Momtahan Karim

Momtahan Karim Digital Creator Daily Vlog and Tech Video Creator
(1)

👉👉👉টিপস্ 👇👇👇👇◾১. মধু জমে গেলে বোতলটি গরম জলে কিছুক্ষণের জন্য রেখে দিন। মধু আগের অবস্থায় ফিরে আসবে।◾২. রুটির আটা মাখার সম...
21/08/2025

👉👉👉টিপস্ 👇👇👇👇

◾১. মধু জমে গেলে বোতলটি গরম জলে কিছুক্ষণের জন্য রেখে দিন। মধু আগের অবস্থায় ফিরে আসবে।

◾২. রুটির আটা মাখার সময় গরম জল ব্যবহার করলে এতে রুটি নরম হবে এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে।

21/08/2025

তাওবার فضائل

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
❝ তাওবাকারী সেই ব্যক্তির মতো, যার কোনো গুনাহ নেই। ❞
ইবনে মাজাহ, হাদীস: 4250

আল্লাহ তাআলা বলেনঃ
❝ হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর, যাতে তোমরা সফলকাম হও। ❞
সূরা আন-নূর: 31

তাওবা গুনাহ মুছে দেয় এবং বান্দাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে।

— Shahnaz Begum

✅🌺🌺🌶️ নিজের হাতে বানান মজাদার চিলি অয়েল!👇🌹 🌶️সহজেই ঘরে বানিয়ে ফেলুন চাইনিজ রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিলি অয়েল। এটি ...
21/08/2025

✅🌺🌺🌶️ নিজের হাতে বানান মজাদার চিলি অয়েল!👇🌹 🌶️
সহজেই ঘরে বানিয়ে ফেলুন চাইনিজ রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিলি অয়েল। এটি নুডলস, মোমো, স্যুপ, বা অন্য যেকোনো স্ন্যাক্সের সাথে দারুণ মানিয়ে যায়!
🥰🥰🥰উপকরণ:🌹🌹🌹
• শুকনো লাল মরিচ - ১ কাপ
• সরিষার তেল - ১.৫ কাপ
• রসুন কুচি - ২ টেবিল চামচ
• আদা কুচি - ১ টেবিল চামচ
• সয়াবিন তেল - ১/৪ কাপ
• লবণ - পরিমাণমতো
• চিনি - ১ চা চামচ
• ভাজা তিল - ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
• গোটা জিরা - ১ চা চামচ
• লবঙ্গ - ৪-৫ টা
🥰🥰প্রস্তুত প্রণালী:🌺🌺👇
✅প্রথমে শুকনো মরিচগুলোকে হালকা ভেজে ঠান্ডা করে নিন। এরপর ব্লেন্ডারে হালকা গুঁড়ো করে একটি পাত্রে রাখুন।

✅একটি সসপ্যানে সরিষার তেল ও সয়াবিন তেল একসাথে গরম করে নিন। তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে।
✅ গুঁড়ো করা মরিচের পাত্রে রসুন, আদা, জিরা, লবঙ্গ, লবণ এবং চিনি মিশিয়ে নিন।
✅গরম তেল ধীরে ধীরে এই মিশ্রণের ওপর ঢেলে দিন। তেল ঢালার সময় বুদবুদ উঠবে, এতে ভয় পাবেন না।
✅মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন।
✅. সবশেষে ভাজা তিল মিশিয়ে একটি কাঁচের জারে ভরে রাখুন। এটি ফ্রিজে রেখে ১ মাস পর্যন্ত ব্যবহার করা যায়

21/08/2025
👉👉👉৬ ধরনের রেসিপি দিলাম একসঙ্গে👇👇👇👇1…পটলের ছেঁচকি রেসিপি👇উপকরণ:৮-১০টি কচি পটল৪ টেবিল চামচ সর্ষের তেল১-২টি তেজপাতা১ টি শু...
21/08/2025

👉👉👉৬ ধরনের রেসিপি দিলাম একসঙ্গে👇👇👇👇

1…পটলের ছেঁচকি রেসিপি👇

উপকরণ:
৮-১০টি কচি পটল
৪ টেবিল চামচ সর্ষের তেল
১-২টি তেজপাতা
১ টি শুকনো লঙ্কা
৩ টেবিল চামচ নারকেলবাটা
১ টেবিল চামচ সাদা সর্ষেবাটা
১ টেবিল চামচ আদা রসুনবাটা
১ টেবিল চামচ ধনে জিরেবাটা
১ চা চামচ গোলমরিচ
স্বাদমতো নুন
সামান্য চিনি

প্রণালী:
পটলের উপরের খোসা ছাড়িয়ে বীজের অংশ বার করে চার ভাগে আড়ে কে টে নিন।কড়ায় সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পটল ভাজুন। সোনালি রং ধরলে তাতে দিন গোলমরিচ, আদ-রসুন বাটা এবং ধনে-জিরে বাটা। মশলার সঙ্গে ভাল ভাবে মাখিয়ে আরও কিছু ক্ষণ ভেজে আঁচ কমিয়ে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিন।
৫ মিনিট পরে ঢাকা খুলে ভাল ভাবে আরও এক বার নাড়াচাড়া করে ওতে দিন সর্ষে বাটা এবং নারকেল বাটা। পটলের সঙ্গে মশলা ভাল ভাবে মাখিয়ে নিয়ে তাতে স্বাদমতো নুন, সামান্য চিনি আর ২-৩ টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন ৫ মিনিট।
৫ মিনিট পরে ঢাকা খুলে উপরে কোরানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।

👉👉2…নিরামিষ মুগ-পনির

উপকরণ
মুগ ডাল: ১৫০ গ্রাম
পনির: ১৫০ গ্রাম
ডুমো করে কা টা গাজর-বিন-ক্যাপসিকাম: ১ কাপ
আদা বাটা: ১ চা চামচ
নারকেল কু চি: আধ কাপ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
কাঁচা লঙ্কা: ৫টি
শুকনো লঙ্কা: ৩টি
শা-জিরে: ১ চা চামচ
ঘি: ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ
তেল: ২ চা চামচ

পদ্ধতি: প্রথমে কড়াইয়ে শুকনো মুগ ডাল ভেজে নিন। তার পর জলে নুন ও একটি তেজপাতা দিয়ে ডাল সিদ্ধ করুন। খেয়াল রাখবেন, ডাল যেন গলে না যায়। এ বার পনির ভেজে তুলে রাখুন। শা-জিরে ও শুকনো লঙ্কা ফো়ড়ন দিয়ে সব আনাজ, কাঁচা লঙ্কা ও নারকেল কু চি দিন। মশলা একটু ভাজা হলে আদা বাটা দিন। নুন, চিনি দিয়ে ডাল ঢেলে দিন কড়াইয়ে। একটু ফুটে উঠলে পনির দিতে হবে। রান্না হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে ঘি, গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

👉👉3…নিরামিষ পনির কোফতা

উপকরণ:
পনির ২০০ গ্রাম,
সিদ্ধ পেঁয়াজ বাটা ৩ চা চামচ,
আদা-রসুন বাটা ১ চা চামচ,
কাজু-চারমগজ-ক্ষীর বাটা ৪ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ,
জিরে গুঁড়ো ১ চা চামচ,
ধনে গুঁড়ো ১ চা চামচ,
কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ,
টক দই ৪ চা চামচ,
গোটা গরম মশলা ১ চা চামচ,
গরম মশলা গুঁড়ো আধ চা চামচ,
সাদা তেল ৪ চা চামচ,
ঘি ১ চা চামচ,
কেশর ৭-৮টি,
ক্রিম আধ কাপ,
পেস্তা কু চি ১ চা চামচ,
আমন্ড কু চি ১ চা চামচ,
কাজু কু চি ১ চা চামচ,
কিশমিশ ১০-১২টি,
নুন-চিনি পরিমাণ মতো

পদ্ধতি: নুন-চিনি দিয়ে পনির মেখে নিন। অল্প কিছুটা পনির কেশর দিয়ে মেখে বাদামকু চি মিশিয়ে পুর তৈরি করুন। পনিরের ছোট ছোট লেচি কে টে তার মধ্যে পুর ও কিশমিশ পুরে গোল গোল কোফতার আকার দিন। কড়াইয়ে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে কোফতা।
এ বার কড়াইয়ে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। গন্ধ বেরলে আদা-রসুন বাটা দিতে হবে। সিদ্ধ পেঁয়াজ বাটাও দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন, হলুদ দিয়ে ভাল করে কষতে হবে। কষা হয়ে তেল বেরতে শুরু করলে গরম জল দিন। গ্রেভি ফুটে উঠলে কোফতা দিন।
মিনিট দুয়েক বাদে দুধে ভেজানো কেশর ও ক্রিম দিন। সবশেষে গরম মশলা দিয়ে ঢাকা দিতে হবে। মিনিট পাঁচেক বাদে ঢাকনা খুলে পরিবেশন করুন

👉👉4…চিকেন মালাই কাবাব

উপকরণ:
৫০০ গ্রাম মুরগির মাংসের কিমা
১টা বড় পেঁয়াজ
২ টেবিল চামচ আদা-রসুন বাটা
২ টেবিল চামচ কাঁচালঙ্কা কু চি
স্বাদ মতো নুন
দেড় টেবিল চামচ জিরে
১ টেবিল চামচ গোটা গোলমরিচ
২ টেবিল চামচ গোটা ধনে
১ টেবিল চামচ চিলিফ্লেক্স
১টি ডিম
২ টেবিল চামচ ময়দা
১টি টম্যাটো কু চি
২-৩ টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো
আধ কাপ ফ্রেশ ক্রিম
আধ চা চামচ গরমমশলা গুঁড়ো
আধ চা চামচ লঙ্কার গুঁড়ো
আধ চা চামচ চাটমশলা
২ টেবিল চামচ ধনেপাতা কু চি

প্রণালী:
জিরে, ধনে আর গোটা গোলমরিচ শুকনো তাওয়ায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিন। পেঁয়াজ গ্রেড করে জল ঝরিয়ে নিন। এ বার একটি বড় পাত্রে জল ঝরানো কিমা ও পেঁয়াজ খুব ভাল করে মেখে নিন।
এ বার একে একে ওই মিশ্রণে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা কু চি, নুন মিশিয়ে খুব ভাল করে মেখে নিন। সেই মিশ্রণে এর পর ভাজা মশলার গুঁড়ো, চিলিফ্লেক্স, একটি ডিম, বিস্কুটের গুঁড়ো, টম্যাটো কু চি ভাল করে মেখে নিন।

হাতে তেল মেখে মিশ্রণ থেকে বড় বড় লেচি নিয়ে হাতের তালুতে রেখে পাতলা একটি কাঠির গায়ে শিক কবাবের আকারে গড়ে নিন চেপে চেপে।
এ বার কড়াইয়ে তেল আর ঘিয়ের মিশ্রণ গরম করে কবাবগুলি বাদামি করে ভেজে নিন। এ বার একটি পাত্রে ক্রিম, গরমমশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা কুচি, চাটমশলা ভাল করে মিশিয়ে নিন।গরম গরম কবাবগুলির গায়ে আলতো ভাবে ক্রিমের মিশ্রণটি মাখিয়ে পরিবেশন করুন মালাই চিকেন কবাব।

👉👉5…লেমন পেপার চিকেন

উপকরণ
৫০০ গ্রাম চিকেন ব্রেস্ট,
২টো পেঁয়াজ কু চি,
২ চা চামচ রসুন কু চি,
১ চা চামচ আদা কু চি,
১ চা চামচ আদা-রসুন বাটা,
৩ টেবিল চামচ জল ঝরানো টক দই, ৪-৫টা কাঁচা লঙ্কা,
১ চা চামচ গোলমরিচের গুঁড়ো,
৫-৬টা গোটা গোলমরিচ,
১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার,
৩-৪টে লবঙ্গ,
১টা গোটা পাতিলেবুর রস
এবং ১টা পাতিলেবু স্লাইস করে কা টা, ১/২ চা চামচ কসুরি মেথি
এবং স্বাদমতো নুন

পদ্ধতি
চিকেনের ব্রেস্ট পিস নেবেন এবং পকোড়ার আকারে কে টে নেবেন। চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিন। তার পরে নুন ও লেবু মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। আধ ঘণ্টা পর চিকেনে মেশান আদা-রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, ক্রাশ করা কসুরি মেথি, পেঁয়াজ কু চি ও টক দই মাখিয়ে রাখুন। ম্যারিনেট করে আরও ৩০ মিনিট রাখবেন।
গ্যাস ননস্টিকের প্যান গরম বসান। শুকনো খোলায় গোলমরিচ ও লবঙ্গ রোস্ট করে নিন। তারপরে এতে আদা ও রসুন দিয়ে কম আঁচে রোস্ট করুন। মিনিট দুয়েক পরে এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিন। অবশিষ্ট মশলা জল দিয়ে ধুয়ে মাংসে ঢেলে দিন। আঁচ বাড়িয়ে মিনিট দশেক ঢেকে রান্না করুন। তারপরে ঢাকা খুলে কাঁচালঙ্কা, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে দিন। মাংস নেড়েচেড়ে আবার ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।
একটি কাপে অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে নিন। তারপরে ওই কর্নফ্লাওয়ার মাংসে মিশিয়ে দিন। মাংসের গ্রেভি ঘন হয়ে এলে উপর দিয়ে লেবুর স্লাইস ও ধনে পাতা কু চি ছড়িয়ে দিন। তৈরি বিনা তেলে লেমন পেপার চিকেন।

👉👉👉6…পেঁয়াজ পোস্ত

উপকরণ:
৩-৪টি পেঁয়াজ
আধ কাপ পোস্ত
আধ চা চামচ কালোজিরে
৩-৪টি কাঁচালঙ্কা
স্বাদ অনুযায়ী নুন
এক চিমটে চিনি
৪ টেবিল চামচ সর্ষের তেল

প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে মিহি করে কে টে নিন।অন্য দিকে পোস্ত এবং কাঁচালঙ্কা একসঙ্গে শিলে বেটে রাখুন।
কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে কালোজিরে ফোড়ন দিন।
মিনিট দুয়েক পর কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিন।
পেঁয়াজ সামান্য ভাজা হলে তার মধ্যে নুন, চিনি দিন। ভাল করে নাড়তে থাকুন।

পেঁয়াজ লালচে-সোনালি রং ধরলে এ বার বেটে রাখা পোস্তটা কড়াইতে দিয়ে দিন। সমানে নাড়তে থাকুন। অনেকে এর মধ্যে এক চিমটে হলুদও দেন। ইচ্ছে হলে দিতে পারেন।
নাড়তে নাড়তে জল শুকিয়ে আসবে। পোস্ত থেকে তেল বেরোতে শুরু করবে। এই সময়ে উপর থেকে আরও একটি কাঁচালঙ্কা চিরে দিয়ে দিতে পারেন।
পোস্তর জল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে উপর থেকে সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁয়াজ পোস্ত।

21/08/2025

আল্লাহ যেন আজকে সবার মনের আশা পূরণ করে দেন।
❤️আমিন❤️

👉👉কিচেন টিপস :-👇👇👇◾১. পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসা কমাতে পেঁয়াজ ফ্রিজে ১০ মিনিট রেখে কাটুন।◾২. কাঁচা কলা সেদ্ধ করতে পা...
21/08/2025

👉👉কিচেন টিপস :-👇👇👇

◾১. পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসা কমাতে পেঁয়াজ ফ্রিজে ১০ মিনিট রেখে কাটুন।

◾২. কাঁচা কলা সেদ্ধ করতে পানিতে সামান্য তেল দিয়ে দিন, কালচে হবে না।

👉👉টিপস:-👇👇◾১. সবজির রঙ উজ্জ্বল রাখতে সিদ্ধ করার সময় সামান্য চিনি দিন।◾২. মাছ ভাজার সময় তেলে সামান্য চালের গুঁড়া মিশিয়ে ন...
21/08/2025

👉👉টিপস:-👇👇

◾১. সবজির রঙ উজ্জ্বল রাখতে সিদ্ধ করার সময় সামান্য চিনি দিন।

◾২. মাছ ভাজার সময় তেলে সামান্য চালের গুঁড়া মিশিয়ে নিলে তেল ছিটবে না।

21/08/2025

রাসূল (সাঃ) বলেছেন, ‘দুই শ্রেণীর লোক জাহান্নামী রয়েছে যাদেরকে এখনও আমি দেখিনি (প্রথম শ্রেণী) এমন সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করা লাঠি থাকবে যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। (দ্বিতীয় শ্রেণী) নগ্ন পোষাক পরিধানকারী নারী যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায় হবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সেই সুগন্ধি এত বহুদূর হতে পাওয়া যায়। অন্য বর্ণনায় রয়েছে, এক মাসের পথের দূরত্ব হতে পাওয়া যায়’ (মুসলিম, মিশকত হা/৩৫২৪; বাংলা ৭ম খন্ড, হা/৩৩৬৯)

👉👉 এই লিখাতে টাচ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇👉👉১,,,কলকাতা স্টাইল এগ চিকেন দম বিরিয়ানি👇👇 (Kolk...
20/08/2025

👉👉 এই লিখাতে টাচ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇

👉👉১,,,কলকাতা স্টাইল এগ চিকেন দম বিরিয়ানি👇👇 (Kolkata Style dum Biryani recipe)

✍️উপকরণ👇👇👇

• ১০ জন
• চিকেনের জন্য
• ২ কেজি চিকেন
• ২৫০ গ্রাম টক দই
• ২ চা চামচ জিরে গুঁড়ো
• ২ চা চামচ ধনে গুঁড়া
• ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
• ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
• ২ চা চামচ গরম মশলা গুঁড়ো
• ২ চা চামচ বিরিয়ানি মশলা
• স্বাদমতো নুন
• ১ চা চামচ চিনি
• ২ চা চামচ কেওড়া জল
• ১ চা চামচ গোলাপ জল
• ৩-৪ ফোঁটা মিঠা আতর
• ৫-৬ চা চামচ পেঁয়াজ বেরেস্তা
• ১ চা চামচ ভিনিগার
• ২ চা চামচ সর্ষে তেল
• ২ চা চামচ আদা রসুন বাটা
• ১চা চামচ ঘি
• বিরিয়ানির চাল এবং লেয়েরিং এর জন্যে
• ১ কেজি বাসমতী চাল
• প্রয়োজন অনুযায়ী ১ টা কাপড়ে দারুচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা, এলাচ, গোল মরিচ
• ৪ টেবিল চামচ ঘি
• ৭-৮ চা চামচ নুন
• ১ টা পাতি লেবুর রস
• ৫ টেবিল চামচ কেশর দুধ
• ২ চা চামচ বিরিয়ানির মশলা
• ৪ টেবিল চামচ বেরেস্তা
• ১০ টুকরো ভেজে রাখা আলু
• ১০ টা সেদ্ধ ডিম
• ২ চা চামচ কেওড়া জল
• ১ চা চামচ গোলাপ জল
• ৪ ফোঁটা মিঠা আতর

👇

রান্নার নির্দেশ সমূহ
• প্রথমে টক দই, আদা রসুন বাটা, ভিনেগার, নুন, চিনি, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গোল মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর ও সর্ষে তেল মিশিয়ে চার পাঁচ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে চিকেনের পিস গুলো রেখে দিতে হবে।
• এবার হাঁড়িতে জল গরম হলে গোটা গরম মশলার পটলি, একটা পাতি লেবুর রস ও ৭-৮ চামচ নুন মিশিয়ে নিয়েছি। অন্য দিকে অল্প ঘি দিয়ে বাসমতী চাল এক ঘণ্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটে গেলে চাল দিয়ে ৭০% রান্না করে ফ্যান ঝরিয়ে নিয়েছি।
• এবার অল্প দুধে কেশর ভিজিয়ে রাখতে হবে। অন্য দিকে কড়াইতে ৫-৬ চামচ ঘি দিয়ে ম্যারিনেট করা মাংস মিশিয়ে কম আঁচে কষিয়ে নিয়েছি ১০ মিনিট।
• ইতি মধ্যে আলু গুলো কে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গেলে আলু মিশিয়ে আরো ১৫ মিনিট রান্না করে নিয়েছি।
• এবার বিরিয়ানির শেষ পর্যায়ে এসে প্রথমে পত্রের গায়ে ভালো ভাবে ঘি মাখিয়ে একদম তলায় মাংসের লেয়ার তার ওপর আলু ঝোল মিশিয়ে অল্প ঘি, আতর, কেওড়া জল, গোলাপ জল, কেশর গোলা দুধ ও বিরিয়ানি মশলা দিয়ে ভাতের লেয়ার করে নিয়েছি।
• তার ওপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে আরো একবার ভাত মিশিয়ে আরো একটু ঘি, আতর, কেওড়া জল, গোলাপ জল, কেশর গোলা দুধ ও বিরিয়ানি মশলা মিশিয়ে বেরেস্তা ছড়িয়ে আটা দিয়ে সিল করে ৪০ মিনিট এর জন্যে কম আঁচে দমে রেখেছি।

👉👉২,,,চিকেন তাওয়া পাসান্দা বিরিয়ানি👇👇👇 (chicken tawa pasanda biryani recipe)

✍️উপকরণ👇👇👇
• 3 জনের জন্য
• 500 গ্রাম চিকেন ব্রেস্ট
• 2-3টেবিল চামচ সর্ষের তেল
• 3টেবিল চামচ টক দই
• 2টো মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করেে কাটা
• 1টেবিল চামচ আদা রসুন বাটা
• 1/2টেবিল চামচ ধনে গুঁড়ো
• 1/2টেবিল চামচ জিরা গুঁড়ো
• 1/4 চা চামচ হলুদ গুঁড়ো
• 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো
• 2চা চামচ নুন
• 2টেবিল চামচ রোস্টেড ছোলার ছাতু
• 1/4 কাপ সর্ষের তেল (রান্নার জন্য)
• 600 গ্রাম 80% সেদ্ধ বাসমতি চাল
• 2টো বড় এলাচ
• 2 টেবিল চামচ ঘি
• 1টেবিল চামচ বিরিয়ানি মসলা
• 1-2টো স্টার অ্যানিস
• 1-2 তেজপাতা
• 1চা চামচ গোলাপজল
• 1চা চামচ কেওড়া জল
• 1-4 কাপ বেরেস্তা
• প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য পুদিনা পাতা

👇

রান্নার নির্দেশ সমূহ

• একটা প্যানে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ টা সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
• পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে তারপর এই ভাজা পেঁয়াজ ও টকদই একসঙ্গে করে মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ও সরিয়া রাখতে হবে।
• এবার চিকেন ব্রেস্ট থেকে পাতলা পাতলা করে অংশ কেটে একটু ফ্ল্যাট করে নিতে হবে।
• এখন একটা পাত্রে এই চিকেনের এই টুকরোগুলো নিয়ে ওর সাথে আদা রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, পোস্ত,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন ও রোস্টেড ছোলার ছাতু ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিতে হবে।
• এবারে এর মধ্যে সরিয়ে রাখা পেঁয়াজ ভাজা ও দইয়ের পেস্টটা যোগ করে 5-6 ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।
• এবার একটা তাওয়াতে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ম্যারিনেটেড পাসান্দাগুলো দিয়ে ঢিমে আঁচে রান্না করতে হবে।
• হয়ে গেলে গ্যাস বন্ধ করে নিন এবং পাসান্দা গুলো সরিয়ে রাখুন।
• এবার একটা পাত্রে ভালো করে ঘি মাখিয়ে নিন। এবার সেদ্ধ ভাতের অর্ধেকটা ছড়িয়ে একটা লেয়ার করে নিন।
• এবার এর ওপর চিকেন পাসান্দা গুলো এক এক করে যোগ করুন। অর্ধেক বিরিয়ানি মসলা ছড়িয়ে দিন এবং অল্প ঘি ছড়িয়ে দিন।
• এর ওপরে বাকি ভাতটা ছড়িয়ে দিন এবং ভাতের ওপরে অবশিষ্ট বিরিয়ানি মসলা,বেরেস্তা, স্টার এনিস,বড় এলাচ ও তেজপাতা যোগ করুন।
• উপর থেকে গোলাপ জল ও কেওড়া জল ছড়িয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ঢিমে আঁচে 15 মিনিট রাধুন।
• পরিবেশন করার আগে ঢাকা খুলুন। ব্যাস তাহলেই তৈরি চিকেন তাওয়া পাসান্দা বিরিয়ানি।

👉👉৩,,,হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি👇👇👇 (Hyderabadi chicken dum biryani recipe)

✍️উপকরণ👇👇👇

• ৪০০ গ্রাম বাসমতী চাল
• ৭৫০ গ্রাম চিকেন
• ৩ টি বড় পেঁয়াজ বেরেস্তা
• ১৫০ গ্রাম টকদই
• ২ টেবিল চামচ আদা রসুন বাটা
• ২ টেবিল চামচ বিরিয়ানি মশলা
• ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
• ১/২ টেবিল চামচ জিরে গুঁড়ো
• ১/২ টেবিল চামচ ধনে গুঁড়ো
• ১ চা চামচ চিনি
• স্বাদ অনুযায়ী লবণ
• ৩ টেবিল চামচ কেওড়া জল
• ১ কাপ দুধ
• ১ টি পাতিলেবু
• ৪ টেবিল চামচ তেল
• ২ টেবিল চামচ ঘি
• ৫-৬ টি এলাচ
• ৪-৫ টি লবঙ্গ
• ২ টুকরো দারুচিনি
• ১ মুঠো ধনে পাতা
• প্রয়োজন অনুযায়ী পুদিনা পাতা
• ৪-৫ টি কাঁচা লঙ্কা

👇

রান্নার নির্দেশ সমূহ

• প্রথমে চিকেন ভালো করে ধুয়ে আদা রসুন বাটা, টক দই,লঙ্কা গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,বিরিয়ানি মশলা,অল্প পাতিলেবুর রস,লবণ,চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিন।তারপর ২টি পেঁয়াজের বেরেস্তা একটু গুঁড়ো করে দিয়ে দিন।কেওড়া জল,ধনে পাতা কুচি,পুদিনা পাতা কুচি,২টি কাঁচা লঙ্কা কুচি আর বেরেস্তা ভাজার তেল দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখুন কমপক্ষে আধ ঘণ্টা।তার বেশি সময় রাখলে ফ্রিজে রাখুন।
• যে পাত্রে বিরিয়ানি বানাবেন তার তলায় অল্প তেল বা ঘি মাখিয়ে তেজপাতা বিছিয়ে দিন।তার উপর মাংস টা ভালো করে বিছিয়ে দিন।মাংসের ওপর ১ টেবিল চামচ ঘি আর অল্প ধনেপাতা কুচি,পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিন।
• চাল টা আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। জলের মধ্যে ৩ টেবিল চামচ লবণ,গোটা গরম মশলা,পাতিলেবুর রস দিয়ে ফুটে উঠলে চাল টা দিন আর ভাতটা ৫০% সিদ্ধ হলে নামিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ভাত ছেঁকে মাংসের ওপর বিছিয়ে দিন।ওপরে বেরেস্তা,ঘি,ধনেপাতা,পুদিনা পাতা,কাঁচা লঙ্কা,দুধ,কেওড়া জল ছড়িয়ে দিন।
• এবার হাঁড়ির মুখ ঢেকে একটা তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে প্রথমে ১০ মিনিট হাই ফ্লেমে রাখুন।তারপর ১৫ মিনিট মাঝারি আঁচে এবং শেষে ২০ মিনিট অল্প আঁচে দম দিন।গ্যাস অফ করার পর আরো ১৫মিনিট উনুনের উপর বসিয়ে রেখে তারপর হাঁড়ির মুখ খুলে গরম গরম পরিবেশন করুন।

👉👉৪,,,পর্দা বিরিয়ানি👇👇👇
(parda biriyani recipe )

👇

✍️উপকরণ👇👇👇

• 200 গ্রাম মোশন
• 200 গ্রাম বাসমতি চাল
• 100 গ্রাম পেঁয়াজ কুচি
• ৫গ্রাম গোটা গরম মসলা
• ৫ গ্রাম লঙ্কাগুঁড়ো
• 100মিলি ঘি
• 10 গ্রাম আদা-রসুন বাটা
• 25 গ্রাম টক দই
• স্বাদমতো নুন চিনি
• 5 গ্রাম কেশর
• 10 গ্রাম বিরিয়ানি মসলা
• 2গ্রাম আতর
• 4 টুকরো আলু
• 1 টা ডিম
• 50 গ্রাম ময়দা
• 10গ্রাম ইস্ট
• 1 গ্রাম গোলমরিচ
• 1 গ্রাম দারচিনি
• 1 গ্রাম এলাচ
• 2 টো আলুবোখরা
• 2 টি তেজপাতা
• প্রয়োজন অনুযায়ী গোলাপজল
• প্রয়োজন অনুযায়ী কেওড়া জল

👇

রান্নার নির্দেশ সমূহ
• মটন কে সমস্ত বাটা ও গুঁড়া মসলা দিয়ে ম্যারিনেট করে রাখুন এরপর অন্য একটা পাত্রে ভাতের জন্য গরম জল বসিয়ে সেই জলের মধ্যে গোটা গরম মসলা এলাচ গোলমরিচ দারচিনি দিতে হবে।
• মটন কে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ।এবার অন্য একটা হাঁড়িতে ঘি মাখিয়ে তাতে সাদাভাত তার ওপরে মটন আলু কেশর মাখানো ভাত বিরিয়ানি মসলা ডিম আলুবোখরা বেরেস্তা গোলাপ জল কেওড়া জলদিতে হবে এরকমভাবে লেয়ার করে দু তিনবার দিতে হবে ।
• এবার অন্য একটা পাত্রের মধ্যে ময়দা ঈস্ট পরিমাণমতো জল দিয়ে ভাল করে মেখে নিতে হবে।কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ওই যে হাঁড়ির মধ্যে সবকিছু বিরানির মসলা দিয়ে সাজানো হয়েছে ওই বিরিয়ানির হাঁড়িতে ওপরে ময়দা দিয়ে ভালো করে আটকে দিতে হবে আর ময়দার উপরে আলমানস দিয়ে গার্নিশিং করতে হবে।🥰😋😋

আসসালামু আলাইকুম।আবূ কামিল, ফূযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। তারা (সাহাবীগণ) রসুলুল্লাহ সাল্লাল্...
20/08/2025

আসসালামু আলাইকুম।

আবূ কামিল, ফূযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। তারা (সাহাবীগণ) রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন এবং তারা তখন একটি পার্বত্য ঘাঁটিতে (মোড়ে) আরোহণ করছিলেন। তিনি বলেন, এক ব্যক্তি যখনই কোন টিলার উপর উঠত তখন উচ্চস্বরেلاَ إِلَهَ إِلاَ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ’আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আল্লাহ মহান’ বলত। তিনি (রাবী) বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তো নিশ্চয়ই কোন বধির কিংবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না। তিনি বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবদুল্লাহ ইবনু কায়স! আমি কি তোমাকে একটি কালেমা বাতলে দেব, যা জান্নাতের ভাণ্ডার (তুল্য)। আমি বললাম, ইয়া রসুলুল্লাহ! সেটা কি? তিনি বললেনঃلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ’আল্লাহর সাহায্য ব্যতীত কারো ভাল কাজ করার এবং মন্দ কাজ থেকে ফিরে থাকার সাধ্য নেই।’

[সহিহ মুসলিম, হাদিস নং-৬৬১৮,অধ্যায় নং-৫০, ইসলামিক ফাউন্ডেশন]
হাদিসের মান সহিহ

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momtahan Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Momtahan Karim:

Share