতালে। অনেক অনেক ধন্যবাদ জানাই সিএমআরআই হাসপাতালকে যারা সুনন্দর সার্জারির দায়িত্ব নিয়েছেন।
সু পরামর্শ ও সহযোগিতার জন্য প্লাস্টিক সার্জেন্ট ডক্টর অনুপম গলাস স্যার যিনি সবসময় আসিড হামলার শিকার হওয়া মানুষদের জন্য অবিরাম লড়াই করে চলেছেন এছাড়াও সুনন্দ হালদারের বর্তমান চিকিৎসক ভবতোষ স্যার যার সহযোগিতা ছাড়া এই প্রসেস শুরু হওয়া সম্ভব ছিল না তাই এই ডাক্তারবাবুদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও সেলাম।
আমরা চাইবো আগামীতে এই ধরনের সাহায্যে সহযোগিতা ও পরামর্শ পেলে রাজ্যের অনেক এসিড হামলার শিকার হওয়া মানুষরা তাদের নতুন জীবন ফিরে পাবে।
ব্রেভ সোলস ফাউন্ডেশন অবিরাম চেষ্টা করে চলেছে এসিড হামলার শিকার হওয়া মানুষদের কাছে পৌঁছানো ও তাদের সহযোগিতা করা আপনাদের কাছাকাছি ও এই ধরনের কোন মানুষ থাকলে যোগাযোগ করুন যাতে তারা সহযোগিতা পায়।
After a long wait, Sunanda Haldar’s treatment process has finally begun.
Due to the negligence of a factory, he was handed a bottle of acid instead of water. Thirsty and unaware, he drank the acid. For nearly one and a half years, he has suffered, running from hospital to hospital without finding a solution.
Currently, his treatment has started at CMRI Hospital in Kolkata. We express our heartfelt thanks to CMRI Hospital for taking on the responsibility of Sunanda’s surgery.
Special gratitude to Plastic Surgeon Dr. Anupam Gollas Sir, who continuously fights for the victims of acid attacks, offering expert guidance and support. We also extend our deepest appreciation to Dr. Bhabatosh Sir Sunanda’s current physician, whose support was instrumental in initiating this treatment process. On behalf of all of us, we send our warmest regards and respect to these doctors.
We hope that in the future, with similar help, cooperation, and advice, many acid attack survivors across the state will be able to reclaim a new life.
Brave Souls Foundation is relentlessly working to reach out to acid attack survivors and support them. If you know someone nearby who is in need, please connect with us so that they too can receive help.
Brave Souls Foundation: West Bengal
Shaheen Malik