Kundu Kompani

Kundu Kompani Kundu Kompani a concoction of technology & heritage.

We are promoting and spreading Bengal's pride, culture, essence to the global audience following trends and tastes.

27/08/2023

বিনয়ের বছর তিনেকের মেয়ে তিন্নি নিজে নিজেই যখন তখন নূপুর আঁকতে শুরু করেছে মাস কয়েক হলো। তাকে না কি তার উমাদিদি নুপূর আঁকতে শিখিয়েছে। তবে তার এই উমা দিদি যে কে আর কোথায় থাকে তার হদিশ পায় না তিন্নির বাবা মা।

এই বিনয়ের কলিগ
অসীমদের গ্রামে এক পুকুর আছে। লোকে তাকে রক্তপুকুর নামেই ডাকে। ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে গ্রাম দেবতার পূজার দিন নিশুতি রাতে জমিদার রায়েদের এই পুকুরের কানা ছাপিয়ে না কি জলের বদলে টলটল করে রক্ত। সেই পুকুর দেখতে অসীমের সাথে তাদের গ্রামে রওনা দেয় বিনয়।

রওনা দেবার আগে তিন্নিকে কোলে নিয়ে আদর করার সময় তিন্নি বলে, ' আমার নুপূর আনতে যাচ্ছ তাই না বাবাই?'

রক্তপুকুর দেখতে গিয়ে ফেলে আসা কোন সে অতীতের সম্মুখীন হয়েছিল বিনয় জানতে গেলে শুনতে হবে রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প, 'নুপূর'।

09/08/2023

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কুন্ডু কোম্পানির '৮0' তম নিবেদন

"নীল আতঙ্ক'
লেখক 'সত্যজিৎ রায়'

আসছে আগামী রবিবার কুন্ডু কোম্পানির ইউটিউব চ্যানেলে ।

04/06/2023

এক গ্রাম। দুই কিশোর। নদীর বাঁক। আর সেই বাঁকে...

একটা মৃতদেহ। কোনওদিন দেখা যায়। কোনওদিন যায় না।

সত্যিই কি দেহ? না কি দৃষ্টিবিভ্রম?

জানতে হলে অবশ্যই শুনতে হবে, ঐষিক মজুমদারের গল্প...

নদীর ধারে।

গল্পটির লিংক নিচে দেওয়া রইল

https://openinapp.co/xnghg

এক গ্রাম। দুই কিশোর। নদীর বাঁক। আর সেই বাঁকে...একটা মৃতদেহ। কোনওদিন দেখা যায়। কোনওদিন যায় না।সত্যিই কি দেহ? না কি দৃষ্...
29/05/2023

এক গ্রাম। দুই কিশোর। নদীর বাঁক। আর সেই বাঁকে...

একটা মৃতদেহ। কোনওদিন দেখা যায়। কোনওদিন যায় না।

সত্যিই কি দেহ? না কি দৃষ্টিবিভ্রম?

উত্তর নিয়ে আসছে, ঐষিক মজুমদারের গল্প...

নদীর ধারে।

22/05/2023

" টোপ " .... সর্বজনবিদিত ও অধুনা সর্বাধিক চর্চিত শব্দ গুলোর মধ্যে অন্যতম । আমরা সবাই কোন না কোন সময়, কোন না কোন ভাবে, কারো দ্বারা "টোপের" শিকার । অনেক সময় হয়তো জেনে বুঝে ও ; হয়তো আর কোন উপায়ান্ত না খুঁজে পেয়ে।
সমাজের উঁচু শ্রেণির মানুষ থাকে শুরু করে , ক্ষমতাসীন প্রত্যেকটি মানুষ, তাঁর ক্ষমতার তুচ্ছ বহিঃপ্রকাশ করবার জন্য এই "টোপ" সাজিয়ে রাখতে ভালোবাসেন; জানেন এর ফাঁদে মানুষ পরতে বাধ্য । সমস্ত কিছু বুঝতে পারার পর যেখানে সাধারন মানুষের রক্তাশ্রু, ঠিক সেখানেই, ওই সমস্ত শ্রেণীর মানুষগুলোর উল্লাস, দম্ভ ,গর্বের ঠুঁটো অহংকার।
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এরকমই একটি জনপ্রিয় গল্প হলো "টোপ"। গল্পটি থেকে সামান্য কিছু অংশ এখানে দেওয়া রইল, আপনারা আমাদের নতুন চ্যানেলের এই গল্পটি সম্পূর্ণ শুনে আমাদের মতামত জানাবেন, আমরা আশায় রইলাম।

https://openinapp.co/kzbjg

Soham Bagchi , Iman Chandra Arup Bera Sabyasachi Mukherjee Devyaanti Dalai Abir Ghosh Rupam Gupta Swarnajit Biswas Anubhab Sengupta Rama Kundu

https://openinapp.co/kzbjg

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমাদের নিবেদন .......https://openinapp.co/ht5q0
06/05/2023

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমাদের নিবেদন .......

https://openinapp.co/ht5q0

01/05/2023

লেট দেয়ার বি লাইট!

সৃষ্টির শুরুর লগ্নে অপার অন্ধ শূন্যতার মাঝে ধ্বনিত হয়েছিল এই উদাত্ত বাণী। কিন্তু সে কি শুধু একবার?

না কি বারেবারেই ধ্বংস হয়ে যায় এই সভ্যতা, আর তখন সেই সভ্যতার প্রতিভূ কেউ হয়ে ওঠে ঈশ্বরের প্রতিস্পর্ধী? সর্বব্যাপী ধ্বংসের মাঝে কোথাও সংগোপনে বসে সে সৃষ্টি করে নতুন প্রাণ, নতুন সভ্যতার উপাদান? তার সৃষ্ট প্রথম মানুষের মস্তিষ্কে রোপণ করে নানান কুসংস্কারের বীজ, যা আসলে প্রতিকূল পরিবেশের ছোবল থেকে বাঁচতে সেই আদিম, অসহায় মানুষের রক্ষাকবচ?

আর সমস্ত আয়োজন যখন সম্পূর্ণ হয়, তখন কি সেই নব্য সৃষ্টিকর্তা আবেগহীন কেজো গলায় আবার উচ্চারণ করে সেই অমোঘ বাণী?

লেট দেয়ার বি লাইট।
...উত্তর নিয়ে আসছে এই গল্প। শূন্য থেকে শুরু।

শুনতে হলে অবশ্যই নজর রাখতে হবে kundu Kompani 2.0 ইউটিউব চ্যানেলে ।

লেখক Oeeshik Majumder

https://openinapp.co/18huv

গল্পটির ইউটিউব লিংক দেওয়া রইল আপনারা গল্পটির সম্পূর্ণ শুনে আমাদের উপস্থাপনা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।

Priya Chakraborty Ritwik Chakraborty Sanchari Bhattacharyya Anujoy Chattopadhyay Sangita Duary Souvik Das Soham Bagchi Iman Chandra Swarnajit Biswas Devyaanti Dalai

30/04/2023

লেট দেয়ার বি লাইট!

সৃষ্টির শুরুর লগ্নে অপার অন্ধ শূন্যতার মাঝে ধ্বনিত হয়েছিল এই উদাত্ত বাণী। কিন্তু সে কি শুধু একবার?

না কি বারেবারেই ধ্বংস হয়ে যায় এই সভ্যতা, আর তখন সেই সভ্যতার প্রতিভূ কেউ হয়ে ওঠে ঈশ্বরের প্রতিস্পর্ধী? সর্বব্যাপী ধ্বংসের মাঝে কোথাও সংগোপনে বসে সে সৃষ্টি করে নতুন প্রাণ, নতুন সভ্যতার উপাদান? তার সৃষ্ট প্রথম মানুষের মস্তিষ্কে রোপণ করে নানান কুসংস্কারের বীজ, যা আসলে প্রতিকূল পরিবেশের ছোবল থেকে বাঁচতে সেই আদিম, অসহায় মানুষের রক্ষাকবচ?

আর সমস্ত আয়োজন যখন সম্পূর্ণ হয়, তখন কি সেই নব্য সৃষ্টিকর্তা আবেগহীন কেজো গলায় আবার উচ্চারণ করে সেই অমোঘ বাণী?

লেট দেয়ার বি লাইট।
...উত্তর নিয়ে আসছে এই গল্প। শূন্য থেকে শুরু।

আসছে আগামীকাল কুন্ডু কোম্পানির ২.০ ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল চারটের সময়

28/04/2023
24/04/2023

আপনারা যারা আমাদের পরিবারের সুহৃদয় বন্ধু, যারা কুন্ডু কোম্পানির শ্রোতা , তাদেরকে কে জানাই যে নতুন কিছু করবার প্রয়াসে আমরা আমাদের YouTube e স্থান পরিবর্তন করছি ।

নতুন চ্যানেলটি লিংক নিচে দেওয়া রইল আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের লড়াইয়ে আমাদের সহযাত্রী হয়ে উঠুন ।

সবকিছুই এক থাকবে শুধুমাত্র জায়গার পরিবর্তন।

https://youtu.be/ZtsRWYW0ypk

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Kundu Kompani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kundu Kompani:

Share

Category