02/06/2025
রইলো লেখা আহ্বান
#দেবলোক_নগরী_ভারতবর্ষ
#প্রবন্ধ_সংকলন
চারুকলা আর্ট উইংস্ থেকে আসছে অভিরূপ শর্মা চৌধুরী ও কুশল সামুই সম্পাদিত "দেবলোক নগরী, ভারতবর্ষ" প্রবন্ধ সংকলন আগামী জুলাই মাসে।
📣 লেখা পাঠানোর নিয়মাবলী
• “দেবলোক নগরী,ভারতবর্ষ” বইটি ISBN যুক্ত এবং হার্ড বাইন্ডিং আকারে হবে।
• বইটিতে ভারতের মন্দির বিষয়ক প্রবন্ধ অনধিক ১৬০০-২০০০ শব্দের মধ্যে লেখা গ্রহণযোগ্য।
• লেখা পাঠানোর সময় প্রবন্ধের নাম, লেখকের নাম, ঠিকানা ও ফোন নম্বর সহযোগে লেখা পাঠাবেন মেইল মারফত।
• আপনার লেখা মন্দির বিষয়ক অন্তত দুটি ছবি ও ছবির উৎস সহযোগে পাঠাবেন।
• লেখক-লেখিকাদের আমরা লেখক কপি দিতে অপারগ। লেখা নির্বাচিত হলে একটি বই সংগ্রহ করার অনুরোধ রইল। (সৌজন্য মূল্য ২৪০ টাকা)
• যাদের লেখা মনোনীত হবে তাদের জন্য মানপত্র ও মেডেল প্রদান করা হবে এবং বাড়িতে ডেলিভারির ব্যবস্থা থাকছে। (ডাক মাশুল অতিরিক্ত ৬০ টাকা)
• লেখা পাঠানোর শেষ তারিখ ২৬ শে জুন,২০২৫
• বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হবে জুলাই মাসে।
• বইটিতে লেখা পাঠান [email protected]
বই : দেবলোক নগরী,ভারতবর্ষ
সম্পাদনায় - অভিরূপ শর্মা চৌধুরী ও কুশল সামুই
প্রচ্ছদ - রাখী সিকদার
প্রকাশনায় - চারুকলা আর্ট উইংস্
মূল্য - ২৪০ টাকা
#বর্ষা_যাপনে_চারুকলা