
02/07/2025
‘আমরা তো জানি, অয়দিপাউসের চরিত্রে অভিনয় করতে থাকা অভিনেতার চোখ সত্যিই বিদীর্ণ হয়ে যায়নি; আমরা তো জানি, চোখে তুলসীপাতা ঠেসে ঝরা পাতার মতো মৃত্যুতে ঢলতে থাকা ওই অভিনেতা সত্যিই চিরনিদ্রিত হবেন না ওই মুহূর্তে; আমরা তো জানি, ওই সাদা কাপড়ের ঢেউ আসলে নদী নয় কোনও, তবুও আমাদের মনে হয়, নদীর জলের ঝাপটা এসে লাগল আমাদের শরীরে, মনে হয় কোনও অলৌকিক দ্যুতিতে জীবনের সত্য আর চরিত্রের সত্য মিশে যাচ্ছে, আমাদের হাত বেজে ওঠে তখন আর সেই সংক্রমণে আচ্ছন্ন হয়ে যায় প্রেক্ষাগৃহ, চরাচর।... হাততালি আসলে একটি উত্তুঙ্গ বিভ্রান্তি। হাততালি আসলে একটি রাগাশ্রয়ী আবহ, যে-রাগের নাম ভ্রান্তিবিলাস।’
লিখছেন উজান চট্টোপাধ্যায়। লিংক প্রথম কমেন্টে...