
25/03/2024
Link to the story
https://youtu.be/vRsyE2Bn1Pc?si=WUOe0o1_TLR4_Coj
ভৌতিক, অলৌকিক, রহস্য, থ্রিলার, সমাজত্বাত্তিক, Romantic হোক কিম্বা Science-Fiction বাংলা সাহিত্যের সমস্ত ধরনের গল্পের স্বাদ পেতে Subscribe করতে ভুলবেন না যেন কে।।আসুন, আরে আসুন, চলে আসুন আমাদের আসরে, একদম লজ্জা পাবেন না।
সৌম্যদ্রুতি কী পারবে অতীতের স্মৃতি ভুলে ধ্রুবর ভালোবাসা মেনে নিতে?? । |
"ডঃ ধ্রুব গোস্বামী একবার ওয়ার্ডের দিকে উঁকি মেরে বলল, “আজও চাপ! তার মানে আজও শান্তিতে তোমার কথা ভাবতে পারব না?”
“ফ্লার্টিংয়ের একটা লিমিট হয় ধ্রব, যেটা তুমি দিনদিন ক্রস করে যাচ্ছ।”
“কবে যে বোঝাব, কবে যে বুঝবে”, ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলল, “কোনটা ফ্লার্টিং আর কোনটা সিরিয়াসলি বলা, সেটা বুঝলে গল্পটা হয়তো আজ অন্যরকম লেখা হত।”
দ্রুতি হেসে বলল, “ভালোলাগা আর ভালোবাসার মধ্যে কিছুটা দারাক আছে ধ্রুব। যেদিন সেটা তুমি বুঝবে, সেদিন জানবে তোমার জীবনের নায়িকা হয়তো এই অগোছালো পাগল মেয়েটা নয়।”
“সেই দিনটার জন্য অপেক্ষা করতে চাইনা দ্রুতি। জীবন আমায় ধাক্কা দিয়েছে অনেক, এটুকু ধাক্কা খেতে চাইনা। একবার মেরুদন্ড ভেঙে গেলে উঠে বসা খুব কঠিন। তখন হাত বাড়িয়ে দিতে কোন নায়িকা আসেনা।”
কথাটার জবাব খুঁজে পেল না দ্রুতি। আস্তে আস্তে হেঁটে বেরিয়ে গেল সে রুম থেকে। ধ্রুবর শেষ কথাগুলো বেশ কানে বাজল, ভালোবাসা আর ভালোবাসার পার্থক্য আমি জানি দ্রুতি। তাই হয়তো হাজার মানুষের ভিড়েও তুমি মানুষটাকেই খুঁজি। তুমি কি খুঁজেছ কোনদিনও আমায়?? ভিড়ের
মধ্যে খোঁজনি আমায়, তাই নির্লজ্জের মত নিজে থেকে এসে দাঁড়িয়েছি তোমার পাশে, তোমায় একটু পাশে পাব বলে………
কথাগুলো সত্যিই অনেক কিছু মনে করিয়ে দেয় দ্রুতিকে, এই ভাবনাই তো বাচ্চা মেয়ে দ্রুতিকে
প্রথমবার থমথমে মুখে দাঁড় করিয়ে দিয়েছিল আয়নার সামনে।"
চয়ন ভট্টাচার্য্যের কলমে এর নিবেদন - আসা যাওয়া!!
গল্পপাঠে - স্বর্ণাভ ভট্টাচার্য্য
সৌম্যদ্রুতি - অমৃতা
ধ্রুব - স্বর্ণাভ
অনিরুদ্ধ - শুভম
শব্দগ্রহন ও আবহ সঙ্গীত - শুভজিৎ
পোস্টার ডিজাইন - অনুরুপা মাইতি
সমগ্র প্রযোজনা ও পরিচালনা - স্বর্ণাভ ভট্টাচার্য্য
Video Design & Effects - স্বর্ণাভ ভট্টাচার্য্য
---------------------------------------------
------------------
Like us on Facebook -
https://www.facebook.com/attheratehorror/
Email your story at👇
Our Official Email - [email protected]