
18/09/2025
স্ট্রিট স্টাইল চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ 😇😍
।
রোড সাইড বিরিয়ানির দোকানগুলোতে বিরিয়ানি নানা স্বাদের পাওয়া গেলেও, চিকেন চাপটা যেন সব দোকানেই একরকম। অন্তত আমাদের এই এলাকার মোটামুটি সব দোকানেই খেয়ে একই ব্যাপার লক্ষ্য করেছি।
নামেই চিকেন চাপ, আসল নামটা চিকেন কারী হওয়া উচিত। চাপের মত আয়েশ করে বানানো পদ এটা হয় না। মশলা মোটামুটি সব একই রকম পড়লেও এখানে কোয়ালিটি ও সময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
।
তবে অদ্ভুতভাবে এই বিরিয়ানি দিয়ে কিন্তু এই চাপ বেশ লাগে। অতিরিক্ত কেওড়া-গোলাপ জল থাকলেও বিরিয়ানির সাথে বেশ চলে যায়। তবে আর কিছু দিয়ে এই জিনিষ খাওয়া যায় না।
।
তোমাদের এলাকার স্ট্রিট বিরিয়ানির দোকানের চাপ তোমাদের কেমন লাগে?