Brave Souls Foundation: West Bengal

Brave Souls Foundation: West Bengal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brave Souls Foundation: West Bengal, Media, KOLKATA.

বহু অপেক্ষার পর সুনন্দ হালদারের ট্রিটমেন্ট প্রসেস শুরু হল। কারখানার গাফিলতিতে  জলের বদলে তাকে এসিডের বোতল দেওয়া হয়। জল...
06/07/2025

বহু অপেক্ষার পর সুনন্দ হালদারের ট্রিটমেন্ট প্রসেস শুরু হল। কারখানার গাফিলতিতে জলের বদলে তাকে এসিডের বোতল দেওয়া হয়। জলে তৃষ্ণায় তিনি এসিড খেয়ে ফেলেছিলেন। প্রায় দেড় বছর ধরে ভুগছেন বহু হাসপাতালের দৌড়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি।

বর্তমানে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে কলকাতা সি এম আর আই হাসপাতালে। অনেক অনেক ধন্যবাদ জানাই সিএমআরআই হাসপাতালকে যারা সুনন্দর সার্জারির দায়িত্ব নিয়েছেন।

সু পরামর্শ ও সহযোগিতার জন্য প্লাস্টিক সার্জেন্ট ডক্টর অনুপম গলাস স্যার যিনি সবসময় আসিড হামলার শিকার হওয়া মানুষদের জন্য অবিরাম লড়াই করে চলেছেন এছাড়াও সুনন্দ হালদারের বর্তমান চিকিৎসক ভবতোষ স্যার যার সহযোগিতা ছাড়া এই প্রসেস শুরু হওয়া সম্ভব ছিল না তাই এই ডাক্তারবাবুদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও সেলাম।

আমরা চাইবো আগামীতে এই ধরনের সাহায্যে সহযোগিতা ও পরামর্শ পেলে রাজ্যের অনেক এসিড হামলার শিকার হওয়া মানুষরা তাদের নতুন জীবন ফিরে পাবে।

ব্রেভ সোলস ফাউন্ডেশন অবিরাম চেষ্টা করে চলেছে এসিড হামলার শিকার হওয়া মানুষদের কাছে পৌঁছানো ও তাদের সহযোগিতা করা আপনাদের কাছাকাছি ও এই ধরনের কোন মানুষ থাকলে যোগাযোগ করুন যাতে তারা সহযোগিতা পায়।

After a long wait, Sunanda Haldar’s treatment process has finally begun.
Due to the negligence of a factory, he was handed a bottle of acid instead of water. Thirsty and unaware, he drank the acid. For nearly one and a half years, he has suffered, running from hospital to hospital without finding a solution.

Currently, his treatment has started at CMRI Hospital in Kolkata. We express our heartfelt thanks to CMRI Hospital for taking on the responsibility of Sunanda’s surgery.

Special gratitude to Plastic Surgeon Dr. Anupam Gollas Sir, who continuously fights for the victims of acid attacks, offering expert guidance and support. We also extend our deepest appreciation to Dr. Bhabatosh Sir Sunanda’s current physician, whose support was instrumental in initiating this treatment process. On behalf of all of us, we send our warmest regards and respect to these doctors.

We hope that in the future, with similar help, cooperation, and advice, many acid attack survivors across the state will be able to reclaim a new life.

Brave Souls Foundation is relentlessly working to reach out to acid attack survivors and support them. If you know someone nearby who is in need, please connect with us so that they too can receive help.

Brave Souls Foundation: West Bengal
Shaheen Malik

আবার একটি সার্জারি সম্পন্ন হল সারভাইভর তনুজা খাতুনের। মূলত কপালের বেশ কিছু অংশ তে প্লাস্টিক সার্জারি করা হয়েছে । তিনি দ...
04/07/2025

আবার একটি সার্জারি সম্পন্ন হল সারভাইভর তনুজা খাতুনের। মূলত কপালের বেশ কিছু অংশ তে প্লাস্টিক সার্জারি করা হয়েছে । তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসার মধ্য দিয়ে চলছে ব্রেভ সোলস ফাউন্ডেশনের মাধ্যমে। এই চিকিৎসা কলকাতা সি এম আর আই হাসপাতালে সম্পন্ন হল অনুপম গলাস স্যারের অধীনে।

অপারেশন সম্পন্ন হলে ছুটি হয়ে কলকাতা ইউনিটের আপনা ঘরে তিনি এক সপ্তাহ থেকে তিনি তার বাকি প্রসেস সম্পন্ন করলেন।বাড়িতে উপযুক্ত ব্যবস্থা না থাকায় তাই তাকে বেশ কয়েকদিন আপনা ঘরে থাকতে হয়েছে।

ব্রেভ সোলস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সমস্ত রকমের সাহায্যে সহযোগিতা করে চলেছে তার এই ট্রিটমেন্ট প্রসেসে।
আপাতত অনেকটা সুস্থ বেশ কয়েকটা ড্রেসিং হলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

প্রতিটি এসিড আক্রান্ত মানুষদের প্রয়োজনীয় শিক্ষা চিকিৎসা ও আইনি সহায়তা নিয়ে কাজ করে চলেছে ব্রেভ সোলস ফাউন্ডেশন।

বিশেষ করে আছি আক্রান্ত মানুষদের কোনরকম কোন সমস্যার জন্য যোগাযোগ করুন ব্রেভ সোলস ফাউন্ডে

Another surgery was completed on survivor Tanuja Khatun. Basically, plastic surgery was done on several parts of her forehead. She has been undergoing treatment for a long time through the Brave Souls Foundation.This treatment was completed at Kolkata CMRI Hospital under the supervision of Anupam Golas Sir.

After the operation, she was discharged and completed the rest of her process in her APNA GHAR in the Kolkata unit for a week. Since there were no proper facilities at her home, she had to stay at Apna Ghar for several days.

Brave Souls Foundation is supporting her with all kinds of help in this treatment process.
For now, she is quite healthy and will recover completely after a few dressings.

Brave Souls Foundation is working to provide necessary education, treatment and legal support to every acid attack victim.

Especially for those affected, please contact Brave Souls Foundation for any problem.

Shaheen Malik

ব্রেভ সোলস ফাউন্ডেশনে প্রতিনিয়ত সারভাইবার আসছে তাদের নানান কাজে।  আসুন আমরা সবাই মিলে   তাদের ক সমস্যায় সহযোগিতার হাত ...
01/07/2025

ব্রেভ সোলস ফাউন্ডেশনে প্রতিনিয়ত সারভাইবার আসছে তাদের নানান কাজে। আসুন আমরা সবাই মিলে তাদের ক সমস্যায় সহযোগিতার হাত বাড়াই। একে অপরের সঙ্গে মিলেমিশে এই সমাজে অ্যাসিড হামলা বিরোধী সচেতনতা গড়ে তুলি।

Survivors are constantly coming to Brave Souls Foundation for their various works. Let us all extend our helping hand in their problems. Let us work together to create awareness against acid attacks in this society.

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে সারভাইভাররা স্টে করতে পেরে অনেকটাই নিশ্চিন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসিড আমরা ...
27/06/2025

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে সারভাইভাররা স্টে করতে পেরে অনেকটাই নিশ্চিন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসিড আমরা শিকার হওয়া মানুষ গুলো কলকাতা শহরে আসে তাদের নানান কাজে। বিশেষ করে চিকিৎসা ও আইনি সংক্রান্ত কাজকর্মের প্রয়োজনে কলকাতা আসতেই হয়।
তবে রাত হলে কোথাও মাথার উপরে ছাদ না থাকায় এক চিন্তার কারণ। ব্রেভ সোলস ফাউন্ডেশন চেষ্টা করেছে ছোট্ট একটা থাকার ব্যবস্থা। যেখানে কমবেশি অনেকেই এসে তাদের প্রতিনিয়ত কাজকর্ম করতে পারছে।

আগামীতে এই প্রয়াসটি আরও বড় করার ভাবনা রয়েছে। আপনাদের সহযোগিতা ও শুভকামনা থাকলে সবটাই সম্ভব।
রাজ্য তথা দেশের প্রতিটি নির্যাতিতা ও অ্যাসিড হামলা শিকার হওয়া মানুষের সহযোগিতার হাত বাড়ান।

Survivors are feeling much more secure now that they can stay at the Kolkata unit of the Brave Souls Foundation
People who have survived acid attacks from various parts of the state often come to Kolkata for various reasons—especially for medical treatment and legal procedures.

However, as night falls, not having a roof over their heads becomes a serious concern. The Brave Souls Foundation has tried to provide a small shelter, where many survivors can now come and carry out their necessary work regularly.

There are plans to expand this initiative in the future. With your support and good wishes, everything is possible.
We urge you to extend a helping hand to every survivor of abuse and acid attacks across the state and the country.

Shaheen Malik

টুসি মন্ডল। ব্রেভ সোলস ফাউন্ডেশনের সঙ্গে জুড়ে থাকা একজন এসিড সারভাইভার। তার সাথে কলেজে পড়াকালী অ্যাসিডে হামলা হয়। কোন...
17/06/2025

টুসি মন্ডল। ব্রেভ সোলস ফাউন্ডেশনের সঙ্গে জুড়ে থাকা একজন এসিড সারভাইভার। তার সাথে কলেজে পড়াকালী অ্যাসিডে হামলা হয়।

কোন এক ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে যখন নোংরা কথা বলে রাস্তায় উত্তপ্ত করতো তখন কেউ সহযোগিতার হাত বাড়ায়নি।কিন্তু টুসি মন্ডল তার প্রতিবাদ করে যার ফলস্বরূপ সেই ব্যক্তি টুসির উপরে এসিডে হামলা করে।

বর্তমানে তিনি বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। তবে অভাবের সংসারে জীবন চালানো বড় কষ্টকর তবুও টুসি মন্ডল এখনো অব্দি লড়াই করে যাচ্ছেন।

এই হামলার ফলে তিনি একটি চোখ হারিয়েছেন তবে তিনি থেমে থাকেননি। স্বনির্ভর হওয়ার তাগিদে তিনি নানা কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে ব্রেভ সোলস ফাউন্ডেশন তাকে সহযোগিতার হাত বাড়িয়েছে। বর্তমানে তিনি একটি ছোট্ট মুরগির ফার্ম শুরু করেন। খুবই অল্প কয়েকটা মুরগি ছাড়া দিয়ে তারই কর্মসূচি শুরু। তিনি বলেন ঠিকঠাক সহযোগিতা পেলে তিনিই বিজনেস বড় করতে চান অর্থাৎ আরো মুরগি কিনে তাদের ডিম ও বাচ্চা বাড়িয়ে বিজনেস করতে চান।

তার এই প্রয়াসকে আমরা শুভেচ্ছা জানাই। ব্রেভ সোলস ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটা তার সহযোগিতা করা যায় তার ব্যবস্থা করা হবে। আপনারা চাইলে এই সব মানুষদের পাশে দাঁড়ান তাদের কে স্বনির্ভর করে তোলার প্রয়াসে স সহযোগিতা করুন।

Tusi Mondal – An Acid Attack Survivor Supported by Brave Souls Foundation**

Tusi Mondal is an acid attack survivor associated with the Brave Souls Foundation She was attacked with acid while she was still a college student.

For a long time, a man had been harassing her on the street by making obscene remarks. Sadly, no one came forward to help her. But Tusi did not remain silent—she protested. In retaliation, the man threw acid on her.

Today, Tusi is married and has a child. Life in a poor household is extremely difficult, yet she continues to fight against all odds.

As a result of the attack, she lost one of her eyes. But she didn’t stop there. Driven by the desire to be self-reliant, she is trying to establish herself through various forms of work.

In this journey, **Brave Souls Foundation** has come forward to support her. She has recently started a small poultry farm. With just a few chicks, she began her entrepreneurial journey. Tusi says that if she receives proper support, she wants to expand her business by buying more chickens, raising them, and selling eggs and chicks to earn a living.

We extend our best wishes to her for this initiative. **Brave Souls Foundation** will continue to support her in every possible way.

If you wish, you too can stand beside people like Tusi. Help them become self-reliant and rebuild their lives with dignity.



Shaheen Malik

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিট প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অ্যাসিড সারভাইভাররা।  তাদের কথা, তাদ...
14/06/2025

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিট প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অ্যাসিড সারভাইভাররা। তাদের কথা, তাদের হামলার কথা আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে জানান দেবার চেষ্টা করছি।

প্রতিনিয়ত এই ভয়ংকর হামলা বেড়ে চলেছে আমরা প্রতিদিনই তো চেষ্টা করে যাচ্ছি তাদের উন্নত চিকিৎসা ও আইনী পরিষেবা দিতে। আপনাদের আশেপাশে এই ধরনের কোন ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব ব্রেভ সোলস ফাউন্ডেশনে যোগাযোগ করুন এবং আপনাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়ান।

আপাতত এই ব্যক্তিটি মেদিনীপুর জেলা থেকে এসেছেন অ্যাসিড হামলার পরে পরবর্তী চিকিৎসা ও আইন পরিষেবার জন্য। আমরা কাউন্সেলিং এর মাধ্যমে তা শোনার চেষ্টা করেছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাধ্যমত ব্যবস্থা শুরু করব।

Brave Souls Foundation Kolkata Unit Acid survivors are constantly coming from different district of West Bengal. We are constantly trying to inform you about their stories and attacks through our page.

These terrible attacks are increasing day by day, we are trying to provide them with better medical and legal services every day. If any such incident happens near your area , contact Brave Souls Foundation as soon as possible and extend your hand of cooperation.

For now, this person has come from Midnapore district for further medical and legal services after the acid attack. We have tried to listen to it through counseling and will start our efforts as soon as possible.



Shaheen Malik

মোহন ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে একটি যোগা সেশন এর আয়োজন করা হয়েছিল।এই ফাউন্ডেশনের পক্ষ থে...
12/06/2025

মোহন ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটে একটি যোগা সেশন এর আয়োজন করা হয়েছিল।এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বয়ং প্রভা ও তার দুই সহপাঠী মিলে এই জোগা সেশন করান। এই সেসন এ ব্রেভ সোলস ফাউন্ডেশনের কর্মচারীরা সহ আটজন সারভাইভার পার্টিসিপেট করেছিল।

প্রত্যেকেই মেডিটেশনের মাধ্যমে এই ইয়োগা সেসন টি সম্পন্ন করেছে।এদিন প্রোগ্রামটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম শেষে প্রতিটি সারভাইভার যারা পার্টিসিপেট করেছে তাদের বক্তব্য অনুযায়ী তারা অনেকটা রিলিফ ফিল করছে এবং এই সেশানে অংশগ্রহণ করতে পেরে তারা অনেক খুশি।

দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকে একসাথে খাই খাওয়া ও আনন্দ হুল্লোড়ে গোটা দিনটা কেটেছে।

মূলত আমাদের কাজ এই সমাজ থেকে নির্যাতন দূর করা বিশেষ করে এসিড হামলার শিকার যাতে বন্ধ হয় সেদিকে লক্ষ্য রাখা। তাই এই সেশনটি অত্যাধিক প্রয়োজনীয় বলে আমরা মনে করি।

ধন্যবাদ মোহনজী ফাউন্ডেশন এত সুন্দর একটি সেশন করার জন্য। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা স্বয়ং প্রভাব ও তাদের সহপাঠী দের যারা এত সুন্দর ভাবে এই সেসন টি করালেন।

On behalf of the Mohanji Foundation, a yoga session was organized at the Kolkata unit of the Brave Souls Foundation on 11th June 2025. This session was conducted by SwayamPrabha and her two fellow trainers representing the foundation. A total of eight survivors, along with staff members of the Brave Souls Foundation, participated in the session.

Everyone completed the yoga session through guided meditation. The entire program was conducted beautifully. After the session, based on the feedback from each survivor who participated, they expressed that they felt a great sense of relief and were very happy to have been a part of it.

Lunch was arranged in the afternoon, and everyone ate together. The day was spent joyfully in laughter and bonding.

Our primary mission is to eliminate abuse from society, especially to work toward ending acid attacks. Hence, we consider this session to be extremely important.

Thank you to the Mohanji Foundation for organizing such a meaningful session. Much respect and love to SwyamPrabha and her fellow trainers for conducting the session so beautifull.



Shaheen Malik

প্রতিমাসের  মত এই মাসেও গ্রোসারি দেওয়া হল বেশ কিছু  সারভাইভরস দের। যারা একেবারে রোজকারের দিকদিয়ে অচল। সার্ভাইভার বা তাদে...
10/06/2025

প্রতিমাসের মত এই মাসেও গ্রোসারি দেওয়া হল বেশ কিছু সারভাইভরস দের। যারা একেবারে রোজকারের দিকদিয়ে অচল। সার্ভাইভার বা তাদের পরিবারের হাতে এই মাসে খাদ্যদ্রব্য হিসেবে গ্রোসারি দেওয়া হল।

আপনারা ও এগিয়ে আসুন এবং এসিড হামলার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ান।

As with every month, this month too, groceries were distributed to several survivors—those who are completely unable to manage their daily needs. The survivors or their families received essential grocery supplies this month.

We invite you to join us in standing beside those affected by acid attacks.



Shaheen Malik

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা "আপনা ঘরে" সারভাইভরস রা  প্রতিনিয়ত তাদের প্রয়োজনীয় কাজে আসে বা স্টে করে। পশ্চিমবঙ্গের বিভিন্...
02/06/2025

ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা "আপনা ঘরে" সারভাইভরস রা প্রতিনিয়ত তাদের প্রয়োজনীয় কাজে আসে বা স্টে করে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সারভাইভরস রা শহর কলকাতায় আসে তাদের প্রয়োজনীয় কাজে তবে দিনের দিন ফেরা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রাতে থাকার ব্যাবস্থা না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ।

তবে তা এখন অনেক তা সস্থি কারন ব্রেভ সোলস ফাউন্ডেশন কলকাতা ইউনিটের "আপনা ঘরে' তাদের থাকার ও প্রয়োজনীয় খাবার এর ও ব্যাবস্থা রয়েছে।
তাই তারা আসে প্রয়োজনীয় কাজ সেরে চিন্তা মুক্ত হয়ে বাড়ি ফেরে।

Brave Souls Foundation Kolkata "Apna Ghar" Survivors constantly come or stay for their necessary work.

Survivors from different parts of West Bengal come to Kolkata for their necessary work, but they have to face many problems returning during the day and face many problems due to lack of accommodation at night.

But now it is much easier because Brave Souls Foundation Kolkata Unit "Apna Ghar" has arrangements for their stay and necessary food.

So they come after completing their necessary work and return home free from worries.

Shaheen Malik

সার্ভাইভার শাহানারা বিবি। ব্রেভ সোলস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকা একজন সারভাইবার। তিনি এসিড আক্রান্ত হয়েছিলেন অল্প বয়স...
28/05/2025

সার্ভাইভার শাহানারা বিবি। ব্রেভ সোলস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থাকা একজন সারভাইবার।

তিনি এসিড আক্রান্ত হয়েছিলেন অল্প বয়সে।এই হামলার ফলে তিনি সামাজিক ও মানসিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হন।শরীরের অঙ্গহানি হয়।পড়াশোনাও ছেড়ে যায়।এছাড়াও নানান প্রতিকূলতা সম্মুখীন হতে হয়।তবে নানান সমস্যার সম্মুখীন হলেও কখনো হার মানেনি।

সাপোর্ট বলতে নিজের পরিবারের একটা বড় সাপোর্ট ছিল।
পরবর্তীকালে তিনি নানান স্বেচ্ছাসেবী সংগঠনের সান্নিধ্যে আসেন। তাদের মাধ্যমে নিজের সার্জারি করান এবং অ্যাসিড হামলার বিরুদ্ধে বার্তা দেন যে আসলে এই হামলা কত ভয়ংকর।

তিনি পড়াশোনা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি তবে তার মনের স্বপ্ন ছিল৷ তিনি কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করবেন তাই তিনি স্বনির্ভর হওয়ার একটি পরিকল্পনা করেন।

এই পরিকল্পনায় তিনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে এলাকায় একটি প্রাথমিক স্কুলের সামনে তিনি ছোট্ট একটি স্টলের মাধ্যমে বাচ্চাদের পছন্দের খাবার তিনি বিক্রি করতে শুরু করেছেন। যার কিছু ছবি আমি নিজে যুক্ত করলাম। তার এই প্রাথমিক প্রয়াসে ব্রেভ সোলস ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়েছে।

তার এই প্রয়াস এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা অনেকটাই প্রয়োজন তাই আপনারাও আসুন শাহানারা বিবির থেকে কিছু না কিছু কিনুন তার এই আত্মবিশ্বাসকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন।

আপনারাও চাইলে তার এই ব্যবসায় ও কিছু সহযোগিতা করতে পারেন যাতে তারেই প্রয়াস আরো এগিয়ে নিয়ে যেতে পারে।

Shahanara Bibi is a survivor associated with the *Brave Souls Foundation*. She was attacked with acid at a young age, which left her physically disfigured and mentally and socially traumatized. The incident forced her to abandon her studies, and she had to face numerous challenges along the way. Despite all the adversity, Shahanara never gave up.

Her greatest support came from her own family. Later, she came in contact with various volunteer organizations, through which she underwent several surgeries. With their help, she also began to raise awareness about the horrifying reality of acid attacks and their devastating impact.

Although she could not complete her formal education, Shahanara always dreamed of becoming self-reliant and not dependent on anyone. Driven by that dream, she began to plan her journey toward financial independence.

She is now slowly putting that plan into action. In her local area, she has started a small food stall in front of a primary school, where she sells snacks and treats that children love. I've personally attached a few photos of her stall. *Brave Souls Foundation* has extended its support in this initial effort.

To help Shahanara continue this inspiring journey, your support is invaluable. You can contribute by simply buying something from her, encouraging her confidence and independence.

If you'd like, you can also offer more direct support for her small business to help it grow and thrive. Let's come together to stand beside Shahanara Bibi and be a part of her courageous story.



Shaheen Malik

মনিপাল হাসপাতালের ওয়ার্ল্ড ইমারজেন্সি ডে উদযাপন - ওয়ার্ল্ড এমার্জেন্সি ডে উপলক্ষে মনিপাল হাসপাতালের পক্ষ  থেকে ব্রেভ স...
27/05/2025

মনিপাল হাসপাতালের ওয়ার্ল্ড ইমারজেন্সি ডে উদযাপন -

ওয়ার্ল্ড এমার্জেন্সি ডে উপলক্ষে মনিপাল হাসপাতালের পক্ষ থেকে ব্রেভ সোলস ফাউন্ডেশনের সারভাইভরস দের আমন্ত্রণ আসে, একটি সিপিআর ট্রেনিং এর জন্য এবং এই ডে টি উদযাপন করার জন্য

আজকে ৬ জন সারভাইবার উপস্থিত ছিল এই প্রোগ্রামে। এছাড়াও হাসপাতালের বহু ডক্টর ও কর্মচারীর অংশ নেন এই উদযাপনে। অত্যাধিক সুন্দরভাবেই প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে।

সারভাইবারদের কথায় - তারা অনেক আনন্দ অনুভব করেছে । ওখানে প্রত্যেকে তাদের সঙ্গে কথোপকথন ও আচরণ ছিল অনবদ্য।এমন একটি সুযোগ পেয়ে তারা ভীষণ ভীষণ খুশি।

ব্রেভ সোলস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রোগ্রামের জন্য বিশেষ ধন্যবাদ সোমা চক্রবর্তী ম্যাডামকে এবং মনিপাল হাসপাতালে সমস্ত উদ্যোক্তাদের যারা এমন একটি ভাবনা সারভাইবার দের জন্য ভেবেছেন।
ম্যাডাম অয়ন্তিকাকে অনেক শ্রদ্ধেয় ভালোবাসা যে তিনি সারভাইবার দের কথা ভেবে তাদের সহযোগিতা করে চলেছেন

এভাবে আমাদের হাতে হাত রেখে লড়তে হবে প্রত্যেকটি অ্যাসিড সারভাইবারদের স্বনির্ভর করার জন্য সহযোগিতা করতে হবে এবং অ্যাসিড হামলা যাতে বন্ধ হয়ে যায় তার বার্তা দিতে হবে।

Celebrating World Emergency Day at Manipal Hospital

On the occasion of World Emergency Day, Manipal Hospital extended a heartfelt invitation to acid attack survivors from the Brave Souls Foundation for a CPR training session and to celebrate this significant day together.

Today, six survivors were present at the event. In addition, numerous doctors and staff members from the hospital actively participated in the celebration.The program was organized beautifully and with great care.

According to the survivors, they felt immense joy in being part of the event. Everyone there communicated with them and treated them with exceptional kindness and respect. They were truly delighted to receive such a meaningful opportunity.

On behalf of the Brave Souls Foundation, special thanks go to Madam Soma Chakraborty and all the organizers at the hospital who envisioned and made this event possible for the survivors. Heartfelt love and respect are also extended to Madam Ayantika, who has continuously supported the survivors and created yet another opportunity for them.

Together, hand in hand, we must continue to support every acid attack survivor in becoming self-reliant and work to spread the message that acid violence must end.

Shaheen Malik

নিচের ছবিতে থাকা মানুষগুলো এক একজন যোদ্ধা। কোন একটা সময় তাদের সাথে ঘটে গিয়েছিল অ্যাসিড হামলার মত ভয়ংকর ঘটনা। এই ঘটনা ...
25/05/2025

নিচের ছবিতে থাকা মানুষগুলো এক একজন যোদ্ধা। কোন একটা সময় তাদের সাথে ঘটে গিয়েছিল অ্যাসিড হামলার মত ভয়ংকর ঘটনা। এই ঘটনা ক্ষণিকের মধ্যে ভেঙে চুরে চুরমার করলেও তাদের জীবনে কোন বাধা হয়ে দাঁড়ায়নি।

প্রত্যেকটি মেয়ে তাদের নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে। নিজেরা স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছে এবং এই সমাজের প্রত্যেকটা সাধারণ মানুষ যে স্বপ্ন নিয়ে বাঁচে, যে ইচ্ছে রোজ প্রকাশ করে একইভাবে এই মানুষগুলো নিজেরা জীবন যাপন করে।

সমাজের একটা শ্রেণীর মানুষ যেমন এই মানুষকে ক্ষতবিক্ষত করেছে আবার একশ্রেণীর মানুষ এই এই মানুষগুলোকে "ওরা" বলে অন্য শ্রেণীতে আলাদা করার চেষ্টা করেছে বা তাদের দিকে সহানুভূতি দেখানোর চেষ্টা করেছে তাদের কথা দমাতে পারেনি এই মানুষ গুলোকে।

তবে ভুলে গেলে চলবে না এই সমাজের বুকে কিছু মানুষ তো আছে যারা এই লড়াকু মানুষদের আত্মবিশ্বাসের সঙ্গে থাকে, সাপোর্ট করে এবং এই লড়াইকে সম্মান জানিয়ে তাদের স্বপ্নগুলোকে উড়ান দেয়ার যাত্রা পথে সহযোগিতার হাত বাড়ায়।

মুখের ক্ষত মানুষকে কখনো হারিয়ে দিতে পারেনা৷ তার জলজ্যান্ত উদাহরণ নিচে হাসতে থাকা মেয়েগুলো।
কি সুন্দর ,ফুরফুরে ,উজ্জ্বল।

ব্রেভ সোলস ফাউন্ডেশনের সারভাইবারদের এই সাপোর্ট দেওয়ার জন্য অয়ন্তিকা রায় চৌধুরী ম্যাম কে অনেক ভালোবাসা। সাথে স্নেহা ম্যাডাম যিনি তার নিজের ব্র্যান্ড "উমিকার" শাড়ির মডেল হিসেবে আমাদের মেয়েদের সুযোগ দিয়েছেন। শুধুমাত্র মডেল সাজানো নয় তাদের পাশে সাধ্যমত থাকার চেষ্টাও করেছেন সুতরাং আপনার এই সহযোগিতা আমাদের মেয়েদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। লতাই উমিকা ও তার গোটা টিমকে অনেক অনেক ভালোবাসা।

আমরা চাইবো এভাবে সকল মানুষ এসিড আক্রান্ত মানুষদের পাশে দাড়াক তাদের সারভাইভ করার সময় সহযোগিতার হাত বাড়াক, আলাদা গোষ্ঠী ভেবে বিচ্ছিন্ন না করুক,তাদের শিক্ষা,গুন কে সম্মান দিক।

The people in the photo below are each warriors. At some point in their lives, they experienced the horrific trauma of an acid attack. Though such an incident shattered them in an instant, it never became an obstacle in their lives.

Each of these women has tried to establish herself in her own way. They have strived to become self-reliant, and just like any ordinary person in this society who dreams and expresses desires every day, these women too live their lives the same way.

While one part of society brutally harmed them, another group of people tried to label them as “others,” showing pity or separating them into a different category — but none of that could silence these individuals.

However, we must not forget that there are people in this society who stand by these fighters with confidence, support them, and honor their struggle by extending a helping hand on their journey to achieve their dreams.

Facial scars can never break a person. The smiling faces of the girls below are living proof of that.
So beautiful, light-hearted, and radiant.

Lots of love to *Ayantika Roy Chowdhury Ma'am* for supporting the survivors of *Brave Souls Foundation*. And to *Sneha Ma'am*, who gave our girls an opportunity to be models for her saree brand *Umika*. Not just as models — she has tried her best to stand beside them in every possible way. Your support will surely boost their confidence immensely. So, heartfelt thanks and love to the entire *Umika* team.

We hope more people will stand by acid attack survivors like this — not treat them as a separate group, but help them survive and thrive. May society respect their education, their talents, and their humanity.



Shaheen Malik

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Brave Souls Foundation: West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brave Souls Foundation: West Bengal:

Share

Category