KAGAJ KALAM

KAGAJ KALAM welcome friends.

ঐক্যের মূর্তি (স্ট্যাচু অব ইউনিটি নামেও পরিচিত)। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই পটেলের স্মৃতির উ...
21/05/2023

ঐক্যের মূর্তি (স্ট্যাচু অব ইউনিটি নামেও পরিচিত)। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই পটেলের স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নির্মিত একটি শ্রেষ্ঠ ভাস্কর্য।

১৮২ মিটার লম্বা এই ভাস্কর্য বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য। যা প্রায় ৬০ তলা ভবনের সমান উঁচু।

এটি ভারতের গুজরাত রাজ্যের সাদু বেট আইল্যান্ডে নর্মদা নদীর পাশে অবস্থিত।

05/02/2023

ভারতের প্রথম মহিলা

নমস্কার বন্ধুরা। এই প্রথম কিছু লিখলাম। যদিও লেখাটা বেশকিছু বছর আগেকার।লেখাটা কেমন হলো, কমেন্ট করে জানান। ভালো লাগলে পোস্...
02/02/2023

নমস্কার বন্ধুরা। এই প্রথম কিছু লিখলাম। যদিও লেখাটা বেশকিছু বছর আগেকার।লেখাটা কেমন হলো, কমেন্ট করে জানান। ভালো লাগলে পোস্টটিকে শেয়ার করুন।



আদর্শ সমাজ

আচ্ছা তোমরা কী জানো?
কোথায় আছে সেই আদর্শ
সমাজ।
নিশ্চুপ থেকো না আর
কতকাল আর সইব বল আজ।
নিরব যদি রবে,
তবে কেন শেখাইয়াছিলে?
সমাজের আচার ব‍্যাবহার।
সেদিন মোরে,তবে কেন বলেছিলে?
রুখিতে হইবে অন‍্যায় দেখিলে।
আজ দেখি সবে
অন‍্যায় অত‍্যাচার আনাচকানাচে।
বহিরাগত শাসকদের অবলুপ্তির পরও
পরিবর্তন হয়নি শোষনের।
শুধুমাত্র শাসকের তালিকায়
নতুনকরে নাম নথিভুক্ত হয়েছে
শিল্পপতি,ব‍্যবসায়ী ও রাজনেতাদের।
পরিরর্তন হয়েছে সময়ের
বদলেছে সমাজের লাঞ্ছিত
মানুষের প্রতিচ্ছবি।
অত‍্যাচারী শাসকের দল
আজ চেঁচিয়ে বলতে পারে না যে
"তুই এক আস্ত গন্ড মূর্খ"।
তবে কী শিক্ষা শুধু সইতে পারে
প্রতিবাদ করতে পারে না?
তবে কেন বলেছিলে
ধারালো অস্ত্রের থেকেও
শিক্ষা অনন্য ও অদ্বিতীয়।
দিকে দিকে নেই কেন?
অত‍্যাচারিত, নিপীড়িত ও লাঞ্ছিত
মানুষের শিক্ষিত প্রতিবাদ?
তবে কী সমাজের এই রুপের জন‍্য
প্রান দিয়েছিলেন,
ভগৎ সিং ও ক্ষুদিরামের মতো যোদ্ধারা।
সবে এক প্রহরের অবসান
দিনটুকু রয়েছে এখনও বাকি।
তবে কেন দেরি আর
এসো মোরা সবে মিলে গড়ি
এক"আদর্শ সমাজ"।

ঘুম,দার্জিলিং,পশ্চিমবঙ্গ
30/01/2023

ঘুম,দার্জিলিং,পশ্চিমবঙ্গ

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
29/01/2023

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

26/01/2023

একনজরে পশ্চিমবঙ্গ //All about in West Bengal

08/01/2023

পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী ও তাদের কার্যকাল /

05/01/2023

world gk questions with answer

28/12/2022

ভারতের বৃহত্তম,দীর্ঘতম ও উচ্চতম

16/12/2022

ভারতের বিভিন্ন শহরের উপনাম /Nickname of Indian cities.
#ভারতেরবিভিন্নশহরেরউপনাম

12/12/2022

ভারতীয় স্বাধীনতা সংগ্রাম G.K.

Address

Debra
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when KAGAJ KALAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share