
01/07/2025
ওয়াহ জানাব, পার্ক সার্কাস 🥰❤️
।
কলকাতায় ভালো বিরিয়ানি খেতে চাইলে অনেক ভালো ভালো রেস্তোরাঁ রয়েছে। কয়েকদিন আগে আমাদের এক পোস্টে একজন বাংলাদেশী NRI ভদ্রলোক বলছিলেন, কলকাতার বিরিয়ানি নাকি জঘন্য খেতে। তাঁকে বেশী ঘাঁটাইনি, কারণ আমাদের রোগী না, রোগের সাথে লড়াই করতে হবে! 😝😝
যাই হোক, মূল কথায় আসি, বেশ কিছুদিন আগে শহরে আমাদের প্রিয় বিরিয়ানির ঠেকগুলোর মধ্যে একটি, ওয়াহ জানাবে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। ওদের পার্ক স্ট্রিটে বড় রেস্তোরাঁ থাকলেও, পার্ক সার্কাসের এই ছোট্ট আউটলেট টার প্রতি একটা আলাদাই মোহ রয়েছে। তার কারণ হিসেবে বলতেই হয় এদের স্টাফের খাবার আর খাবারের স্বাদ সম্পর্কে জ্ঞ্যান। কোনও ডিশ বুঝতে না পারলে ভীষণ ভালো করে বুঝিয়ে বলে দেয় স্বাদ কেমন হবে। বিরিয়ানিতেও মাংস বা আলু পছন্দ না হলে, একবার বললেই পালটে দেয়।
।
সেদিন খেলাম,
✅চিকেন তিলোরি কাবাব
✅বিরিয়ানি
✅খামিরি রুটি
✅তন্দুরি চিকেন বাটার মশলা
✅ফিরনি
।
।
কাবাবটা ঠিক বুঝছিলাম না, তাই ওদের জিজ্ঞেস করায় এটা সাজেস্ট করে। তিলোরি কাবাব। অনেকটা রেশমী কাবাবের মতোই। পরিচিত সব উপকরণ, দই, কাজু, ক্রিম ইত্যাদি। সাথে সাদা তিল পেস্ট করে দেওয়া ছিল, আর উপরেও ছড়িয়ে পরিবেশন করা। দারুণ খেতে। তিলের স্বাদ আমার বরাবর খুব ভালো লাগে, কাবাবেও সেটা অসাধারণ লেগেছে। বেশ unique আর একদম সুন্দর নরম কাবাব। ৬ পিসের দাম ২৭০ টাকা।
।
বিরিয়ানি নিয়ে বেশী কিছু বলার নেই, আগেই একটা পোস্টে সেদিনের বিরিয়ানির ব্যাপারে লিখেছিলাম। এখানে বিরিয়ানি অত্যন্ত প্রিয়। বিফ এখানে ১৩০ দাম, চিকেন ২১০ আর মাটন ২৫০।
।
খামিরি রুটি (আমাদের তন্দুরি রুটি) এখানে দারুণ বানায়। একদম তুলতুলে নরম তবে একটু পাতলা। যেকোনো চিকেন/মাটনের গ্রেভি দিয়েই ফাটাফাটি লাগে। তবে উপরে কসুরি মেথি ছড়িয়ে পরিবেশন করেছিল যেটা সামান্য বেশী পড়ে গিয়েছিল। তাই একটা হালকা তেঁতো aftertaste ছিল। সেটা বাদ দিলে গ্রেভিটা দারুণ। বেশ স্মোকি একটা তন্দুরের স্বাদ, সাথে পর্যাপ্ত পরিমানে টমেটো, দই, কাজুর একটা ঘন গ্রেভি। দুই পিস ভালো সাইজের মাংস দিয়ে এটার দাম ২১০ টাকা মতো।
।
ফিরনিটা এখানে চমৎকার বানায়। ৪০ টাকায় এত ভালো ফিরনি কি করে পরিবেশন করে সেটা cultivate করে দেখার বিষয়। একদম ক্রিমের মতো টেক্সচার আর খুব ব্যাল্যান্সড মিষ্টি। শেষ পাতে মোক্ষম জিনিষ একেবারে!
।
✅ওয়াহ জানাবে ২ জনের খাবারে খরচ মোটামুটি ৭০০-৮০০ টাকা মতো।
।
।
✅✅ঠিকানাঃ opp. Akash deep, Park Circus, 7th point, Kolkata, West Bengal 700017
কারিমস-এর পার্ক সার্কাস ব্রাঞ্চ থেকে ৭ পয়েন্ট ক্রসিং-এর দিকে যেতে বামদিকেই আকাশ ইন্সটিটিউটের একদম পাশেই।