02/02/2023
নমস্কার বন্ধুরা। এই প্রথম কিছু লিখলাম। যদিও লেখাটা বেশকিছু বছর আগেকার।লেখাটা কেমন হলো, কমেন্ট করে জানান। ভালো লাগলে পোস্টটিকে শেয়ার করুন।
আদর্শ সমাজ
আচ্ছা তোমরা কী জানো?
কোথায় আছে সেই আদর্শ
সমাজ।
নিশ্চুপ থেকো না আর
কতকাল আর সইব বল আজ।
নিরব যদি রবে,
তবে কেন শেখাইয়াছিলে?
সমাজের আচার ব্যাবহার।
সেদিন মোরে,তবে কেন বলেছিলে?
রুখিতে হইবে অন্যায় দেখিলে।
আজ দেখি সবে
অন্যায় অত্যাচার আনাচকানাচে।
বহিরাগত শাসকদের অবলুপ্তির পরও
পরিবর্তন হয়নি শোষনের।
শুধুমাত্র শাসকের তালিকায়
নতুনকরে নাম নথিভুক্ত হয়েছে
শিল্পপতি,ব্যবসায়ী ও রাজনেতাদের।
পরিরর্তন হয়েছে সময়ের
বদলেছে সমাজের লাঞ্ছিত
মানুষের প্রতিচ্ছবি।
অত্যাচারী শাসকের দল
আজ চেঁচিয়ে বলতে পারে না যে
"তুই এক আস্ত গন্ড মূর্খ"।
তবে কী শিক্ষা শুধু সইতে পারে
প্রতিবাদ করতে পারে না?
তবে কেন বলেছিলে
ধারালো অস্ত্রের থেকেও
শিক্ষা অনন্য ও অদ্বিতীয়।
দিকে দিকে নেই কেন?
অত্যাচারিত, নিপীড়িত ও লাঞ্ছিত
মানুষের শিক্ষিত প্রতিবাদ?
তবে কী সমাজের এই রুপের জন্য
প্রান দিয়েছিলেন,
ভগৎ সিং ও ক্ষুদিরামের মতো যোদ্ধারা।
সবে এক প্রহরের অবসান
দিনটুকু রয়েছে এখনও বাকি।
তবে কেন দেরি আর
এসো মোরা সবে মিলে গড়ি
এক"আদর্শ সমাজ"।