Social media news123

Social media news123 Meme, fact, Viral News- ভিন্ন স্বাদের খবর, Motivation

19/12/2024

সড়ক দুর্ঘটনায় ভারত শীর্ষে।

18/12/2024

রাজ্যের নতুন প্রকল্প।

17/12/2024

অ্যামাজন থেকে কেনা যাবে গাড়ি।

গ্রাহক হারাচ্ছেন Jio, Airtel ও Viভারতের টেলিকম সেক্টরে বড়সড় পরিবর্তন। BSNL-এর 5g লঞ্চ ঘোষণার পর, Jio, Airtel এবং Vi-এর...
01/12/2024

গ্রাহক হারাচ্ছেন Jio, Airtel ও Vi

ভারতের টেলিকম সেক্টরে বড়সড় পরিবর্তন। BSNL-এর 5g লঞ্চ ঘোষণার পর, Jio, Airtel এবং Vi-এর থেকে প্রায় ১৫ মিলিয়নেরও বেশি গ্রাহক BSNL-এ যোগ দিচ্ছেন। এর মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে, বড় কোম্পানিগুলোর সাম্প্রতিক রিচার্জের দাম বৃদ্ধি।আর সেই জায়গায় গ্রাহকদের আকর্ষণ করতে BSNL নিয়ে এসেছে কম খরচে আকর্ষণীয় প্ল্যান।BSNL ইতিমধ্যেই ২৫ লাখ নতুন গ্ৰাহক পেয়েছেন।এবং ২.৫ লাখ গ্রাহক MNP-এর মাধ্যমে তাদের নেটওয়ার্কে চলে এসেছেন। ২০২৫ সালের 5g লঞ্চকে সামনে রেখে BSNL ধীরে ধীরে বড় শক্তি হয়ে উঠছে।

মধ্যপ্রদেশের ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন।বলিউডের গুণী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি এখন মধ্যপ্রদেশের মুখ। জানেন, কী...
28/11/2024

মধ্যপ্রদেশের ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন।

বলিউডের গুণী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি এখন মধ্যপ্রদেশের মুখ। জানেন, কীভাবে তিনি মধ্যপ্রদেশের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন?
পঙ্কজ ত্রিপাঠি, যিনি তাঁর অসাধারণ অভিনয় দক্ষতার জন্য বিখ্যাত, এখন থেকে মধ্যপ্রদেশ ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি আর সৌন্দর্য তুলে ধরতে তাঁর যোগদান নতুন মাত্রা যোগ করবে। এই বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করেছেন রবি জৈন এবং পর্যবেক্ষণ করেছেন বিশাল ভরদ্বাজ।

স্যাটেলাইট পরিষেবা চালু করল BSNL।ভারতের প্রথম সরাসরি স্যাটেলাইট পরিষেবা চালু করল BSNL। এখন ব্যবহারকারীরা কোনো সেলুলার বা...
27/11/2024

স্যাটেলাইট পরিষেবা চালু করল BSNL।

ভারতের প্রথম সরাসরি স্যাটেলাইট পরিষেবা চালু করল BSNL। এখন ব্যবহারকারীরা কোনো সেলুলার বা WiFi নেটওয়ার্ক ছাড়াই জরুরি কল করতে পারবেন, SOS মেসেজ পাঠাতে পারবেন এবং UPI পেমেন্ট করতে পারবেন। বিশেষ করে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এই নতুন সেবা চালু করা হয়েছে। ভারতের যোগাযোগ ব্যবস্থায় এটি একটি নতুন মাইলফলক।

সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা কে?ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এখন আল্লু অর্জুন। রিপোর্ট অনুযায়ী, আল...
26/11/2024

সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা কে?

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা এখন আল্লু অর্জুন। রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর জন্য চার্জ করেছেন ৩০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ পারিশ্রমিকের মাধ্যমে তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হয়ে উঠেছেন। তবে এখনো পর্যন্ত কোনো Official ঘোষণা আসেনি। এই রিপোর্টটি শুধুমাত্র গুজব হিসেবে গণ্য করা হচ্ছে।

মেয়েদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। ভারতের মেয়েদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। মেন্সট্রুয়াল হাইজিন নিয়ে এবার বড় উদ্যোগ...
25/11/2024

মেয়েদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

ভারতের মেয়েদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। মেন্সট্রুয়াল হাইজিন নিয়ে এবার বড় উদ্যোগ—জানেন কী?২০২৪ সালের ২ নভেম্বর থেকে ভারতের সমস্ত সরকারি ও অনুমোদিত স্কুলে শুরু হয়েছে মেন্সট্রুয়াল হাইজিন পলিসি। এই নীতির অধীনে স্কুলছাত্রীরা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে হাইজিন কিট। শুধু তাই নয়, শেখানো হবে পরিবেশবান্ধব এবং নিরাপদ মেন্সট্রুয়াল পদ্ধতি।এটি শুধু স্বাস্থ্য রক্ষা নয়, সমাজের মেন্সট্রুয়াল কুসংস্কার দূর করে মেয়েদের স্বাভাবিক জীবনযাত্রা এবং শিক্ষায় অংশগ্রহণে সাহায্য করবে।এই উদ্যোগ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে বাস্তবায়িত হয়েছে।

বড় সন্তানের IQ বেশি, প্রমানিত গবেষণায়।সাম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে বাড়ির বড় সন্তানদের IQ সাধারণত ছোট সন্তানদের...
24/11/2024

বড় সন্তানের IQ বেশি, প্রমানিত গবেষণায়।

সাম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে বাড়ির বড় সন্তানদের IQ সাধারণত ছোট সন্তানদের চেয়ে বেশি হয়। ২,৪১,০০০ পরিবারের ওপর চালানো একটি গবেষণায় দেখা গেছে বাড়ির বড় সন্তানদের গড় IQ স্কোর ছিল ১০৩.২, সে তুলনায় বাড়ির ছোট সন্তানদের IQ কিছুটা কম। গবেষকরা মনে করেন, পরিবারের মনোযোগ এবং দায়িত্ববোধের পার্থক্যের কারণে বাড়ির বড় সন্তানরা এই বাড়তি সুবিধা পায়। যদিও এই IQ পার্থক্য খুব একটা বড় নয়, তবুও এটি শিক্ষাগত ও পেশাগত জীবনে প্রভাব ফেলতে পারে।

2024 এর সেরা পুরুষ কে হলেন?এ বছরের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জন ক্রাসিনস্কি। ‘দ্...
23/11/2024

2024 এর সেরা পুরুষ কে হলেন?

এ বছরের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জন ক্রাসিনস্কি। ‘দ্য অফিস’ এবং ‘এ কোয়াইট প্লেস’ সিনেমার মাধ্যমে সবার প্রিয় হয়ে ওঠা জন ক্রাসিনস্কিকে এই খেতাব দিয়েছে ‘পিপল’ ম্যাগাজিন। এখন তার বয়স ৪৫ বছর।
তিনি তার স্ত্রী এমিলি ব্লান্ট এবং দুই মেয়েকে নিয়ে ব্রুকলিনে থাকেন।

আবিষ্কার হল স্তন ক্যান্সারের ভ্যাকসিন।
22/11/2024

আবিষ্কার হল স্তন ক্যান্সারের ভ্যাকসিন।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social media news123 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category