
23/03/2024
ঋতুরাজের আহবানে পৌরপিতা,,
"বসন্ত"এসে গেছে।বাংলার ছটি ঋতু কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঋতু হলো বসন্তকাল। তাই বসন্তকালকে ঋতুরাজও বলা হয়ে থাকে।
এই সময় কোকিলের সুমধুর কন্ঠে ভরে ওঠে সমগ্র দিক পরিবেশ।
বাঙালির সর্বশ্রেষ্ঠ রঙিন উৎসব এই বসন্তকালেই।দোলৎসব।
বসন্তের এই দোল উৎসবের রঙিন সৃষ্টিকে কেন্দ্র করেই কবিগুরু শান্তিনিকেতনে শুভসূচনার রচনা করেছিলেন বসন্ত উৎসবের।
কবিগুরুর সৃষ্ট সেই উৎসব আজ শান্তিনিকেতনের সীমানা পেরিয়ে সমগ্র বাংলা তথা বিশ্বের দিকদিগন্তে ছড়িয়ে পড়েছে।
পৌরপিতা শ্রী মনীষ মুখার্জি তাই, বসন্তকালের এই মহান উৎসবকে শ্রদ্ধা জানিয়ে, ভালবাসার মোড়কে আগামী কাল পালন করছেন ২৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী "বসন্ত উৎসব"
রবীন্দ্রপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং নারীশক্তি কর্মী'র মহিলাদের উদ্যোগে, আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টার সময় ক্লাব সংলগ্ন মাঠে তিনি শুভ সূচনা করতে যাচ্ছেন বসন্ত উৎসবের।
এলাকার প্রতিটি মা- বোন,শিশু, নারী,প্রবীণ,নবীন সকল প্রজন্মকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রন বার্তা প্রকাশ করলেন পৌরপিতা।
Mamata Banerjee
Debraj Chakraborty
Aditi Munshi
゚viral