
13/05/2024
বরুণ-এর বোলিং যদি একটু ভাল করে দেখেন তবে দেখবেন ওর বলে কোন ব্যাটার ই শট নিতে পারেছে না, শট নিতে গেলেই মিস হিট হয়ে যাছে বা লাইন মিস করছে। এবং বরুণের পারফর্ম IPL ভীষণ রকম ভাবে উপরের দিকে যাচ্ছে । ও সত্যি এবারের IPL এর এক অমুল্য রতন হয়ে উঠেছে ।
ব্রেড লি বললনে - " বরুণ এমন যায়গায় বল ফেলে যাচ্ছে যে ওই যায়গায় বলের লাইনে গিয়ে বড় শট খেলতে হলে অনেক বড় ঝুঁকি নিয়ে ব্যাটসম্যান কে শট খেলতে হবে। সে ক্ষেত্রে আউট হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকবে ।
আর দ্বিতীয়ত ওর বলে যদি কেউ ক্রশ ব্যাটে খেলে তবে তাতে তো আউট নিশ্চিত। "
ব্রেড লি KKR এর চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তাই লি KKR সম্পর্কে বরাবরই একটু দুর্বল , তিনি বরুণের প্রশংসায় পঞ্চমুখ । কারন T20 এবং ভারতের এ বছরের আপিএল যে সমস্ত পিচে খেলা হচ্ছে তাতে বোলারদের খুব একটা কিছু করার থাকছে না। এবং এর মধ্যেই যখন বরুণ স্পিনার হিসাবে দলের জন্য জয় পরাজয় নির্ধারন করে দিচ্ছে , এর থেকে ভাল কিছু হতে পারে না।
আর বরুণ চক্রবর্তী যতই প্রতিযোগিতা এগচ্ছে ততই তার বোলিং সাফল্য যেন বেশি করে ধরা পড়ছে , এটা নাইটদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় -