Brave Souls Foundation: West Bengal

Brave Souls Foundation: West Bengal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brave Souls Foundation: West Bengal, Media, KOLKATA.

প্রতি মাসের ন্যায় এ মাসেও বেশ কিছু সারভাইবারের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য তুলে দেয়া হলো। আপনারা...
25/08/2025

প্রতি মাসের ন্যায় এ মাসেও বেশ কিছু সারভাইবারের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য তুলে দেয়া হলো।

আপনারা যারা আমাদের পেজের সঙ্গে জুড়ে আছেন তারা জানেন প্রত্যেকটা এসিড হামলার শিকার হওয়া মানুষ কিভাবে দৈনন্দিন জীবনে সারভাইভ করছে। তাদের চিকিৎসা আইনি পরিষেবা ও দৈনিক জীবনের অন্যান্য সমস্যা নিয়ে আমরা কাজ করে চলেছি। যেখানে প্রতিনিয়ত জুড়ছি নতুন নির্যাতিতা মানুষের সঙ্গে এবং এক একজন মানুষের একাধিক সমস্যা নিয়ে তারা নাজেহাল পরিস্থিতিতে আছেন।

তাই প্রতি মাসে কিছু সারভাইবার যারা অতিরিক্ত সমস্যা সম্মুখীন হচ্ছেন এবং এছাড়া পারিবারিকভাবে তাদের কোন আরনিং নেই সে অনুযায়ী কিছু পরিবারের হাতে রেশন তুলে দেয়া হলো। আপনারাও আপনাদের সাধ্যমত সহযোগিতা করতে পারেন আসুন এই মানুষগুলোর পাশে দাঁড়ান।

Like every month, this month too, essential food supplies were handed over to several survivors.

Those of you who are connected to our page know how each acid attack survivor is managing their daily life. We continue to work on their medical treatment, legal support, and various day-to-day challenges. We are constantly coming in contact with new victims, each facing multiple and complex problems that put them in extremely difficult situations.

That’s why, every month, we provide rations to some survivors who are facing additional hardships and have no family income or earning source. You too can support them as per your ability. Let’s stand beside these individuals and help them rebuild their lives.



Shaheen Malik

আরো একটি অ্যাসিড হামলার শিকার হওয়া মানুষের সাথে আমাদের আলাপ হলো। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ার বাসিন্দা. এই ...
06/08/2025

আরো একটি অ্যাসিড হামলার শিকার হওয়া মানুষের সাথে আমাদের আলাপ হলো। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ার বাসিন্দা. এই জেলায় এসিড হামলার সংখ্যা রাজ্যের সব থেকে বেশি সংখ্যার শোনা যাচ্ছে। প্রতিনিয়ত খবর আসছে অনেকের কাছে আমরা পৌঁছাতে পারছি আবার অনেকের কাছে পৌঁছাতে পারছি না।।

নিচে থাকা মহিলাটি ভয়ংকর ভাবে অ্যাসিড হামলার শিকার হয়েছে বর্তমানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যাতে ওনার চিকিৎসা ও আইনী পরিষেবায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা পায়।

আইনি সংক্রান্ত কাউন্সেলিং করলেন ফাউন্ডেশন এর এডভোকেট দিব্যায়ন ব্যানার্জি, ট্রিটমেন্ট সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা করলে অফিসের অন্যান্য কর্মীরা।

বর্তমানে চোখের অবস্থা আশঙ্কাজনক শরীরের অনেক অংশ ঝলসেছে,একটি কান ও পুরোপুরি নষ্ট হয়েছে, সময়মতো চিকিৎসা না করালে শরীরের অঙ্গহানির আশঙ্কা রয়েছে।

ওনার বর্তমান ট্রিটমেন্টের আপডেট আমরা আমাদের পেজের মাধ্যমেই দেবো। আপাতত ওনার অপরাধী অ্যারেস্ট হয়েছে বলে তুমি আমাদের কাছে জানান। আগামীতে আমরা আমাদের সাধ্যমতো তার পাশে থাকার চেষ্টা করব।

আপনারাও এগিয়ে আসুন এই ধরনের আমরার বিরোধিতা করুন অ্যাসিড আমরা শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ায়। কোথাও এই ধরনের ঘটনা ঘটলে আমাদের সঙ্গে ৭০ যোগাযোগ করুন।

We recently connected with another survivor of a horrific acid attack. She is a resident of the South 24 Parganas district in West Bengal. Alarmingly, this district is reportedly recording the highest number of acid attacks in the state. News of such incidents continues to surface — while we’re able to reach out to some survivors, unfortunately, many still remain beyond our immediate support.

The woman pictured below is a severe victim of an acid attack. She has contacted us seeking help for her medical treatment and legal support through our foundation.

Advocate Dibyayan Banerjee from the foundation provided her with legal counseling, while other members of our office team discussed all aspects of her medical treatment.

Her current condition is critical — her eyes are severely affected, several parts of her body are badly burned, and one ear has been completely damaged. Without timely treatment, there is a serious risk of further physical impairment.

We will continue to share updates on her treatment through our page. For now, we’ve been informed that the perpetrator responsible for this brutal attack has been arrested. We will do everything within our capacity to support her in the days ahead.

We urge everyone to come forward and stand against such heinous acts. Let us support acid attack survivors together. If you witness or hear of any such incidents, please contact us immediate.

Shaheen Malik

গত ২৫ শে জুলাই ২০২৫ এর অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল উত্তর ২৪ পরগনার মিনাখা এরিয়ার আটপুকুর না...
04/08/2025

গত ২৫ শে জুলাই ২০২৫ এর অ্যাওয়ারনেস প্রোগ্রাম।
এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল উত্তর ২৪ পরগনার মিনাখা এরিয়ার আটপুকুর নামক একটি গ্রামে।

আবারো বলে রাখি সারা রাজ্য জুড়ে আমরা এসিড হামলার বিরুদ্ধে ও লিঙ্গ বৈষম্য মূলক যে নির্যাতন দিনের পর দিন হয়ে চলেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ ও লড়াই। মূলত এই ধরনের নির্যাতন কিভাবে রোধ করা যায়, এই ধরনের নির্যাতন হলে কি কি আইনি ব্যবস্থা নেয়া যায় ও এসব ঘটনার ক্ষেত্রে আপনার সরকারি কি কি অধিকার রয়েছে। এগুলোই মূলত আমাদের বার্তা দেয়া থাকে।

এইদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিল সমাজকর্মী মনীষা পৈলান যিনি অফিসের কার্যকলাপ ও বর্তমান নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করলেন। ফাউন্ডেশনের অ্যাডভোকেট আকসা সাহার আলোচনা করলেন এই ধরনের নির্যাতন থেকে মুক্তি পেতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া জরুরী ও আইন কানুনের দিক দিয়ে নির্যাতিতা মানুষদের কি কি অধিকার থাকে। এছাড়াও সেদিন এসিড হামলার শিকার হওয়া সারভাইবার আমিনা খাতুন যিনি নিজেই এই মিনাখা এলাকার বাসিন্দা। তিনি স্বজোরে শোনালেন তার কাহিনী এবং বার্তা দিলেন এই হামলা আর নয়, এসিড হামলা বন্ধ হোক। খোলা বাজারে এসিড বিক্রি বন্ধ হোক। আরো একজন সার্ভাইভার শাম্মি আরা পারভীন তিনিও তার নিজের জীবনের কাহিনী শোনালেন যে প্রত্যেক মানুষের জীবনে এই ধরনের দুর্ঘটনা বা হামলা আসতে পারে তবে তা পার করে নিজেকে প্রতিষ্ঠিত করার নামই জীবন। এছাড়া প্রোগ্রামের দিন সমাজকর্মী শাহাবুদ্দিন লস্কর তিনি নিজের মুখে শোনালেন যে সেই এলাকার চারপাশের কি অবস্থা।

রাজ্যে যেভাবে নির্যাতনের মাত্রা বেড়েছে বিশেষ করে এসিড হামলা সে ক্ষেত্রে আমাদের এই ধরনের সচেতনতা আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে। আমরা আরো একটি বার্তা বারবার দিয়ে থাকি যে খোলা বাজারে বেআইনি এসিড বিক্রি করা কোনমতেই চলবে না। আমরা কাছাকাছি এলাকায় এই ধরনের কার্যকলাপ দেখলে নিকটবর্তী থানায় অবশ্যই খবর দেব। এছাড়াও যাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে তারা যাতে মূল স্রোতে ফিরে তার জন্য সমাজে প্রত্যেকটা মানুষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এই প্রোগ্রামটি আমাদের করার জন্য সহযোগিতা করেছেন ওখানের বাসিন্দা সমাজ কর্মী শাহাবুদ্দিন লস্কর। যিনি তার নিজের গৃহে আমাদেরকে বিনা পয়সায় হল দিয়েছেন যাতে আমরা এই ধরনের প্রোগ্রাম করি।প্রোগ্রামে উপস্থিত গ্রামের মহিলারা খুবই মনোযোগ সহকারে এই প্রোগ্রামটি যোগদান করেন। ওখানে গিয়ে আমরা গ্রামের চারপাশের অবস্থা সম্পর্কে জানতে পারি। রাজ্যের কোনায় কোনায় নির্যাতন বিশেষ করে মেয়েদের উপরে নির্যাতন কোথাও কমতি নেই। ধর্ষণ থেকে শুরু করে পুড়িয়ে মেরে ফেলা বা নির্যাতনের মাত্রায় মেরে ফেলা সবই চলে। তাই এই ধরনের সচেতনতার প্রোগ্রাম এর প্রয়োজনীয়তা রয়েছে।

প্রোগ্রাম শেষে সমস্ত উপস্থিত মানুষজনদের কাছ থেকে আমরা ফিডব্যাক পেলাম ও কথোপকথন হল। শেষে প্রত্যেকটি পার্টিসিপেট এর জন্য লাঞ্চের ব্যবস্থা ও আমাদের ফেরা
খুব বেশি সময় আমরা দিতে পারিনি তবে গ্রামের মহিলাদের অনুরোধ ও তাদের বক্তব্য ছিল এই ধরনের অত্যাচার হলে আপনাদের সহযোগিতা একান্ত জরুরী ও আপনারা মাঝেমধ্যেই এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করুন। আমাদের এই সহযোগিতা ও তাদের সাহস ও মানসিকতা দেখে মনে হল যে সত্যিই মানুষ সহযোগিতা ও সাপোর্ট পেলে অনেক লড়াই লড়ে নিতে পারে।

শাহাবুদ্দিন লস্কর মহাশয় কে অনেক অনেক ধন্যবাদ উপস্থিত গ্রাম বিন্দ ও অন্যান্যদের ধন্যবাদ ও ভালোবাসা।

Awareness Program on Acid Attacks and Gender-Based Violence
**Date:** 25th July 2025
**Location:** Atpukur village, Minakhan area, North 24 Parganas, West Bengal

On 25th July 2025, we organized an awareness program in the village of Atpukur, located in the Minakhan area of North 24 Parganas. This initiative is part of our ongoing statewide campaign against acid attacks and various forms of gender-based violence that continue to occur every day.

The core objective of the program was to raise awareness about how to prevent such acts of violence, what legal steps can be taken if such incidents occur, and to inform individuals—especially women—about their legal rights and entitlements under government protection.

# # # Key Highlights of the Program:

Manisha Pailan, a dedicated social worker representing the foundation, spoke about the organization’s ongoing activities and the current status of women in society.

Advocate Aqsa Sahar, provided crucial information on the legal procedures victims can follow and emphasized the rights of survivors under the law. Her discussion focused on the importance of taking timely legal steps and understanding one's legal position when subjected to such violence.

The program featured firsthand testimonials from two acid attack survivors:

Amina Khatun, a resident of Minakhan, shared her personal story and delivered a powerful message demanding an end to acid attacks and the ban of open-market acid sales.

Shammi Ara Parveen, another survivor, inspired the audience by narrating her journey through adversity, stressing that while such incidents can occur in anyone’s life, true strength lies in overcoming them and establishing oneself with dignity.

* Social activist **Shahabuddin Laskar**, a resident of the area, provided an overview of the local conditions and the urgent need for such awareness programs, considering the rising number of cases in the region.

The increasing rates of violence, especially acid attacks, across the state make it evident that more such initiatives are required. A central message we emphasize is that **illegal sale of acid in open markets must be stopped immediately**. If such activities are observed, they must be reported to the nearest police station without delay. Moreover, the community must stand with the survivors to ensure their reintegration into mainstream society with dignity and support.

# # # Community Participation:

Special thanks go to **Shahabuddin Laskar**, who generously offered his personal premises free of cost to host the program. The local women of the village participated with deep interest and engagement. Through our interaction with them, we gained valuable insights into the ground realities of the area.

The prevalence of gender-based violence—including r**e, burn attacks, and brutal physical assaults—remains high across the state. Therefore, programs like this are not just necessary—they are urgent.

# # # Feedback & Future Initiatives:

After the program, we engaged in open conversation and collected feedback from the attendees. Lunch was arranged for all participants. Though we could not stay for long, the women of the village strongly urged us to conduct such awareness programs more frequently. Their enthusiasm, courage, and willingness to speak up reminded us that with the right support, people can fight back against even the most horrific forms of violence.

We extend our heartfelt thanks and gratitude to Shahabuddin Laskar, the residents of the village, and everyone who supported and participated in making this event impactful.



Shaheen Malik
Brave Souls Foundation: West Bengal
Brave Souls Foundation

বিভিন্ন কারণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসিড সারভাইবাররা  ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে আসছে। মূলত আমাদের কাজ তা...
31/07/2025

বিভিন্ন কারণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসিড সারভাইবাররা ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে আসছে। মূলত আমাদের কাজ তাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকার যে চাহিদা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি ব্যবস্থা সহযোগিতা।

নিচে বসে থাকা সারভাইভারের নাম সুজাতা স্বর্ণকার। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশন এর মাধ্যমে সুবিধা প্রাপ্ত। তার লিগাল সহযোগিতা ও চিকিৎসার ক্ষেত্রে ব্রেভ সোলস ফাউন্ডেশন প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে।

ইদানিং তিনি জানিয়েছেন তার পুত্র নবম শ্রেণীতে পড়ে তবে তার কিছু বই কেনার সমস্যা হচ্ছিল। তাই তার শিক্ষার ক্ষেত্রে যদি কোন সহযোগিতা করা যায়।

বেশ কয়েকদিন আগে তিনি তার চিকিৎসার কারণে অফিসে আসেন ফাউন্ডেশনের সাধ্যমত তার সন্তানের প্রয়োজনীয় বই তাকে কিনে দেওয়া হল এবং তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য কাউন্সিলিং করা হলো।

আমরা চেষ্টা করি তাদের দৈনন্দিন জীবনের চাহিদা যতটা সম্ভব সহযোগিতা করার এছাড়াও তাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা।

আমাদের এই প্রয়াসে আপনারাও আসুন কাজ করি,এসিড আক্রমণের শিকার হওয়া মানুষগুলোকে তাদের মূল সেতে ফেরাতে সহযোগিতা করি।

Survivors of acid attacks from various parts of the state are coming to the Kolkata unit of *Brave Souls Foundation*. Our primary focus is to support them in meeting the essential needs of their daily lives, along with providing necessary medical treatment and legal assistance.

Seated below is Sujata Swarnakar, a resident of Karimpur in Nadia district, West Bengal. She has been receiving consistent support from the foundation for a long time. *Brave Souls Foundation* continues to assist her regularly, especially with legal aid and medical care.

Recently, she shared with us that her son, who is currently studying in Class IX, was facing difficulties in purchasing some of his school textbooks. Understanding the importance of education, we decided to step in. A few days ago, when Sujata visited our office for medical reasons, we managed to provide her son with the necessary books. In addition, Sujata also received counseling for her ongoing treatment.

We strive to support the daily needs of survivors as much as possible and extend our efforts to include the education of their children as well.

We invite you to join us in this journey. Let us come together and help survivors of acid attacks reclaim their rightful place in society.



Shaheen Malik
Brave Souls Foundation: West Bengal

বহু অপেক্ষার পর সুনন্দ হালদারের ট্রিটমেন্ট প্রসেস শুরু হল। কারখানার গাফিলতিতে  জলের বদলে তাকে এসিডের বোতল দেওয়া হয়। জল...
06/07/2025

বহু অপেক্ষার পর সুনন্দ হালদারের ট্রিটমেন্ট প্রসেস শুরু হল। কারখানার গাফিলতিতে জলের বদলে তাকে এসিডের বোতল দেওয়া হয়। জলে তৃষ্ণায় তিনি এসিড খেয়ে ফেলেছিলেন। প্রায় দেড় বছর ধরে ভুগছেন বহু হাসপাতালের দৌড়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি।

বর্তমানে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে কলকাতা সি এম আর আই হাসপাতালে। অনেক অনেক ধন্যবাদ জানাই সিএমআরআই হাসপাতালকে যারা সুনন্দর সার্জারির দায়িত্ব নিয়েছেন।

সু পরামর্শ ও সহযোগিতার জন্য প্লাস্টিক সার্জেন্ট ডক্টর অনুপম গলাস স্যার যিনি সবসময় আসিড হামলার শিকার হওয়া মানুষদের জন্য অবিরাম লড়াই করে চলেছেন এছাড়াও সুনন্দ হালদারের বর্তমান চিকিৎসক ভবতোষ স্যার যার সহযোগিতা ছাড়া এই প্রসেস শুরু হওয়া সম্ভব ছিল না তাই এই ডাক্তারবাবুদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও সেলাম।

আমরা চাইবো আগামীতে এই ধরনের সাহায্যে সহযোগিতা ও পরামর্শ পেলে রাজ্যের অনেক এসিড হামলার শিকার হওয়া মানুষরা তাদের নতুন জীবন ফিরে পাবে।

ব্রেভ সোলস ফাউন্ডেশন অবিরাম চেষ্টা করে চলেছে এসিড হামলার শিকার হওয়া মানুষদের কাছে পৌঁছানো ও তাদের সহযোগিতা করা আপনাদের কাছাকাছি ও এই ধরনের কোন মানুষ থাকলে যোগাযোগ করুন যাতে তারা সহযোগিতা পায়।

After a long wait, Sunanda Haldar’s treatment process has finally begun.
Due to the negligence of a factory, he was handed a bottle of acid instead of water. Thirsty and unaware, he drank the acid. For nearly one and a half years, he has suffered, running from hospital to hospital without finding a solution.

Currently, his treatment has started at CMRI Hospital in Kolkata. We express our heartfelt thanks to CMRI Hospital for taking on the responsibility of Sunanda’s surgery.

Special gratitude to Plastic Surgeon Dr. Anupam Gollas Sir, who continuously fights for the victims of acid attacks, offering expert guidance and support. We also extend our deepest appreciation to Dr. Bhabatosh Sir Sunanda’s current physician, whose support was instrumental in initiating this treatment process. On behalf of all of us, we send our warmest regards and respect to these doctors.

We hope that in the future, with similar help, cooperation, and advice, many acid attack survivors across the state will be able to reclaim a new life.

Brave Souls Foundation is relentlessly working to reach out to acid attack survivors and support them. If you know someone nearby who is in need, please connect with us so that they too can receive help.

Brave Souls Foundation: West Bengal
Shaheen Malik

আবার একটি সার্জারি সম্পন্ন হল সারভাইভর তনুজা খাতুনের। মূলত কপালের বেশ কিছু অংশ তে প্লাস্টিক সার্জারি করা হয়েছে । তিনি দ...
04/07/2025

আবার একটি সার্জারি সম্পন্ন হল সারভাইভর তনুজা খাতুনের। মূলত কপালের বেশ কিছু অংশ তে প্লাস্টিক সার্জারি করা হয়েছে । তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার মধ্য দিয়ে চলছে ব্রেভ সোলস ফাউন্ডেশনের মাধ্যমে। এই চিকিৎসা কলকাতা সি এম আর আই হাসপাতালে সম্পন্ন হল অনুপম গলাস স্যারের অধীনে।

অপারেশন সম্পন্ন হলে ছুটি হয়ে কলকাতা ইউনিটের আপনা ঘরে তিনি এক সপ্তাহ থেকে তিনি তার বাকি প্রসেস সম্পন্ন করলেন।বাড়িতে উপযুক্ত ব্যবস্থা না থাকায় তাই তাকে বেশ কয়েকদিন আপনা ঘরে থাকতে হয়েছে।

ব্রেভ সোলস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সমস্ত রকমের সাহায্যে সহযোগিতা করে চলেছে তার এই ট্রিটমেন্ট প্রসেসে।
আপাতত অনেকটা সুস্থ বেশ কয়েকটা ড্রেসিং হলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

প্রতিটি এসিড আক্রান্ত মানুষদের প্রয়োজনীয় শিক্ষা চিকিৎসা ও আইনি সহায়তা নিয়ে কাজ করে চলেছে ব্রেভ সোলস ফাউন্ডেশন।

বিশেষ করে আছি আক্রান্ত মানুষদের কোনরকম কোন সমস্যার জন্য যোগাযোগ করুন ব্রেভ সোলস ফাউন্ডে

Another surgery was completed on survivor Tanuja Khatun. Basically, plastic surgery was done on several parts of her forehead. She has been undergoing treatment for a long time through the Brave Souls Foundation.This treatment was completed at Kolkata CMRI Hospital under the supervision of Anupam Golas Sir.

After the operation, she was discharged and completed the rest of her process in her APNA GHAR in the Kolkata unit for a week. Since there were no proper facilities at her home, she had to stay at Apna Ghar for several days.

Brave Souls Foundation is supporting her with all kinds of help in this treatment process.
For now, she is quite healthy and will recover completely after a few dressings.

Brave Souls Foundation is working to provide necessary education, treatment and legal support to every acid attack victim.

Especially for those affected, please contact Brave Souls Foundation for any problem.

Shaheen Malik

ব্রেভ সোলস ফাউন্ডেশনে প্রতিনিয়ত সারভাইবার আসছে তাদের নানান কাজে।  আসুন আমরা সবাই মিলে   তাদের ক সমস্যায় সহযোগিতার হাত ...
01/07/2025

ব্রেভ সোলস ফাউন্ডেশনে প্রতিনিয়ত সারভাইবার আসছে তাদের নানান কাজে। আসুন আমরা সবাই মিলে তাদের ক সমস্যায় সহযোগিতার হাত বাড়াই। একে অপরের সঙ্গে মিলেমিশে এই সমাজে অ্যাসিড হামলা বিরোধী সচেতনতা গড়ে তুলি।

Survivors are constantly coming to Brave Souls Foundation for their various works. Let us all extend our helping hand in their problems. Let us work together to create awareness against acid attacks in this society.

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে সারভাইভাররা স্টে করতে পেরে অনেকটাই নিশ্চিন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসিড আমরা ...
27/06/2025

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে সারভাইভাররা স্টে করতে পেরে অনেকটাই নিশ্চিন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসিড আমরা শিকার হওয়া মানুষ গুলো কলকাতা শহরে আসে তাদের নানান কাজে। বিশেষ করে চিকিৎসা ও আইনি সংক্রান্ত কাজকর্মের প্রয়োজনে কলকাতা আসতেই হয়।
তবে রাত হলে কোথাও মাথার উপরে ছাদ না থাকায় এক চিন্তার কারণ। ব্রেভ সোলস ফাউন্ডেশন চেষ্টা করেছে ছোট্ট একটা থাকার ব্যবস্থা। যেখানে কমবেশি অনেকেই এসে তাদের প্রতিনিয়ত কাজকর্ম করতে পারছে।

আগামীতে এই প্রয়াসটি আরও বড় করার ভাবনা রয়েছে। আপনাদের সহযোগিতা ও শুভকামনা থাকলে সবটাই সম্ভব।
রাজ্য তথা দেশের প্রতিটি নির্যাতিতা ও অ্যাসিড হামলা শিকার হওয়া মানুষের সহযোগিতার হাত বাড়ান।

Survivors are feeling much more secure now that they can stay at the Kolkata unit of the Brave Souls Foundation
People who have survived acid attacks from various parts of the state often come to Kolkata for various reasons—especially for medical treatment and legal procedures.

However, as night falls, not having a roof over their heads becomes a serious concern. The Brave Souls Foundation has tried to provide a small shelter, where many survivors can now come and carry out their necessary work regularly.

There are plans to expand this initiative in the future. With your support and good wishes, everything is possible.
We urge you to extend a helping hand to every survivor of abuse and acid attacks across the state and the country.

Shaheen Malik

টুসি মন্ডল। ব্রেভ সোলস ফাউন্ডেশনের সঙ্গে জুড়ে থাকা একজন এসিড সারভাইভার। তার সাথে কলেজে পড়াকালী অ্যাসিডে হামলা হয়। কোন...
17/06/2025

টুসি মন্ডল। ব্রেভ সোলস ফাউন্ডেশনের সঙ্গে জুড়ে থাকা একজন এসিড সারভাইভার। তার সাথে কলেজে পড়াকালী অ্যাসিডে হামলা হয়।

কোন এক ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে যখন নোংরা কথা বলে রাস্তায় উত্তপ্ত করতো তখন কেউ সহযোগিতার হাত বাড়ায়নি।কিন্তু টুসি মন্ডল তার প্রতিবাদ করে যার ফলস্বরূপ সেই ব্যক্তি টুসির উপরে এসিডে হামলা করে।

বর্তমানে তিনি বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। তবে অভাবের সংসারে জীবন চালানো বড় কষ্টকর তবুও টুসি মন্ডল এখনো অব্দি লড়াই করে যাচ্ছেন।

এই হামলার ফলে তিনি একটি চোখ হারিয়েছেন তবে তিনি থেমে থাকেননি। স্বনির্ভর হওয়ার তাগিদে তিনি নানা কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে ব্রেভ সোলস ফাউন্ডেশন তাকে সহযোগিতার হাত বাড়িয়েছে। বর্তমানে তিনি একটি ছোট্ট মুরগির ফার্ম শুরু করেন। খুবই অল্প কয়েকটা মুরগি ছাড়া দিয়ে তারই কর্মসূচি শুরু। তিনি বলেন ঠিকঠাক সহযোগিতা পেলে তিনিই বিজনেস বড় করতে চান অর্থাৎ আরো মুরগি কিনে তাদের ডিম ও বাচ্চা বাড়িয়ে বিজনেস করতে চান।

তার এই প্রয়াসকে আমরা শুভেচ্ছা জানাই। ব্রেভ সোলস ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটা তার সহযোগিতা করা যায় তার ব্যবস্থা করা হবে। আপনারা চাইলে এই সব মানুষদের পাশে দাঁড়ান তাদের কে স্বনির্ভর করে তোলার প্রয়াসে স সহযোগিতা করুন।

Tusi Mondal – An Acid Attack Survivor Supported by Brave Souls Foundation**

Tusi Mondal is an acid attack survivor associated with the Brave Souls Foundation She was attacked with acid while she was still a college student.

For a long time, a man had been harassing her on the street by making obscene remarks. Sadly, no one came forward to help her. But Tusi did not remain silent—she protested. In retaliation, the man threw acid on her.

Today, Tusi is married and has a child. Life in a poor household is extremely difficult, yet she continues to fight against all odds.

As a result of the attack, she lost one of her eyes. But she didn’t stop there. Driven by the desire to be self-reliant, she is trying to establish herself through various forms of work.

In this journey, **Brave Souls Foundation** has come forward to support her. She has recently started a small poultry farm. With just a few chicks, she began her entrepreneurial journey. Tusi says that if she receives proper support, she wants to expand her business by buying more chickens, raising them, and selling eggs and chicks to earn a living.

We extend our best wishes to her for this initiative. **Brave Souls Foundation** will continue to support her in every possible way.

If you wish, you too can stand beside people like Tusi. Help them become self-reliant and rebuild their lives with dignity.



Shaheen Malik

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিট প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অ্যাসিড সারভাইভাররা।  তাদের কথা, তাদ...
14/06/2025

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিট প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অ্যাসিড সারভাইভাররা। তাদের কথা, তাদের হামলার কথা আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে জানান দেবার চেষ্টা করছি।

প্রতিনিয়ত এই ভয়ংকর হামলা বেড়ে চলেছে আমরা প্রতিদিনই তো চেষ্টা করে যাচ্ছি তাদের উন্নত চিকিৎসা ও আইনী পরিষেবা দিতে। আপনাদের আশেপাশে এই ধরনের কোন ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব ব্রেভ সোলস ফাউন্ডেশনে যোগাযোগ করুন এবং আপনাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়ান।

আপাতত এই ব্যক্তিটি মেদিনীপুর জেলা থেকে এসেছেন অ্যাসিড হামলার পরে পরবর্তী চিকিৎসা ও আইন পরিষেবার জন্য। আমরা কাউন্সেলিং এর মাধ্যমে তা শোনার চেষ্টা করেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাধ্যমত ব্যবস্থা শুরু করব।

Brave Souls Foundation Kolkata Unit Acid survivors are constantly coming from different district of West Bengal. We are constantly trying to inform you about their stories and attacks through our page.

These terrible attacks are increasing day by day, we are trying to provide them with better medical and legal services every day. If any such incident happens near your area , contact Brave Souls Foundation as soon as possible and extend your hand of cooperation.

For now, this person has come from Midnapore district for further medical and legal services after the acid attack. We have tried to listen to it through counseling and will start our efforts as soon as possible.



Shaheen Malik

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Brave Souls Foundation: West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brave Souls Foundation: West Bengal:

Share

Category