TF Insider

TF Insider insider and Analytics

10/09/2025

chat gpt ব্যবহার করে বানিয়ে নাও অসাধারণ সিভি, যা তোমাকে চাকরি পেতে অনেক সহায়তা করবে নিচে

সিভি বানানোর জন্য ১০টি prompt দেয়া হলো 👇

06/09/2025

chatgpt or Gemini তে নিজের একটি সেলফি আপলোড করুন তারপর নিচের prompt গুলো দিন, আপনার চেহারা বিশ্লেষণ করে chatgpt আপনার স্বাস্থ্য সম্পর্কে নানা ধরনের তথ্য দিবে
Do it right now🤩

আপনি কি কখনো ভেবেছেন, বিজ্ঞান পড়াশোনা যদি শুধু বই আর তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাতে-কলমে করা যেত, তাহলে কেমন হতো?ক...
06/09/2025

আপনি কি কখনো ভেবেছেন, বিজ্ঞান পড়াশোনা যদি শুধু বই আর তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাতে-কলমে করা যেত, তাহলে কেমন হতো?

কোনো ল্যাব বা যন্ত্রপাতি ছাড়াই ঘরে বসেই যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেওয়া যেত?

ঠিক এমনই এক অসাধারণ সুযোগ দিতে ২০০২ সালে নোবেল বিজয়ী Carl Wieman-এর উদ্যোগে University of Colorado Boulder-এ প্রতিষ্ঠিত হয় PhET (Physics Education Technology)।

এই সাইটে নেই কোনো একঘেয়ে লেকচার। বরং এখানে রয়েছে নানা ধরনের simulation ও interactive experiment। প্রতিটি PhET Simulation তৈরি করা হয়েছে শিক্ষা-গবেষণার ভিত্তিতে। এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শিক্ষার্থীরা সহজেই একটি গেমের মতো পরিবেশে এক্সপ্লোরেশন ও ডিসকভারি করতে করতে শিখতে পারে।

এটি ইতিমধ্যেই ১৩১টিরও বেশি ভাষায় অনুবাদের সুবিধা প্রদান করছে।

এখানে আপনি পাবেন ফিজিক্স, ম্যাথ ও স্ট্যাটিস্টিকস, কেমিস্ট্রি, আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, বিদ্যুৎ, তরঙ্গ, Gene Expression এবং বায়োলজি শেখার সুযোগ। ফলে বিজ্ঞানের প্রায় সব শাখার মৌলিক বিষয় এখানে সহজেই শেখা যায়।

শুধু শিক্ষার্থীই নয়, শিক্ষকদের জন্যও রয়েছে অসংখ্য রিসোর্স। যেমন প্রতিটি সিমুলেশনের জন্য বিশেষ টিপস, ভিডিও প্রাইমার, টিচিং রিসোর্স এবং শিক্ষকদের শেয়ার করা লেকচার।

এটি সম্পূর্ণ ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত।

🔗 লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে!!

--------------
Written by Azizul Haque

01/09/2025

প্রযুক্তির এই যুগে আমরা দিনের অনেকটা সময় মোবাইল ব্যবহার করি। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় Facebook, Instagram বা এ ধরনের অ্যাপে। অথচ সেই একই সময় যদি আমরা কিছু উপকারী মোবাইল অ্যাপে ব্যয় করি, তবে সময়টা সত্যিই কাজে লাগানো যায়। আজ এমন কিছু মোবাইল অ্যাপের নাম শেয়ার করছি, যেগুলো নিয়মিত ব্যবহার করলে ব্যক্তিগত উন্নয়ন, ক্যারিয়ার অগ্রগতি এবং শেখার মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে।

1. Quora
এটি একটি জনপ্রিয় প্রশ্নোত্তরের সামাজিক প্ল্যাটফর্ম। এখানে সারা বিশ্বের মানুষ প্রতিদিন নানা ধরনের প্রশ্ন করে এবং অন্যরা সেই প্রশ্নের উত্তর দেয়। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্যারিয়ার, জীবনধারা সব বিষয় নিয়েই এখানে আলোচনা হয়। আপনি চাইলে নিজেও প্রশ্ন করতে পারেন এবং বিশেষজ্ঞ বা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে উত্তর পেতে পারেন। আবার অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের জ্ঞানও শেয়ার করতে পারবেন।

2. LinkedIn
Facebook-এর মতো হলেও এটি মূলত পেশাজীবী মানুষের নেটওয়ার্ক। এখানে আপনি নিজের প্রোফাইল বানিয়ে চাকরি খুঁজতে পারবেন, রিক্রুটারদের সাথে যুক্ত হতে পারবেন এবং নিজেকে পেশাদারভাবে উপস্থাপন করতে পারবেন।

3. ResearchGate
ResearchGate হলো একটি academic networking platform। এখানে researcher রা research paper শেয়ার করতে, প্রশ্নোত্তর করতে এবং একে অপরের সাথে collaboration করতে পারে। এখানে ২০ মিলিয়নের বেশি researcher ও ১৫০ মিলিয়নের বেশি publication রয়েছে।

4. Arduino Science Journal
এখানে গবেষণা, বৈজ্ঞানিক তথ্য এবং নতুন নতুন আবিষ্কার সহজভাবে উপস্থাপন করা হয়। অ্যাপে ছবিসহ ব্যাখ্যা থাকে। ফলে তথ্য মনে রাখা সহজ হয়। শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি একধরনের মোবাইল সায়েন্স ম্যাগাজিন।

5. R Discovery
এখানে সহজেই সর্বশেষ ও প্রাসঙ্গিক research paper পাওয়া যায়। প্রতিদিন Wiley, Springer Nature, Sage এবং Taylor & Francis-এর মতো শীর্ষ publisher থেকে 5,000+ new article যুক্ত হয়।

6. Google NotebookLM
এটি একটি AI-powered note-taking এবং research assistant app। এতে PDF, website ও video আপলোড করা যায়, সরাসরি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় এবং audio summary শোনা যায়।

7. Pocket
ইন্টারনেটে সার্ফ করার সময় আমরা অনেক লিঙ্ক, আর্টিকেল বা ভিডিও পাই যেগুলো তখনই পড়া সম্ভব হয় না। সেই লিঙ্কগুলো আপনি সহজেই Pocket-এ সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সেগুলো পড়তে পারবেন। এতে কোনো তথ্য হারিয়ে যায় না এবং পড়াশোনার সময় দরকারি কনটেন্ট এক জায়গায় গুছিয়ে রাখা সম্ভব হয়।

8. TED Talks
এখানে অভিজ্ঞ মানুষ, গবেষক, উদ্যোক্তা এবং আবিষ্কারকরা ছোট ছোট বক্তৃতার মাধ্যমে তাদের আইডিয়া ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, মনোবিজ্ঞানসহ নানাবিষয় নিয়ে এখানে আলোচনা হয়। TED Talks অ্যাপ ব্যবহার করলে আপনি সারা বিশ্বের সেরা চিন্তাবিদদের মতামত জানতে পারবেন। এটি আপনার চিন্তাকে প্রসারিত করবে।

9. Photomath
গণিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার অ্যাপ। কেবল সমস্যার ছবি তুললেই Photomath ধাপে ধাপে সমাধান দেখাবে। এটি শুধু উত্তরই দেয় না, বরং সমাধানের প্রতিটি ধাপ সহজভাবে ব্যাখ্যা করে। ফলে গণিত শেখা অনেক সহজ হয়ে যায়। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য Photomath অত্যন্ত উপকারী প্ল্যাটফর্ম।

10. Intelligent CV
professional সিভি তৈরি করা অনেকের কাছেই কঠিন কাজ। Intelligent CV অ্যাপ ব্যবহার করলে এই কাজ সহজ হয়ে যায়। এখানে থাকা বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে কয়েক মিনিটেই সুন্দর, পরিপূর্ণ এবং আকর্ষণীয় রেজুমে তৈরি করা যায়। শিক্ষার্থী, নতুন চাকরিপ্রার্থী কিংবা অভিজ্ঞ পেশাজীবী সবার জন্যই এটি একটি অত্যন্ত উপকারী অ্যাপ।

11. Sticky Notes + Widgets
এই অ্যাপের মাধ্যমে ক্লাস বা লেকচারের সময় গুরুত্বপূর্ণ বিষয় সহজেই দ্রুত লিখে রাখা যায়। নোটগুলো হোমস্ক্রিনে উইজেট আকারে রাখা যায়, ফলে সহজেই চোখে পড়ে। পড়াশোনা কিংবা অফিসের কাজ গুছিয়ে রাখতে এটি একটি কার্যকর অ্যাপ।

12. My Study Life
এটি শিক্ষার্থীদের জন্য তৈরি একটি পূর্ণাঙ্গ অ্যাপ। এখানে ক্লাসের শিডিউল, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, পরীক্ষা এবং রিমাইন্ডার একসাথে সংরক্ষণ ও পরিচালনা করা যায়।

13. DetoxLock
মোবাইল আসক্তি আজকের দিনে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী সবার জন্যই একটি বড় সমস্যা। এই অ্যাপে আপনি নির্দিষ্ট একটি সময়ের জন্য আপনার ফোন লক করে রাখতে পারবেন। সেই সময় ফোন রিস্টার্ট করলেও আনলক হবে না। ফলে নির্দিষ্ট সময়টুকু পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে পারবেন।

14. Coursera, Udemy, edX
এগুলো বিশ্বসেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আপনি প্রযুক্তি, ব্যবসা, ভাষা, বিজ্ঞান, ডেটা অ্যানালাইসিসসহ সব বিষয়ে কোর্স করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নের জন্য এই প্ল্যাটফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

15. Oxford Dictionary & Thesaurus
ইংরেজি শেখার জন্য অপরিহার্য একটি ডিকশনারি। এখানে শুধু শব্দের অর্থ নয়, সঠিক উচ্চারণ, বাক্যে ব্যবহারের উদাহরণ এবং সমার্থক শব্দও পাওয়া যায়।

16. ABA English
ভিডিও দেখে ইংরেজি শেখার ভিন্নধর্মী এক অ্যাপ। প্রতিটি ভিডিও শেষে আপনাকে summary লিখতে হয় এবং যা শিখেছেন তা প্রকাশ করতে হয়। এতে শুধু শোনা নয়, লেখার দক্ষতাও বাড়ে।

17. Talk English Standard
ইংরেজি শেখার জন্য অসাধারণ একটি অ্যাপ। এখানে কনভারসেশন প্র্যাকটিস, লেখার টিপস, ব্যাকরণ এবং দৈনন্দিন প্রয়োজনীয় বাক্য শেখানো হয়। যারা ইংরেজি শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এটি আদর্শ একটি অ্যাপ।

18. Duolingo & Beelinguapp
ভাষা শেখার জন্য জনপ্রিয় দুটি অ্যাপ। Duolingo-তে সহজ গেমের মতো করে নতুন ভাষা শেখানো হয়। আর Beelinguapp মূলত গল্প, অডিওবুক এবং টেক্সট সাইড-বাই-সাইড প্রদর্শনের মাধ্যমে ভাষা শেখার সুযোগ দেয়। যারা বিদেশি ভাষায় দক্ষ হতে চান, তাদের জন্য এই দুটি অ্যাপ খুবই কার্যকর।

19. Google Play Books & Audiobooks
যারা বই পড়ার সময় পান না, তাদের জন্য অডিওবুক দারুণ সমাধান। এখানে বিভিন্ন বইয়ের অডিও পাওয়া যায়। ভ্রমণ বা বিশ্রামের মুহূর্তে অডিওবুক দারুণ সঙ্গী।

20. BookMingle
এটি বই শেয়ারের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই অ্যাপে আপনি নিজের পড়া বই অন্য কারও সঙ্গে শেয়ার করতে পারবেন এবং তাদের বই পড়ার সুযোগ পাবেন।

---------------
লিখেছেন Azizul Haque

31/08/2025

🌍 সেরা ১০টি রিমোট জব খোঁজার ওয়েবসাইট

আজকের দিনে রিমোট জব কেবল ট্রেন্ড নয়, বরং ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত। চলুন দেখে নেওয়া যাক এমন ১০টি নির্ভরযোগ্য ওয়েবসাইট, যেখানে আসল ও মানসম্মত রিমোট চাকরির সুযোগ পাবেন—

**1. FlexJobs** ([https://www.flexjobs.com](https://www.flexjobs.com))
রিমোট জব খোঁজার জন্য অন্যতম সেরা প্ল্যাটফর্ম। ৫০টিরও বেশি ক্যাটাগরিতে ভেরিফায়েড জব খুঁজে পাওয়া যায়—ফ্রিল্যান্স থেকে ফুল-টাইম সবই আছে।

**2. We Work Remotely** ([https://weworkremotely.com](https://weworkremotely.com))
বিশ্বের সবচেয়ে বড় রিমোট জব কমিউনিটিগুলোর একটি। প্রোগ্রামিং, ডিজাইন, কাস্টমার সার্ভিসসহ বিভিন্ন ক্যাটাগরিতে নিয়মিত চাকরির আপডেট পাওয়া যায়।

**3. Remote.co** ([https://remote.co](https://remote.co))
শুধু রিমোট কাজের জন্য তৈরি সাইট। মার্কেটিং, সেলস, ডেভেলপমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রের বাছাই করা সুযোগ এখানে লিস্টেড থাকে।

**4. Working Nomads** ([https://lnkd.in/g_bU4GFQ](https://lnkd.in/g_bU4GFQ))
ডিজিটাল প্রফেশনালদের জন্য আদর্শ। সাইটটি সরাসরি আপনার ইনবক্সে বাছাই করা রিমোট জব পাঠিয়ে দেয়।

**5. Jobspresso** ([https://jobspresso.co](https://jobspresso.co))
টেক, মার্কেটিং, লেখালেখি ও কাস্টমার সাপোর্টের মতো সেক্টরে ম্যানুয়ালি রিভিউ করা উচ্চমানের রিমোট জব পাবেন এখানে।

**6. JustRemote** ([https://justremote.co](https://justremote.co))
আসল রিমোট কোম্পানির সাথে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ। এর “PowerSearch” ফিচার হিডেন জব অপশন খুঁজে বের করতে সাহায্য করে।

**7. Pangian** ([https://pangian.com](https://pangian.com))
বড়সড় রিমোট জব কমিউনিটি। এখানে শুধু কাজ নয়, নেটওয়ার্কিংয়েরও সুযোগ পাবেন।

**8. Wellfound (AngelList)** ([https://wellfound.com](https://wellfound.com))
স্টার্টআপে কাজ করতে আগ্রহীদের জন্য উপযুক্ত। টেক স্টার্টআপগুলোতে সহজেই চাকরির আবেদন করা যায় এই প্ল্যাটফর্ম থেকে।

**9. Virtual Vocations** ([https://lnkd.in/g6KXeb6G](https://lnkd.in/g6KXeb6G))
বিভিন্ন টেলিকমিউটিং বা রিমোট পজিশন এখানে লিস্টেড থাকে। পেইড সাবস্ক্রিপশন নিলে হাজারো চাকরির সুযোগ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়।

**10. Himalayas** ([https://himalayas.app](https://himalayas.app))
এখানে রিমোট কোম্পানির বিস্তারিত প্রোফাইলসহ চাকরির তালিকা থাকে। ফলে কাজের পরিবেশ ও কালচারের সাথে মিলিয়ে কোম্পানি বেছে নেওয়া সহজ হয়।

👉 ক্যারিয়ারের নতুন দিগন্তে যাত্রা করতে চাইলে এই প্ল্যাটফর্মগুলো ভিজিট করতে ভুলবেন না।



-

Send a message to learn more

31/08/2025

Just চিন্তা করেন যে - যদি আপনার ব্রাউজারেই এমন একজন থাকতো যে আপনার হয়ে আর্টিকেল পড়ে সারসংক্ষেপ করে দেবে, ইমেইল লিখে দেবে, এমনকি ওয়েবসাইটের ভেতর থেকেও আপনার জন্য কাজ করে দেবে?

বিখ্যাত AI কোম্পানি Anthropic নিয়ে এলো (এখনো পাবলিক না অবশ্য) তাদের যুগান্তকারী ক্রোম এক্সটেনশন "Claude for Chrome"!

সোর্স - https://www.anthropic.com/news/claude-for-chrome

কী কী করতে পারবেন এই গুগল ক্রোম টুলটা দিয়ে?

- ঝটপট সামারি: যেকোনো লম্বা আর্টিকেল, নিউজ বা রিসার্চ পেপার খুলে পড়ার সময় নেই? ক্লডকে বলুন, এক নিমিষে মূল বিষয়বস্তু আপনার সামনে হাজির করে দিবে!

- সহজেই লেখালেখি করতে পারবেন: ইমেইলের ড্রাফট, মিটিং-এর এজেন্ডা বা কোনো ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখা—সবকিছুতেই ক্লড আপনার পার্সোনাল রাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে।

- ব্রাউজারের ভেতরেই অ্যাকশন-টেকিং সিস্টেম থাকবে: এটাই সবচেয়ে দারুণ ফিচার! Claude শুধু আপনার স্ক্রিনই দেখতে পাবে না বরং আপনার নির্দেশে ওয়েবসাইটের ফর্ম পূরণ করা, বাটন ক্লিক করা বা ক্যালেন্ডার ম্যানেজ করার মতো কাজও করতে পারবে!

- ১০০% নিরাপত্তা ও নিয়ন্ত্রণ: আপনার ডেটার নিয়ন্ত্রণ আপনার হাতেই! কোন ওয়েবসাইটে ক্লডকে অ্যাক্সেস দেবেন, তা আপনিই ঠিক করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ, যেমন কেনাকাটা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ক্লড সবসময় আপনার অনুমতি নেবে।

Anthropic বর্তমানে ১,০০০ জন ব্যবহারকারীকে নিয়ে এই এক্সটেনশনটি পরীক্ষা করছে এবং খুব শীঘ্রই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সুতরাং ব্রাউজিং এবং অনলাইন কাজের অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত হয়ে যান :)

যদি ক্লড এর পেইড সাবস্ক্রাইবার হন, তাইলে ওয়েটলিস্টে যোগ দিতে পারেন আর্লি এক্সেস এর জন্যে।

#এআই #ব্রাউজার #টেকনিউজ

30/08/2025

Learn AI for FR€€.

Stanford University is offering FR€€ online courses.

Here are 8 courses you don't want to miss in 2025⤵️

১০০+ AI টুল, যেগুলো ব্যবহার করে আপনারা যেকোনো কাজ করতে পারবেন।🧠 চ্যাটবট:👇- ChatGPT- Claude- DeepSeek- Gemini- Grok- Meta...
30/08/2025

১০০+ AI টুল, যেগুলো ব্যবহার করে আপনারা যেকোনো কাজ করতে পারবেন।

🧠 চ্যাটবট:👇

- ChatGPT

- Claude

- DeepSeek

- Gemini

- Grok

- Meta AI

- MS Copilot

- Perplexity

🎨 ছবি (Image):👇

- Adobe Firefly

- DALL-E

- FLUX.1

- Ideogram

- Midjourney

- Recraft

- Stable Diffusion

✍️ লেখা (Writing):👇

- Copy.AI

- Grammarly

- Jasper

- JotBot

- Quarkle

- Quillbot

- Rytr

- Sudowrite

- Writesonic

📊 প্রেজেন্টেশন:👇

- Beautiful.AI

- Gamma

- Pitch

- Plus

- PopAI

- Presentation.AI

- Slidesgo

- Tome

📑 স্প্রেডশিট:👇

- Bricks

- Formula Bot

- Gigasheet

- Rows AI

- SheetAI

🤖 এআই এজেন্ট:👇

- Emergent

🗓️ শিডিউলিং:👇

- Calendly

- Clockwise

- Motion

- Reclaim AI

- Taskade

- Trevor AI

📋 ম্যানেজমেন্ট:👇

- Mem

- Notion

- Tettra

👨‍💻 কোডিং:👇

- Askcodi

- Codiga

- Cursor

- GitHub Copilot

- Qodo

- Replit

- Tabnine

🗣️ মিটিং:👇

- Avoma

- Equal Time

- Fathom

- Fellow.App

- Fireflies

- Krisp

- Otter

🎥 ভিডিও:👇

- Dreamina

- VEED

- Invideo AI

- Kling

- Krea AI

- LTX Studio

- Luma AI

- Pika AI

- Runway

- Sora

📧 ইমেইল:👇

- Clippit.AI

- Friday

- Mailmaestro

- Shortwave

- Superhuman

⚡ অটোমেশন:👇

- Integrately

- Make

- Monday.com

- N8n

- Wrike

- Zapier

🎨 ডিজাইন:👇

- AutoDraw

- Canva

- Design.com

- Framer

- Microsoft Designer

- Uizard

📊 ডেটা:👇

- Deckpilot

- Flourish

- Julius

- Visme

- Zing Data

Streamline workflows across projects, CRM, IT, and development and gain clear visibility to make strategic decisions with confidence.

150+ AI Tools: 2025 Edition2. Presentation- Prezi- Pitch- PopAi- Slides AI- Abacus AI3. Website- Dora- Wegic- 10Web- Fra...
30/08/2025

150+ AI Tools: 2025 Edition

2. Presentation

- Prezi
- Pitch
- PopAi
- Slides AI
- Abacus AI

3. Website

- Dora
- Wegic
- 10Web
- Framer
- Durable

4. Writing

- Rytr
- Jasper
- Copy AI
- Textblaze
- Sudowrite
- Writesonic

5. AI Model

- RenderNet
- Glambase App

6. Meeting

- Tldv
- Krisp
- Otter
- Avoma
- Fireflies

7. Chatbot

- Poe
- Claude
- Gemini
- ChatGPT
- HuggingChat

8. Automation

- ClickUp
- Drift
- Outreach
- Emplifi
- Phrasee

9. UI/UX

- Uizard
- Visily
- Khroma
- Galileo AI
- VisualEyes

10. Image

- Stylar
- Freepik
- Phygital+
- StockIMG
- Bing create

11. Video

- Pictory
- HeyGen
- Nullface
- Decohere
- Synthesia

12. Design

- Looka
- Clipdrop
- Autodraw
- Vance AI
- Designs AI

13. Marketing

- AdCopy
- Predis AI
- Howler AI
- Bardeen AI
- AdCreative

আমরা সবাই Zapier চিনি। এক অ্যাপের সাথে আরেক অ্যাপকে কানেক্ট করে দেয়। জোশ একটা জিনিস, তাই না? আমরা সবাই ChatGPT-কেও চিনি।...
30/08/2025

আমরা সবাই Zapier চিনি। এক অ্যাপের সাথে আরেক অ্যাপকে কানেক্ট করে দেয়। জোশ একটা জিনিস, তাই না?

আমরা সবাই ChatGPT-কেও চিনি। ঘণ্টার পর ঘণ্টা ওর সাথে কথা বলা যায়, কাজ করানো যায়। সে-ও জোশ জিনিস।

এখন কল্পনা করুন... যদি এই দুইটা জিনিস একসাথে মিশে যায়?

Zapier + ChatGPT = ?

যেই জিনিসটা হবে, সেটার নাম Lindy AI. :)

মাথা নষ্ট হয়ে গেলো, তাই না? ওয়েট... কাহিনী তো কেবল শুরু।

এটা শুধু automation না। শুধু "এটা হলে ওটা করবে" টাইপের if-then রুলস না।

This is AI that thinks.
This is AI that decides.
This is AI that runs your business operations.
..মানে, আপনার ব্যবসা চালানোর জন্য আর হয়তো জলজ্যান্ত মানুষের দরকারই হবে না!

"Meet your first AI employee" – এটাই Lindy-র ট্যাগলাইন।

ব্যাপারটা বুঝিয়ে বলি।

ধরুন, আপনার একটা পেইজ আছে। ইনবক্সে শ'য়ে শ'য়ে মেসেজ আসে। আপনি রিপ্লাই দিতে দিতে শেষ।

Lindy AI কী করবে? ও শুধু রোবটের মতো একটা অটো-রিপ্লাই দেবে না। ও আপনার আগের সব মেসেজ, আপনার ব্যবসার সব ডকুমেন্ট (knowledge base) থেকে নিজে নিজে শিখবে।

কাস্টমারের মেসেজ পড়ে, তার সমস্যা বুঝে, এমনভাবে রিপ্লাই দেবে, মনে হবে আপনি নিজেই দিয়েছেন!

আরও শুনবেন?

মিটিংয়ে আপনার হয়ে নোট নেবে: আপনি বসের ঝাড়ি খান বা ক্লায়েন্টের লেকচার শোনেন, Lindy আপনার "second brain" হয়ে মিটিংয়ের সব নোট নেবে, সামারি বানাবে, এমনকি মিটিং শেষে ফলো-আপ ইমেইলও ড্রাফট করে রাখবে!

আপনার ইনবক্স খালি রাখবে: কোন ইমেইলটা জরুরি, কোনটা স্প্যাম, কোনটার কী রিপ্লাই দিতে হবে... সব ও সামলাবে। আপনি সকালে উঠে দেখবেন, আপনার সব প্রয়োজনীয় ইমেইলের রিপ্লাই ড্রাফট করা আছে, আপনাকে শুধু সেন্ড বাটনে ক্লিক করতে হবে।

সেলস আর লিড জেনারেট করবে: ইন্টারনেট ঘেঁটে আপনার জন্য কাস্টমার খুঁজে বের করবে, তাদের সাথে নিজে থেকেই কথা বলে লিড কোয়ালিফাই করবে, এমনকি পার্সোনালাইজড আউটরিচ ইমেইলও পাঠাবে!

বিশ্বাস হচ্ছে না, তাই তো? হওয়ার কথাও না। মনে হচ্ছে সায়েন্স ফিকশন মুভি দেখছি।

কিন্তু ভাই, This is the future of workflows.

হা হা হা ......এটাই বাস্তব।

আপনার কোম্পানির সেলস, কাস্টমার সাপোর্ট, এইচআর (Recruiting), ইমেইল ম্যানেজমেন্ট... সবকিছু দেখার জন্য আপনি এখন AI এমপ্লয়ি হায়ার করতে পারেন। এমন একজন এমপ্লয়ি, যে দিনে ২৪ ঘণ্টা, বছরে ৩৬৫ দিন কাজ করে। ছুটি নেয় না, বেতন বাড়াতে বলে না, আর বসের সাথে তর্কও করে না! 😜

অবশ্যই, এতে অনেকের চাকরি নিয়ে টানাটানি পড়বে। একটা বিরাট পরিবর্তন আসবে মার্কেটে। But technology waits for no one.

আপনি কি এই ভবিষ্যতের জন্য প্রস্তুত?

শেয়ার :)

29/08/2025

🔖 10015.io – All Online Tools in One Box

🧰 Discover 1000+ free online tools for developers, designers, writers, students & more – all in one place!
No more bookmark clutter. This is your personal productivity toolbox with everything from converters, formatters, code tools, text tools, image editors, and more.

💡 Clean, simple, and super useful for everyday tasks!

26/08/2025

Embarking on the journey of writing a children's book is a creative and rewarding endeavor. From a captivating idea to the final illustrated pages, here's a guide to help you navigate the process.
1. Understanding Your Audience and the Market
Before you start writing, it's essential to know who you're writing for and what's popular in the current market.
Age Categories are Key: Children's books are segmented into specific age groups, each with its own characteristics:
Board Books (Ages 0-3): These are durable books with simple concepts, bright colors, and very few words (under 300). They often focus on teaching basic concepts like ABCs, shapes, and colors.[1][2]
Picture Books (Ages 3-8): With a word count typically under 1,000 words, these books rely heavily on illustrations to tell the story.[1][3] The standard length is 32 to 40 pages.[4]
Early Readers (Ages 5-8): These books act as a bridge between picture books and chapter books for children who are beginning to read independently. They feature simpler language and sentence structure, with a word count around 1,200 words.[4]
Chapter Books (Ages 7-9): These are the first foray into longer narratives for young readers. They feature short chapters, a straightforward plot, and can range from 5,000 to 15,000 words.[1][4]
Middle-Grade Books (Ages 8-12): These novels are more complex, with developed characters, subplots, and themes. The word count can range from 30,000 to 80,000 words.[2][4]
Young Adult (YA) Books (Ages 13-18): Targeting teenagers, these books explore more mature themes and complex narratives, with word counts typically between 50,000 and 80,000 words.[3][4]
Current Trends: For 2025, several themes are gaining prominence in children's literature:
Diversity and Inclusion: Stories that reflect a variety of cultures, backgrounds, and experiences are in high demand.[5][6][7]
Mental Health and Emotional Well-being: Books that address feelings like anxiety, self-esteem, and resilience in an accessible way are becoming increasingly important.[5][8][9]
Environmental Themes: Stories that touch on sustainability, nature, and climate change are resonating with young readers.[5][8][9]
STEM (Science, Technology, Engineering, and Math): Books that make these subjects fun and engaging are popular.[5][6]
2. Crafting a Compelling Story
At the heart of every great children's book is a well-told story.
Essential Elements:
Unforgettable Characters: Create characters that children can relate to and root for. Often, the protagonist is slightly older than the target reader.[10][11] Animals and even magical beings are popular choices, but they should act and speak like children in the target age group.[11][12]
A Simple, Meaningful Plot: A good children's story has a clear beginning, middle, and end.[10] It should present a problem or challenge for the main character to overcome.[10] While the story should be simple enough for the age group to understand, it should also have a lesson or a positive message without being preachy.[10][12]
Engaging Language: The language should be age-appropriate.[13][14] For younger children, rhyming can be effective if done well, with consistent rhythm and syllable counts.[7][10] Reading your story aloud is a great way to check its flow.[13]
3. The Writing and Illustrating Process
Bringing your story to life involves several key steps.
Writing your Manuscript:
Outline your story: Before you start writing, have a clear idea of your plot.[15]
Write the first draft: Don't worry about perfection in the first go. The goal is to get the story down on paper.[13][15]
Revise and edit: This is a crucial step. Read your manuscript aloud to catch awkward phrasing. Check for plot holes and ensure your characters' actions are believable. Getting feedback from others can be very helpful.[11][16]
The Importance of Illustrations: For picture books and early readers, illustrations are just as important as the text.[14] The art sets the tone of the book and helps to tell the story.[17]
Finding an Illustrator: If you are not an artist yourself, you may need to hire an illustrator. You can find illustrators on platforms like Upwork, Fiverr, and the Society of Children's Book Writers and Illustrators (SCBWI).[13]
Storyboarding: A storyboard can help you and your illustrator plan how the text and images will work together on each page.[17]
4. Getting Your Book Published
Once you have a polished manuscript and illustrations, you have two main paths to publication:
Traditional Publishing:
This involves submitting your manuscript to publishing houses. Many larger publishers only accept submissions through literary agents.[18]
However, there are some publishers who accept unsolicited manuscripts directly from authors.[19] Some examples include Holiday House and Cardinal Rule Press.[19]
If a publisher accepts your book, they will handle the editing, printing, distribution, and marketing.[13]
Self-Publishing:
With self-publishing, you are in control of the entire process, from editing and design to marketing and distribution.[16]
Platforms like Amazon Kindle Direct Publishing (KDP) and IngramSpark are popular choices for self-publishing children's books.[20][21]
While self-publishing gives you more creative control and a larger share of the royalties, you are also responsible for all the costs and the effort of marketing your book.[21]
Writing a children's book is a journey that requires creativity, dedication, and an understanding of your young audience. By following these steps, you can turn your idea into a story that will be cherished by children for years to come.
Sources
help
miriamlaundry.com
bookriot.com
getyourbookillustrations.com
marykole.com
thebrightagency.com
lincolnwrites.co.uk
qinprinting.com
usillustrations.com
miriamlaundry.com
kindlepreneur.com
jerichowriters.com
letterreview.com
jerryjenkins.com
friesenpress.com
thebusybirds.com
48hrbooks.com
luminarepress.com
jerichowriters.com
thejohnfox.com
youtube.com
quora.comEmbarking on the journey of writing a children's book is a creative and rewarding endeavor. From a captivating idea to the final illustrated pages, here's a guide to help you navigate the process.
1. Understanding Your Audience and the Market
Before you start writing, it's essential to know who you're writing for and what's popular in the current market.
Age Categories are Key: Children's books are segmented into specific age groups, each with its own characteristics:
Board Books (Ages 0-3): These are durable books with simple concepts, bright colors, and very few words (under 300). They often focus on teaching basic concepts like ABCs, shapes, and colors.[1][2]
Picture Books (Ages 3-8): With a word count typically under 1,000 words, these books rely heavily on illustrations to tell the story.[1][3] The standard length is 32 to 40 pages.[4]
Early Readers (Ages 5-8): These books act as a bridge between picture books and chapter books for children who are beginning to read independently. They feature simpler language and sentence structure, with a word count around 1,200 words.[4]
Chapter Books (Ages 7-9): These are the first foray into longer narratives for young readers. They feature short chapters, a straightforward plot, and can range from 5,000 to 15,000 words.[1][4]
Middle-Grade Books (Ages 8-12): These novels are more complex, with developed characters, subplots, and themes. The word count can range from 30,000 to 80,000 words.[2][4]
Young Adult (YA) Books (Ages 13-18): Targeting teenagers, these books explore more mature themes and complex narratives, with word counts typically between 50,000 and 80,000 words.[3][4]
Current Trends: For 2025, several themes are gaining prominence in children's literature:
Diversity and Inclusion: Stories that reflect a variety of cultures, backgrounds, and experiences are in high demand.[5][6][7]
Mental Health and Emotional Well-being: Books that address feelings like anxiety, self-esteem, and resilience in an accessible way are becoming increasingly important.[5][8][9]
Environmental Themes: Stories that touch on sustainability, nature, and climate change are resonating with young readers.[5][8][9]
STEM (Science, Technology, Engineering, and Math): Books that make these subjects fun and engaging are popular.[5][6]
2. Crafting a Compelling Story
At the heart of every great children's book is a well-told story.
Essential Elements:
Unforgettable Characters: Create characters that children can relate to and root for. Often, the protagonist is slightly older than the target reader.[10][11] Animals and even magical beings are popular choices, but they should act and speak like children in the target age group.[11][12]
A Simple, Meaningful Plot: A good children's story has a clear beginning, middle, and end.[10] It should present a problem or challenge for the main character to overcome.[10] While the story should be simple enough for the age group to understand, it should also have a lesson or a positive message without being preachy.[10][12]
Engaging Language: The language should be age-appropriate.[13][14] For younger children, rhyming can be effective if done well, with consistent rhythm and syllable counts.[7][10] Reading your story aloud is a great way to check its flow.[13]
3. The Writing and Illustrating Process
Bringing your story to life involves several key steps.
Writing your Manuscript:
Outline your story: Before you start writing, have a clear idea of your plot.[15]
Write the first draft: Don't worry about perfection in the first go. The goal is to get the story down on paper.[13][15]
Revise and edit: This is a crucial step. Read your manuscript aloud to catch awkward phrasing. Check for plot holes and ensure your characters' actions are believable. Getting feedback from others can be very helpful.[11][16]
The Importance of Illustrations: For picture books and early readers, illustrations are just as important as the text.[14] The art sets the tone of the book and helps to tell the story.[17]
Finding an Illustrator: If you are not an artist yourself, you may need to hire an illustrator. You can find illustrators on platforms like Upwork, Fiverr, and the Society of Children's Book Writers and Illustrators (SCBWI).[13]
Storyboarding: A storyboard can help you and your illustrator plan how the text and images will work together on each page.[17]
4. Getting Your Book Published
Once you have a polished manuscript and illustrations, you have two main paths to publication:
Traditional Publishing:
This involves submitting your manuscript to publishing houses. Many larger publishers only accept submissions through literary agents.[18]
However, there are some publishers who accept unsolicited manuscripts directly from authors.[19] Some examples include Holiday House and Cardinal Rule Press.[19]
If a publisher accepts your book, they will handle the editing, printing, distribution, and marketing.[13]
Self-Publishing:
With self-publishing, you are in control of the entire process, from editing and design to marketing and distribution.[16]
Platforms like Amazon Kindle Direct Publishing (KDP) and IngramSpark are popular choices for self-publishing children's books.[20][21]
While self-publishing gives you more creative control and a larger share of the royalties, you are also responsible for all the costs and the effort of marketing your book.[21]
Writing a children's book is a journey that requires creativity, dedication, and an understanding of your young audience. By following these steps, you can turn your idea into a story that will be cherished by children for years to come.
Sources
help
miriamlaundry.com
bookriot.com
getyourbookillustrations.com
marykole.com
thebrightagency.com
lincolnwrites.co.uk
qinprinting.com
usillustrations.com
miriamlaundry.com
kindlepreneur.com
jerichowriters.com
letterreview.com
jerryjenkins.com
friesenpress.com
thebusybirds.com
48hrbooks.com
luminarepress.com
jerichowriters.com
thejohnfox.com
youtube.com
quora.com

Send a message to learn more

Address

Kolkata
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when TF Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share