MY GREEN FLORA

MY GREEN FLORA Welcome to My Green Flora!

Your one-stop green corner for:
🪴 Indoor Plants 🌳 Outdoor Plants🌿 Medicinal Plants | 🌲 Forestry Plants
We also offer professional services like landscaping, garden care, and plant maintenance!
📦 DM to order or book services

Bring Nature to Your Desk – Office Plants by ''My Green Flora'' 🌱Turn your workspace into a refreshing green zone!Our ha...
09/07/2025

Bring Nature to Your Desk – Office Plants by ''My Green Flora'' 🌱
Turn your workspace into a refreshing green zone!
Our handpicked collection of office-friendly plants are not only elegant but also boost focus and reduce stress.

✅ Low maintenance
✅ Air-purifying
✅ Perfect for desks, corners, shelves & cabins

✨ Ideal Plants for Office Décor:
– Snake Plant
– ZZ Plant
– Pothos
– Peace Lily
– Aglaonema
– Lucky Bamboo

🏢 Whether it’s a home office or corporate space, we have the perfect green companion for your desk!

📦 Delivery available across India
📲 DM us to customize your green workspace!

🌿 Let your workspace breathe with My Green Flora 💚






























🌿 রাত্রির পাতা — তুমি ঘুমিয়ে পড়লে, আমি গাছের পাশে বসে থাকি,জোনাকির আলোয় পাতারা বলে, ‘ভালোবাসি’।তোমার নিঃশ্বাসে যেমন গ...
08/07/2025

🌿 রাত্রির পাতা —

তুমি ঘুমিয়ে পড়লে, আমি গাছের পাশে বসে থাকি,
জোনাকির আলোয় পাতারা বলে, ‘ভালোবাসি’।

তোমার নিঃশ্বাসে যেমন গন্ধ থাকে বেলিফুলের,
তেমনই আমার প্রতীক্ষা—সবুজে মোড়ানো, নিরব সমর্পণ।

এই নিশুতি রাতেও গাছেরা জানে,
ভালোবাসা শব্দ ছাড়াও ছুঁয়ে যায় প্রাণ।

তুমি ঘুমোও, আমি পাহারা দিই,
আমার প্রেম আর এক টব গাছ—দুজনেই অমলিন। শুভ রাত্রি🤍🤍🤍
























#কবিতার_রাত
#সবুজ_ভালোবাসা
#রাতের_গল্প
িশি
#গাছের_কবিতা
#ঘুমপাড়ান_গল্প
#ভালোবাসার_পাতা

POTHOS 🤍💚🤍🌿 পথোস গাছের যত্ন💧 জল দেওয়া:মাটির ওপরের ১–২ ইঞ্চি শুকিয়ে গেলে জল দাওঅতিরিক্ত জল দিলে পাতা হলুদ হয়ে যায়ড্রেনেজ ...
08/07/2025

POTHOS 🤍💚🤍

🌿 পথোস গাছের যত্ন

💧 জল দেওয়া:

মাটির ওপরের ১–২ ইঞ্চি শুকিয়ে গেলে জল দাও

অতিরিক্ত জল দিলে পাতা হলুদ হয়ে যায়

ড্রেনেজ হোল সহ টব ব্যবহার করো

☀️ আলো:

উজ্জ্বল, পরোক্ষ আলোতে ভালো ফলন

কম আলোতেও বাঁচে, তবে ধীরে বাড়ে

সরাসরি রোদে রাখো না—পাতা পোড়ে

🌡️ তাপমাত্রা ও আদ্রতা:

আদর্শ: ১৮°C – ৩০°C

আর্দ্রতা পছন্দ করে (বাথরুমে দারুণ হয়!)

ঠান্ডা বাতাস থেকে দূরে রাখো

🌱 সার দেওয়া:

বসন্ত ও গ্রীষ্মকালে মাসে একবার তরল সার N;P;K দাও

শীতে সার বন্ধ রাখো

✂️ কাটা ও নতুন গাছ তৈরি:

লম্বা ডাঁটা ছেঁটে ফেলো—আরও ঘন হবে

নোডের নিচ থেকে কেটে জল রাখো → ২–৩ সপ্তাহে শিকড়

শিকড় বড় হলে মাটিতে লাগাও






























SNAKE PLANT 😎🌿🌿 স্নেক প্ল্যান্ট সম্পর্কে:উদ্ভিদবিদ্যার নাম: সানসেভেরিয়া ট্রাইফ্যাসিয়াটাবাতাস পরিশোধনকারী:  ফর্মালডিহাই...
08/07/2025

SNAKE PLANT 😎🌿

🌿 স্নেক প্ল্যান্ট সম্পর্কে:

উদ্ভিদবিদ্যার নাম: সানসেভেরিয়া ট্রাইফ্যাসিয়াটা

বাতাস পরিশোধনকারী: ফর্মালডিহাইড, বেনজিন এবং জাইলিনের মতো বিষাক্ত পদার্থ দূর করে (নাসা-অনুমোদিত!)।

✅ করণীয়:
1. জল দেওয়া একেবারে কমিয়ে দিন

2. মাটি যখন একেবারে শুষ্ক থাকে তখনই কেবল জল দিন

3. আপনার আঙুল বা আর্দ্রতা মিটার ব্যবহার করে পরীক্ষা করুন

4. ভালো নিষ্কাশন নিশ্চিত করুন

6. প্ল্যান্টারে অবশ্যই নিষ্কাশন গর্ত থাকতে হবে

7. ভালো নিষ্কাশনকারী মাটি ব্যবহার করুন (ক্যাকটাসের মিশ্রণটি দুর্দান্ত)

8. আলো দিন

9. মেঘলা দিনেও, এটি একটি উজ্জ্বল জানালার কাছে রাখুন

10. অনেক বেশিক্ষণ অন্ধকার কোণ এড়িয়ে চলুন

11. পাতা মুছুন

ধুলো + ছত্রাকের স্পোর

প্রতি ১-২ সপ্তাহ অন্তর ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছুন

বোনাস টিপস:

যদি ঘরের ভেতরে অতিরিক্ত আর্দ্রতা থাকে, তাহলে কাছাকাছি একটি ফ্যান চালু করুন—সরাসরি গাছের উপর নয়, শুধুমাত্র বাতাস চলাচলের জন্য। শিকড় পচা এবং ছত্রাকের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। 🌬️






























সুপ্রভাত ☀️ভালোবাসা আর একগুচ্ছ হাসি নিয়ে তোমার দিনটা হোক রঙিন! 💚😊🥰তুমি যেন শ্রাবণের আগুন,পাতার ফাঁকে লুকানো রঙিন বাতাস,...
08/07/2025

সুপ্রভাত ☀️
ভালোবাসা আর একগুচ্ছ হাসি নিয়ে তোমার দিনটা হোক রঙিন! 💚😊🥰
তুমি যেন শ্রাবণের আগুন,
পাতার ফাঁকে লুকানো রঙিন বাতাস,
তোমার হাসিতে রোদ ঝরে,
আর চোখে—বিস্ময় আর ভালোবাসা।

তোমার ছোঁয়ায় ফুল ফোটে,
আমি ভুলে যাই সব পথের দিশা,
তুমি কাছে এলে, যেন প্রকৃতি—
নিজেই প্রেমের ভাষা লেখে নিঃশ্বাসে।

#🌱 Nature & Plants










#🌸 Flowers & Mornings










#💚 Love & Poetry









🌼 কাঠগোলাপ আর তুমি... 💛তুমি ঠিক কাঠগোলাপের মতো—নিরব, স্নিগ্ধ, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায় মন দিয়ে।তোমার কাছে এলেই যেন ...
07/07/2025

🌼 কাঠগোলাপ আর তুমি... 💛

তুমি ঠিক কাঠগোলাপের মতো—

নিরব, স্নিগ্ধ, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায় মন দিয়ে।

তোমার কাছে এলেই যেন সবকিছু শান্ত হয়ে যায়…

আর আমি, রোজ একটু একটু করে তোমায় ভালোবেসে যাই। 🍃


#কাঠগোলাপ
#কাঠগোলাপেরভালোবাসা
#সাদা_ফুল
#শান্তির_ফুল
#মনকাবা_ফুল
#বাংলারফুল
#বাগানেরফুল
#ফুলেরভালোবাসা
#ফুলেরগল্প





























🌺 জবা ফুলের জাদু 🌞জবা শুধু রঙিন আর সুন্দর না—এটি শান্তি, সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক।তোমার বারান্দা বা বাগানে একটু রোদ ...
07/07/2025

🌺 জবা ফুলের জাদু 🌞

জবা শুধু রঙিন আর সুন্দর না—এটি শান্তি, সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক।
তোমার বারান্দা বা বাগানে একটু রোদ পেলেই এই ফুল খুলে বসে একেবারে রাণীর মতো! 👑✨

তাছাড়া, হিবিস্কাস চা আর ত্বকচর্চার উপাদান হিসেবেও বেশ জনপ্রিয়।

🪴 রোদে রাখো, জল দাও নিয়মিত—আর দেখো কী দারুণ ফোটে!













🌺



















#জবা

#জবাফুল

#বাংলারবাগান

#ফুলভক্ত

#সবুজ_ভালোবাসা

#দেশীয়ফুল

#বাংলারফুল

#বাগান_মন

Philodendron Florida Ghost Variegated
13/12/2024

Philodendron Florida Ghost Variegated

Plants on Teracotta Planter Shilpa Kunja, Nazrul Tirtha, Newtown WhatsApp on +91 8479090705                             ...
17/04/2024

Plants on Teracotta Planter
Shilpa Kunja, Nazrul Tirtha, Newtown
WhatsApp on +91 8479090705

Flower Vase with clay art🌼
30/03/2024

Flower Vase with clay art🌼

Pepromina creeper Variegated in Terracotta tea pot
30/01/2024

Pepromina creeper Variegated in Terracotta tea pot


Aglaonema Red Valentine ❤️ I'm happy! when u stay with me........💚 .                                                    ...
18/01/2024

Aglaonema Red Valentine ❤️

I'm happy! when u stay with me........💚
.

Address

KOLKATA
Kolkata
700016

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY GREEN FLORA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MY GREEN FLORA:

Share