বইবাংলা

বইবাংলা বাংলাদেশের বইয়ের ঠিকানা

৪৮তম বর্ধমান বইমেলা, উৎসব ময়দান, শাখারি পুকুরবইবাংলা স্টল নম্বর ৬৩সকল বর্ধমানবাসীকে সদর আমন্ত্রণ আমাদের স্টলে।
29/11/2025

৪৮তম বর্ধমান বইমেলা, উৎসব ময়দান, শাখারি পুকুর
বইবাংলা স্টল নম্বর ৬৩
সকল বর্ধমানবাসীকে সদর আমন্ত্রণ আমাদের স্টলে।

28/11/2025

বাংলাদেশের বইয়ের সম্ভার নিয়ে আমরা থাকছি ৪৮তম বর্ধমান বইমেলায়
২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর অব্দি।

রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫ -এ বেস্টসেলার বই-এর জন্য জনপ্রিয় লেখিকা সালমা চৌধুরী (Salma Chowdhury) ও গ্রন্থ...
24/11/2025

রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫ -এ বেস্টসেলার বই-এর জন্য জনপ্রিয় লেখিকা সালমা চৌধুরী (Salma Chowdhury) ও গ্রন্থ রাজ্য-এর প্রকাশক রাজীব দত্ত (Rajib Datto) -কে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বইবাংলার তরফ থেকে এই কামনা তার কলম যেনো দীর্ঘজীবী হোক।

★ বইটি হাতে নিয়ে দেখতে হলে চলে আসুন আমাদের বিপনিতে।
📍 আমাদের ঠিকানা- বইবাংলা
স্টল ১৭, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট,
কলকাতা ৭০০০১২,( পুটিরাম মিষ্টির দোকানের বিপরীতে)
যোগাযোগ : কলকাতা : +৯১ ৭৯০৮০৭১৭৬৫; ঢাকা : +৮৮০ ১৯২৪০০০৮৮৮
📍ম্যাপ লিঙ্ক :-
https://g.co/kgs/GriXHj8
📍 বাড়ি বসে কিনতে হোয়াটস্অ্যাপ করুন 079080 71765 নম্বরে।

🔥 যে যে বইগুলো এবার রিস্টক হলো আমাদের বিপনিতে 🔥★ হাতে নিয়ে দেখতে হলে আসতে হবে আমাদের বিপনিতে।📍 আমাদের ঠিকানা- বইবাংলাস্ট...
12/11/2025

🔥 যে যে বইগুলো এবার রিস্টক হলো আমাদের বিপনিতে 🔥

★ হাতে নিয়ে দেখতে হলে আসতে হবে আমাদের বিপনিতে।

📍 আমাদের ঠিকানা- বইবাংলা
স্টল ১৭, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট,
কলকাতা ৭০০০১২,( পুটিরাম মিষ্টির দোকানের বিপরীতে)
যোগাযোগ : কলকাতা : +৯১ ৭৯০৮০৭১৭৬৫; ঢাকা : +৮৮০ ১৯২৪০০০৮৮৮
📍ম্যাপ লিঙ্ক :-
https://g.co/kgs/GriXHj8

📍 বাড়ি বসে কিনতে হোয়াটস্অ্যাপ করুন 079080 71765 নম্বরে।

🔥 এবারের শিপমেন্টে যা যা নতুন এলো আমাদের বিপনিতে 🔥★ হাতে নিয়ে দেখতে হলে আসতে হবে আমাদের বিপনিতে।📍 আমাদের ঠিকানা- বইবাংলা...
12/11/2025

🔥 এবারের শিপমেন্টে যা যা নতুন এলো আমাদের বিপনিতে 🔥

★ হাতে নিয়ে দেখতে হলে আসতে হবে আমাদের বিপনিতে।
📍 আমাদের ঠিকানা- বইবাংলা
স্টল ১৭, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট,
কলকাতা ৭০০০১২,( পুটিরাম মিষ্টির দোকানের বিপরীতে)
যোগাযোগ : কলকাতা : +৯১ ৭৯০৮০৭১৭৬৫; ঢাকা : +৮৮০ ১৯২৪০০০৮৮৮
📍ম্যাপ লিঙ্ক :-
https://g.co/kgs/GriXHj8

📍 বাড়ি বসে কিনতে হোয়াটস্অ্যাপ করুন 079080 71765 নম্বরে।

*[বিজ্ঞপ্তি :- আসছে আরও একটি পোস্ট রাত ১০টা নাগাদ এই শিপমেন্টের বই নিয়ে]

12/11/2025

এবারের শিপমেন্টে কী কী বই এলো?
👇🏼
পোস্ট আসছে রাত ৯টায়।

এবারের শিপমেন্টের বই চলে এসেছে।
11/11/2025

এবারের শিপমেন্টের বই চলে এসেছে।

🔥 ৩৫% ও ৪০% ছাড়ে প্রিবুকের আজই শেষ দিন 🔥এখনও যারা প্রিবুক করেন নি। আজই করুন।প্রিবুক চলবে আজ রাত ১১:৫৯ অব্দি।🛑 প্রিবুক কর...
09/11/2025

🔥 ৩৫% ও ৪০% ছাড়ে প্রিবুকের আজই শেষ দিন 🔥

এখনও যারা প্রিবুক করেন নি। আজই করুন।
প্রিবুক চলবে আজ রাত ১১:৫৯ অব্দি।

🛑 প্রিবুক করতে whatsapp করুন 079080 71765 নম্বরে।

🔥🔥🔥 প্রি-অর্ডার ৩৫% ছাড়ে শুধুমাত্র বইবাংলায় 🔥🔥🔥●বই : শ্যাডো অ্যান্ড বোন ট্রিলজি (৩ বই)             [বক্সসেট] [অনুমোদিত অ...
08/11/2025

🔥🔥🔥 প্রি-অর্ডার ৩৫% ছাড়ে শুধুমাত্র বইবাংলায় 🔥🔥🔥

●বই : শ্যাডো অ্যান্ড বোন ট্রিলজি (৩ বই)
[বক্সসেট] [অনুমোদিত অনুবাদ]
● লেখক: লেই বার্ডুগো
● অনুবাদ: ঝিলম বিশ্বাস
● প্রচ্ছদ: জুলিয়ান
● প্রকাশনী: বেনজিন প্রকাশন
● প্রচ্ছদ: সজল চৌধুরী
● পৃষ্ঠা: ১০৮৮
● মুদ্রিত মূল্য: ২০০০/-

⭕ প্রি-অর্ডার মূল্য: ১৩০০/-
⭕ প্রিবুক চলবে ১৬ নভেম্বর অব্দি
🛑 প্রি-অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন 079080 71765 এই নম্বরে।

🎁প্রি-অর্ডারে যা যা থাকবে:
১। শক্ত বোর্ডের বক্স (কুইন'স থিফ বা রবিনসন ক্রুসোর বক্সের মতো) [আপাতত শুধু প্রি-অর্ডারেই রাখার সিদ্ধান্ত]
২। দুটো ম্যাপ
৩। নেভি ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর গোল্ডেন ফয়েল জেল কভার
৪। ক্যারেক্টার কার্ড ৬টা( পোস্টে ছবি দেওয়া আছে)
_____________________________________________________

✅ কাহিনি সংক্ষেপ:

⭕ শ্যাডো এন্ড বোন:

আলিনা স্তারকভ নিজের জীবন নিয়ে কখনোই তেমন কিছু আশা করেনি। সীমান্ত যুদ্ধে পরিবারকে হারিয়ে বেড়ে উঠেছে এক অনাথাশ্রমে। আপন বলতে কেবলই তার ছোটবেলার সাথী ম্যাল। বড় হয়ে দুজনেই যোগ দেয় সেনাবাহিনীতে, আর তাদের দলটাকে পাঠানো হয় ছায়া-উপত্যকা নামক এক চিরঅন্ধকারের জগত পাড়ি দেবার জন্য। সেখানে বাস করে মৃত্যু আর দানবের দল। আর ওখানেই প্রকাশিত হয় আলিনার মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতা। পরিচিত জগত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় রাজকীয় বিশেষ সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য, যাদেরকে ডাকা হয় গ্রিসা নামে। আলিনার মতোই বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণের ক্ষমতার অধিকারী তারা। তাদের প্রধান হলেন এক রহস্যময় ব্যক্তি, যাকে সকলে চেনে আঁধারাত্মা নামে। আর সে বিশ্বাস করে, আলিনা অসাধারণ ক্ষমতার সাহায্য চিরতরে বিনাশ করতে পারবে ছায়া-উপত্যকা নামক অভিশাপকে। কিন্তু চোখে যা দেখা যায়, সবটা সত্যি নয়। ওদিকে রাজনৈতিক অস্থিরতাও তুঙ্গে উঠছে, সাথে আঁধারাত্মার প্রতি বেড়ে চলেছে আলিনার আকর্ষণ। এখন এমন এক সত্যের মুখোমুখি হতে হবে তাকে, যা তার হৃদয় আর মাতৃভূমি দুটোকেই ছিন্নভিন্ন করে দেবে।

⭕ সিজ এন্ড স্টর্ম:

আলিনার ক্ষমতা ক্রমশ বেড়ে চলেছে, আর এজন্য চরম মূল্য দিতে হয়েছে তাকে। ওদিকে শত্রুদের কাছ থেকেও আর বেশিদিন পালিয়ে থাকতে পারছে না। আঁধারাত্মা আবারও আলিনার ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছে। কোথাও সাহায্যের আশা না পেয়ে আলিনা অবশেষে এক কুখ্যাত দস্যুর শরণাপন্ন হয়। কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে চলেছে আরও বিপদের মাঝে, আঁধারাত্মার পাতা ফাঁদে সে নিজেকে হারিয়ে ফেলছে। দেশকে বাঁচাতে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে। কিন্তু বিজয় লাভের জন্য চরম মূল্য দিতে হয়। আলিনাকেই দিতে হবে সেই মূল্য।

⭕রুইন এন্ড রাইজিং:

আলিনার হাতে সময় ক্রমশ ফুরিয়ে আসছে। রাজ্যের নিয়ন্ত্রণ চলে গিয়েছে শত্রুদের হাতে। যুদ্ধ কেড়ে নিয়েছে আলিনার ক্ষমতা। ওদিকে এক ধর্মান্ধ গোষ্ঠী আলিনাকে বসাতে চায় দেবতার আসনে। আর আলিনা তখনও নিজের মনের সাথে যুদ্ধ করে চলেছে।
বিপদ থেকে উদ্ধার পাবার জন্য কেবল একই উপায় আছে, তা হলো প্রাচীন এক কিংবদন্তীর প্রাণীকে খুঁজে বের করা এবং সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারীকে ফিরিয়ে আনা। দুই পক্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন আলিনা দাঁড়িয়ে রয়েছে ছায়া-উপত্যকার অন্ধকারের প্রান্তে, যা কিনা পুরো পৃথিবীকে ধ্বংস করবার জন্য শক্তি সঞ্চয় করছে। কোথায় আছে এখন মুক্তির পথ?
________________________________________

● আমাদের ঠিকানা- বইবাংলা
স্টল ১৭, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট,
কলেজ স্কোয়ার দক্ষিণ, কলকাতা ৭০০০১২,( পুটিরাম মিষ্টির দোকানের বিপরীতে)
সময় : সোম -শনি, বেলা ১২টা থেকে সন্ধে ৭টা অব্দি,
যোগাযোগ : কলকাতা : +৯১ ৭৯০৮০৭১৭৬৫; ঢাকা : +৮৮০ ১৯২৪০০০৮৮৮

08/11/2025

অবিশ্বাস্য ছাড়ে আসছে আরও একটি প্রিবুক

🔥🔥🔥 প্রি-অর্ডার ৩৫% ও ৪০% ছাড়ে শুধুমাত্র বইবাংলায় 🔥🔥🔥 গ্রন্থ রাজ্য প্রকাশিত ডিটেকটিভ গ্যালিলিও সিরিজের প্রিবুক চলছে আমাদ...
01/11/2025

🔥🔥🔥 প্রি-অর্ডার ৩৫% ও ৪০% ছাড়ে শুধুমাত্র বইবাংলায় 🔥🔥🔥

গ্রন্থ রাজ্য প্রকাশিত ডিটেকটিভ গ্যালিলিও সিরিজের প্রিবুক চলছে আমাদের কাছে।

📕বই: ইনভিজিবল হেলিক্স
📝লেখক: কেইগো হিগাশিনো
⌨️ অনুবাদ: আহনাফ তাহমিদ
🖌️ প্রচ্ছদ: আরাফাত করিম
🎯প্রকাশনী: গ্রন্থরাজ্য

🏷️মুদ্রিত মূল্য: ৩৭০ টাকা
🔖 প্রি-অর্ডার মূল্য: ২৪০ টাকা ........................................................................

📕বই: দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স
📝লেখক: কেইগো হিগাশিনো
⌨️ অনুবাদ: আশিকুর রহমান
🖌️ প্রচ্ছদ: আরাফাত করিম
🎯প্রকাশনী: গ্রন্থ রাজ্য

🏷️মুদ্রিত মূল্য: ৪৮০ টাকা
🔖 প্রি-অর্ডার মূল্য: ৩১২ টাকা........................................................................

📕বই: স্যালভেশন অফ আ সেইন্ট
📝লেখক: কেইগো হিগাশিনো
⌨️ অনুবাদ: আশিকুর রহমান
🖌️ প্রচ্ছদ: আরাফাত করিম
🎯প্রকাশনী: গ্রন্থরাজ্য

🏷️মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা
🔖 প্রি-অর্ডার মূল্য: ২৯৩ টাকা........................................................................

📕বই: আ মিডসামার'স ইকুয়েশন
📝লেখক: কেইগো হিগাশিনো
⌨️ অনুবাদ: আদনান আহমেদ রিজন
🖌️ প্রচ্ছদ: আরাফাত করিম
🎯প্রকাশনী: গ্রন্থরাজ্য

🏷️মুদ্রিত মূল্য: ৫৩০ টাকা
🔖 প্রি-অর্ডার মূল্য: ৩৪৫ টাকা ........................................................................

📕বই: সাইলেন্ট প্যারেড
📝লেখক: কেইগো হিগাশিনো
⌨️ অনুবাদ: বর্ষণ হাসান
🖌️ প্রচ্ছদ: আরাফাত করিম
🎯প্রকাশনী: গ্রন্থরাজ্য

🏷️মুদ্রিত মূল্য: ৭০০ টাকা
🔖 প্রি-অর্ডার মূল্য: ৪৫৫ টাকা........................................................................

🎁 ডিটেকটিভ গ্যালিলিও সম্পূর্ণ সিরিজের মুদ্রিত মূল্য ২৫৩০ টাকা। ৪০% ডিসকাউন্টে পাবেন ১৫১৮ টাকায়। যারা সম্পূর্ণ সিরিজ প্রি-অর্ডার করবেন তারা পাবেন আকর্ষণীয় একটা বক্স, যা পরবর্তীতে কিনে নিতে হবে এবং একসেট চমৎকার বুকমার্ক পাবেন উপহার।

⭕ প্রিবুক চলবে ৯ নভেম্বর অব্দি।

🛑 প্রিবুক করতে whatsapp করুন 079080 71765 নম্বরে।
___________________________________________

● ইনভিজিবল হেলিক্স কাহিনি সংক্ষেপ:

টোকিও উপসাগরে ভেসে উঠলো পিঠে গুলিবিদ্ধ এক যুবকের লাশ। তদন্তে নামলো চীফ কুসানাগি, কাওরু উতসুমি আর তদন্তকারী দল।

রিয়োতা উয়েতসুজিকে হত্যা করেছে কে? তার মারধোরের শিকার প্রেমিকা সোনোকা শিমাউচি? কিন্তু মেয়েটা তো ঘটনার সময় বান্ধবীর সাথে টোকিওতে বেড়াতে গিয়েছিল।

দৃশ্যপটে হাজির হলো ডিটেকটিভ গ্যালিলিও, ওরফে প্রফেসর মানাবু ইউকাওয়া। পেঁয়াজের খোসার মতো একের পর এক রহস্যের পরত খুলতে শুরু করলো সে।

তবে এই বইতে রহস্যের পাশাপাশি পাঠকদের জন্য খোলাসা করা হয়েছে ইউকাওয়ার জীবনের এক অমোঘ সত্য। উন্মোচিত হয়েছে তার অতীত। মানাবু ইউকাওয়া আসলে কে? কী তার সত্যিকারের পরিচয়?

কেইগা হিগাশিনোর "ইনভিজিবল হেলিক্স" পাঠকবৃন্দ জম্পেশ উপভোগ করবেন, এ কথা বলাই যাচ্ছে!
___________________________________________

● দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স কাহিনি সংক্ষেপ:

একমাত্র মেয়ে মিসাতোকে নিয়ে নির্ঝঞ্ঝাট ভাবে কেটে যাচ্ছিলো ইয়াসুকোর দিন। অত্যাচারী স্বামীর হাত থেকে মুক্তি পেয়ে গড়ে তুলেছে মা-মেয়ের ছোট্ট সংসার।
কিন্তু সুখ বেশিদিন সইলো না কপালে। আচমকা একদিন ফের হানা দিলো টোগাশি- ইয়াসুকোর প্রাক্তন স্বামী। টাকার জন্য পাগল হয়ে গেছে লোকটা। এবার সব হারানোর ভয়ে রুখে দাঁড়ালো ইয়াসুকো-মিসাতো। ধস্তাধস্তির এক পর্যায়ে খুন হয়ে গেলো টোগাশি। কিংকর্তব্যবিমূঢ় দুই নারীকে সাহায্য করতে এগিয়ে এলো পাশের ফ্ল্যাটের সাদামাটা এক গণিতের শিক্ষক।
কিন্তু কেন?
টোকিও পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ কুসানাগি তদন্তে নামতেই বুঝতে পারলো অসম্ভব এক কাজে হাত দিয়েছে সে। সূত্র জোড়া দিয়ে কিছুতেই কিছু মেলাতে পারছে না। বাধ্য হয়ে সাহায্য চাইলো প্রতিভাবান এক পদার্থবিজ্ঞানীর কাছে।
তার নাম?
ডিটেক্টিভ গ্যালিলিও।
শুরু হলো ঠাণ্ডা মাথার এক গণিতবিদ আর প্রখর বুদ্ধিমান এক পদার্থবিদের লড়াই।

পাঠক, নিশ্চিত থাকুন- কেইগো হিগাশিনোর বিশ্বনন্দিত থ্রিলার 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স' আপনার চুম্বকের মতো আটকে রাখবে শেষ পৃষ্ঠা পর্যন্ত।
___________________________________________
● স্যালভেশন অফ আ সেইন্ট কাহিনি সংক্ষেপ:

ডিভোর্সের ঠিক আগে খুন হয়ে গেল ইয়োশিতাকা। আর্সেনিক প্রয়োগে হত্যা করা হয়েছে তাকে। সন্দেহের তীর সোজা চলে গেল তার স্ত্রী- আয়ানে'র বরাবর। সমস্যা হলো খুনের সময় আয়ানে ছিলো শ'খানেক মাইল দূরে। তদন্তের দায়িত্ব পাওয়া ডিটেকটিভ কুসানাগি ধরেই নিলো বেচারিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। তবে কুসানাগির সহকারী কাউরো উতসুমি এত সহজে পটলো না। তবে উতসুমির ইন্দ্রিয় বলছে এক কথা, তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে আরেক। ধন্দে পড়ে সাহায্যের জন্য সে ছুটে গেলো ডিটেকটিভ গ্যালিলিও ওরফে প্রফেসর মানাবু ইউকাওয়ার কাছে। তবে তীক্ষ্মধী ড. ইউকাওয়া নিজেও মস্তিষ্কের ধূসর কোষগুলোকে খাটিয়েও কোনো সুরাহা করতে পারছেন না খুনের।
এদিকে দ্রুত ফুরিয়ে আসছে সময়। ধরা কি পড়বে না তাহলে সেই ঠাণ্ডা মাথার খুনি?

তুমুল জনপ্রিয় থ্রিলার লেখক কেইগো হিগাশিনোর আরও একটা মাস্টারস্ট্রোক 'স্যালভেশন অফ আ সেইন্ট।' যার শেষটা পড়ে একাধারে অবাক হবেন, মুগ্ধ হবেন, বিস্মিতও হবেন ভেবে- এভাবেও কি নিখুঁত অপরাধ ঘটানো যায়?
___________________________________________

● আ মিডসামার'স ইকুয়েশন কাহিনি সংক্ষেপ:

হ্যারি কোভ একসময় ছিল প্রাণচঞ্চল গ্রীষ্মকালীন রিসোর্ট শহর। ছুটির মৌসুমে এখানে ভিড় জমত হাজারো মানুষের, ভরে উঠত সমুদ্রের তট, হোটেল আর রাস্তাঘাট। অথচ আজ সেই শহর যেন ধীরে ধীরে নিঃশ্বাস ফুরিয়ে আসা এক বৃদ্ধ—পরিত্যক্ত, মলিন, অতীত গৌরবের ভগ্নস্মৃতি নিয়ে বেঁচে আছে কোনোমতে।

এই শহরেই এসে হাজির হন খ্যাতনামা পদার্থবিজ্ঞানী মানাবু ইউকাওয়া, যিনি সকলের কাছে পরিচিত “ডিটেকটিভ গ্যালিলিও” নামে। আসার উদ্দেশ্য- সমুদ্রের গভীরে প্রস্তাবিত খনিজ উত্তোলন প্রকল্প নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখা। কিন্তু প্রকল্পটিকে ঘিরে শহরের ভেতরে দানা বেঁধেছে ভয়াবহ বিভাজন। একপক্ষ বলছে, উন্নয়ন ছাড়া হারি কোভের ভবিষ্যৎ নেই; অপরপক্ষ আশঙ্কা করছে, এর ফলে ধ্বংস হয়ে যাবে এ অঞ্চলের অপরূপ নীল জলরাশি আর অমূল্য পরিবেশ। উত্তেজনা তাই চরমে।

এমন এক আলোড়িত রাত পেরিয়ে ভোরবেলা শিউরে উঠল পুরো শহর। রিসোর্টের এক অতিথির দেহ পড়ে আছে সমুদ্রতটে, খাড়াই পাহাড়ের পাদদেশে। স্থানীয় পুলিশ প্রথমে ভেবেছিল, নিছকই দুর্ঘটনা—অপরিচিত জায়গায় রাতের আঁধারে হাঁটতে গিয়ে মানুষটা ভুল করে গড়িয়ে পড়েছে নিচে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধরা দিল আসল সত্য। মৃত ব্যক্তি ছিলেন এক সাবেক পুলিশ কর্মকর্তা, আর তার মৃত্যু হয়েছে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায়। তখনই পুলিশের মনে সন্দেহ জাগল—এটা কোনো দুর্ঘটনা নয়... খুন। এবং মৃতদেহ পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে তদন্তকে ভুল পথে পরিচালনা করার জন্য।

তদন্ত যখন এপথ-ওপথ ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই ইউকাওয়া টের পান- ঘটনার ভেতরে লুকিয়ে আছে আরও গভীর রহস্য। তিনি জড়িয়ে পড়েন অদৃশ্য এক জালে, যেখানে প্রতিটা সূত্র তাকে টেনে নেয় অপ্রত্যাশিত এক পরিণতির দিকে। একের পর এক চমকপ্রদ মোড় অতিক্রম করে অবশেষে উন্মোচিত হয় এক গোপন সম্পর্কের অন্ধকার, যার মর্মান্তিক পরিণতিই এই হত্যাকাণ্ড।

এ উপন্যাসে হিগাশিনো আবারও প্রমাণ করেছেন, তিনি রহস্য ও মানবমনের গভীর টানাপোড়েন আঁকতে অদ্বিতীয়। টানটান উত্তেজনা, বিস্ময়কর মোড় আর অনবদ্য বর্ণনায় গড়ে ওঠা এই কাহিনি পাঠককে টেনে রাখবে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত।
___________________________________________

● সাইলেন্ট প্যারেড কাহিনি সংক্ষেপ:

পুড়ে যাওয়া একটা লাশ। পরিচয় খুঁজতে গিয়ে জানা গেল, মেয়েটা তিন বছর আগে হারিয়ে গিয়েছিল। অপহরণ?

মানসিক বিকারগ্রস্ত একজন সাসপেক্ট। তেইশ বছর আগে একইভাবে নিখোঁজ হয়েছিল আরেকটা মেয়ে। সেবারেও সন্দেহের তীর ছিল এই লোকটার দিকে। কিন্তু কিছু প্রমাণ করা যায়নি৷ এবার যাবে?

অসম্ভব একটা কেস। মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বন্ধু গ্যালিলিওর স্মরণাপন্ন হলো চিফ ইন্সপেক্টর কুশানাগি। রহস্যের জট সে নিজে খুলতে পারেনি। গ্যালিলিও পারবে?

হিগাশিনো লিখেছেন প্রচুর৷ নিজের লেখাকে ভেঙ্গেচুরে এক্সপেরিমেন্টও তিনি কম করেননি। কিন্তু ডিটেকটিভ গ্যালিলিও সিরিজটা পড়তে গেলে বোঝা যায় হিগাশিনো কেনো হিগাশিনো৷ মাথা ঘুরিয়ে দেয়ার মতো রহস্য, পারিবারিক মূল্যবোধ ধরে রাখার জটিল মনস্তত্ত্ব, সামাজিক রীতিনীতির গভীর বিশ্লেষণ এবং গোয়েন্দা চরিত্রের তুখোড় মেধাশক্তির পরিচয় মিলিয়ে পাকা রাঁধুনীর মতো তিনি যে ডিশ উপস্থাপন করেন, তার স্বাদ নেয়া মাত্র পাঠক নির্দ্বিধায় মেনে নেন হিগাশিনোর শ্রেষ্ঠত্ব। সাইলেন্ট প্যারেডও তার ব্যতিক্রম হবে না, পাঠক এখানেও খুঁজে পাবেন সেই আদি ও আসল কেইগো হিগাশিনো। গ্যারান্টিড!
___________________________________________

● আমাদের ঠিকানা- বইবাংলা
স্টল ১৭, ব্লক ২, সূর্য সেন স্ট্রিট,
কলেজ স্কোয়ার দক্ষিণ, কলকাতা ৭০০০১২,( পুটিরাম মিষ্টির দোকানের বিপরীতে)
সময় : সোম -শনি, বেলা ১২টা থেকে সন্ধে ৭টা অব্দি,
যোগাযোগ : কলকাতা : +৯১ ৭৯০৮০৭১৭৬৫; ঢাকা : +৮৮০ ১৯২৪০০০৮৮৮

আমাদের অনলাইন পরিষেবা কিছু দিন স্থগিত ছিল যারপরনাই আমরা দুঃখিত। আবার আমাদের অনলাইন পরিষেবা আগের নিয়মেই চলবে। আগের মতোই চ...
01/11/2025

আমাদের অনলাইন পরিষেবা কিছু দিন স্থগিত ছিল যারপরনাই আমরা দুঃখিত। আবার আমাদের অনলাইন পরিষেবা আগের নিয়মেই চলবে। আগের মতোই চোখ ধাঁধানো অবিশ্বাস্য মূল্যে শুরু হবে প্রিবুক।

আজ সন্ধ্যে ৬টায় আসছে ৫টি বইয়ের প্রিবুক। আপনারা তৈরি তো?

আসছে কেইগো হিগাশিনো-এর বইয়ের অবিশ্বাস্য ছাড়ে প্রিবুক।

বলুন তো কোন বইয়ের প্রিবুক আসছে❓
প্রিবুকে কেমন ছাড় আশা করছেন❓

[বিজ্ঞপ্তি- যদি হোয়াটসঅ্যাপে উত্তর পেতে দেরি হয় তবে দয়া করে দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭টার মধ্যে কল করে নেবেন। আমাদের লোকবল কম থাকায় আপনাদের এই অসুবিধা হতে পারে। আশা করি আপনারা পাশে থাকবেন]

Address

Kolkata
700012

Opening Hours

Monday 12pm - 7pm
Tuesday 12pm - 7pm
Wednesday 12pm - 7pm
Thursday 12pm - 7pm
Friday 12pm - 7pm
Saturday 12pm - 7pm

Telephone

+917908071765

Alerts

Be the first to know and let us send you an email when বইবাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইবাংলা:

Share