21/09/2025
স্কলারশিপের ৫৫% আবেদন বাতিল! কারণ CV আর SOP—সমাধান এই PDF! (নিচে হাজারখানেক PDF ডকুমেন্ট)
--
প্রতি বছর গড়ে (i) CV এর ঘাটতির কারণে : প্রায় ৩০% আবেদন বাতিল, (ii) SOP বা Personal Statement দুর্বল: প্রায় ২৫%, (iii) IELTS/GRE/GMAT/TOEFL কম স্কোর: প্রায় ২০%, (iv) দুর্বল Research Proposal: প্রায় ১৫%, (v) অন্যান্য (ডেডলাইন, রেফারেন্স, প্রুফরিডিং ইত্যাদি): প্রায় ১০%
সবচেয়ে বড় ভুল—অন্যের ড্রাফট কপি করে ব্যবহার করা। এটা উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। আজ আমি এমন এক শেয়ারড ড্রাইভ দিচ্ছি, যা আপনাকে নিজের শক্তিশালী ও আলাদা ডকুমেন্ট তৈরি করতে সহায়তা করবে। ড্রাইভে যা পাবেন মোঃ রনি মাসুদ
(i) CV টেমপ্লেট ও নমুনা – অ্যাকাডেমিক ও ইন্ডাস্ট্রি, ১ বা ২ পৃষ্ঠার
(ii) SOP/Personal Statement গাইড – স্ট্রাকচার, গল্প বলার কৌশল, সাধারণ ভুল
(iii) IELTS/GRE/GMAT/TOEFL প্রস্তুতি নোট – টার্গেট স্কোর প্ল্যান ও রিসোর্স
(iv) Research Proposal ব্লুপ্রিন্ট – সমস্যা, উদ্দেশ্য, পদ্ধতি, টাইমলাইন
(v) চেকলিস্ট ও রুব্রিক – নিজের স্কোরিং করে দুর্বলতা খুঁজে বের করার টুল
কার জন্য উপযোগী: আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদনকারী, মাস্টার্স প্রোগ্রামের আবেদনকারী, পিএইচডি ও স্কলারশিপ হান্টার, ও এক্সচেঞ্জ বা স্বল্পমেয়াদি বিদেশি প্রোগ্রামে আগ্রহীরা মোঃ রনি মাসুদ
এড়িয়ে চলুন
(i) রঙচঙে বা ছবি দেওয়া CV
(ii) জেনেরিক SOP (সবাইকে একই লেখা)
(iii) শেষ মুহূর্তে বানানো ডকুমেন্ট
(iv) প্রস্তুতি ছাড়া টেস্ট দেওয়া
শেয়ারড ড্রাইভ লিংক: কমেন্টে দেওয়া থাকবে। লিংক চাইলে 'Drive' লিখে কমেন্ট করুন—আমি রিপ্লাইতে পাঠাব। নিজের সত্যিকারের গল্প + শক্ত কাঠামো + প্রুফরিডিং—এই তিনটিই সাফল্যের চাবিকাঠি। এগিয়ে যান, পরিবর্তন শুরু হোক আজ থেকেই!
—
©Md. Rony Masud
Writer | Researcher & IELTS Instructor
লেখক: Research Book: 'গবেষণার অ আ ক খ' এবং IELTS Writing: '৭ দিনে ৭ পাবার কৌশল'