
24/08/2025
ক বি তা ও স মা জ ক থা -শ্রাবণের সহচর
অগ্রদূত সাহিত্য পরিবার নিবেদিত পত্রিকার তৃতীয় সংখ্যাতে রয়েছে কিছু মনোমুগ্ধকর কবিতা ও সমাজে ঘটে চলা কিছু ঘটনা নিয়ে সমাজকথা।
এই গুলো পড়তে শীঘ্রই পত্রিকাটি সংগ্রহ করুন।
এছাড়াও পত্রিকার এই সংখ্যাতে রয়েছে অনেক আকর্ষণীয় কিছু লেখনী এবং বিভাগ যেমন সমাজকথা, স্মৃতিচারণ, ভ্রমণ কাহিনী, উপন্যাস, রান্নাবান্না, চিঠি এছাড়াও আরও অনেক কিছু। কথা দিতে পারি সংগ্রহ করলে আপনি হতাশ হবেন না।
শ্রাবণে বৃষ্টি ঝরুক! আর মেঘের সহচর বৃষ্টির সেই অগুন্তি ফোঁটার ন্যায়, আপনারাও বইয়ের সহচর হয়ে থাকুন আজীবন।
পত্রিকা : শ্রাবণের সহচর
সম্পাদক : অভিরূপ শর্মা চৌধুরী
সহ-সম্পাদক : কুশল সামুই
নিবেদনে : অগ্রদূত সাহিত্য পরিবার
মুদ্রিত মূল্য : 200 টাকা
বিক্রয় মূল্য : 140 টাকা
*ডেলিভারি চার্জ অতিরিক্ত 50 টাকা
পত্রিকা সংগ্রহ করতে WhatsApp করুন 9051059792 নম্বরে।
#শ্রবণের_সহচর
#অগ্রদূত_সাহিত্য_পত্রিকা