05/08/2025
*আপনার সাহায্য বাঁচিয়ে দেবে একটি প্রাণ*
দুটি কিডনিই নষ্ট… বাঁচতে চায় ২০ বছরের বনজিৎ!
মাত্র ২০ বছর বয়স… জীবনের সবচেয়ে বড় স্বপ্ন দেখার সময়টা যুদ্ধে পরিণত হয়েছে।
স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার… বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর…হঠাৎ সেই স্বপ্নটা আজ বেঁচে থাকার লড়াইয়ে থমকে গেছে।
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুঁড়ো পাশলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুন্ডি গ্রামের বনজিৎ প্রামাণিক আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে।
দুটো কিডনিই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
বাঁচতে হলে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন।
🩺 প্রতি সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস,
🩸 শরীরে জল জমে মাসে ২ বার বের করতে হয়,
📉 দিন দিন খারাপ হচ্ছে শারীরিক অবস্থা।
ডাক্তাররা বলছেন—আর দেরি করা যাবে না।
💸 চিকিৎসার মোট খরচ: ১৫-১৬ লক্ষ টাকা!
দিনমজুর বাবা উদয় প্রামাণিকের পক্ষে এই টাকা জোগাড় করা কার্যত অসম্ভব।
তবু হাল ছাড়েনি পরিবার, বন্ধুরা, প্রতিবেশীরা।
এবার আপনার পালা…
🙏 বনজিতের মায়ের কাতর আবেদন
“আমার ছেলে দেশের জন্য কিছু করতে চেয়েছিল, এখন নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করছে। আপনারা চা, সিগারেট বা বিড়ির পেছনে যেটুকু খরচ করেন, সেই টাকাটাই একদিন না খরচ করে আমার ছেলের চিকিৎসায় দিন। আপনার ১০ টাকাও ওর প্রাণ বাঁচাতে পারে।”
🤝 চলুন, আমরা সবাই মিলেই বনজিতের জীবনটা ফিরিয়ে আনি।
📌 আপনার ৫০ টাকা, ১০০ টাকা... হয়তো একটা তরুণ প্রাণকে নতুন জীবন দেবে।
বনজিৎ এর বাবার একাউন্ট QR কোড দেওয়া হল।
900 239 3607 ফোনপে নম্বর
আমার কমেন্টে গিয়ে পেমেন্ট স্ক্রিনশট দিতে পারেন।
কোন ব্যক্তি সুপরামর্শ দিতে চাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করুন Indian National Congress - West Bengal Adhikari Modi police #মুর্শিদাবাদ #স্বেচ্ছাসেবী সংগঠন Bengal