TF Insider

TF Insider insider and Analytics

05/10/2025

NGO তে চাকরি করতে চান?
তাহলে নিচের কোর্সগুলো করুন 👇

মাইক্রোসফট একেবারে ফ্রি দিয়েছে ১৮টা AI কোর্স।৪+ ঘণ্টার কনটেন্ট, আর অনেক পেইড কোর্সের চেয়েও বেশি ভ্যালু! (লিংক কমেন্টে)👇👇
04/10/2025

মাইক্রোসফট একেবারে ফ্রি দিয়েছে ১৮টা AI কোর্স।

৪+ ঘণ্টার কনটেন্ট, আর অনেক পেইড কোর্সের চেয়েও বেশি ভ্যালু! (লিংক কমেন্টে)👇👇

02/10/2025

Amazing prompt by open Ai

Amazing AI টুল ট্রাই করেছি, এদের মধ্যে সেরা হলো: 👇👇👇1. WisprFlow.ai – ভয়েসকে টেক্সটে রূপান্তর ও প্রম্পটিং2. ElevenLabs....
27/09/2025

Amazing AI টুল ট্রাই করেছি, এদের মধ্যে সেরা হলো: 👇👇👇
1. WisprFlow.ai – ভয়েসকে টেক্সটে রূপান্তর ও প্রম্পটিং
2. ElevenLabs.io – AI ভয়েস ক্লোন
3. ChatGPT.com – কনভারসেশনের AI সহকারী
4. Claude.ai (Projects) – উন্নত AI রাইটিং
5. Notion.so – ওয়ার্কস্পেস সামারি তৈরি
6. Gemini.com – AI ইমেজ এডিটিং
7. Zapier.com – ব্যবসার কাজ অটোমেশন
8. Make.com – ভিজুয়াল ওয়ার্কফ্লো অটোমেশন
9. n8n.io – ফ্লেক্সিবল ওয়ার্কফ্লো অটোমেশন
10. Relay.app – নতুনদের জন্য সহজ AI অটোমেশন

A conversational AI system that listens, learns, and challenges

27/09/2025

Google’s new AI tools

24/09/2025

🌐 The Internet Doesn’t Want You to Know These Sites ❌

12 secret websites you’ll wish you found earlier 👇🏽👇🏽👇🏽

22/09/2025

শুধু CGPA দিয়ে হবে না! বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসল পথঘাট শিখুন (হাজারো রিসোর্স ডাউনলোড করুন)
__
স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ভালো রেজাল্ট অবশ্যই দরকার, কিন্তু বাস্তবতা হলো এটি শুধু প্রথম ধাপ। বিশ্বমানের বিশ্ববিদ্যালয় খোঁজে এমন প্রার্থীদের, যারা বইয়ের বাইরে শিখেছে এবং নিজেকে প্রমাণ করতে পেরেছে। তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি গড়ে তুলুন অতিরিক্ত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা—

১. গবেষণা দক্ষতা – কীভাবে গবেষণা করতে হয়, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হয়, তা শিখুন।
২. ডেটা ও টুলস – R, Stata, Python বা অন্যান্য ডাটা সায়েন্স টুল আয়ত্ত করুন।
৩. বিতর্ক ও বক্তৃতা – বিতর্ক, প্রেজেন্টেশন, ক্লাব বা সেমিনারে অংশ নিয়ে যোগাযোগ ও আত্মবিশ্বাস বাড়ান।
৪. অতিরিক্ত কার্যক্রম – স্বেচ্ছাসেবী কাজ, সামাজিক উদ্যোগ, নেতৃত্বের অভিজ্ঞতা—সবকিছু আপনার প্রোফাইলকে আলাদা করবে।
__

ডাটা সায়েন্সে এগিয়ে থাকতে শেখার কিছু গুরুত্বপূর্ণ দিক—
১. ডাটা সায়েন্স পরিচিতি
২. আর প্রোগ্রামিং ও ডাটা স্ট্রাকচার
৩. ডাটা ম্যানিপুলেশন ও ভিজুয়ালাইজেশন
৪. পরিসংখ্যান ও হাইপোথিসিস টেস্টিং
৫. মেশিন লার্নিং টুলবক্স, সুপারভাইজড লার্নিং, ক্লাসিফিকেশন, লজিস্টিক রিগ্রেশন
৬. কে-মিন ক্লাস্টারিং, কে-এন-এন

শেষ কথা: শুধু বইয়ের পড়া নয়—বাস্তব অভিজ্ঞতা, গবেষণা দক্ষতা, প্রোগ্রামিং টুলস এবং অতিরিক্ত কার্যক্রমই আপনাকে আলাদা করবে এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দেবে।
__

আপনি কোন নতুন দক্ষতা শিখছেন বা শিখতে চান? মন্তব্যে লিখে জানান। ডকুমেন্ট পেতে চাইলে নিচে জানান।


©Md. Rony Masud
Writer | Researcher & IELTS Instructor
লেখক: Research Book: 'গবেষণার অ আ ক খ' এবং IELTS Writing: '৭ দিনে ৭ পাবার কৌশল'

21/09/2025

স্কলারশিপের ৫৫% আবেদন বাতিল! কারণ CV আর SOP—সমাধান এই PDF! (নিচে হাজারখানেক PDF ডকুমেন্ট)
--
প্রতি বছর গড়ে (i) CV এর ঘাটতির কারণে : প্রায় ৩০% আবেদন বাতিল, (ii) SOP বা Personal Statement দুর্বল: প্রায় ২৫%, (iii) IELTS/GRE/GMAT/TOEFL কম স্কোর: প্রায় ২০%, (iv) দুর্বল Research Proposal: প্রায় ১৫%, (v) অন্যান্য (ডেডলাইন, রেফারেন্স, প্রুফরিডিং ইত্যাদি): প্রায় ১০%

সবচেয়ে বড় ভুল—অন্যের ড্রাফট কপি করে ব্যবহার করা। এটা উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। আজ আমি এমন এক শেয়ারড ড্রাইভ দিচ্ছি, যা আপনাকে নিজের শক্তিশালী ও আলাদা ডকুমেন্ট তৈরি করতে সহায়তা করবে। ড্রাইভে যা পাবেন মোঃ রনি মাসুদ

(i) CV টেমপ্লেট ও নমুনা – অ্যাকাডেমিক ও ইন্ডাস্ট্রি, ১ বা ২ পৃষ্ঠার
(ii) SOP/Personal Statement গাইড – স্ট্রাকচার, গল্প বলার কৌশল, সাধারণ ভুল
(iii) IELTS/GRE/GMAT/TOEFL প্রস্তুতি নোট – টার্গেট স্কোর প্ল্যান ও রিসোর্স
(iv) Research Proposal ব্লুপ্রিন্ট – সমস্যা, উদ্দেশ্য, পদ্ধতি, টাইমলাইন
(v) চেকলিস্ট ও রুব্রিক – নিজের স্কোরিং করে দুর্বলতা খুঁজে বের করার টুল

কার জন্য উপযোগী: আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদনকারী, মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারী, পিএইচডি ও স্কলারশিপ হান্টার, ও এক্সচেঞ্জ বা স্বল্পমেয়াদি বিদেশি প্রোগ্রামে আগ্রহীরা মোঃ রনি মাসুদ

এড়িয়ে চলুন
(i) রঙচঙে বা ছবি দেওয়া CV
(ii) জেনেরিক SOP (সবাইকে একই লেখা)
(iii) শেষ মুহূর্তে বানানো ডকুমেন্ট
(iv) প্রস্তুতি ছাড়া টেস্ট দেওয়া

শেয়ারড ড্রাইভ লিংক: কমেন্টে দেওয়া থাকবে। লিংক চাইলে 'Drive' লিখে কমেন্ট করুন—আমি রিপ্লাইতে পাঠাব। নিজের সত্যিকারের গল্প + শক্ত কাঠামো + প্রুফরিডিং—এই তিনটিই সাফল্যের চাবিকাঠি। এগিয়ে যান, পরিবর্তন শুরু হোক আজ থেকেই!


©Md. Rony Masud
Writer | Researcher & IELTS Instructor
লেখক: Research Book: 'গবেষণার অ আ ক খ' এবং IELTS Writing: '৭ দিনে ৭ পাবার কৌশল'

21/09/2025

This guy literally explains how to learn anything faster by starting simple:💡

📌 LINK IN COMMENT'S 👇🏽

21/09/2025

Prompt Engineering course link
👇

20/09/2025

IELTS এ 7+ স্কোর দরকার? এই পোস্টের রিসোর্স গুলোই গেম চেঞ্জার (হাজার খানেক ফ্রি PDF সহ)

IELTS প্রস্তুতিতে নিয়মিত অনুশীলন আর মানসম্মত রিসোর্সই পার্থক্য গড়ে দেয়। নিচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলো হতে প্রাপ্ত পিডিএফ আপনার স্কোর বাড়াতে দারুণ সহায়ক—

১. IELTS Buddy – সহজ ভাষায় টিপস ও প্রচুর প্র্যাকটিস ম্যাটেরিয়াল।

২. IELTS Simon – উচ্চমানের রাইটিং ও স্পিকিং আইডিয়া, বাস্তব পরীক্ষার মতো অনুশীলন।

৩. IELTS LIZ – স্টেপ-বাই-স্টেপ গাইড, নতুনদের জন্য বিশেষভাবে উপযোগী।

৪. IELTS Mentor – প্রচুর রিডিং ও রাইটিং মডেল আন্সার।

৫. IELTS Advantage – রাইটিং টাস্ক 2 এবং স্পিকিং-এর গভীর বিশ্লেষণ।

৬. Road to IELTS – ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল প্রস্তুতি কোর্স।

৭. E2 IELTS – ভিডিও টিউটোরিয়াল ও মক টেস্টের সমৃদ্ধ ভান্ডার।

কেন এই রিসোর্সগুলো গুরুত্বপূর্ণ: প্রতিটি প্ল্যাটফর্মে পরীক্ষার চারটি অংশ—Listening, Reading, Writing, Speaking—বিষয়ভিত্তিক কৌশলসহ শেখানো হয়। এখানে আছে প্র্যাকটিস টেস্ট, মডেল আন্সার, আর স্কোরিং-এর মানদণ্ডের সঙ্গে মিল রাখা গাইড, যা পরীক্ষার আসল ধাপগুলো সহজ করে তোলে।

IELTS কেন গুরুত্বপূর্ণ: উচ্চশিক্ষা, বিদেশে চাকরি কিংবা ইমিগ্রেশনের জন্য ইংরেজি দক্ষতার বিশ্বব্যাপী স্বীকৃত মানদণ্ড হলো IELTS। পৃথিবীর ১০,০০০-এর বেশি বিশ্ববিদ্যালয়, নিয়োগকর্তা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ এটি গ্রহণ করে। তাই ভালো স্কোর আপনার শিক্ষা ও ক্যারিয়ার উভয় ক্ষেত্রেই নতুন দরজা খুলে দেয়।

একজন শিক্ষক হিসেবে আমার অভিজ্ঞতা হলো—শুধু শব্দ মুখস্থ নয়, বরং সঠিক কৌশল ও ধারাবাহিক অনুশীলনই সাফল্যের মূল। সঠিক রিসোর্স ব্যবহার করলে ৭+ স্কোর একদম অর্জনযোগ্য।

Credit: ইউথ সোসাইটি ফর রিসার্চ এন্ড একশন


Md. Rony Masud
Writer | Researcher & IELTS Instructor
লেখক: Research Book: 'গবেষণার অ আ ক খ' এবং IELTS Writing: '৭ দিনে ৭ পাবার কৌশল'

Address

Kolkata
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when TF Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share