06/11/2025
"উত্তুরে বাতাসে প্রথম সকালে বেশ একটা হিম হিম ভাব। মোলাস্কিনের চাদরটি গায়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীতে হাসি হাসি মুখে পায়চারি করছেন। মুখ দেখলে মনে হয় সদাসর্বদা আনন্দময় কোনো দৃশ্য যেন দেখছেন। মহাসিন্ধুর ওপার থেকে যেন কোনো বার্তা ভেসে আসছে। সবে কামারপুকুর থেকে ফিরেছেন, দুরূহ সব সাধনা সমাপ্ত। দূর থেকে দেখে মনে হচ্ছে জ্যোতির্ময় এক দিব্যপুরুষ ফুরফুরে আনন্দে গাছের আড়ালে আড়ালে ফুলের সমারোহে বিচরণ করছেন। একাকী এক সিংহ।"
তিনি বাঙালির প্রাণের ঠাকুর। সারা বিশ্বজুড়ে আজ বিরাজ করছে ঠাকুরের নাম। সর্বত্রই বিরাজ করছেন শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দ। ঠাকুর, মা ও স্বামীজির দিব্যভাব নিয়ে চর্চা, গবেষণা ও ভক্তির ক্ষেত্রে গৃহীদের মধ্যে সবার মাথার ওপর আছেন যিনি, তিনি আর কেউ নন, আমাদের সবার বড় আপনজন সঞ্জীব চট্টোপাধ্যায়। সাহিত্য জগতে তাঁর অবাধ বিচরণ হলেও, ভক্তি ভাবের লেখার ক্ষেত্রে তাঁর স্থান চিরকাল পৃথক হয়ে থাকবে।
"সর্বত্র শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দ" বইটিতে তিনি তুলে ধরেছেন তাঁদের জীবনের নানা ঘটনার কাহিনি। কখনও ঠাকুরের কাশী যাত্রার কাহিনি, আবার কখনও শ্রীমা সারদার জগতের প্রতি ভালোবাসার গল্প। ভালোবাসা ও ভক্তিভাবের এক অনন্য পর্যায়ে লেখক নিয়ে যান তাঁর পাঠকবর্গকে।
বই : সর্বত্র শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দ
লেখক : সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রকাশক : দেব সাহিত্য কুটীর প্রাঃ লিঃ
মুদ্রিত মূল্য : ১২০/-
অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট devsahityakutir.com থেকে। ফোনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করুন 9874650241 এই নাম্বারে। কলেজস্ট্রিটে প্রাপ্তিস্থান: দেব লাইব্রেরি(M-8961004295)। ভারতের বাইরে থেকে বই কিনতে চাইলে যোগাযোগ করুন (+91) 7001539273 (ফোন ও হোয়াটসঅ্যাপ) এই নাম্বারে। দেব সাহিত্য কুটীরের বই এখন পাওয়া যাচ্ছে সর্বত্রই।