27/08/2023
বিনয়ের বছর তিনেকের মেয়ে তিন্নি নিজে নিজেই যখন তখন নূপুর আঁকতে শুরু করেছে মাস কয়েক হলো। তাকে না কি তার উমাদিদি নুপূর আঁকতে শিখিয়েছে। তবে তার এই উমা দিদি যে কে আর কোথায় থাকে তার হদিশ পায় না তিন্নির বাবা মা।
এই বিনয়ের কলিগ
অসীমদের গ্রামে এক পুকুর আছে। লোকে তাকে রক্তপুকুর নামেই ডাকে। ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে গ্রাম দেবতার পূজার দিন নিশুতি রাতে জমিদার রায়েদের এই পুকুরের কানা ছাপিয়ে না কি জলের বদলে টলটল করে রক্ত। সেই পুকুর দেখতে অসীমের সাথে তাদের গ্রামে রওনা দেয় বিনয়।
রওনা দেবার আগে তিন্নিকে কোলে নিয়ে আদর করার সময় তিন্নি বলে, ' আমার নুপূর আনতে যাচ্ছ তাই না বাবাই?'
রক্তপুকুর দেখতে গিয়ে ফেলে আসা কোন সে অতীতের সম্মুখীন হয়েছিল বিনয় জানতে গেলে শুনতে হবে রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প, 'নুপূর'।