05/01/2026
🥶মরশুমের সবচেয়ে শক্তিশালী অত্যন্ত কনকনে হাড়কাঁপানো শৈত্য প্রবাহ চলবে |
🕧সময়সীমা: ৬ থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ (১০ দিন সময়সীমার মধ্যে)
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল কর্তৃক ৬ থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়সীমার মধ্যে আসন্ন খুব শক্তিশালী শৈত্যবলয়ের নামকরণ করা হয়েছে পাহাড়ি। শৈত্য বলয়টিতে এমন কনকনে শীত ও হিমশীতল উত্তরে বাতাসের প্রবাহ দেখা যাবে যে পাহাড়ের মতো ভীষণ কনকনে শীত অনুভূত হবে। শৈত্য বলয়ের শীতের তীব্রতা বোঝাতে উপমা প্রসঙ্গে শৈত্য বলয়টির নামকরণ করা হয়েছে পাহাড়ি অর্থাৎ পাহাড়িয়া শীত।
সম্ভাব্য সবচেয়ে কনকনে তীব্রতর শৈত্য অঞ্চল: বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগণা ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, ও হাওড়া জেলা। এই জেলাগুলোতে বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭-১১°সে এর আশেপাশে। স্থান বিশেষে কিছু কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আঞ্চলিক ভাবে ৫-৯°সে এর আশেপাশে। দু একটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ২-৬°সে এর আশেপাশে।
কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণায় প্রভাব: প্রদত্ত জেলাগুলোতে প্রদত্ত সময়সীমার মধ্যে বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯-১৩°সেলসিয়াসের আশেপাশে। কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৮-১২°সে এর আশেপাশে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার দু একটি অত্যন্ত গ্রামীণ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭-১১°সে এর আশেপাশে।
কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণায় প্রভাব: প্রদত্ত জেলাগুলোতে প্রদত্ত সময়সীমার মধ্যে বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯-১৩°সেলসিয়াসের আশেপাশে। কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৮-১২°সে এর আশেপাশে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার দু একটি অত্যন্ত গ্রামীণ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭-১১°সে এর আশেপাশে।
প্রভাব: দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সকালের দিকে হিমশীতল উত্তরে বাতাসের দাপট দেখা যাবে। বেশিরভাগ সময় শুষ্ক ও বৃষ্টিহীন কনকনে ঠাণ্ডা যুক্ত আবহাওয়া থাকবে। সূর্যাস্তের পর থেকে খুব কনকনে শীতের অনুভূতি দেখা যাবে। কিছু কিছু সময় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। যেদিন কুয়াশা তৈরি হবে ঠাণ্ডা আরো কনকনে হয়ে উঠবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হাত পা ঠাণ্ডা করা ভীষণ কনকনে শীত অনুভূত হবে। কুয়াশা তৈরি হলে সকালের দিকেও ভীষণ কনকনে শীত অনুভূত হবে।
সতর্কতা ও সাবধানতা: এই শৈত্য বলয় মরশুমের মধ্যে অন্যতম শৈত্য বলয় তাই বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে। অবলা পশুপাখিদের প্রতি এই সময়ে বাড়তি যত্নশীল হতে অনুরোধ করা হচ্ছে