Mtv Bharat

Mtv Bharat Breaking News

18/08/2025

Domkal news: পাট চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো খারিজি মাদ্রাসা শিক্ষক (আলেম)

এক মঞ্চে বাম কংগ্রেস বিজেপি! বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মনোজ চক্রবর্তী জামির মোল্লা একমঞ্চে...
17/08/2025

এক মঞ্চে বাম কংগ্রেস বিজেপি! বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মনোজ চক্রবর্তী জামির মোল্লা

একমঞ্চে বিজেপি বাম কংগ্রেস! একমঞ্চে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র , প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী, সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। প্রয়াত বহরমপুরের প্রাক্তন আরএসপি সাংসদ প্রমথেশ মুখার্জির স্বরণসভা আয়োজন করা হয় রবিবার বিকেলে বহরমপুরে ঋত্বিকসদনে। সেই স্মরণসভায় উপস্থিত ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা।

17/08/2025

Humayun Kabir: ফের বিস্ফোরক হুমায়ুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবির কে ধমক দিয়েছে! ভুঁইফোঁড় নেতারা প্রচার করছে, কাকে কটাক্ষ হুমায়ুনের?

16/08/2025

অধীর বাবু যতদিন ছিলেন "আমরা নিতাম দিয়ে অধীর বাবুকে দিতাম, এখন হয়তো তিনি পাচ্ছেন না, এখন নিয়মটা বদলে গেছে" ! মুখ খুলবো নাকি? গরুর পয়সা কে নিতো?

15/08/2025

স্বাধীনতা দিবসের দিনে মহিলা রক্তদান শিবির ক্ষুদিরাম পাঠাগারে, বহরমপুরে

15/08/2025

Independence day: জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে মুর্শিদাবাদে!

15/08/2025

বহরমপুর পৌরসভার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনে সাংসদ ইউসুফ পাঠান

14/08/2025

রাহুল গান্ধী ডেকেছে তু তু করে চলে গেছে , অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ অধীর চৌধুরীর

বন্যার কবলে ঝিল্লি!ফের বেড়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর। জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে মুর্শিদাবাদের...
12/08/2025

বন্যার কবলে ঝিল্লি!

ফের বেড়েছে ব্রাহ্মণী ও দ্বারকা নদীর জলস্তর। জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে শুরু করেছে মুর্শিদাবাদের খরগ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। জল ঢুকেছে বসত বাড়ি থেকে জলের তলায় রয়েছে প্রধান রাস্তা‌ বছরের পর বছর ভোট আসে প্রতিশ্রুতি আসে গ্রামে কিন্তু বর্ষার সময় প্রত্যেক বছর এই ছবি দেখা যায়। মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকের ঝিল্লি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকার প্রায় দশটি বুথ এখন একদম জলমগ্ন । প্রশাসনের পক্ষ থেকে নদী লাগুয়া বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে অনেকেই নিজেদের ভিটেবাড়ি ছেরে ঠাঁই নিয়েছে উঁচু কোন জায়গায়। তবে এখনো পর্যন্ত এই এলাকায় পৌঁছায়নি কোন সরকারি ত্রাণ বা সাহায্য কার্যত এই এলাকায় একটি পাকা সেতু ও সরকারি ত্রাণের দাবি এলাকার বাসিন্দাদের।
ঝিল্লি পঞ্চায়েত প্রধানের স্বামী মইনুদ্দিন মন্ডল বলেন বন্যায় ব্যাপক সমস্যায় গ্রামের মানুষ এদিকে পঞ্চায়েত প্রধানের স্বামী নিজেই জানাচ্ছেন পঞ্চায়েত থেকে দূর্গত মানুষদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্লক থেকে সুবিধা বলতে শুধুই একটি স্পিডবোর্ড আজ আনা হয়েছে তাছাড়া কোনরকম ত্রাণ বা প্রাথমিক চিকিৎসা বা কোনরকম সুযোগ-সুবিধা বন্যা কবলিত দেওয়া হচ্ছে না গ্রামের বাসিন্দাদের।

09/08/2025

Nadia news: আশ্রমের শিষ্য সেজে মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য

08/08/2025

West Bengal Police: সমাজ মাধ্যমে গুজব বা উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকুন, সাম্প্রদায়িক উস্কানি মূলক পোস্ট করলেই কড়া পদক্ষেপ

*আপনার সাহায্য বাঁচিয়ে দেবে একটি প্রাণ*দুটি কিডনিই নষ্ট… বাঁচতে চায় ২০ বছরের বনজিৎ!মাত্র ২০ বছর বয়স… জীবনের সবচেয়ে বড় স...
05/08/2025

*আপনার সাহায্য বাঁচিয়ে দেবে একটি প্রাণ*

দুটি কিডনিই নষ্ট… বাঁচতে চায় ২০ বছরের বনজিৎ!
মাত্র ২০ বছর বয়স… জীবনের সবচেয়ে বড় স্বপ্ন দেখার সময়টা যুদ্ধে পরিণত হয়েছে।

স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার… বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর…হঠাৎ সেই স্বপ্নটা আজ বেঁচে থাকার লড়াইয়ে থমকে গেছে।

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুঁড়ো পাশলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুন্ডি গ্রামের বনজিৎ প্রামাণিক আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে।

দুটো কিডনিই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

বাঁচতে হলে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন।

🩺 প্রতি সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস,
🩸 শরীরে জল জমে মাসে ২ বার বের করতে হয়,
📉 দিন দিন খারাপ হচ্ছে শারীরিক অবস্থা।
ডাক্তাররা বলছেন—আর দেরি করা যাবে না।

💸 চিকিৎসার মোট খরচ: ১৫-১৬ লক্ষ টাকা!
দিনমজুর বাবা উদয় প্রামাণিকের পক্ষে এই টাকা জোগাড় করা কার্যত অসম্ভব।
তবু হাল ছাড়েনি পরিবার, বন্ধুরা, প্রতিবেশীরা।
এবার আপনার পালা…
🙏 বনজিতের মায়ের কাতর আবেদন
“আমার ছেলে দেশের জন্য কিছু করতে চেয়েছিল, এখন নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করছে। আপনারা চা, সিগারেট বা বিড়ির পেছনে যেটুকু খরচ করেন, সেই টাকাটাই একদিন না খরচ করে আমার ছেলের চিকিৎসায় দিন। আপনার ১০ টাকাও ওর প্রাণ বাঁচাতে পারে।”

🤝 চলুন, আমরা সবাই মিলেই বনজিতের জীবনটা ফিরিয়ে আনি।

📌 আপনার ৫০ টাকা, ১০০ টাকা... হয়তো একটা তরুণ প্রাণকে নতুন জীবন দেবে।

বনজিৎ এর বাবার একাউন্ট QR কোড দেওয়া হল।
900 239 3607 ফোনপে নম্বর

আমার কমেন্টে গিয়ে পেমেন্ট স্ক্রিনশট দিতে পারেন।
কোন ব্যক্তি সুপরামর্শ দিতে চাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করুন Indian National Congress - West Bengal Adhikari Modi police #মুর্শিদাবাদ #স্বেচ্ছাসেবী সংগঠন Bengal

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Mtv Bharat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mtv Bharat:

Share