23/05/2025
**কলকাতা ফুটবল লীগে (CFL) প্রতিটা দলে ৫ জন নয়, কমপক্ষে ৯ জন ভূমিপুত্র ফুটবলারের দাবিতে IFA এর সামনে বাংলা পক্ষর বিক্ষোভ**
সম্প্রতি The Indian Football Association (W.B.) নিয়ম করেছে যে ক্যালকাটা ফুটবল লীগে প্রতিটা দলে ৫ জন বাংলার ফুটবলার খেলাতে হবে।
বাংলা পক্ষর দাবি - কলকাতা ফুটবল লীগে (CFL) প্রতিটা দলে ৫ জন নয়, কমপক্ষে ৯ জন বাংলার ভূমিপুত্র ফুটবলার চাই। বরং বলা ভালো ২ জনের বেশি বহিরাগত খেলানো যাবে না।
এছাড়া অনেকে ভিন রাজ্যের ফুটবলার ঠিকানা জালিয়াতি করে বা আধার কার্ড জালিয়াতি করে বাংলার ভূমিপুত্র ফুটবলার হিসাবে খেলে।
আধার কার্ড জালিয়াতি করলে সেই ফুটবলারকে গ্রেপ্তার করতে হবে এবং সেই ক্লাবকে ব্যান করতে হবে।
এই দাবি নিয়েই আজ IFA অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী করলো ও ডেপুটেশন দিল বাংলা পক্ষ। নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়
West bengal football lovers
West Bengal Football tournament ⚽
The Indian Football Association - West Bengal