
13/05/2025
#নতুন_বই
বিশ্ব রাজনীতির অন্ধকার কোণায় যিনি তীক্ষ্ণ তুলির আলো ফেলেছিলেন, সেই কিংবদন্তী ব্যঙ্গচিত্রশিল্পী ডেভিড লো-কে নিয়ে এই সংখ্যাটি শিল্পীর প্রতি একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, যুদ্ধোন্মাদনা ও রক্ষণশীল দ্বিচারিতার বিরুদ্ধে তাঁর সৃষ্টি করা ছবি গুলো কোনো নিছক হাস্যরস সমৃদ্ধ ব্যাঙ্গচিত্র ছিল না! সেগুলোকে এক একটা বারুদ ভর্তি রাজনৈতিক বাক্স বললেও কম বলা হয়। এই সংখ্যায় তাঁর সৃষ্টির অন্তঃসার, ভাবনা, এবং ইতিহাসের প্রেক্ষাপটে তাঁর কাজের ব্যাখ্যা পাঠকের সামনে তুলে ধরা হয়েছে গভীর বিশ্লেষণে। কার্টুননামা কেবল বিনোদন নয়... চিন্তার অন্বেষণ। আমরা বিশ্বাস করি ব্যাঙ্গচিত্র শুধু হাসায় না, সে প্রতিরোধও গড়ে তোলে। এই পত্রিকায় আমরা প্রতিমাসে এমন কিছু শিল্পী ও চরিত্রদের তুলে ধরব, যারা কার্টুনকে করেছেন, নির্দিষ্ট রাজনৈতিক অস্ত্র। প্রথম সংখ্যাটি হল সেই লক্ষ্যের প্রথম পদক্ষেপ। এই সংখ্যাটা তাঁদেরই জন্য, যারা ইতিহাসকে শুধু বইয়ের পাতায় পড়ে নয়, দেখেও অনুভব করতে চায়।
বই - কার্টুননামা ('ডেভিড লো' বিশেষ সংখ্যা)
প্রথম সংখ্যা, মে ২০২৫।
মুদ্রিত মূল্য - ৪৫০/-
এই মুহূর্তে ৩৫% অফে বইটি সংগ্রহ করতে পারেন।
ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291152385 এই নম্বরে।