05/11/2024
🌸🌼🌸🌼মানব জীবের চিন্তা চেতনা 🌼🌸🌼🌸
👉মানুষ পাপ করে ভাবে আমাকে কেউ দেখছে না। আমার পাপ কর্মের কোনো স্বাক্ষী বা প্রমাণ নেই। এই মানসিকতায় মানুষ পাপে জড়ায়। অধর্ম, অনাচার ও অন্যায় কাজে লিপ্ত হয়।🙏
👉হিন্দু সনাতন ধর্মে উল্লেখ আছে মানুষ এই জড় জগতে বিনা দ্বিধায় ইচ্ছাকৃত ভাবে ও অনিচ্ছাকৃত ভাবে নানা রকম পাপকার্যে লিপ্ত হয় । তাই অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন উথাপন করেছেন , তা হল জীবাত্মা পাপকৰ্ম করতে চায় না , তবুও মানুষ পাপকৰ্ম করতে বাধ্য হয় কেন?🙏
👉উত্তরে ভগবান শ্ৰীকৃষ্ণ বললেন , “ হে অর্জুন ! রজোগুণ থেকে উৎপন্ন কাম হচ্ছে সেই শক্তি যা মানুষকে এই রকম পাপকৰ্মে প্ৰবৃত্ত করে । কাম ক্ৰোধে পরিণত হয় এবং জীবকে অধঃপতিত করে । কাম সর্বগ্রাসী , মহা পাপময় ; জেনে রেখো যে , কামই জীবের প্রধান শত্ৰু । 🥀🥀
আগুন যেমন ধূমে আবৃত থাকে , আয়না যেমন ময়লায় আবৃত থাকে , তেমনই প্রতিটি বদ্ধ জীবসত্তা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আচ্ছাদিত থাকে । 🥀🥀
হে অর্জুন ! কামরুপ চিরশত্ৰুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত থাকে । এই কাম সৰ্বগ্ৰাসী অনলের মতো চির - অতৃপ্ত।
কামের আশ্ৰয়স্থল হচ্ছে ইন্দ্ৰিয়সমূহ , মন এবং বুদ্ধি ।
কাম এদের মাধ্যমে দেহাভিমানী জীবের প্রকৃত জ্ঞানকে আবৃত করে রাখে , আর জীবকে বিমোহিত করে।
অতএব হে ভারতশ্ৰেষ্ঠ ! তুমি ইন্দ্ৰিয়গুলিকে সংযত কর ; এইভাবে সমুদয় জ্ঞান - বিজ্ঞান নাশক পাপের প্রতীক এই কামকে বিনষ্ট কর । অৰ্জুন , তা অসম্ভব নয় । স্থুল জড় পদার্থের থেকে চক্ষু , কৰ্ণাদি ইন্দ্ৰিয়গুলি শ্ৰেষ্ঠ । ইন্দ্ৰিয়ের থেকে মন আরও শক্তিশালী , মনের থেকে বুদ্ধি শ্ৰেষ্ঠ , আর বুদ্ধি থেকেও শ্ৰেষ্ঠ হচেছ আত্মা । 🥀🥀
আত্মা জড় ইন্দ্ৰিয় , মন ও বুদ্ধির অতীত অপ্ৰাকৃত । অতএব হে মহাবাহো ! নিজেকে চিন্ময় , স্কুল জড় ইন্দ্ৰিয়াদির অতীত জেনে , অপ্ৰাকৃত বুদ্ধির সাহায্যে ভগবৎ - পরায়ণ হয়ে নিকৃষ্ট - বৃত্তি এই দুৰ্জয় কাম-শত্রুকে জয় কর''। (গীতা ৩/৩৬-৪৩)
👉এইভাবে পরমেশ্বর ভগবান শ্ৰীকৃষ্ণ দুৰ্জয় শত্ৰু কামকে বিনষ্ট করার পন্থা অর্জুনকে উপদেশ দিলেন । ইন্দ্ৰিয় , মন ও বুদ্ধি হচ্ছে কামের আশ্ৰয় স্থান । মন হচ্ছে ভোগবাসনা করার পাপকেন্দ্ৰ । প্ৰথমে ইন্দ্ৰিয় উপভোগের চিন্তায় মন চঞ্চল হয় । বিক্ষুব্ধ মনে কাম প্ৰবৃত্তির উদয় হয় এবং বুদ্ধি ও কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে । এইভাবে জীবের জ্ঞান লোপ পায় এবং সে আত্মবিস্মৃত হয়ে নানা পাপ কর্মে লিপ্ত হয়।🙏
শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, কলিযুগে আত্মবিস্মৃত মনকে ভগবানের চরনে সমর্পিত করে তার অপ্রাকৃত নাম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা উচিত।
''হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে''।।🙏
🌸🌸। হরেকৃষ্ণ।🌼🌼
🌸🌸। জয় শ্রীকৃষ্ণ।🌼🌼
🌸🌸। জয় সনাতন ধর্ম।🌼🌼
🌸🌸কৃষ্ণা রাই 🌻🌼🌸📖 🖊️
াংলা #কৃষ্ণনাম