
02/08/2025
আকবরের বিপুল সাম্রাজ্যিক বাহিনীর বিরুদ্ধে, হাতে গোনা কিছু সৈন্য নিয়ে যে অসীম বীরত্ব ও সাহসের পরিচয় দিয়েছিলেন মহারানা প্রতাপ, তা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে ।জীবনের প্রতিটি মুহূর্তে তিনি মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়েছেন। তার বিশ্বস্ত ও প্রিয় ঘোড়া চেতক মৃত্যুর মুখোমুখি হয়েও প্রভুকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে বের করে নিয়ে আসে। আহত শরীর, হারানো রাজ্য, সীমিত সম্পদ—তবু কখনো মাথা নত করেননি মহারানা প্রতাপ। তিনি ছিলেন একমাত্র রাজপুত যিনি আকবরের দরবারে কখনও উপস্থিত হননি, কখনও মুঘলদের কাছে আত্মসমর্পণ করেননি। প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও তিনি ধৈর্য, বুদ্ধি ও অসীম সাহস নিয়ে আবার নিজের রাজ্য মেওয়ার পুনরুদ্ধার করেন।
তাঁর আত্মত্যাগ, সংগ্রাম ও অমিত সাহস ভারতবাসীর গর্ব, প্রেরণা ও চিরন্তন শ্রদ্ধার উৎস। 🙏 সহস্র প্রণাম সেই মহান আত্মাকে — মহারানা প্রতাপ, স্বাধীনতার অদম্য প্রতীক।