22/06/2025
ইরানের উপর ইজরায়েল - আমেরিকার আক্রমনের পর আরব রাষ্ট্র গুলো ইরানে ত্রাণ সাহায্য করতে চাইলে ইরান জানিয়ে দিলো ঐ ত্রাণ গুলো গাজার ক্ষুধার্ত দের জন্য দাও।।
হ্যাঁ ইরান বিপদে থেকেও সেই সব ক্ষুধার্ত দের কথা চিন্তা করছে যারা একটু খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে ইজরায়েলি দখলদার সন্ত্রাসবাদী দের গুলি খেয়ে মরে যায়, অথবা ক্ষুধার্ত শিশুরা দূরের ত্রাণ শিবির থেকে আটার বস্তা মাথায় নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে পরিবারের কাছে ফিরে আসার পথে ইজরায়েলি দখলদার সন্ত্রাসবাদী দের গুলি খেয়ে মরে যায় ‼️
আসলে ইরানি রা কেমন জাতি তা অনেকের কল্পনার চেয়েও অনেক কিছু।।
ইরানের মানুষের সম্পর্কে আমরা কেবল আরবের মোল্লা তন্ত্র যারা পশ্চিমা দের পোষ্য এবং পশ্চিমা মিডিয়া ও শাসকের কল্পনাকরা প্রোপাগান্ডা গুলোই বিশ্বাস করেছি, বাস্তব টা আমরা দেখিনি কখনো।।
♦️বাস্তব ঘটনার দিকে নজর দাও :
মধ্য রাত্রিতে আমেরিকার বোম্বিংয়ের ৪ ঘন্টা পরে ইরান কঠোরভাবে ফিরে এসেছে প্রতিশোধ নিতে: একটি জাতি যা মাথা নত করে না ‼️
বিশ্ব দেখেছে, পশ্চিমারা হুমকি দিয়েছে। এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ পারমাণবিক স্থাপনাগুলি - ফোর্ডো, নাতানজ, এবং এসফাহান -এর উপর গোলাবারুদ নিঃক্ষেপ করেছিল, অনেকেই আশা করেছিল যে ইরান ভয় করবে।
কিন্তু ইরান শুধু মাথা উঁচু করে দাঁড়ায়নি - বরং তারা গর্জন করে উঠল।।
৪ ঘন্টা পর, ইরান ইজরায়েলে মারাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে। এতটাই ধ্বংসলীলা চালিয়েছে যে, যেটুকু ধ্বংসের ছবি ইজরায়েল এর যুদ্ধের প্রোটোকল এর বাইরে বেরিয়ে আসছে তাতে দেখে মনে হবে ইজরায়েলে কোনো বড়ো ভূমিকম্প আঘাত হেনেছে ‼️তাই ইজরায়েলি রা তাদের প্রতিশ্রুত ভূমি ছেড়ে ইউরোপ পালাতে এখন তৎপর হয়ে উঠেছে।।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন বোমা হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে 👉"চিরস্থায়ী পরিণতি।"
" তেহরানের আকাশ কাঁপুনি দেয়নি; বরং তারা সমাধান নিয়ে জ্বলজ্বল করেছে।"
এখন ইরান আরো শক্তিশালী❓
হ্যাঁ ইরানি জনগণ -ঐক্যবদ্ধ, অটল, গর্বিত।।
এর মানে কি:
ইরান প্রমাণ করেছে যে তারা ভীত হবে না, এমনকি বৈশ্বিক পরাশক্তিদের দ্বারাও।
এই অঞ্চলটিকে এখন একটি সাহসী শক্তি দিয়ে বিবেচনা করা উচিত যা পিছু হটে না।
প্রক্সি যুদ্ধ বাড়ছে আগামীতে। যুদ্ধের খেলা শেষ হতে অনেক দূরে।।
🔻🔻🔻 পারস্য প্রাচীন ইতিহাস থেকে আজকের মিসাইল আগুন পর্যন্ত, ইরান বিশ্বকে একটি জিনিস দেখিয়ে যাচ্ছে:
👉 তুমি আগে আঘাত করতে পারো - কিন্তু ইরান সবচেয়ে জোরে আঘাত করবে ‼️